Rashada Begum

Rashada Begum নিজেকে নিয়ে স্বপ্ন দেখা, পূর্ণতার জন্য সৃষ্টিকর্তার কাছে সাহায্য 🤲প্রার্থনা।

05/03/2024

06/01/2024

02/06/2023

Good morning everybody.

ফেসবুক পেইজ      🌿নতুন একটা ফেসবুক একাউন্ট ওপেন করলাম। প্রফেশনাল ফেসবুক আইডি, অপটিমাইজ করা শিখলাম, প্রোফাইল থেকে পেজ ক্র...
26/05/2023

ফেসবুক পেইজ

🌿নতুন একটা ফেসবুক একাউন্ট ওপেন করলাম। প্রফেশনাল ফেসবুক আইডি, অপটিমাইজ করা শিখলাম, প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করা শিখলাম। নিজের পেইজ কে কিভাবে বিজনেস প্ল্যাটফর্ম বানানো যায় সেই বিষয়ে ধারনা পাচ্ছি। ফেসবুকে কিভাবে সুন্দর করে সাজানো যায়, কাভার ফটো টা কেমন হতে পারে, এখানে একটা লোগোর দরকার হয় সেটা ডিজাইন করা শিখলাম। এখানে অটো রেসপন্স এর অনেকগুলো অপশন থাকে। অপশনগুলো সেটআপ করতে পারলে অনেকগুলো কাজ সিস্টেম ই সম্পন্ন করে ফেলে।

💮ডিজাইনের কথা চিন্তা করতে নার্ভাস ফিল করছিলাম কেননা গ্রাফিক ডিজাইন পারিনা, কিন্তু এটাও সহজ হয়ে গেল। কিছু অ্যাপস ব্যবহার করে ডিজাইনগুলো সহজেই করা সম্ভব। আলহামদুলিল্লাহ 🥰আমার কাভার ফটো আর লোগো আমি নিজেই ডিজাইন করেছি । ক্লাস গুলিতে খুঁটিনাটি আরও অনেক বিষয় শেখানো হয, যা প্রাক্টিক্যাল করার সময় অনেক কাজে লাগে। আমার মত পেছানো স্টুডেন্টরা ইউটিউবে ভিডিও দেখে সাধারণত অনেক কিছুই শিখতে পারে না। অনলাইন ক্লাস হলেও বুঝতে না পারলে টিচারদের সঙ্গে কথা বলে ক্লিয়ার হয়ে নেওয়া যায়। তাছাড়া প্রবলেম সলিউশন ক্লাস থাকে। ক্লাস ভিডিও আপলোড করা থাকে, শেখার জন্য মোটামুটি সব রকম সাপোর্ট ক্লাসগুলো থেকে পাচ্ছি।

🎋শুধু নিজের পেজের কথাই বললাম। শেখার পর চাইলে যারা আমার মত পেজ ক্রিয়েট করা,গ্রাফিক্স ডিজাইন জানে না কিন্তু পেইজ বিজনেসে সংযুক্ত হতে চায়, তাদের পেজ ক্রিয়েট করে ব্যবসার জন্য সুন্দর ভাবে প্রেজেন্ট করে দিয়ে ও কিন্তু অনেকে ইনকাম🫰 করতে পারে। তাছাড়া বিভিন্ন বিষয়ের উপর ধারাবাহিকভাবে কনটেন্ট, ভিডিও,কার্টুন, ইত্যাদি পোস্ট করলে লাইক ফলোয়ার বাড়তে থাকে। যেখান থেকে একটা সময় পর ইনকাম আসতে শুরু করে। আসলে পেজে অনেক কাজ আছে। যেমন কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিং। শেখার পর কিছু কিছু নিজের পেজে এপ্লাই করছি। সামনের ক্লাসগুলোতে 🤲 ইনশাআল্লাহ আরো ভালো কিছু শিখতে পারবো। ধন্যবাদ ♥️

