Shanti Kunjo

Shanti Kunjo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shanti Kunjo, Digital creator, Bangladeshi, Khagrachhari.

12/01/2025

১০ দিনব্যাপী কর্মসূচির ২য় দিবস ১০ জানুয়ারী ২০২৫ খ্রি. শুক্রবার:
মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডারী একাডেমীর উদ্যোগে আয়োজিত সপ্তদশ শিশু কিশোর সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আশীষ বাণী প্রদান করেন-
সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী
সাজ্জাদানশীন, গাউসিয়া হক মনজিল

ম্যানেজিং ট্রাস্টি, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট
মাইজভাণ্ডার শরিফ, চট্টগ্রাম।

Shahanshah Hazrat Syed Ziaul Huq Maizbhandari Trust
Shanti Kunjo
Shanti Kunjo

10/01/2025

গাউসুল আজম হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)'র ১১৯ তম উরস শরিফ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্ট এর ১০ দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসাবে অনুষ্ঠিত সপ্তদশ শিশু কিশোর সমাবেশে আগত সকল ব্যাক্তিদের উদ্দেশ্যে-দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী, গাউসিয়া হক মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি, ৩১ তম আওলাদে রাসূল (দ.), রাহবারে আলম, হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)'র শুভেচ্ছা বাণী।

Shanti Kunjo

12/10/2024

শাহানশাহের রাজকন্যার রাজকীয় বিদায় 🥲🥲🥲

সকল আউলাদে পাকের উপস্থিতি ও লাখো আশেক ভক্তের অংশগ্রহণের মাধ্যমে হুজুর গাউছুল আযম মাইজভাণ্ডারী কঃ এর শাহী ময়দান হতেই বিদায়ী সংবর্ধনা 🥲🥲🥲🥲

আহ রাজ কন্যার বিদায়ে মানুষের ঢল নেমেছিল সাথে লাখো চোখের জল।।মনে পড়তেই ভেতরে ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে।।

আম্মাজানের বিদায়ের পর এই বিদায় আশেক ভক্তের অন্তর হু হু করে কেদেঁছে,ইতিহাস হয়ে থাকবে এই বিদায়ী সংবর্ধনা।।।

১৯৮৮ সালের ২৬ আশ্বিন বিশ্ব অলি শাহানশাহ মাইজভান্ডারী (ক:) এর জানাজা শরীফ মাইজভান্ডার দরবার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৪ সালের ২৬ আশ্বিন শাহানশাহ মাইজভান্ডারীর ওরশ শরীফে তাঁহার বড় মেয়ে সৈয়দা জেবুন্নাহার বেগম (রা:) এর জানাজা শরীফ মাইজভান্ডার দরবার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

বাবা ও মেয়ের দুনিয়া থেকে পর্দা একই দিনে ২৬ আশ্বিনকে এক মহান উপলক্ষ্য করে ।

২০২৪ সালের ২৬ আশ্বিনের জানাজা শরীফের চিত্র ১৯৮৮ সালের ২৬ আশ্বিনের জানাজা শরীফকে স্মরণ করিয়ে দেয়।

আলোকসজ্জা বাব-এ-শাহানশাহ হক ভাণ্ডারী (ক.)
09/10/2024

আলোকসজ্জা বাব-এ-শাহানশাহ হক ভাণ্ডারী (ক.)

আগামীকাল ★★★মহান ১২'ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নাবী (সাঃ)সকল কে পবিত্র ঈদে আযম ঈদে আকবার এর শুভেচ্ছা জানাচ্ছি।
15/09/2024

আগামীকাল ★★★
মহান ১২'ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নাবী (সাঃ)
সকল কে পবিত্র ঈদে আযম ঈদে আকবার এর শুভেচ্ছা জানাচ্ছি।

14/09/2024

মাযার ঐতিহ্যের সূচনা ও সমসাময়িক প্রেক্ষাপট

আওলাদে রাসুল (দ.) হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)
সম্মানিত সাজ্জাদানশীন
গাউসিয়া হক মনজিল, মাইজভাণ্ডার দরবার শরিফ, চট্টগ্রাম

মাননীয় ম্যানেজিং ট্রাস্টি
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট।

ইউটিউব লিংক:
https://youtu.be/ussmeB6hzt4

সম্পূর্ণ বক্তব্যের লিংক:
https://fb.watch/uA-KI_69MT/
https://youtu.be/fyfwuPKr3j8

