Shanti Kunjo

Shanti Kunjo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shanti Kunjo, Digital creator, Bangladeshi, Khagrachhari.
(1)

04/01/2024

·
কুয়াশাচ্ছন্ন গভীর রাতে " হযরতের নূরী চরণে "
আমাদের ফরিয়াদ - ছল করনা আর গুরুজি 🙏M Minhaz

27/12/2023

মহান ১০ই পৌষ বিশ্বঅলী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে মাহফিলে সামা
পরিবেশনায়ঃ- মোহাম্মদ সাজ্জাদ হোসেন আরমান
আয়োজনেঃ আশেকানে গাউছিয়া হক ভান্ডারী" নানুপুর শাখা।

27/12/2023

কক্সবাজার বীচে"
কুন ফায়া কুন " সম্মিলিত স্বরে
Shohidul Islam M Minhaz

15/12/2023

বিশ্বঅলি শানহানশাহ্ হযরত শাহ্ সূফী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার অন্যতম খলিফা কাজী শেখ ফরিদ উদ্দীন উদ্দীন আল হাশেমী মাইজভাণ্ডারী (রহঃ) মাজার শরীফে তশরিফ রাখেন
আউলাদে রাসূল (ﷺ) আউলাদে গাউসুল আজম জিলানী আউলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মনজিলের সন্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম মাজহারে নূরে খোদা জামানার মোজাদ্দেদ জিল্লে বারী হযরর শাহসূফী হযরত সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজভাণ্ডারী (মঃ) কেবলা কাবা। See

15/12/2023

মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলে মোনাজাত মুর্শিদেনা মুয়াজ্জম,শায়খুনাল মুকাররম, আওলাদে রাসুল(দ.)আওলাদে গাউসুল আযম,আওলাদে হক ভাণ্ডারী রাহবারে আলম, মুর্শিদ কেবলা মওল হুজুর হযরত শাহসুফি
সৈয়দ হাসান বাবা মাইজভাণ্ডারী (ম.)
সাজ্জাদানশীন গাউসিয়া হক মনজিল, মাইজভাণ্ডার শরিফ, ফটিকছড়ি, চট্টগ্রাম। Mh Rhabar🥰🥰🥰

14/12/2023

তোমার রুপের নেশা'তে মনসুর মাস্তানা " শামস তাব্রীজ তোমার রুপে দেওয়ানা " ♦ রমেশ ফানা হয়ে প্রেমে বিভোর হয়েছি ♦🥰🥰🥰

14/12/2023

প্রিয় মাহফিল ❤️❤️❤️

11/12/2023

মাইজভান্ডারকে সবাই মানে।কেউ লুকোচুরি ভাবে যায় আবার কেউ সরাসরিঃ
কেউ রাত্রের আঁধারে যায় আবার কেউ দিনের আলোতে।পার্থক্য এইটাতেই। যদি অন্তরে নূরের ছিটেফোঁটাও থাকে মৃত্যুর আগে হলেও গাউছুল আজমের জিয়ারত নসীব হবে ইনশাআল্লাহ।এটিই তাঁহার শান❣️
আদবের অন্যতম এক মহা সমুদ্র ও বিশ্ববিদ্যালয়ের নাম মাইজভাণ্ডার শরীফ।।আল্লাহর জগতে আল্লাহ পাক শুধু মুসলমানদের নয় সকল সৃষ্টিকে খাওয়াচ্ছেন আশ্রয় দিচ্ছেন তেমনি তার মাহবুব হুজুর গাউছুল আযম মাইজভাণ্ডারী কঃ এর দরবারেও ভেদাভেদ নেই সবার জন্য উন্মুক্ত।।কে হক কে বাতিল,কে জান্নাতি আর কে জাহান্নামি এটার ফয়সালা কারী স্রষ্টা কোন সৃষ্টি নয়।
মাইজভাণ্ডার শরীফের মহাসমুদ্রে সব কিছু হজম করার ক্ষমতা রয়েছে।তাই সব ধরনেরই লোক এই প্রেম বাজারে যায়।কেউ মুহাব্বত নিয়ে,কেউ হিংসা বিদ্বেষ নিয়ে,কেউ দোষ তালাশ করতে,কেউ দুনিয়া পেতে,কেউ আখের পেতে।।
তবে সব কথার এক কথা এই মহান রাজ দরবার হতে কিছু পেতে হলে দুইটি জিনিস অবশ্যই লাগবে এক আদব দুই মুহাব্বত।।(প্রমানিত)
বিঃদ্রঃ উগ্রবাদী আবরারের অনুসারীরা তথা কওমীরা কি জাহান্নামের কাউন্টারে গেছেন???না ভাই মাইজভাণ্ডার শরীফ দয়া,মায়া,ঈমানের কাউন্টার।।
আমাদেরকে সিজদাহ্ পার্টি বলে ব্যঙ্গ করা একদল ফিৎনাবাজ নামধারী সুন্নিদের ও দেখলাম যাক গাউসে ধণের প্রেম সাগর অনেক বড় সবার জন্য উন্মুক্ত।।

প্রানের ঠিকানা ❤️
08/12/2023

প্রানের ঠিকানা ❤️

08/12/2023

পবিত্র দিনে মোনাজাত করছেন মওলা হাসান মাইজভাণ্ডারী কেবলা কাবা।

গাউসিয়া হক মঞ্জিল মাইজভাণ্ডার দরবার শরিফ।

এক বৃদ্ধ লোক তার গরুটিকে জবাই করে, আস্ত গরুর কাবাব তৈরি করলো।এরপর তার কন্যাকে ডেকে বললো-“আমাদের যত আত্মীয়স্বজন বন্ধুবান...
08/12/2023

এক বৃদ্ধ লোক তার গরুটিকে জবাই করে,
আস্ত গরুর কাবাব তৈরি করলো।
এরপর তার কন্যাকে ডেকে বললো-“আমাদের যত আত্মীয়স্বজন বন্ধুবান্ধব আছেন তাদেরকে দাওয়াত দাও, ডাকো। একসাথে বসে খানাপিনা করি।

কন্যারত্নটি রাস্তায় গিয়ে চিৎকার করে ডাকতে লাগলো-“আমাদের বাড়িতে আগুন লেগেছে! দ্রুত আসুন সবাই। আগুন নিভাতে সহায়তা করুন!”
সবাই এলো না। কেউ কেউ ঝামেলা মনে করলো।
কেউ কেউ দৌড়ে এলো পানির বালতি নিয়ে।

বিকেলে খেতে বসে আশপাশে তাকিয়ে বৃদ্ধ অবাক।
কাউকেই তো চেনেন না তিনি। এরা কারা?

