Chand - চাঁদ অনলাইন ফিলিংস

Chand - চাঁদ অনলাইন ফিলিংস আমার এই ব্যক্তিগত ব্লকে আমি আমার আবেগ, অনুভূতি, পারিপার্শ্বিক দৃশ্যমান বিষয় শেয়ার করব। Entertainment blog
(1)

15/11/2024

ম জেত্তাপুত ভেইঅ ঝি মৈত্রী চাকমা (নাগরির) তিন পুরা উপলক্ষ গুরিনেই বেক্কুনত্থুন আশীর্বাদ লনা। পেরাছড়া নীলকান্ত পাড়া আদাম, খাগাড়াছুড়ি, হিল চাদিগাঙ। #তিনপুরা #আশীর্বাদ #আশীর্বাদ_লনা #সালাম_গড়ানা #বিয়ে #ভাইরাল #ফলো

15/11/2024

তিনপুরা দজন

https://chandonlinebdcht1.blogspot.com/
26/10/2024

https://chandonlinebdcht1.blogspot.com/

Chand Online bd Cht Buddhism একটি বৌদ্ধ ধর্ম বিষয়ক ব্লগ সাইট। এই ব্লগ সাইট টিতে বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত হবে। এখানে বৌ....

সেরেনা মৌমাছি এদেশীয় মৌমাছি। এটা পালানো নাকি খুব সহজ। একটা মৌমাছি বক্স হলেই হলো।
31/08/2024

সেরেনা মৌমাছি এদেশীয় মৌমাছি।
এটা পালানো নাকি খুব সহজ। একটা মৌমাছি বক্স হলেই হলো।

শুভ সকাল।সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।আজ আমার ছোট মেয়ের এইচ এস সি পরীক্ষা শুরু হচ্ছে।সবাই দোয়া আর আশীর্বাদ করবেন সে...
29/06/2024

শুভ সকাল।
সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
আজ আমার ছোট মেয়ের এইচ এস সি পরীক্ষা শুরু হচ্ছে।
সবাই দোয়া আর আশীর্বাদ করবেন সে যেন পরীক্ষায় ভালো করতে পারে।
পরীক্ষায় ভালো করে ভবিষ্যতে যেন ভালো পয়েন্ট অর্জন করে দেশের স্বনামধন্য ভার্সিটি/বুয়েট/ইঞ্জিনিয়ারিং/চয়েসমত বিষয় নিয়ে উচ্চশিক্ষা লাভ করতে পারে। ধন্যবাদ সবাইকে।

30/05/2024

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান
#জাতীয়_প্রাথমিক_শিক্ষা_সপ্তাহ_২০২৪
#চাঁদ_অনলাইন_ফিলিংস
#মডেল_সরকারি_প্রাথমিক_বিদ্যালয়