Shahanshah Hazrat Syed Ziaul Huq Maizbhandari Trust

হযরত ওয়ায়েস করনী (রহঃ) যে “দাত” ভাঙ্গলেন, রক্ত ঝরালেন, উনার উপর কি ফতােয়া আসবে❓{পোষ্টটি ভালো লাগলে কপি পেষ্ট অথবা শেয়...
13/07/2024

হযরত ওয়ায়েস করনী (রহঃ) যে “দাত” ভাঙ্গলেন, রক্ত ঝরালেন, উনার উপর কি ফতােয়া আসবে❓
{পোষ্টটি ভালো লাগলে কপি পেষ্ট অথবা শেয়ার করে হুসাইনী ইসলাম প্রচার ও প্রসারে অংশগ্রহণ করুন।}
_________________________________________
হযরত ওয়ায়েস করানী (রহঃ) এর নাম জানেন না এমন মুসলমান দুনিয়াতে নেই। তিনি আসেকে রসুল (দঃ) ছিলেন। এ ধরণের আসেক ছিলেন যার হুজুরে পাক (দঃ) উনার পাক জোব্বা মোবারক দান করেছিলেন যা এগার বছর পর পৌছানো হয়। তিনি হুজুরে পাক (দঃ) এর জন্য এতই আসেক ও পাগল প্রায় ছিলেন যে,রেওয়ায়েতে আছে জঙ্গে ওহােদে নবী পাক (দঃ) এর দাঁত মোবারক শহীদ হবার পর তিনি কোন দাঁত মোবারক শহীদ হয়েছেন বুঝতে না পেরে একে একে সমস্ত দাঁত ভেঙ্গে ফেলেছিলেন।
সূত্রঃ সিরাত এ হালবিয়া খন্ড-২ পৃষ্ঠা ২৯৫ ইংলিশ এডিশন। তাজকীরাতুল আওলীয়া পৃষ্ঠা-৩০,বাংলা এডিশন।
এখন আমার প্রশ্ন এমন কোনো রেওয়ায়েত আছে যে যেখানে রাসূলুল্লাহ(সাঃ)’বলেছিলেন যদি দেখো আমার দাঁত ভেঙ্গে গেসে তখন তোমাদের মধ্যে কেউ দাঁত ভেঙ্গে দিও ? তাহলে এটাতো নিশ্চিত ওয়ায়েস কুরুনীর উক্ত কর্ম কওলি সুন্নাত দ্বারা প্রমানিত নয়।এখন যদি লক্ষ্য করি রাসূল (সাঃ)’ কি কখনো এমন করেছিলেন যে,কোনো এক সাহাবীর দাঁত ভেঙ্গে যাওয়ায় তিনিও নিজের দাঁত ভেঙ্গে ফেলেছিলেন ? অবশ্যই না এরূপ রাসুল (সাঃ)’ কখনো করেন নাই।তাহলে এটাতো স্পস্ট হয়ে গেলো হযরত ওয়ায়েস কুরুনীর রক্তাক্ত মাতম রাসূল (সাঃ)’এর ফেইলি সুন্নাত দ্বারা সমর্থিত নয়। এখন প্রশ্ন চলে আসে যখন রাসূল(সাঃ)’উক্ত কর্ম যখন নিজে করেন নাই এবং কোনো যায়গায় বলেন নাই।দাঁত আল্লাহ পাকের দেওয়া নেয়ামত। তা ইচ্ছাকৃত ভাবে ভেঙ্গে ফেলার কোন অধিকার আল্লাহ পাক কাউকে দেননি। তবু তিনি এত বড় আল্লাহর অলি হয়ে কেন তা করতে গেলেন? দাঁত ভাঙ্গতে অবশ্যই কষ্ট হয়েছে,রক্তপাত হয়েছে কিন্তু সেই দিকে হযরত ওয়ায়েস করনী (রহঃ) কোন খেয়ালই ছিল না। কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরত ওয়ায়েস করনী (রহঃ) হযরত ওমর কে জিজ্ঞাসা করেছিলেন যে, হুজুর পাক (দঃ) এর কোন দাঁত মোবারক শহীদ হয়েছেন,তিনি উত্তর দিতে অপরাগ হলে হযরত ওয়ায়েস করনী (রহঃ) বলেছিলেন,আপনার বোধ হয় হুজুরে পাক (দঃ) কে দেখেননি।শুনুন,আকল শরিয়ত আর ইশক মারেফত। আকলে যা হালাল, ইশকে তা হারাম আবার আকলে যা হারাম, ইশকে তা হালাল।আকলের কাছে নিজের দাঁত ভাঙ্গে রক্তপাত ঝরানো হারাম, হযরত ওয়ায়েস করনী (রহঃ) যদি কোন মৌলভী কে জিজ্ঞেস করে এই কাজ করতে যেতেন তাহলে? কোন মৌলভীই এই কাজ করতে দিতেন না, কারন এটা তাদের বুঝের বাইরের জিনিস। তাদের বুঝে আসেইনা।আকল আর ইশকের রাস্তা বিপরীত।আকলের পাঠ সবাই পড়ায়! কিন্তু হায়! ইশক বেচারার সে সুযোগ নেই!তবে হ্যা ইশক আপনাকে মানুষ হতে শেখাবে,অন্যের জন্য বাচতে শেখাবে,ইশক আপনাকে তাদের প্রিয় হয়ে উঠতে সাহায্য করবে যারা আল্লাহর খুবই প্রিয়।আর তখন আপনি হয়ে উঠবেন এমন কেউ, যার সুখে সবাই হাসবে যার দুঃখে সবাই দুঃখিত হবে।আকলের জ্ঞান সবাই বাটে, ইশকের জ্ঞান শুধু নসীব ওয়ালারাই পায়!এখানে অবশ্যই চিন্তা করার দরকার আছে।ধর্ম আসলে চিন্তাশীলদের জন্য, পশুদের জন্য নয়।এরপরও,যার বিশ্বাস হয়, সে গ্রহণ করবে, না হয় বর্জন করবে,এটাও একটা তকদীর।