কন্যা বাবাকে বললো-”বাবা, যারা আমাদের বাড়িতে আগুন লেগেছে শুনে দৌড়ে এসেছেন সহায়তা করতে তারাই আমাদের আপনজন। আত্মীয় কিংবা বন্ধু তারাই। তাই তাদেরকেই দাওয়াত করেছি।

একটা কথা সবাই মনে রাখবেন-“যারা আপনার বিপদে এগিয়ে আসে না তারা আপনার সাথে এক টেবিলে বসে খাবার যোগ্যতা রাখে না।”

ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠতম কারামাত! (পড়ুন)৫৫৫ হিজরিতে পবিত্র হজ্ব পালনের পর আল্লাহ ﷻ'র মহান ওয়ালি শাইখ সাইয়্যেদ আহমাদ ...
07/12/2023

ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠতম কারামাত!
(পড়ুন)

৫৫৫ হিজরিতে পবিত্র হজ্ব পালনের পর আল্লাহ ﷻ'র মহান ওয়ালি শাইখ সাইয়্যেদ আহমাদ আর-রিফায়ি (ইন্তেকাল ৫৭৮ হিজরি) মদিনায় নবীজি ﷺ'র মসজিদ, মসজিদে নববীতে আগমন করেন। সবুজ গম্বুজের দিকে মুখ করে দাঁড়িয়ে রাসূলুল্লাহ ﷺ কে অভিবাদন জানিয়ে বললেন: “হে আমার পূর্বপুরুষ, আপনার উপর শান্তি বর্ষিত হোক।”
একপর্যায়ে সাইয়্যিদ আহমাদ আর-রিফায়ি এই সূক্ষ্ম কবিতা পাঠ করা শুরু করলেন, যা চিরকাল ইতিহাসের ইতিহাস হিসেবে খোদিত রয়েছে:

“দূরান্ত হতে হৃদয় আমার,
এই মেঝে চুমিতে আসে,
দূরে থেকে আত্মা আমার,
প্রতিনিধি হয়ে আসে,
দৃশ্যমান রূপের বাহার এবার মোর সামনে বিরাজমান,
হাতখানা তাই বাড়িয়ে দিন,
ঠোঁট যদি পায় স্পর্শ তোমার।”

পবিত্র রওজা মুবারক থেকে উত্তর এলো: “হে আমার বংশধর, তোমার উপর শান্তি বর্ষিত হোক।” এই আওয়াজ শুনে শাইখ সাইয়্যিদ আহমাদ আর-রিফায়ি আনন্দে আপ্লুত হয়ে উঠলেন! উপস্থিত আরও অনেকে একই সাথে নবী ﷺ'র বরকতময় কণ্ঠ শুনেছিলেন। নবী ﷺ'র বরকতময় ডান হাত মুবারক রওজা শরিফ থেকে বের হয়ে আসে এবং তিনি শ্রদ্ধাভরে চুম্বন করেন। এটি সেই সময় উপস্থিত হাজার হাজার ভক্তরা প্রত্যক্ষ করেছিলো। তারাও বরকতময় হাত মোবারকের দৃষ্টিতে সম্মানিত হন। তাদের মধ্যে বড় পীর আব্দুল কাদির আল-জিলানী, শাইখ আলী বিন মুসাফির আল-আমামী এবং শাইখ আব্দুল রাজ্জাক হুসাইন ওয়াস্তিসহ অনেক সূফী সাধক ছিলেন। (তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক।)

এই কারামাতের পরে বলা হয় যে, দ্বীনের প্রতি তার সততা, শরিয়াহ'র প্রতি তার অটলতা এবং পূর্বসূরিদের প্রতি আচরণের তার আনুগত্য ছিলো সবচেয়ে মহান চরিত্র।

[এই ঘটনাটি এতই ব্যাপকভাবে প্রচারিত হয়েছিলো যে, মহান মুফাসসির ইমাম জালালুদ্দীন সুয়ুতী رَحِمَهُ ٱللَّٰهُ তাঁর 'আল-তানভীর ফি ইমকান তু'আত আল-নাবী ﷺ' নামক শীর্ষক শিরোনামের কিতাবে এটি উল্লেখ করেছেন]
©

''মহান ১০ মাঘ উরস শরিফ''আওলাদে রাসুল (দ.), বেলায়তে মোতলাকায়ে আহমদীর ধারক, বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা বিশ্বসমাদৃ...
07/12/2023

''মহান ১০ মাঘ উরস শরিফ''
আওলাদে রাসুল (দ.), বেলায়তে মোতলাকায়ে আহমদীর ধারক, বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা বিশ্বসমাদৃত 'ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া'র প্রবর্তক, খাতেমুল অলদ, ফরদুল আফরাদ গাউসুল আযম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ হযরত সাহেব কেবলা কাবার ১১৮তম উরস শরিফ মহাসমারোহে দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হবে।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের দাওয়াত।

