Bengali Culture BD

Bengali Culture BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bengali Culture BD, Digital creator, Chitalmari, Bagerhat, Khulna.

আসসালামু আলাইকুম! সবাইকে বেঙ্গলি কালচার বিডিতে স্বাগতম! ❤️❤️ বাংলার মানুষের সংস্কৃতি প্রকাশে এই পেজ কাজ করে যাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা রবের প্রতি কৃতজ্ঞ থাকুন।সবার মঙ্গল কামনা করছি🥰❤️❤️।

16/12/2024

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা।🇧🇩🇧🇩

16/12/2024

তাকদীর হল নির্ধারিত ভাগ্য। এ মহাবিশ্বে যা কিছু ঘটবে আল্লাহ তার পূর্বজ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী সেসব কিছু নির্ধারণ করেছেন। এর প্রতি বিশ্বাসকে ইসলামে তাকদীর বলা হয়। ইসলামে তাকদীরের ওপর বিশ্বাস করা আল্লাহ তা'আলার রবুবিয়াত বা প্রভুত্বের ওপর বিশ্বাস করার অন্তর্ভুক্ত এবং তা ঈমানের ছয়টি রুকনের অন্যতম একটি রুকন।

মৃতেরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে⁉️"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!!"মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে শ...
13/12/2024

মৃতেরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে⁉️
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!!"

মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে শুরুতেই মারা গেছে। মৃত্যু পরবর্তী

----আত্মীয় স্বজনের কান্নাকাটি, গোসল, কাফনের কাপড় পরানো এমন কি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে। তার মনে সবসময় স্বপ্ন দেখার ছাপ থাকে। তখন সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না।
পরবর্তীতে, যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা থাকে, আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করেন। সে তার চোখ খোলে এবং তার "খারাপ স্বপ্ন" থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন ছিল এবং এখন সে তার ঘুম থেকে জেগে উঠেছে। তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করে, যা সবেমাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে, অবাক হয়ে প্রশ্ন করে;
"আমার জামা কোথায়, আমার অন্তর্বাস কোথায়?"
তারপর তিনি বলতে থাকেন: " আমি কোথায়, এই জায়গাটি কোথায়, কেনো সর্বত্র ময়লা-কাদার গন্ধ, আমি এখানে কী করছি? তারপর সে বুঝতে শুরু করে যে সে আন্ডারগ্রাউন্ড, এবং সে যা অনুভব করছে তা স্বপ্ন নয়! হ্যাঁ, তিনি সত্যিই মারা গেছেন।
তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করেন, ডাকেন: তার আত্মীয়রা যারা তাকে বাঁচাতে পারে:
"রাজ্জাক..!!!"
"আব্দুল্লাহ..!!!"
"খাদিজা....!!!!"
"আয়েশা....!!!!"
কেউ তার উত্তর দেয় না। তখন তার মনে পড়ে যে এই মুহূর্তে আল্লাহই একমাত্র ভরসা। তখন তিনি কাঁদেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন-------
"ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! আমাকে ক্ষমা কর ইয়া আল্লাহ...!!!
সে এমন এক অবিশ্বাস্য ভয়ে চিৎকার করে যা সে তার জীবদ্দশায় আগে কখনো অনুভব করেনি।
যদি সে একজন নেক মানুষ হয়,তবে হাস্যোজ্জ্বল মুখের দুইজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে বসবে, তারপর তার সর্বোত্তম সেবা করবে।
যদি সে খারাপ লোক হয় তবে দুইজন ফেরেশতা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার কুৎসিত কাজ অনুযায়ী তাকে নির্যাতন শুরু করবে।
হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, নেক কাজের তৌফিক এবং ঈমান নিয়ে পরকালে পাড়ি দেওয়া নসিব দান করুন। আমিন।

06/12/2024
29/11/2024

তোমার সাত রঙে
আজ অভ্যস্ত
তালে তাল মিলিয়ে
ক্লান্ত-শ্রান্ত
ধুয়াশার মাঝে সব ঢেলে
আজ অবিশ্রান্ত
শূন্য, আমি শূন্য
আর কিছুই বেচে নেই
শুধু সাদা আর কালো
নেই কোন।,!? ;:
আজ আমি বড়ই শান্ত
কিছু নেই কেও নেই
নেই দুংখ কষ্ট আনন্দ

প্রিমিয়াম লেডিস ফ্যাশনেবল ড্রেসএই প্রোডাক্ট কি আপডেট করে সুতি সালোয়ারের পরিবর্তে গাবাডিং প্যান্ট দেওয়া হয়েছে। প্যান্...
19/10/2024

প্রিমিয়াম লেডিস ফ্যাশনেবল ড্রেস

এই প্রোডাক্ট কি আপডেট করে সুতি সালোয়ারের পরিবর্তে গাবাডিং প্যান্ট দেওয়া হয়েছে। প্যান্ট একদম ছবিতে যেরকম দেখছেন সেরকমই পাবেন। প্রাইস কিছুটা আপডেট হয়েছে। ফেব্রিক : দুবাই চেরি জরজেট
প্যান্ট- গ্যাবাডিং
জামা লংঃ 36
প্যান্ট লংঃ 40
জামা বডিঃ 38, 40, 42, 44
অর্ডার করতে inbox করুন।

16/10/2024

এই পাখির নাম বলতে পারবেন?🥰

বাংলাদেশের ৬৪ জেলার নামঃ
14/10/2024

বাংলাদেশের ৬৪ জেলার নামঃ

বাঙ্গালির অতি পছন্দের মুখরোচক খাবার।😋😋😋🫠!!
14/10/2024

বাঙ্গালির অতি পছন্দের মুখরোচক খাবার।😋😋😋🫠!!

