নিপন জয় ত্রিপুরা/ personal blog

নিপন জয় ত্রিপুরা/ personal blog alutila parjatan park nipon joy tripura,from khagrachari

24/02/2024
সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা
25/12/2023

সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা

13/08/2023

খাগড়াছড়ি আলুটিলা তেরাং তৈ কালাই l

তেরাং তৈ কালাই( রিছাং ঝর্ণা)
28/07/2023

তেরাং তৈ কালাই( রিছাং ঝর্ণা)

পার্বত্যবাসির আরেক গর্ব ড: হরিপূর্ণ ত্রিপুরা (PhD), জার্মানির RUHR University Bochum থেকে ডক্টরেক্ট ডিগ্রি অর্জন করেছেন🎓...
19/04/2023

পার্বত্যবাসির আরেক গর্ব ড: হরিপূর্ণ ত্রিপুরা (PhD), জার্মানির RUHR University Bochum থেকে ডক্টরেক্ট ডিগ্রি অর্জন করেছেন🎓। বাংলাদেশি ত্রিপুরা জাতিদের মধ্যে ড: হরিপূর্ণ ত্রিপুরা তৃতীয়তম (ড: রূপম🎓 ও ড: ইনার পর🎓) ডক্টরেট ডিগ্রি অর্জনকারী। আশাকরি উনার এই অর্জন আগামী প্রজন্মকে উচ্চতর শিক্ষা ও গবেষণায় আরো বেশি অনুপ্রাণিত করবে 🌹। অভিনন্দন ড: hori Purna Tripura 🎓🎊🌹।

ড: হরিপূর্ণ ত্রিপুরার সংক্ষিপ্ত জীবনী🎓🌸: প্রচারবিমূক, সাদামাটা ও ধীরস্থির এই গবেষকের জন্ম ও বেড়ে উঠা তৈলাফাং গ্রামে, বর্ণাল ইউনিয়ন, মাটিরাংগা উপজেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলায়। আরো অনেকের মতোই ১৯৮৬ সালের পার্বত্য চট্টগ্রামের জটিল পরিস্থিতিতে ভিটাভূমি হারিয়ে কন্টাকীর্ণ ও ছন্নছাড়া জীবন পাড়ি দিতে হয়েছে ভারতে শরণার্থী হয়ে। নিজভূমি বাংলাদেশে ফেরত চলে আসেন ১৯৯০ মাঝামাঝিতে। মেধাবি এই শিক্ষার্থীর প্রাইমারি ও উচ্চমাধ্যমিক লেখাপড়া বন্ধ হবে না কি চালিয়ে যাবে তা নির্ভর করতে হয়েছে অনেক সমীকরণের উপর (সেই এক সুদূর ইতিহাস)। নানান চড়াই-উৎরাই পেরিয়ে স্কুল ও কলেজ পর্ব শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হতে মাইক্রোবায়োলজিতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন ২০০৫ সালে। পরবর্তীতে কয়েক বছর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাককে পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালনের পর আরো উচ্চতর পড়াশোনার জন্যে স্কলারশিপ নিয়ে পাড়ি জমান সুদূর অস্ট্রেলিয়ায়। ২০১৩-১৪ সালে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি হতে পোষ্ট গ্রাডুয়েশন ডিগ্রি অর্জন করেন🎓। অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে আরো কয়েক বছর বিভিন্ন সামাজিক গবেষণায় নিয়োজিত ছিলেন ড: হরি। তারপর জার্মানির RUHR University Bochum এর সাথে দীর্ঘ ৫ বছরের অধিক সময় পার্বত্য চট্টোগ্রামের অধিকার ভিত্তিক আন্দোলনে জনঅংশগ্রহণ বিষয়ক গবেষণায় অন্তর্ভুক্ত থেকে ডক্টরেট ডিগ্রি (PhD) অর্জন করেন ২০২৩ সালে🎓। বর্তমানে ড: হরিপূর্ণ ত্রিপুরা ফ্রীল্যান্ড গবেষক হিসাবে স্থানীয় এক উন্নয়ন প্রকল্পে কর্মরত আছেন। পারিবারিকভাবে উনি এক কন্যা সন্তানের জনক।