06/12/2023

আমি ওই দরবারের ভিক্ষা করি☝️ ,
যে দরবারে রাজা বাদশাহরা ও ভিক্ষা করে 🤲 🙏

05/12/2023

'মাইজভাণ্ডারী একাডেমি'র ব্যবস্থাপনায় আমেরিকার নিউইংল্যান্ডের বাংলাদেশি প্রফেশনালদের নির্বাচিত ব্যক্তিবর্গের সাথে "সুফি দৃষ্টিভঙ্গি: শান্তি এবং ন্যায়বিচার" শীর্ষক 'মুক্ত আলোচনা' রাহবারে আলম শাহসূফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী(মঃ)র বক্তব্য। বস্টনস্থ Studio Hall, 101 Rogers Street, Cambridge MA-02142 হতে সরাসরি:

01/12/2023

মহিমান্বিত মহান ১০ পৌষ খোশরোজ শরীফ।

ইমামুল আউলিয়া,মতলুবুত তালেবিন,জুব্দাতুল আরেফিন,
সুলতানুল মুকার্রেবীন,নুরুল আলম,হুজুর সৈয়্যেদেনা গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)এর বেলায়তের বাগানের প্রজ্জ্বলিত চেরাগ,মারাজাল বাহরাইন,বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ)।মূলত পিতৃ এবং মাতৃ উভয় ধারায় বেলায়তের উত্তরাধিকারী হওয়ার পরও রেয়াজত
-সাধনার কঠিন ও কঠোরতম স্তর অতিক্রম করে যিনি বেলায়তের সর্বোচ্চ মকামে অবস্থান করতে সক্ষম হন।যার কারনে তিনি বিশ্বঅলি,তিনি শাহানশাহ্ লক্ববে ভূষিত।

ইমাম জাফর আস-সাদিক (আ:)কে জিজ্ঞাসা করা হয়েছিল, "ফাতিমা আল-জাহরাকে কেন ফাতিমা বলা হয়েছিল?" 🌺_____________ তিনি উত্তর দি...
03/11/2023

ইমাম জাফর আস-সাদিক (আ:)কে জিজ্ঞাসা করা হয়েছিল, "ফাতিমা আল-জাহরাকে কেন ফাতিমা বলা হয়েছিল?" 🌺
_____________
তিনি উত্তর দিলেন, "এর কারণ এই যে, আল্লাহ তায়ালা তাঁর মহিমার আলো থেকে তাকে সৃষ্টি করেছেন। যখন তিনি আলোকিত হলেন, তখন আসমান ও পৃথিবী তার আলোয় আলোকিত হল এবং ফেরেশতাদের দৃষ্টি অভিভূত হল; ফেরেশতারা সেজদায় লুটিয়ে পড়ল, এবং তারা বলল, 'আমাদের ঈশ্বর, আমাদের প্রভু, এই নূর কিসের?'

সুতরাং, ঈশ্বর তাদের কাছে প্রকাশ করলেন:
'এটি আমার আলো থেকে একটি আলো। আমি আমার স্বর্গে এটা বসতি স্থাপন. আমি এটিকে আমার মহিমা থেকে সৃষ্টি করেছি এবং আমি আমার নবীদের মধ্য থেকে একজন নবীর মেরুদণ্ড থেকে এটি বের করব, যিনি সমস্ত নবীদের থেকে উচ্চতর এবং এই নূর থেকে ইমামগণ বের করব - কে হবেন? আমার আদেশের সাথে দাঁড়ানো, আমার বাস্তবতার দিকে পরিচালিত করছি এবং যাকে আমি আমার পৃথিবীতে আমার খলিফা বানাবো, আমার প্রত্যাদেশের মেয়াদ শেষ হওয়ার পর।'

'ইলাল আশ-শারাঈ; ভলিউম 1, চ. 143, হাদিস #1, পৃষ্ঠা। #38 -43

যারা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কন্যা এবং জান্নাতের নারীদের নেত্রী ফাতিমা আঃ এর আলো নিভানোর চেষ্টা করেছিল আল্লাহ তাদের অভিশাপ দিন।

আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতুনে জান্নাত মা ফাতেমা সালামুল্লাহি আলাইহি। 🌺🙏❤️
প্রচারে: পাক পাঞ্জাতন কাফেলা।

29/10/2023

মাইজভাণ্ডার দরবার শরিফের সৌন্দর্য একটা ভিডিও❤️❤️

মাইজভাণ্ডারে উঠেছে তৌহিদের নিশানা,ঘুমাইও না মায়ার ঘুমে আখেরী জামানা  ⬛⬜🟥🟩
29/10/2023

মাইজভাণ্ডারে উঠেছে তৌহিদের নিশানা,
ঘুমাইও না মায়ার ঘুমে আখেরী জামানা
⬛⬜🟥🟩

আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, আর তাই ওরা আমাদের শিশুদের বেড়ে ওঠার আগেই নিশ্চিহ্ন করে দিতে চায়...
29/10/2023

আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, আর তাই ওরা আমাদের শিশুদের বেড়ে ওঠার আগেই নিশ্চিহ্ন করে দিতে চায়...