Bertrand Rusself লিখেছেনঃ Thought is great and swift and free the light of the world, the cheefglory of man. (চিন্তা হচ্ছে মহৎ,বেগবতী,এবং মুক্ত চিন্তা হচ্ছে জগতে জ্যোতি এবং মানুষের প্রধান গৌরব।
হযরত ওয়ায়েস করনী (রহঃ) যে আল্লাহর নবী (দঃ) এর মহব্বতের আল্লাহর দান,“দাত” ভাঙ্গলেন, রক্ত ঝরালেন,উনার উপর কি ফতােয়া আসবে? তা জবাব কেউ দিতে পারবেন কি?না শুধু আহলে রাসুলের মহব্বতে যারা কাঁদে মাতন করে বা বুকে চাপড়া মারে তাদের জন্য ফাতোয়া ! জিকীরে শাহাদতের বেলায় আপত্তি কেন ?তবে তার ফতোয়া দেওয়ার পূর্বে হযরত ওয়ায়েস করনী (রহঃ) এর দাঁত ভেঙ্গে ফেলার ফতোয়া অবশ্যই দেওয়া উচিত! এখানে কোরআন পাকে সুরে লোকমানের আয়াতঃ“ওয়া মিনাল্লাহে মাইয়াশতারী লাউ ওয়াল হাদিছে লিউ দিল্লা আন ছাবিলল্লাহ”।এর আওতা পড়ে না। জিকরের শাহাদাত কাউকে আল্লাহ রাস্তা থেকে ফিরায় না বরং আখেরাত ও দুনিয়ার সম্ভল করে দেয়।
ওয়ায়েস কুরুনীর মাতম রাসূল (সাঃ)’এর কাওলী আর ফেইলি সুন্নাত দ্বারা প্রমানিত না হলেও এটা রাসূল (সাঃ)’তাখরিরি সুন্নাত দ্বারা প্রমানিত।কেননা ওয়ায়েস কুরুনী (রাঃ)’এর মাতমের কথা শুনে রাসূলুল্লাহ (সাঃ)’ ওয়ায়েস কুরুনীর (রহঃ) উপর গর্বিত হলেন এবং তাকে পুরস্কৃত করলেন।যেহেতু ওয়ায়েস কুরুনীর (রাঃ) মাতমকে রাসূল (সাঃ)’সমর্থন করেছেন তাই এটা তাখরিরি সুন্নাত।রাসূল(সাঃ)’এর একটি দাঁত শহীদ হওয়ার কারনে ওয়াস কুরুনী নিজের সকল দাঁত ভেঙ্গে ফেললেন,আর তার কারনে রাসূলুল্লাহ(সাঃ)’তার মর্যাদা আরো সম্মানিত করে এবং তাকে পুরস্কৃত করে কেয়ামত পর্যন্ত দুনিয়াবাসীকে একান্তভাবে জানিয়ে দিয়েছেন যে,যদি আমার একটি দাঁত শহীদ হওয়ার কারনে ওয়ায়েস মাতম করে সম্মানিত হতে পারে,তাহলে আমার আহলেবাইত আমার জীবন আমার আমার আহলে বাইত আমার রক্ত আমার টুকরা,তাই আমার আহলেবাইতের নির্মমভাবে শহীদ করার ঘটনা স্বরন করে কেউ নিজ শরীরের রক্ত ঝোরাবে সেটা আমার তাখীরি সুন্নাত,আমি তাদেরকে সম্মানিত করেছি আমি তাকে পুরস্কৃত করবো ।কাজেই যারা খুনি মাতমকে হারাম বিদআত বলে প্রচারনা চালাচ্ছেন সয়ং তারা রাসূলুল্লাহ(সাঃ)’এর সুন্নাহ বিরোধী।
ইমাম হুসাইন(আঃ)’এর স্বরনে যদি কোনো ব্যাক্তি নিজ প্রেমের প্রকাশ রক্তের সমাবেদনার মাধ্যমে দিয়ে থাকে তাহলে সেটা কোনো বিদআত কিংবা হারাম কাজ নয়,বরং এটা আহলেবাইত (সাঃ)’এর সুন্নাহ। বিবি জয়নাব (সাঃআঃ),ইমাম জয়নুল আবেদীন(আঃ),ইমাম মুসা কাজিম(আঃ)’উভয়ের ব্যাপারে হাদীসে বর্নিত আছে যে উনারা ইমাম হুসাইন(আঃ)’এর শোকে মাথায় আঘাত করে রক্ত বের করেছিলেন।কাজেই রক্তের সমাবেদনা নিয়ে যারা বিরোধিতা করছেন তারা যদি জেন্জীর কামা না পারতে পারেন সেটা অন্য বিষয় কিম্তু যারা মারছে তাদের বিরোধিতা করার কোনো হক তাদের নেই।
— সৈয়দ হোসাইন উল হক
[অধমের লিখা আল-কোরআন ও হাদীসের আলোকে “জবেহ আজিম এবং জিকিরে শাহাদাত”শীর্ষক গ্রন্থখানার আলোকে।]

