Mim's tuk tak vlog

Mim's tuk tak vlog I love to share my cooking experience , Travel,my daily life lots of interesting things.

12/12/2024

দখিনা কিচেনে ডিনার❤️

10/12/2024

আমার খুবই প্রিয় একজন ভাবির হাতের রান্না যে কারণেআমার বাসায় হটাৎ করে পাঠিয়ে দিলো।❤️

 #বাবাই ❤️❤️❤️
15/11/2024

#বাবাই ❤️❤️❤️

📌📌📌সুস্থ্যতা আল্লাহর অনেক বড় নিয়ামত।আমার জন্য সবাই দোয়া করবেন আমি একটু অসুস্থ্য তাই নিয়মিত ভ্লগ আপলোড দেয়া হচ্ছে না ...
09/11/2024

📌📌📌সুস্থ্যতা আল্লাহর অনেক বড় নিয়ামত।আমার জন্য সবাই দোয়া করবেন আমি একটু অসুস্থ্য তাই নিয়মিত ভ্লগ আপলোড দেয়া হচ্ছে না ।সব কিছু সময় করে শেয়ার করবো কী হোয়েছে ,সে পযর্ন্ত সবাই কে অবশ্যই ওয়েট করতে হবে যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার পেইজের সাথে থাকবেন ধন্যবাদ ।❤️

বিয়ের পর একটা মেয়ের হাসি খুশি চেহারাই বলে দেয় তার শখের পুরুষ তাঁকে কতটা ননীর পুতুলের মতো রেখেছে—-।।💗🦋🌸এই লোকটা আমার ম...
30/10/2024

বিয়ের পর একটা মেয়ের হাসি খুশি চেহারাই বলে দেয় তার শখের পুরুষ তাঁকে কতটা ননীর পুতুলের মতো রেখেছে—-।।💗🦋🌸
এই লোকটা আমার মুখে হাসি আনার জন্য পুরো দুনিয়ার সাথেও লড়াই করবে । এই ধোঁকা দেওয়ার যুগে ,আমি এমন একজন আমার প্রতি আসক্ত বর পেলাম যে আমার সব কিছু বলার আগেই বুজে যায় আল্লাহর কাছে শূকর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। ❤️❤️❤️

শিশুকে শেখাবেন কারো বাসায় বেড়াতে গেলে দুনিয়ার জিনিস যেন না হাতায়। দেয়ালে যেন না আকে। সব খেলনা নিয়ে দখল করে যেন বসে না থ...
12/10/2024

শিশুকে শেখাবেন কারো বাসায় বেড়াতে গেলে দুনিয়ার জিনিস যেন না হাতায়।

দেয়ালে যেন না আকে।

সব খেলনা নিয়ে দখল করে যেন বসে না থাকে।

এসব এক বছর থেকেই একটু করে করে শিখাবেন দেখবেন well trained হয়ে যাবে।

পরদা ধরে ঝুলা একদম মানা করবেন। আপনি কারো বাসায় গেলে বিরক্তির কারন না হয়ে আনন্দের কারন হোন।

যাদের বাসায় যাবেন তারা অনেক শৌখিন তাদের জিনিস গুলা আপনার শিশুর কারনে ন'ষ্ট হোক তা নিশ্চই আপনার কাম্য নয়।

সোফা থেকে যেন লাফ না দেয়।

না গেলে না যান তাদের সুন্দর জিনিস গুলা নষ্ট করবেন না।

এক জায়গায় আড্ডা দিতে থাকবেন না।

যাদের বাসায় গেছেন দেখবেন ওদের বাচ্চা খুব ডানপিঠে।

আপনার বাচ্চা শান্ত দেখে মাথায় বালি বা হাতে মা'রতে পারে। যদি দেখেন মায়ের কোন ভ্রুক্ষেপ নাই, অবস্থা বেগতিক দেখলে সোজা চলে আসবেন। কাউকে বলার দরকার নেই। আর যাবেন না।

সবাই বাচ্চা পছন্দ করে, অ'সহ্য বাচ্চা কেউ পছন্দ করে না।

তাই ঘর থেকেই শুরু হোক হাতে খড়ি।

আপনার বাচ্চা কারো বাসায় দেয়ালে আকলে সরি বলতে বলবেন।

উল্টা নিজে দোষ ডাকবেন না। পরে ঘোড়া বেয়াদব হবে।

মারামারি করলে নিজের সন্তানের পক্ষ না নিয়ে দুই পক্ষকেই শান্ত করুন।
আপনার ছোট ছোট এ গুন গুলোই আপনার শিশুকে খুব মিশুক ভদ্র করে গড়ে তুলবে।
খাবার ভালো বা বড় টুকরোটা নিজের শিশুকে দিবেন না। সবাইকে দিয়ে যা থাকবে সেটাই দিবেন।

চলাফেরায় আভিজাত্য গড়ে তুলবেন। ছুচো বানাবেন না।

কেউ খেতে দিলেও সব খেয়ে উজার করতে দিবেন না। কিছু চোখের খিদা মেটাতে হয় না।

কেউ টাকা গোনার সময় যেন না তাকায়,

কেউ খানা খাবার সময় যেন না তাকায় শিখাবেন।

না শিখলেও নরম গলায় বার বার বলবেন। সেট হয়ে যাবে একসময়।

লেখাঃ সংগৃহীত

28/09/2024



16/09/2024

আজ আমাদের বিশ্বের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) শুভ জন্মদিন,এবং ঈদে মিলাদুন্নবী, আজকের এই দিনে আজ থেকে দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল মাসের সোমবার মক্কায় কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন।আমরা তার উম্মত হতে পেরে মুসলমান হিসেবে নিজেদের পরম সৌভাগ্যবান মনে করছি,এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে আমাদের জন্য আলহামদুলিল্লাহ, আমিন।🤲🤲🤲❤️❤️❤️

17/08/2024

আয়ানের বার্থডে গিফ্ট কি পেলো 𝗘𝘃𝗲𝗿𝘆𝗼𝗻𝗲 𝐇𝐢𝐠𝐡𝐥𝐢𝐠𝐡𝐭𝐬ツ

আবারও নতুন করে যেন দেশ স্বাধীন হলো ❤️আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি❤️৫ই আগস্ট ২০২৪❤️
05/08/2024

আবারও নতুন করে যেন দেশ স্বাধীন হলো ❤️
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি❤️৫ই আগস্ট ২০২৪❤️

ইতিহাসের পুনরাবৃত্তি😥
30/07/2024

ইতিহাসের পুনরাবৃত্তি😥

❤️❤️
17/07/2024

❤️❤️

17/07/2024

❤️❤️❤️

আমার আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য লড়ছে সকল ছাত্র-ছাত্রীরা সকলের কাছে আমি কৃতজ্ঞ।❤️❤️❤️
17/07/2024

আমার আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য লড়ছে সকল ছাত্র-ছাত্রীরা সকলের কাছে আমি কৃতজ্ঞ।❤️❤️❤️

15/07/2024

আয়ানের বার্থডে সেলিব্রেশন ২০২৪❤️

Ayaan Birthday party 2024❤️
11/07/2024

Ayaan Birthday party 2024❤️

09/07/2024

#শপিংভ্লগ/ স্পেশাল দিনের জন্য কি কেনাকাটা করলাম,কার জন্য কিনলাম।

Address

Dhaka
Khilgaon

Alerts

Be the first to know and let us send you an email when Mim's tuk tak vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Khilgaon

Show All