Shahid Sir

Shahid Sir The only true wisdom is in knowing you know nothing.

১৫২৮ সালে মুঘল সম্রাট বাবরের শাসনামলে সরযূ নদীর পাড়ে নির্মাণ করা হয় তিন গম্বুজবিশিষ্ট ঐতিহাসিক বাবরি মসজিদ। সাড়ে চার শ...
06/12/2024

১৫২৮ সালে মুঘল সম্রাট বাবরের শাসনামলে সরযূ নদীর পাড়ে নির্মাণ করা হয় তিন গম্বুজবিশিষ্ট ঐতিহাসিক বাবরি মসজিদ। সাড়ে চার শতক পরে যা ভারতের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্র হয়ে উঠে। ১৯৪৯ সালের ২২ডিসেম্বর রাতে বাবরি মসজিদে রাম ও সীতা মূর্তি রেখে আসে অজ্ঞাতনামা কোন হিন্দু উগ্রবাদী। এ ঘটনাকে অলৌকিক দাবি করে প্রার্থনা শুরু করে মন্দিরপন্থীরা। এ ঘটনার পর ১৯৫০ সালে মসজিদে তালা দেয় ভারতীয় আদালত। সাথে বন্ধ করে হিন্দুদের মূর্তি দর্শন। ১৯৮৬ সালে আদালত মসজিদের তালা খোলার নির্দেশ দিলে ১৯৯০ সালে এ প্রচারাভিযানের অংশ হিসেবে বেশ কিছু শোভাযাত্রা ও মিছিল বের করে লাল কৃষ্ণ আদভানি। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ ও উগ্র হিন্দুত্ববাদী বিজেপি দেড় লাখ কর সেবক নিয়ে একটি শোভাযাত্রা বের করে। এ শোভাযাত্রা চলাকালীন সময়ে উগ্রবাদী হিন্দুরা সহিংস হয়ে ষোড়শ শতাব্দীতে নির্মিত এ মসজিদটি শহীদ করে। যা মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে।২০১৯ সালে অযোধ্যার এ জমিটিতে হিন্দুদের মন্দির নির্মাণের রায় দেয় ভারতীয় সুপ্রিমকোর্ট। ঐতিহাসিক বাবরি মসজিদের স্থলে নির্মাণ করা হয় বর্তমান রাম মন্দির। انشاء الله এক দিন না এক দিন অযোধ্যার এই জায়গা আবার তার পুরনো ঐতিহ্যে ফিরে যাবে।

25/11/2024

পুরোদমে শহরজুড়ে Gen Z এর আয়োজনে চলছে T-20 ম্যাচ! ম্যাচ শেষ না করেই হাতে,কাঁধে,ঘাড়ে করে ট্রফি নিয়ে উদ্দাম নৃত্য করতে করতে এগিয়ে চলছে আমাদের প্রজন্ম,আমাদের অহংকার!

জাজাকাল্লাহু খায়রান।
20/11/2024

জাজাকাল্লাহু খায়রান।

এদেরকে সরাসরি পিএইচডি ডিগ্রি প্রদান করে হনুলুলুতে ফ্রি ভিসায় পাঠিয়ে দেওয়া হউক।জাতি লজ্জার দায় থেকে মুক্ত হবে। সারা বছর হ...
24/10/2024

এদেরকে সরাসরি পিএইচডি ডিগ্রি প্রদান করে হনুলুলুতে ফ্রি ভিসায় পাঠিয়ে দেওয়া হউক।জাতি লজ্জার দায় থেকে মুক্ত হবে। সারা বছর হাটে-মাঠে ডিস্টিং ডিস্টিং করে বেড়াইছে আর এখন ফেল করে সচিবালয় ঘেরাও করে!

যাকে আপনি দূর্বল ভাবছেন হয়তো সে আল্লাহ্ আজ্জা ওয়াজ্জাল এর দরবারে অনেক শক্তিশালী। আল্লাহ্কে ভয় করুন;আর দূর্বল,অসহায়,নিরীহ...
21/10/2024

যাকে আপনি দূর্বল ভাবছেন হয়তো সে আল্লাহ্ আজ্জা ওয়াজ্জাল এর দরবারে অনেক শক্তিশালী। আল্লাহ্কে ভয় করুন;আর দূর্বল,অসহায়,নিরীহ মানুষের সাথে এমন কোন আচরন করবেন না যা আল্লাহর অপছন্দ।আপনার ক্ষমতা যেখানে শেষ, মহান আল্লাহ্ এর ক্ষমতা সেখান থেকেই শুরু!জাজাকাল্লাহু খায়রান।

21/09/2024

সাবা এভাবেই মাছকে খাবার দেয়; আর মাছগুলোও জানে তারা এখানে নিরাপদ। ঐসব শিক্ষিত অমানুষের মতো খাবার খেতে ডেকে এনে তাদের দুনিয়াটাই নিশ্চিহ্ন করে দিবে না।

13/09/2024

হাউন আংকেলের ভাতের হোটেল বন্ধ হয়ে গেলেও চালু আছে উত্তরার দিয়াবাড়ি ১৭ নং সেক্টরের বৃন্দাবনের পূজা মার্কেটে অবস্থিত Hungry Bites রেস্টুরেন্ট। চমৎকার পরিবেশে মাজাদার খাবারের স্বাদে হারিয়ে যাবেন নতুন এক জগতে। মেট্রোরেলে দিয়াবাড়ি ঘুরে আসুন আর উপভোগ করে আসুন মজাদার সব খাবার। রথও দেখা হলো,কলাও বেঁচা হলো!!!






12/09/2024

মহামান্য বিড়াল মহাশয় সিঁড়ি ব্যবহার করেন না, লিফটেই তার ভরসা।।।।

10/09/2024

নদীর ঘাউরা মাছ যখন চিপসের দেওয়ানা।।।।

Address

Basabo
Khilgaon

Telephone

+8801671149051

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahid Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahid Sir:

Videos

Share