শায়খুল ইসলাম ইমাম ইবরাহিম আল-বাইজুরী আল-আযহারী আশ-শাফিয়ি রাদ্বিয়াল্লাহু আনহু লিখেন, ❝ উম্মতের জন্য, বছরের সর্বশ্রেষ্ঠ রা...
27/09/2023

শায়খুল ইসলাম ইমাম ইবরাহিম আল-বাইজুরী আল-আযহারী আশ-শাফিয়ি রাদ্বিয়াল্লাহু আনহু লিখেন,
❝ উম্মতের জন্য, বছরের সর্বশ্রেষ্ঠ রাত হল লাইলাতুল ক্বদর, তবে তা লাইলাতুল মাওলিদের ﷺ পর। ❞

— শবে কদরের আলোচনা অধ্যায়,
হাশিয়াতু আল্লামা আল-বাইজুরী আলা শরহে আল্লামাতুল গাযযী।

Click : Pārth

শবে মাওলিদ শরিফ, ১৪৪৫।

সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নাবী (ﷺ) এর শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল বন্ধু ও দরবারি ভাইদের।
ঈদ মোবারক ❤️

Shanti Kunjo
#শান্তিকুঞ্জ

★ নৈতিক সমস্যা থেকে উত্তরণ,উন্নত চরিত্র গঠন ও স্রষ্টা-সৃষ্টির সম্পর্ক স্থাপনের জন্যই মাইজভাণ্ডারী দর্শন। ★ ক্ষণস্থায়ী জী...
04/09/2023

★ নৈতিক সমস্যা থেকে উত্তরণ,উন্নত চরিত্র গঠন ও স্রষ্টা-সৃষ্টির সম্পর্ক স্থাপনের জন্যই মাইজভাণ্ডারী দর্শন।

★ ক্ষণস্থায়ী জীবনে মানুষের মাঝে আল্লাহ্ প্রেম জাগ্রত না হলে সিদ্ধিলাভ করা যায় না ।

কালাম- আওলাদে রাসুল (দঃ),রাহবারে আলম, শাহজাদায়ে গাউসুল আজম হযরতুলহাজ্ব শাহসুফি সৈয়্যদ মোহাম্মদ হাসান (মওলা হুজুর) মাইজভাণ্ডারী আল হাসানি ওয়াল হোসাইনি (মঃ) ❤️‍🩹

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের পক্ষ হতে ২৭ ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তার চেক প্রদান ...
22/08/2023

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের পক্ষ হতে ২৭ ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে সিএমপি পুলিশ কমিশনার-
‘’মুক্তিযুদ্ধের চেতনায়, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ট্রাস্টের বিভিন্ন মানব কল্যাণমূলক কর্মসূচি ব্যাপক ভূমিকা রেখে চলেছে’’

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর উদ্যোগে বিভিন্ন খাতে আর্থিক সহায়তা প্রাপ্তদের মাঝে চেক প্রদান অনুষ্ঠান ২২ আগস্ট ২০২৩ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়। এস জেড এইচ এম ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা তানভীর হোসাইন-এর সঞ্চালনায় ও ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণপদ রায় বিপিএম (বার) পিপিএম (বার)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) জনাব এম এ মাসুদ, উপ পুলিশ কমিশনার (সদর) জনাব আবদুল ওয়ারিশ, সিডিএ বোর্ড সদস্য এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, পিপলস ইন্সুরেন্স কোঃ লিঃ এর অতিঃ ব্যবস্থাপনা পরিচালক ও দারিদ্র্য বিমোচন প্রকল্প যাকাত তহবিল পরিচালনা পর্ষদ এর সহ-সভাপতি জনাব সিরাজুল মোস্তফা, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোঃ তরিকুল আলম, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফযখানা পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শওকত হোসাইন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের এ ধরনের মানবকল্যাণমূলক কর্মকান্ড আমাদের সমাজ ও জাতিকে আরো সমৃদ্ধ করবে এবং দক্ষ জনগোষ্ঠী তৈরীতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস। তিনি আরো বলেন, মানুষ-মানবতার কল্যাণে কাজ করাই হচ্ছে ধর্মের মূল শিক্ষা। এতে ঈশ্বর তথা আল্লাহর প্রতি ভক্তি জাগ্রত হয়। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ হতে বিভিন্ন খাতে ২৪ ব্যক্তি ও ৩ শিক্ষা প্রতিষ্ঠানকে প্রায় ২২ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

আপনি মারা গেছেন। আপনার জানাজার নামাজ শেষ। কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু, তাঁরা ...
22/08/2023

আপনি মারা গেছেন। আপনার জানাজার নামাজ শেষ। কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু, তাঁরা আসছে না কেনো! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।
একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। ওমা, এ কেমন কথা! প্রশ্ন উত্তর কই?
তখন আপনার মনে পড়লো- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজাবেরও কোনো চান্স নাই।' []
অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'।
[] তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে।

