26/08/2024
সাকিবকে নিয়ে সুশীলদের মায়া কান্না করা লোকজনদের আর একটা লোকের কথা বলি যে আমাদের দেশের নামটা ২০০৩ সালে বিশ্ব দরবারে গর্বের সাথে চিনিয়েছিলেন।
এনে দিয়েছিলেন বাংলাদেশের ফুটবলের প্রথম ও একমাত্র আন্তর্জাতিক ট্রফি। তিনি হচ্ছেন জনাব আমিনুল হক আমাদের দেশের সর্বকালের সেরা গোলকিপার ছিলেন। সাফ জয়ী অধিনায়ক এবং দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারদের একজন।
তার রাজনৈতিক দল ভিন্ন হওয়ার কারণে দিনের পর দিন জেল খাটতে হয়েছে।পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে পুলিশ বাহিনী দিয়ে।তখন কই ছিলেন এখনকার সুশীলরা..??
কথা বলেছেন কখনো দেশের ফুটবলে আন্তজার্তিক শিরোপা এনে দেওয়া এই লোকটাকে নিয়ে..??