
17/10/2024
প্রবারণা পূর্ণিমা মানে-
আনন্দ ও উৎসবের এক পরিপূর্ণতা।
সেই শিশুকাল আজও মনে পড়ে
পূর্ণিমা এলে কি যে খুশি হতাম
ভোরের পাখির মতো জেগে উঠতাম
বিহারের রাস্তায় লাইন ধরতাম-
সারি সারি দুরন্ত বালকের দল
আর ধর্মপ্রাণ উপাসক-উপাসিকা।
প্রবারণার দিনব্যাপী নানান আয়োজন,
রঙিন ফানুসে আকাশ রাঙানো হতো।
হৃদয় জুড়ানো হতো মিলন মেলায়।
কতো রঙিন সুখ খুজে পেতাম
নাচ-গান, তালে-কীর্তনে ও আনন্দ-উৎসবে
মেতে উঠতো পাড়া-মহল্লার আপনজন
যেন এক মুক্ত স্বাধীনতা।
হারিয়ে যাওয়া সেই স্মৃতিগাথা দিনগুলি
আজো কি ফিরে পাবো?
এখন সময়ের ব্যবধানে
কতো কিছুর পরিবর্তন।
আর ভাবি, এখণ প্রবারণা পূর্ণিমা মানে
একটি বৃত্ত।
সেই বৃত্তের মাঝে ঘুরতে ঘুরতেই হয়েছি ক্লান্ত।
নেই শক্তি, সাহস, জোর,
সব কিছু হারিয়ে যেন বিলীন হওয়া নদী।
সময়ের সাথে জীবনের পথে
চলতে চলতে পেয়েছি অসম্পূর্ণতা।
প্রতিটি পদে পদে ভেদাভেদ সংগ্রামে
প্রাপ্তির কতো ঘাটতি! অতৃপ্তি! বিবর্ণতা।
সাদা কালো জীবনে
তাইতো বলি "ভালো আছি " ওগো পূর্ণিমা।
Kajali Chakma Mc Ripu Khisa Ripu Khisa