29/07/2023

পবিএ শাহাদাতে মওলা আলী আসগর (আঃ)
আজ সেই করুন শাহাদাত প্রকাশ করবো যা প্রত্যেক মায়ের বুক ফেটে যাবে,😭 যাবে আজাদারদের টুকরো টুকরো হবে কলিজা 😭😭😭😭 হায় আলী আসগর 😭😭😭😭😭😭
আলী আসগর ছিলেন মাওলা হুসাইন ও বিবি রুবাব এর সন্তান, বিবি রুবাব ছিলেন মাওলা হুসাইন এর তৃতীয় তম স্ত্রী জিনার পক্ষে দুই সন্তান হয় এক বিবি ফাতেমা সাকিনা, আলী আসগর, এই দুই সন্তান কে বিবি রুবাব মাওলা হুসাইন ও দ্বীনের জন্য উৎসর্গ করেছেন 😭
আলী আসগর ছিলেন মাওলা হুসাইন এর সবচাইতে প্রিয় সন্তান এবং তিনি পরিবারে সদস্যেদের মধ্যে ছোট ছিলেন, মাওলা হুসাইন মদিনা ত্যাগ করবেন এবং কারবালার উদ্দেশ্যে মক্কা যাবেন, যারা সঙ্গে যাবেন তাদের নামের তালিকা করলেন,,মাওলা আব্বাস কে সেই তালিকা দিলেন , মাওলা আব্বাস এক এক করে সকলের নাম বললেন সেই সময় মাওলা আলী আসগর তার বড়ো বোন ফাতেমা সুগারা র কোলে ছিলেন মাওলা আব্বাস বিবি রুবাব কে বললেন আলী আসগর সহ আছে , সকলের নাম ঘোষণা করা হলো এবং সাদাত দের কাফেলা তৈরী হলো সকলেই উপস্থিত হলেন কিন্তূ বিবি সুগারা মাওলা আসগর কে দেন না আর না মাওলা আসগর কারোর কাছে যান ,বিবি সুগারা বললেন হে আম্মা আপনি চলে যান আসগর কে আমার কাছে রেখে যান 😭 আমি আসগর কে নিয়ে ভুলে থাকবো 😭 মাওলা আসগর ও বো নের কোল থেকে আসতে চান না কেউ কোনো রকম ভাবেও মাওলা আসগর কে বিবি সুগারার কাছ থেকে নিতে পারে না মাওলা হুসাইন এগিয়ে গেলেন মাওলা আসগর এর কানে কানে কিছু যেন বললেন মাওলা আসগর বাবার কথা শুনে তাড়াতাড়ি বাবার কোলে চলে এলেন 😭😭 হায় মাওলা 😭😭😭 অনেকই এই রহস্য রেবায়ের করেছেন যে মাওলা হুসাইন মাওলা আসগর কে বললেন " হে আসগর তুমি তো জানো তুমি দুনিয়াই কেন এসেছ হে আসগর তুমি যদি না যাও কারবালা আমার বাহাত্তর পূর্ণ হবে না হে আসগর তুমি আমার বেগুনাহির সাক্ষ্য দেবে হে আসগর আমি যখন কারবালা তে হালমিন বলবো তুমি আমার সেই ডাকে সারা দেবে 😭😭😭😭😭😭 হায় আসগর 😭😭😭
হায় কারবালা 😭😭 সাদাত দের কাফেলা দুই মহররম কারবালা পৌঁছালো ইবনে সাদ চায়ছিল সেই দিন থেকেই যুদ্ধ হোক কিন্তূ মাওলা হুসাইন বললেন আমরা যুদ্ধ করতে আসিনি ইবনে সাদ ইয়াজীদের আদেশে তিন মহররম পানি বন্ধ করলো কিন্তূ মাওলা হুসাইন দীর হয়ে ছিলেন সাত মহররম মাওলা হুসাইন এর খিমাতে পানি ফুরিয়ে গেলো মাওলা হুসাইন উফ অব্দি করলেন না ইয়াজীদ হুকুম পাঠায় নয় মহররম এর রাতে অন্ধকারে মাওলা হুসাইন দের হত্যা করতে কিন্ত মাওলা হুসাইন বললেন বললেন আমাকে একটা রাত সময় দাও তোমরা আশুরার দিন থেকে যুদ্ধ ঘোষণা করো, কিছু কিছু মোনাফেক বলে মাওলা হুসাইন ভয় পেয়ে ছিলেন তাই ইয়াজীদের কাছে সময় ছেয়ে ছিলো কিন্তু মোনাফেক তা জানে না যে একটা কোরবানি পশু ও যদি হয় তার বয়স কম সে কম ৬ মাস হতে হয় মাওলা হুসাইন দুই কারণে সময় চেয়েছিলেন এক মাওলা আসগরের বয়স ৬ মাস পূর্ণ হতে এক দিন বাকি ছিল কারণ আর ৬ মাস পূর্ণ না হলে কোরবানি হবে না 😭 😭😭আর কোরবানি না হলে দ্বীন বাঁচবে না 😭 হায় হুসাইন 😭😭আর এক হযরত হুর আ : এর জন্য ইনার জন্য ইনার শাহাদতে বলবো😭।
আশুরার দিন একে একে সকলেই শহীদ হয়ে গেলেন মাওলা হুসাইন একা ময়দানে শরীরে শত শত তীর বিধে পাথরের আঘাত তলোয়ারের আঘাত মাওলা সাদা হালমিন এর, কেও কি আছো যে আমাকে সাহায্য করবে সারা দে য় না 😭 মাওলা হুসাইন তিন বার হালমিনের সাদা দিলেন কিন্তূ কেও এগিয়ে আসেন শেষে মাওলা বললেন কেও কি আছো আমার আহলের মধ্যে যে আমাকে সাহায্য করবে 😭😭 তখন মাওলা আসগর নিজের দোলনা থেকে পড়ে গেলেন বিবি রুবাব ভাবলেন পিপাসায় পরে গিয়েছে 😭 আবার তাকে দোলনায় শুয়িয়ে দেয় মাওলা আসগর আবার দোলনা থেকে নিজেকে ফেলে দেন এই ভাবে তিন বার যখন পড়েন দোলনা থেকে বিবি রুবাব চিৎকার করে কেঁদে উঠলেন বিবি জয়নাব বিবি কুলসুম