অদম্য ইচ্ছেশক্তি থাকলে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রতিকূলতা এবং নিন্ম-মধ্যেবিত্ত্বদের কঠিন বাস্তবতা পেরিয়ে যে উচ্চ থেকে আরো উচ্চতর শিক্ষালাভ করা সম্ভব তার জ্বলন্ত উদাহরণ স্থাপন করলেন ড: হরিপূর্ণ ত্রিপুরা 🎓🎉🥇🎆। অভিনন্দন 🎊🌹

Best product of FOREVER  LIVING  PRODUCTS- USA
15/04/2023

Best product of FOREVER LIVING PRODUCTS- USA

Khagrachari
28/03/2023

Khagrachari

দীঘিনালা বাবুরছড়া ত্রিপুরা মহারাজ গোবিন্দ মানিক্য ত্রিপুরার খননকারী দিঘি।
22/12/2022

দীঘিনালা বাবুরছড়া ত্রিপুরা মহারাজ গোবিন্দ মানিক্য ত্রিপুরার খননকারী দিঘি।

"একটি সুন্দর জীবন বাঁচার জন্য সহযোগিতা হাত বাঁড়িয়ে দিন"🙏বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদ...
19/10/2022

"একটি সুন্দর জীবন বাঁচার জন্য সহযোগিতা হাত বাঁড়িয়ে দিন"🙏
বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং বিএমএসসি ঢাকা মহানগর শাখা সহ-সভাপতি ওয়াংম্রা মারমাকে বাচাঁনোর জন্য আপনাদের নিকট শরণাপন্ন হয়েছি। যে মানুষটি সংগঠনে দীর্ঘ পাঁচ বছর ধরে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন সে আজ বিছানায় পড়ে আছেন। সবার অন্তরালে সবসময় হাসিখুশি থাকেন, নিজের হাজারো কষ্টকে লুকিয়ে রেখেছেন। আজ এই অসহায় ওয়াংম্রা-র পাশে এগিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
নামঃ Wong Mra Marma (২৪)
স্থায়ী ঠিকানাঃ রাজস্থলী বাজার, রাজস্থলী, রাংগামাটি।
বাবা মংবাসিন মারমা ওয়ংম্রা-র ৩/৪ মাস বয়সে মা এনুচিং-কে ছেড়ে অন্যত্র চলে যায়। শুরু হয় কখনো খেয়ে না খেয়ে মায়ের একা জীবন চলার পথ। মেয়ের অদম্য পড়ালেখার প্রতি মনযোগী হওয়ায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ বকশীবাজার, ঢাকা থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বিএ অনার্স পাশ করে। শারিরীক অসুস্থতার কারণে এবং আর্থিক দৈন্যতার কারনে মাস্টার্স পরীক্ষায় এ বছর অংশগ্রহণ করতে পারেনি।
শারিরীক অসুস্থতা হলো পেটে ব্যথা, শরীর দুর্বল, গ্যাস্ট্রিক আলসার এবং নারীর সচরাচর যে সমস্ত শারিরীক সমস্যা থাকে। এই সমস্যাটা খুব সিরিয়াস কন্ডিশনে পৌঁছে গেছে। এখন জীবন মৃত্যুর সাথে লড়ায় করে বেঁচে আছেন।
ওয়াংম্রা মারমা (Wong Mra) পার্সোনাল বিকাশ নম্বরঃ 01537272744.
বিকাশঃ01870474741 (চিংসাথুই - সাধারণ সম্পাদক)
বিকাশঃ 01531152136 (থুইচিংপ্রু)
সোনালী ব্যাংক, বান্দরবান শাখাঃ 1102301022327, (নুথোয়াই বারাঙ)।
সোনালী ব্যাংক, বান্দরবান শাখাঃ1102301019929(উথোয়াই)।
ধন্যবাদান্তে,
নুথোয়াই মারমা বারাঙ
সভাপতি, বিএমএসসি ঢাকা মহানগর শাখা ও সমন্বয়ক " "ওয়াংম্রা চিকিৎসা তহবিল"
(সংগৃহীত)