হাতে অনেকটা  সময় আছে  🌱☘️ দিনের অনেকটা  সময় একদম ফ্রি থাকে।  সারাদিন সংসারের অনেক কাজ থাকে। সবগুলোই কিন্তু প্রতিদিনের ...
26/05/2023

হাতে অনেকটা সময় আছে

🌱☘️ দিনের অনেকটা সময় একদম ফ্রি থাকে। সারাদিন সংসারের অনেক কাজ থাকে। সবগুলোই কিন্তু প্রতিদিনের জন্য অপরিহার্য নয়। এখান থেকেও কিছুটা সময় ম্যানেজ করা সম্ভব। কি করা যায়?🤔 কি করা যায়? ভাবতে বসলে মাথায় অনেক কিছু আসলেও নিদৃষ্ট করা হয়ে উঠে না। অজান্তেই মোবাইল হাতে নিয়ে স্ক্রলিং করা একটা নেশা হয়ে গেছে।দেখি আর ভাবি মানুষ কত কিছুই না করছে, কিভাবে করছে তাও তো জানিনা। সোশ্যাল মিডিয়া,ডিজিটাল মার্কেটিং, ফ্রীল্যান্সিং, আরো কত কি।আচ্ছা এগুলো সম্পর্কে জানবো কিভাবে? উত্তর👉 গুগল মামা কে জিজ্ঞাসা করো। কিভাবে জিজ্ঞেস করবো? উত্তর👉 সার্চ দাও। কিভাবে সার্চ দিব? ইত্যাদি ইত্যাদি না জানলে যা হয়। না এভাবে হবে না, আমার যা অবস্থা প্লে-গ্রুপ থেকেই শুরু করতে হবে। একটা টিচার হলে ভালো হয়। বয়স হয়ে গেছে সবার কাছে শিখতে সংকোচ হয়। মোবাইলের ছোটখাটো সমস্যা হলেই ছেলের কাছে যেতে হয়।টিনেজ 🙎‍♂️বয় অনেক ভাব দেখায়, এটাও পারোনা। রাগ লাগে, না একটু জানতেই হবে। তাছাড়া ওকে গাইড করার জন্য হলেও একটু আকটু জ্ঞান থাকা দরকার হাতের কাছে থাকা ডিভাইসগুলো সম্পর্কে।

☘️ফ্রি সময় নিয়ে বলতে গিয়ে বলে ফেললাম রাজ্যের কথা। আসল কথা হচ্ছে এগুলো চিন্তা করতে করতেই মাথায় আসলো,মোবাইলে তো অনেক কিছু শিখার আছে, এখানে সময়ই দিয়ে কিছু শিখি। অন্যের পোস্টগুলোতে তো অনেক লাইক দিয়েছি। কিন্তু লাইক পাওয়ার জন্য পোস্টটা কিভাবে আমার কাছে আসলো, কেন ভালো লাগলো,কেনই বা কেও আমাকে একটা শেয়ার করলো, এত কমেন্টস কেন হল?ইত্যাদি। এক দিদির কাছে জানতে পারলাম ডিজিটাল মার্কেটিং কোর্স করলে আমি এগুলো সম্পর্কে মোটামুটি বুঝতে পারব। ঘরে🏡 বসেই অনলাইনে করা সম্ভব। অফারটা মন্দ না, হাতে থাকা সময়টাকে কাজে লাগানোর জন্য। একেক জন একেক তাড়নায় প্রযুক্তি শেখে, আমার তাড়না ছেলেকে গাইড করতে সহায়ক হবে। এই ভেবে কোর্সটির সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। শুরু করেছি, ভালই লাগছে, কি কি শিখলাম আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভাল লাগবে। ধন্যবাদ♥️

16/03/2023
18/01/2023

Hallo everyone.Welcome to my Page.

Address

Dhaka
Khilgaon
1214

Alerts

Be the first to know and let us send you an email when Rashada Begum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rashada Begum:

Videos

Share

Nearby media companies