বাকি সকলেই ছুটে এলেন এসে দেখেন মাওলা আসগর মাটিতে পড়ে আছেন সকলেই একবার ভাবলেন উনি শহীদ হয়ে গেছেন বিবি দের কান্নায় মাওলা হুসাইন আসেন বিবি রুবাব মাওলা হুসাইন কে বললেন আপনি যখন হালমিন বললেন তখন আসগর দোলনা থেকে পড়ে যায় হে মাওলা আপনার কাছে আমার অনুরোধ আপনি আসগর কে নিয়ে যান ইয়াজীদ বাহিনীর কাছে ওরা হয়ত আসগর কে দেখে একটু পানি দিতে পারে , মাওলা হুসাইন বললেন বিবি রুবাব কে তুমি যদি তাই চাও দাও আসগর কে আমার কোলে , বিবি রুবাব মাওলা আসগর কে নতুন জানা পরিয়ে দিলেন মাথায় সাদা কাপড় দিয়ে আমামা বেঁধে দিলেন 😭😭( হায় বিবি রুবাব হয়ত উনি বুঝে গিয়ে ছিলেন আসগর ও কাফন পাবে না তাই তিনি কাফন পরিয়ে দিলেন 😭😭😭😭😭😭😭😭😭😭😭)
মাওলা হুসাইন নিয়ে গেলেন ময়দানে 😭 ৯ লাখ রক্তপিপাসিত পিশাজ দের সামনে , তাদের মাঝে মাওলা হুসাইন বক্তব্য রাখলেন ইয়াজিদের সৈন্য দের বললেন তোমাদের মনে হয় আমি তোমাদের শত্রু কিন্তু এই ছোট্ট শিশুটি তোমার কি করেছে? তার মায়ের দুধ শুকিয়ে গেছে। তিন দিন ধরে সে এক ফোঁটা পানিও পায়নি। সে তৃষ্ণায় তার ঠোঁট ফেটে গিয়েছে তার জীভ শুখিয়ে গিয়েছে তুমি এই নিষ্পাপ শিশুটিকে এক ফোঁটা পানি দাও যদিও তোমরা ভাবো আমি এই শিশুর দোহায় দিয়ে নিজে পানি পান করবো তাহলে এই দেখ আমি আসগর কে শুয়িয়ে দিচ্ছি 😭😭😭 মাওলা হুসাইন গরম তপ্ত বালুর উপরে কমল আসগর কে শুয়িয়ে দিলেন মাওলা হুসাইন বললেন হে আসগর তুমি তোমার জিব্বা ঘুরিয়ে দেখিয়ে দাও কত টা পিপাসায় আছো 😭😭 মাওলা আসগর জিভ ঘুরিয়ে দেখলেন এই দিশ্য তে সকল ইয়াজীদ বাহিনী কাঁদতে লাগলো, এবং তাদের মধ্যে একটা আলোচনা শুরু হতে লাগলো।"হুসাইন সত্যি বলছেন। এই শিশুটি আমাদের কি করেছে? আর ইবনে সাদ তো বলেছে হুসাইন এর সাথে যুদ্ধ করতে শিশুর সাথে নয় ?উমর সাদ চিন্তিত হয়ে পরলো যে তার সৈন্যরা ঘুরে দাঁড়াবে তার বিরুদ্ধে.ছোট্ট সৈনিকের লড়াইটা খুব কার্যকর ছিল। ছোট আলী আসগর তার মত করে জিহাদ করছে ন 😭😭
আমর বিন সাদ হূর্মালা কে হুকুম দিল তারাতারি হুসাইন শিশু কে হত্যা করতে 😭
মালাউন্ তীর নিশানা লাগায় কিন্তূ তীর মারতে পারে না আবার সে তীর মারার চেষ্টা করে কিন্তু তীর মারতে পারে না তখন আমর বিন সাদ বলে হে হূর্মালা তুমি এত বাহাদুর আমাকে যদি কেও বলতো তোমার সেনা দের মধ্যে কে বেশি হিংশ ভাবে তীর চালাতে পারে আমি তোমার নাম নি আর তুমি একটা শিশু কে হত্যা করতে পারছ না?? হূর মালা বললো ইবনে সাদ আমি যত বার তীর আন্দাজ করি এক মহিলা কালো নাকাপ পরে আমার তীর ধরে নিচ্ছে আর বলছে আমার ছেলের ছেলে জে মেরো না 😭😭 😭😭 কিন্তূ হূর মালা আর থামলো না সে তীর নিক্ষেপ করল জানেন
মাওলা আসগর কে তিন ফলা তীর নিক্ষেপ করে যে তির আলী আসগর এর গর্দান থেকে মাওলা হুসেইন এর হাতে লাগে , তীর লাগার পর ও মাওলা আসগর জীবিত ছিলেন মাওলা হুসেইন মাওলা আসগর এর দিকে তাকিয়ে বললেন" মাওলা তোমাকে আমার আবাতে ঢাকতে যাচ্ছি কিন্তূ তীর যে ভাবে বিধে আছে আবা দিয়ে ঢাকা যায় না তুমি যদি অনুমতি দাও আমি তীর বের করি? মাওলা আসগর মাওলা হুসেইন এর মুখে তাকিয়ে বললেন আপনি আগে আমার দাদা ইব্রাহিম কে ডাকুন তিনি দাদা ইসমাইল কে কোরবানি দিয়েছে চোখে কাপড় বেঁধে আপনি যেই ইসমাইল কে কুরবানী দিচ্ছেন তার পার্থক্য জানিয়ে দেন দাদা আলী কে ডাকুন নানা নবী কে ডাকুন সেই মুহূর্তে সকল নবী গণ উপস্তিত হলেন মাওলা হুসেইন আলী আসগর কে কারবালার জমিনে শুয়ে দিলেন যখন তীর বের করতে গেলেন সকল নবী গণ এমন কি নবী পাক ও মাওলা আলী মাওলা হাসান মুখ ফিরিয়ে নিলেন আর বলতে লাগলেন হে হুসেইন তুমি আলাদা তোমার মত হসলা ধর্য আমাদের নেই মাওলা হুসাইন আলী আসগর এর দিকে তাকিয়ে থাকলেন আলী আসগর বাবার জিয়ারত করতে থাকলেন তীর যখন বের করতে যাচ্ছেন মাওলা হুসেইন আওয়াজ শুনতে পান হে হুসেইন আয়েস্থা ধরে মাওলা তাকিয়ে দেখেন মাওলা আসগর এর কোমরে মা ফাতেমা হাত দিয়ে ধরে আছেন মাওলা হুসেইন বললেন সকলেই সইতে পারবে না বলে মুখ ফিরিয়ে নিলো আপনি কেনো আছেন মা ফাতেমা মাওলা হুসেইন কে বললেন , আমি মা, মা কখনোই সন্তান কে মুসিবতে একা রাখে না যে হুসেইন দাদী দের পোতা অনেক প্রিয় হয় তাই তোমার সাহায্য করছি ,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