বাঙ্গালি স্পেশাল!! 😋😋❤️❤️😇দুপুরের টেস্ট হলে কেমন হয়!??
13/10/2024

বাঙ্গালি স্পেশাল!! 😋😋❤️❤️😇
দুপুরের টেস্ট হলে কেমন হয়!??

বাগেরহাট খুলনার বিষেশ আকর্ষণ!! 😋😋😋🥰🥰আগে কোন খাবার টি সিলেক্ট করবেন!!??🥰
11/10/2024

বাগেরহাট খুলনার বিষেশ আকর্ষণ!! 😋😋😋🥰🥰
আগে কোন খাবার টি সিলেক্ট করবেন!!??🥰

বাগেরহাট খুলনা জেলার বিষেশ আকর্ষণ!!
11/10/2024

বাগেরহাট খুলনা জেলার বিষেশ আকর্ষণ!!

10/10/2024

👉.......মুলা......

মুলা!😯
হ্যাঁ, সেই ডাইনিং কাপানো খুলা!🙃
যার হয় না, কোন তুলনা!🤕
মনে পরে যায়,😟
মেয়েদের সেই উদার উদারতা। 🙄
আহা, তুলাতলার সেই গুলা। ❤️
সাদার ওপর হলুদে মাখা🥰
ম্যানেজারের সেই বিশেষ আতিথীয়তা!🥰
মনে পরে যায় অজ.!..🙃🙃

With BSL Daily Life – I just got recognized as one of their top fans! 🎉
10/10/2024

With BSL Daily Life – I just got recognized as one of their top fans! 🎉

10/10/2024

😒😒😔😔🥺

হোস্টেলটা আজ ভিশন শান্ত।
কারণ কথপ কথন বন্ধ
সোরগোল হীন হোস্টেল
আজ অনেক কথা কানে কানে বলে যায়
তুমি কি ঠিক আছ?
এতো হাসছো কেন?
আমি- বলি,
গাছে মুকুল এসেছে,
না হাসলে অভিমান করবে,
গাছে পাখি ডাকছে,
বোলছে,
হাসির মধ্যে কি চেপে রেখেছ? ?
শুনতে পারি কী ছোট-খাটো গল্প?
মাত্র ১ সপ্তাহ
পরিবাপ্তি যদিও বড়।
মনের কথা যখন মুখে বলি,
তখন যেন সবটাই এলোমেলো....
অগোছালো উত্তর.......।

09/10/2024

👉যে কবিতা আমার জীবনটাকে সারা রা রা করে দিয়েছিল.....🙃🙃
.....অনুভূতি.....

হে পৃথিবী কান পেতে শুন,
আর কোন অসাধারনের কামনা করবো না
সাধারণকে বরণ করে নিলাম।
যারা আমাকে কামনা করে,
তাদেরকে বরণ করে নিলাম।
জানি,এ আমার জন্মগত অভ্যাস
অসাধারণ আমাকে আকর্ষণ করে
চুনা বালির মতো আমার মন টানে
তবু আজ মন বড়ই শান্ত
জানি ক্ষণ কালের জন্য...
তবু এ মন আজ বড়ই রক্তাক্ত।
ভাবছি কিছু দিনের জন্য দুটি নিয়ে নিব।
কিছু দিন শান্তি খুজব
আকাশে-বাতাসে মন উড়াব...
ওদেরকে মনের কথা বলব।
বোলবো শুন তোমরা...!
আজ মন বড়ই রক্তাক্ত
জানি ক্ষণ কালের জন্য
তবু আজ বলতে ইচ্ছে হয়
সাধারণ কেন নয়!! ?
কেন শুধু অসাধারণ মন ছুতে চাই?
হে পাহাড় শুন,
ঐ ভালোবাসা বরণ করে নিলাম,
যা মাকালের মতো নয়....
যা ক্ষণ কালের জন্য নয়।
হে উাত্তাল ঢেউ শুন,
যদি নিজ দসে রক্তাক্ত হই।
তবে ইশারায়-ইঙ্গিতে বলে দিয়ো,
আমি শুনতে পাবো।
হে প্রশান্ত শুন,
আমি
অবিবেচক নই
যদি কখনো মনে হয়....
তবে তা অতি ক্ষণকালের জন্য।
জানি এ অপ্রত্যশিত, অনাকাঙ্ক্ষিত
যখনই অনাকাঙ্ক্ষিত আমায় স্বাগত জানাই
আমি তা বুঝতে পারি....
কিন্তু বিদাই দিতে পারি না যখন-তখন।
জানি তা ইমানের স্বল্পতারই কারণ।
হে অসংখ্য নদী শুন,
সবাই যে ভুল, ভুল বলে মনে করে না,
সে ভুল আমি তোমার সামনে,
বড় করে তুলে ধরেছি....
কারণ, তা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত।
হে সাধারণ শোন,
তোমাদের সবাইকে সম্মান করেছি,
তোমাদের ঐ সরল হাসির সঙ্গী হয়েছি
প্রশান্তি পেয়েছি.....
তাই বলছি,
অভিমান কর না....!
কেন আজ অতি আগ্রহে কামনা করি!?
কারণ, আজ এক হাত খালি....
তাই দুই হাত মুষ্টি বদ্ধ করি।

Address

Chitalmari, Bagerhat
Khulna
9360

Alerts

Be the first to know and let us send you an email when Bengali Culture BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengali Culture BD:

Videos

Share