হযরত মীর মোঃ অলিউল্লাহ মাইজভান্ডারি মারহাবা মারহাবা
13/07/2024

হযরত মীর মোঃ অলিউল্লাহ মাইজভান্ডারি মারহাবা মারহাবা

🔹"আল্লাহর অলিরা মানব জাতি ও সৃষ্ঠি জগতের জন্য আল্লাহর এক বিশেষ অনুগ্রহ ও নেয়ামত।"🔹অমিয় বাণী: রাহবারে আলম হযরত শাহ্ সূফি ...
10/07/2024

🔹"আল্লাহর অলিরা মানব জাতি ও সৃষ্ঠি জগতের জন্য আল্লাহর এক বিশেষ অনুগ্রহ ও নেয়ামত।"🔹
অমিয় বাণী: রাহবারে আলম হযরত শাহ্ সূফি সৈয়দ মোহাম্মদ হাসান (প্রকাশ মওলা হুজুর) মাইজভান্ডারী (মা.)।
🔹 "Allah's saints are a special grace and blessing of God for the human race and creation."🔹
Amiya Bani: Rahbare Alam Hazrat Shah Sufi Syed Mohammad Hasan (Prakash Maula Huzoor) Maizbhandari (Ma.).

09/07/2024

প্রেম শাস্ত্র খেলা নয়, সাবধানে প্রাণ দিতে হয়।
ইমাম হোসাইনের খেলা, দাস হাদী ভুলিও না।
মাওলানা সৈয়দ আবদুল হাদী কাঞ্চনপুরী (র.)

পৃথিবীর সব অশান্তির একমাত্র সমাধান ছোট্ট মাটির ঘর।দুনিয়ার কোন অশান্তি,জুলুম,অপমান,অপবাদ কিছুই সেখানে পৌঁছাতে পারেনা।।
07/07/2024

পৃথিবীর সব অশান্তির একমাত্র সমাধান ছোট্ট মাটির ঘর।দুনিয়ার কোন অশান্তি,জুলুম,অপমান,
অপবাদ কিছুই সেখানে পৌঁছাতে পারেনা।।

আর ১৪ শত বছর পরে সেই মহরমের চাঁদ দেখেএকটি জাতী আছে তারা খুশিতে ঢোল পেটায়।
07/07/2024

আর ১৪ শত বছর পরে সেই মহরমের চাঁদ দেখে
একটি জাতী আছে তারা খুশিতে ঢোল পেটায়।

07/07/2024

লাব্বাঈক
ইয়া শাহানশাহ-এ-কারবালা

07/07/2024

ঈমাম জয়নুল আবেদীনের কান্না দেখে মদিনাবাসী বুঝেযেত যে মোহররম মাস চলে এসেছে😭😭😭

Address

Bangladeshi
Khagrachhari

Telephone

+8801683649741

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shanti Kunjo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shanti Kunjo:

Videos

Share