মাওলা হুসাইন তীর বের করলেন সেই গলা থেকে রক্ত বের হতে লাগলো মাওলা হুসাইন সে রক্ত নিজের হাতে নিয়ে মাটিতে ফেলতে গেলেন কিন্তু মাটি সেই রক্ত নিলেন না বললেন হে হুসাইন এই রক্ত যদি আমার বুকে পরে আমি কায়ামত অব্দি কোনো ফসল দেবো না মাওলা হুসাইন সেই রক্ত আকাশের দিকে ছুড়তে গেলেন আকাশ বললো এই রক্ত যদি আমার বুকে পরে আমি কায়ামত অব্দি বৃষ্টি দেবো না 😭😭😭 হায় আমার অসহায় ইমাম তখন তিনি নিজের মুখে সেই রক্ত মেখে নিলেন 😭😭😭😭😭 মাওলা হুসেইন মাওলা আসগর কে নিজের আবা ঢেকে নিয়ে যাচ্ছেন খিমাতে কিন্তূ হায় মাওলা কি ভাবে নিয়ে যাবেন এই শিশুর জানাজা কি ভাবে সহিবে তার মা 😭😭😭😭 মাওলা হুসাইন খিমাতে এক কদম এগিয়ে যায় আবার এক কদম পিছিয়ে যায় এই ভাবে সাত বার পিছিয়ে যায় এগিয়ে যায় শেষ তিনি বিবি জয়নাব এর খিমাতে গেলেন সেখানে হায় 😭😭 বিবি সাকিনা 😭😭😭 বাবা কে দেখে ছুটে আসেন ভাই কে কোলে নিলেন কিন্তূ বিবি সাকিনা ভাইকে দেখে জ্ঞান হারালেন বিবি রুবাব এলেন উনিও ছেলের লাশ দেখে মাটিতে পরে গেলেন হায় আমার মাওলা 😭😭😭😭😭😭 কত অসহায় ছিলেন 😭😭😭😭 কিছু খন পর বিবি সকিনার জ্ঞান ফিরে তিনি বলেন হে বাবা ভাই আসগর কে হত্যা করার আগে কি পানি দিয়ে ছিল 😭😭😭 মাওলা বললেন ওরা আমার আসগর কে পানি বদলে তীর দিয়েছে 😭
হয়ত অনেকেই জানেন মাওলা আসগর এক বার কতল হয়েছেন কিন্তূ না 😭😭 মাওলা আসগর তিন বার করল হোয়েছে 😭😭😭 মাওলা হুসাইন আর বিবি রুবাব মাওলা আসগরের লাশ মুবারক নিয়ে গেলেন খিমার পিছনে সেখানে মাওলা হুসাইন তলোয়ার করে মাটি খুরেন আর বিবি রুবাব মা তিনি হাতে করে মাটি সরিয়ে নিচ্ছে নিয়ে কবর তৈরী করেন কিন্তূ হায় আমার অসহায় ইমাম কী ছেলে কে দাফন করবে ,😭 দাফন করতে যে পানি লাগে 😭😭 মাওলা আমার চোখের অশ্রু দিয়ে মাটি ভিজিয়ে মাওলা আসগর কে দাফন দিলেন 😭😭
কিন্তু এখানে শেষ হয়না 😭 জালিম রা এগারো মহররম সকল শহীদের দেহ থেকে মাথা কেটে বল্লবের উপর গেথে দিল এক পর্যায়ে ইবনে সাদ সমস্ত মাথা মুবারক গুনতে লাগে এবং সীমার কে বলে দেখ কত মাথা আছে? গুনে বলে এখানে একাত্তর টা মাথা আর আমরা হত্যা করে ছি বাহাত্তর জন আর এক মাথা কই সেই মুহূর্তে এক মালাউন বললো আমার হুসাইন কে কোলে করে খিমার পিছনে নিয়ে যেতে দেখেছি 😭😭😭 হায় হুসাইন 😭😭😭 ইবনে সাদ বলে যাও তোমরা সবাই bollob মাটিতে গেড়ে খুঁজো সবাই খুঁজতে লাগলো এক মালাউন খিমার পিছনে গেলো সে তার bollob মাটিতে গেড়ে দেই হায় আমার আসগরের দেহ সেই বল্লবের সাথে উঠে আসে 😭😭😭😭😭 বিবি রুবাব দেখতে পেতে ছুটে আসেন তার পায়ে ধরেন আসগর এর দেহ না নিয়ে যায় কিন্তু হায় পাষাণ সীমার এসে বলে এই শিশু কে তোমার? বিবি রুবাব বলেন আমার ছেলে" সীমার বলে আচ্ছা,হায় কে পারবে সহ্য করতে 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 আমার কলিজা ফেটে গেলো 😭😭😭😭😭 মালাউন সীমার আসগর কে মাটিতে শুয়ে দিয়ে তার মায়ের সামনে জবায় করে দিয়েছে 😭😭😭😭😭😭 হায় রুবাব তখন জ্ঞান হারিয়ে ফেলেন সাকিনা চোখে হাত রেখে বলেন দাদা আলী কোথায় আমাদের আসগর কে জবায় করে দিল 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
হায় আমার মাওলা তুমি কি ভাবে সহে ছিলে এত নির্যাতন 😭😭😭😭😭
নিবেদক: মারফত কাদরী, (কানিজ আম্মা ফিজ্জা সা:)
হায় হুসাইন 😭😭😭
হায় মজলুম ইমাম পাক 😭😭😭
হায় কারবালা 😭😭😭

