04/12/2024
Auto reply set up নিন Facebook প্রফেশনাল পেজে,কাস্টমারের মন কেড়ে নিন অতি সহজে।
Auto reply setup কেন করাবেন পেজে?
Auto reply setup যদি ফেসবুক পেজে থাকে,কোন ক্লায়েন্ট আপনার অজান্তে ম্যাসেজ দিলে,অনূরূপ সাথে সাথে উত্তর পেয়ে যাবে।মজার বিষয় হলো ক্লায়েন্ট ভাববে সে আপনার সাথে লাইভ chat করছে।বিষয়টি এতটাই আনন্দের,বিক্রেতার অনুপস্থিতিতে ক্রেতা পেজের সাথে কথা বলছে। ব্যবসা রিলেটেড বেসিক সব তথ্য উপাত্ত Automation সেটিং থাকায় ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে।তার মানে পেজ এখানে ম্যানেজারের ভূমিকায় দায়িত্ব পালন করে।পরিশেষে Automation বা Auto reply setup থাকলে বিক্রেতা অফলাইনে থাকা অবস্থায়, ক্রেতা অনলাইন দোকানে এসে একটি অভ্যর্থনা পেয়ে যাচ্ছে।ঘটনাক্রমে বেচা–কেনার সুন্দর একটি ভার্চুয়াল পরিবেশ সৃষ্টি হচ্ছে।
পক্ষান্তরে ফেসবুক পেজে Automation না থাকলে,বিক্রেতা অফলাইনে থাকা অবস্থায় ক্লায়েন্ট ম্যাসেজ করার পর যদি উত্তর পেতে বিলম্ব হয়,সে ভুল বুঝে অন্য কোথাও চলে যায়।
ফলস্বরূপ অনলাইন বিজনেস হতে একটি সম্ভাব্য কাস্টমার হারানোর ক্ষতিই যথেষ্ট ব্যবসা ভাল না হওয়ার জন্য।
তাই দেরী না করে এখনই আপনার ফেসবুক পেজটি Automation করাতে নিশ্চিত করুন।
page Automaton setup করালে কি কি বিষয়ে লাভবান হবেন:
১।কাস্টমার কুইক রেসপন্স সার্ভিস পাবে।
২।ক্লায়েন্ট পেজ মালিকের প্রতি একটি আগ্রহ ফিল করে।
৩।বিক্রেতা অফলাইনে থেকেও ম্যাসেজ রিপ্লাই দিয়ে যোগাযোগ রক্ষা করে ক্লায়েন্ট ধরে রাখতে পারে।
৪।ক্রেতাগণের এনগেজমেন্ট বৃদ্ধি করে।
৫।প্রোডাক্ট সেল পরিবেশের মাধ্যমে বিক্রি বাড়ে।