04/09/2022

পাহাড়ের কষ্ট কে দেখে, সংগ্রাম করে বাঁচতে হবে।

04/09/2022

পায়েল ত্রিপুরার কন্ঠে রোমান্টিক গান।

কি অপরূপ সুন্দর আলুটিলা পর্যটন পার্ক।
04/09/2022

কি অপরূপ সুন্দর আলুটিলা পর্যটন পার্ক।

01/09/2022

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ঃ৩০ ঘটিকার সময়।আলুটিলা পর্যটন পার্ক গেটের সামনে গাড়ি এক্সিডেন্ট হলে ফায়ার সার্ভিস কর্মীরা কিভাবে উদ্ধারের কাজ করতে হয় তাদের কিছু মহড়া দেখানো হয়।

01/09/2022

আলুটিলা পর্যটন পার্ক গেটের সামনে,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্তৃক আয়োজিত মহড়া অনুষ্ঠান

অপরূপ সুন্দর আলুটিলা পর্যটন পার্ক,নন্দনকানন শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে  কিছু মুহূর্ত রাত্রের বেলা দৃশ্য।
01/09/2022

অপরূপ সুন্দর আলুটিলা পর্যটন পার্ক,নন্দনকানন শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে কিছু মুহূর্ত রাত্রের বেলা দৃশ্য।

আলুটিলা জাম প্লাজম থেকে দেখা, আলুটিলা টিএনটি টাওয়ার ও রিছাং ঝর্ণা এলাকা।
30/08/2022

আলুটিলা জাম প্লাজম থেকে দেখা, আলুটিলা টিএনটি টাওয়ার ও রিছাং ঝর্ণা এলাকা।

আলুটিলা হৃদয় মেম্বার পাড়া রিছাং ঝর্ণা এলাকায় জাম প্লাজন নামক জায়গায় কফি বাগান ও কফি ফল দেখা যাচ্ছে। কেউ যদি কফি ফল ...
30/08/2022

আলুটিলা হৃদয় মেম্বার পাড়া রিছাং ঝর্ণা এলাকায় জাম প্লাজন নামক জায়গায় কফি বাগান ও কফি ফল দেখা যাচ্ছে। কেউ যদি কফি ফল চিনে না থাকে দেখে নিয়েন।

সর্বপ্রথম  মহান সৃষ্টিকর্তা কে অসংখ্য ধন্যবাদ জানাই। সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য। অনেক দিন পরে, আলুটিলা রিসাং ঝর্ণা। ছোট...
25/08/2022

সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা কে অসংখ্য ধন্যবাদ জানাই। সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য। অনেক দিন পরে, আলুটিলা রিসাং ঝর্ণা। ছোট ভাই ও বন্ধুদের সাথে বনভোজনের অংশগ্রহণের কিছু মুহূর্ত।

25/08/2022

আলুটিলা রিসাং ঝর্ণা মধ্যে তিনটি ঝর্ণা আছে। এরমধ্যে সবথেকে সুন্দর ঝর্ণা কোনটি দয়া করে জানাবেন।

23/08/2022

আসলে প্রেম করা,চুমা খাওয়া চেয়ে বিড়ি খাওয়া অনেক মজা মনে হয়।

23/08/2022

বৃষ্টি হওয়ার কারণে রিসাং ঝর্ণা অনেক পানি। আপডেট রিসাং ঝর্ণা।

19/08/2022

শুভ কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে, আলুটিলা হৃদয় মেম্বারপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা কিছু অংশ।

Address

Khagrachhari
4400

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801770111068

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিপন জয় ত্রিপুরা/ personal blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিপন জয় ত্রিপুরা/ personal blog:

Videos

Share

Category