হে রব!যে 'জাহেলিয়াত ও অজ্ঞতা, যে 'মহাপাপ ও চরম দুর্ভাগ্য'- আপনি যে হাসান-হোসাইন'কে 'জান্নাতিদের সর্দার' হিসেবে মনোনীত কর...
27/07/2023

হে রব!
যে 'জাহেলিয়াত ও অজ্ঞতা, যে 'মহাপাপ ও চরম দুর্ভাগ্য'- আপনি যে হাসান-হোসাইন'কে 'জান্নাতিদের সর্দার' হিসেবে মনোনীত করেছেন; সেই 'হাসান-হোসাইন'কে দুনিয়ার 'সর্দার ও মাওলা' হিসেবে মেনে নিতে বাঁধা দেয় এবং উপর্যুপরি তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, তাঁদের বিরুদ্ধে তলোয়ার ধরতে, তাঁদের হত্যা করতে; সেই হত্যাকারী নরপিশাচদের 'সমর্থন' করতে উদ্বুদ্ধ করে- সেই 'জাহেলিয়াত ও অজ্ঞতা', সেই 'মহাপাপ ও চরম দুর্ভাগ্য' থেকে আমাদের মুক্ত রাখো- হেফাজত করো!
হে প্রভু!
তোমার 'প্রিয় রাসুল (সা.) ও আহলে বাইতের (আলাইহিমুস সালাম)'- 'ভালোবাসা, অনুকরণ ও অনুসরণ'কে আমাদের উপর ওয়াজিব করেছো- অতএব তাঁদেরকে ভালোবাসা, অনুকরণ ও অনুসরণের সামর্থ আমাদের দান করো; তাঁদের অনুকরণ ও অনুসরণের পথকে আমাদের জন্য সহজ করো।
এবং তোমার প্রিয় রাসুল (সা.) ও তাঁর আহলে বাইতের (আলাইহিমুস সালাম) শত্রুদেরকে শত্রু হিসেবেই চেনার, শত্রু বলার এবং তাদের (লা.) ঘৃণা করার মত ঈমানী জজবা দান করো!
ইলাহি আমিন!
-------------------

"আমি ছিলাম দরবেশ, (তিনি) আমাকে গায়ক বানিয়ে দিলেন, বানিয়ে দিলেন মদ্যপায়ীদের সর্দার ও মদখাের মাতাল। আমি ছিলাম মর্যাদাব...
17/07/2023

"আমি ছিলাম দরবেশ, (তিনি) আমাকে গায়ক বানিয়ে দিলেন, বানিয়ে দিলেন মদ্যপায়ীদের সর্দার ও মদখাের মাতাল। আমি ছিলাম মর্যাদাবান গদ্দীনশীন পীর; তিনি আমাকে অলি-গলিতে ক্রীড়ারত শিশুদের খেলনায় পরিণত করলেন।"
— মাওলানা_রুমি।

সবচেয়ে ভয়ংকর হাদিসটি নিচে দেয়া হলো।মনযোগ দিয়ে পড়ুন .. রাসূলুল্লাহ ﷺ বলেন, 'আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়াম...
09/06/2023

সবচেয়ে ভয়ংকর হাদিসটি নিচে দেয়া হলো।
মনযোগ দিয়ে পড়ুন ..

রাসূলুল্লাহ ﷺ বলেন, 'আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়ামাতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ তায়ালা সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন।'

এই কথা শুনে সাওবান (রা.) বললেন, 'হে রাসূলাল্লাহ! তাদের পরিচয় দিন, আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই।'

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন রাত জেগে ইবাদাত করো, তারাও করে। কিন্তু যখন একাকী হয় তখন আল্লাহর নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয়।'
[ইবনে মাজাহ ৪২৪৫;]

আমরা যারা সুযোগ পেলেই দৃষ্টির খেয়ানত করি, লজ্জাস্থানের খেয়ানত করি, মানুষের অধিকার নষ্ট করি ও নির্জনে বিভিন্ন হারামে লিপ্ত হই - এই #হাদিস আমাদের জন্য মহাসতর্কবার্তা।

আল্লাহ তায়ালা আমাদেরকে গোপন গোনাহ থেকে রক্ষা করুন।

🎙️শায়েখ সাক্বিব ইকবাল শামি হাফিযাহুল্লাহ।

(শায়খের একটা লেকচার হতে অনুবাদকৃত)

সংগৃহীত।

কোরআন আমাদের, হাদীস শরীফ আমাদের, রাসুল (সাঃ) আমাদের, ইসলাম আমাদের। কিন্তু, আমাদের কর্মকাণ্ড এমন কেন? এটির উত্তর সৎভাবে য...
09/06/2023

কোরআন আমাদের, হাদীস শরীফ আমাদের, রাসুল (সাঃ) আমাদের, ইসলাম আমাদের। কিন্তু, আমাদের কর্মকাণ্ড এমন কেন? এটির উত্তর সৎভাবে যদি আমরা খুঁজি, তাহলে বেলায়তে মোতলাকার প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ।

বাণী-রাহবারে আলম শাহসূফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী(মঃ)

ব্যক্তিগত জীবনকে কলুষমুক্ত করার জন্য,সুন্দর মনোরমভাবে গড়ে তোলার জন্য কুরআন সুন্নাহ্ ভিত্তিক ইসলামী জীবন ধারা পরিচালিত তা...
09/06/2023

ব্যক্তিগত জীবনকে কলুষমুক্ত করার জন্য,সুন্দর মনোরমভাবে গড়ে তোলার জন্য কুরআন সুন্নাহ্ ভিত্তিক ইসলামী জীবন ধারা পরিচালিত তাসাউফ নামক আত্মশুদ্ধির এ কর্মপন্থা অতীব জরুরী।

28/05/2023

"কী মধুর একটি বাক্য"♥️

"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) 🖤

হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কুফরি দারিদ্র্য এবং কবরের আযাব থেকে।
28/05/2023

হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি
কুফরি দারিদ্র্য এবং কবরের আযাব থেকে।

Address

Bangladeshi
Khagrachhari

Telephone

+8801683649741

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shanti Kunjo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shanti Kunjo:

Videos

Share

Nearby media companies



You may also like