আমার গাছে দুইটি পাপয়া। খাইতে এসো বন্ধুরা সবাই।
29/05/2024

আমার গাছে দুইটি পাপয়া। খাইতে এসো বন্ধুরা সবাই।

বুলবুলি পাখির ছানা। যে পাখিকে ভালোবাসে সে লাইক দাও।
29/05/2024

বুলবুলি পাখির ছানা। যে পাখিকে ভালোবাসে সে লাইক দাও।

ইলেকশন ট্রেইনিং এর ছবি
22/05/2024

ইলেকশন ট্রেইনিং এর ছবি

16/05/2024

আমার জন্মদাত্রী মাতা(সুলক্ষনা চাকমা'র সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে শ্রদ্ধেয় ভান্তেদের অমূল্য ধর্মদেশনা।
আজ ০৩/০৫/২০২৪ খ্রিস্টাব্দ রোজ-শুক্রবার,
আমাদের নিজ বাড়িতে অনুত্তর পুণ্য ক্ষেত্র মহান ভিক্ষু সংঘকে ডেকে এনে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনায় এবং কয়েকদিন আগে আমাদের প্রয়াত মা সহ, অতীতে প্রয়াত জ্ঞাতী-গোষ্ঠীর পারলৌকিক সুখ, শান্তি ও মঙ্গল কামনায় নানাবিধ দান কর্ম সম্পাদন করার আয়োজন করা হয়। এই ধর্মীয় পুণ্য ময় অনুষ্ঠান শুরুর পূর্ব মুহূর্তে আমি সর্ব প্রথম সেই মহাকারুনিক সম্যক সম্বুদ্ধ ভগবান গৌতম বুদ্ধের শরণে নতশিরে তিনবার বন্দনা করছি, তারপর তাঁর প্রচারিত ধর্ম ও প্রতিষ্ঠিত সংঘকেও তিন বার নতশিরে বন্দনা করছি। এরপর আজকে উপস্থিত অনুত্তর পুণ্য ক্ষেত্র মহান ভিক্ষু সংঘকেও নতশিরে বন্দনা করছি। অতঃপর আজকের মহতী পুণ্য অনুষ্ঠানে উপস্থিত সকল জ্ঞাতী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশি সকলকে শ্রেণি অনুযায়ী শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা ও স্নেহাশিস জানাচ্ছি।
শ্রদ্ধেয় পুণ্যার্থীগণ আমি আজকের এই মহতী পুণ্য অনুষ্ঠানে যা যা ধর্মীয় কর্ম সম্পাদন করা হবে তা আরেক বার স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। আমাদের দানের মধ্যে আছে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাত্তি দান, বিশ্বশান্তি প্যাগোডা নির্মাণ কল্পে টাকা, বিহার উন্নয়ন কল্পে টাকা দান, পিণ্ড দান পানীয় দান সহ নানাবিধ দান করা হবে। এবং পরিত্রাণ সূত্র শ্রবণ করা হবে। আমি এই ধর্মীয় পুণ্য কর্ম গুলো সম্পাদন করার জন্য সকলকে মানসিক ভাবে প্রস্তুত হয়ে একাগ্র ও গভীর মনোযোগ দিতে অনুরোধ করছি।
সর্ব প্রথম আমরা সমস্বরে নমোতস্ স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধ স্ স তিনবার উচ্চারণ করে পরম করুনাময় ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। (সবাই কে আমার সাথে সাথে বলার জন্য অনুরোধ করছি।)
আজকের ধর্মীয় পুণ্য অনুষ্ঠানে আমরা সর্ব প্রথম পরম করুণাময় ভগবান বুদ্ধের প্রতি তিন বার বন্দনা (নমস্কার) করব (করা হয়।)
ত্রিরত্ন বন্দনা:- বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সব্বদা।(দুতিযম্পি-ততিযম্পি)

(এবার অনুত্তর পুণ্য ক্ষেত্র মহান ভিক্ষু সংঘের প্রতি বন্দনা করব।)
ভিক্ষু বন্দনা:-ওকাস বন্দামি ভান্তে সঙ্ঘো দ্বারত্তযেন কতং সব্বং অপরাধং খমতু মে ভন্তে সঙ্ঘো।(দুতিযম্পি-ততিযম্পি)

(এবার অনুত্তর পুণ্য ক্ষেত্র মহান ভিক্ষু সংঘের কাছে ক্ষমা প্রার্থনা করব।)
ক্ষমা প্রার্থনা:-তিরতনেসু কাযেন বাসায মনসাপি চ, পমাদেন কতং ভন্তে সব্ব দোসং খমন্তু মে। তেসু কতঞ্জলি কম্মস্ সানু ভাবেন সব্বদা, অজ্ঝত্তিকা চ বহিদ্ধা রোগা ছন্নবুতিবিধা। বত্তিংস কম্ম করণা পঞ্চবীসতি ভেরবা, সোলসূপদ্দবা চাপি দণ্ডং দোসা
দসট্ ঠ চ। পঞ্চবেরানি চত্তারো অপাযা চ তযোপি চ, কপ্পা চ ইতি সব্বে তে বিনস্ সন্তু অসেসতো। ইচ্ছিতং পত্থিতং চাপি খিপ্পমেব সমিজ্ঝতু, দীঘং চ হোতু মে আযু সংসারে সব্ব জাতীসু। সংসারে সংসারন্তো চ লভিত্বা লোকিযং সুখং, ন চিরং মগ্গং লব্ধান নিব্বানং পাপুনিস্ সাহং।(এটা শুধু একবার)

এসময় মহান ভিক্ষু সংঘ প্রার্থনা অনুসারে উপস্থিত পুণ্যার্থীগণ কে আশীর্বাদ ও বর প্রদান করবেন।
(এবার আমাদের গৃহী রিদীসুদুম পঞ্চশীল বা পাঁচ টি আর্য্য রীতি/নীতি প্রার্থনা করব)
পঞ্চশীল প্রার্থনা:-
সংসারবত্তা সব্ব দুক্খাতো মোচন্তায নিব্বানং সচ্চি করন্তায অকাস মযং ভান্তে তিশরনেন সহ পঞ্চশীলং ধম্মং যাচামি অনুগ্গহং কত্তা শীলং দেথ নো ভান্তে।(দুতিযম্পি-ততিযম্পি)

পরিত্রাণ প্রার্থনা:-
মযং ভান্তে সঙ্ঘো, বিপত্তি পটিবাহায সব্বসম্পত্তি সিদ্ধিযা, সব্বদুক্ খা-বিনাসায, সব্বভয-বিনাসায, সব্বরোগ-বিনাসায, সব্ব-অন্তরায-বিনাসায, সব্বউপদ্দব-বিনাসায, সব্বঅমঙ্গলং-বিনাসয, সব্বপাপমার-বিনাসায, ভবে দীঘাযু-দাযকং চিত্তং উজুং করিত্বান পরিত্তং ব্রুথ মঙ্গলং।(দুতিযম্পি-ততিযম্পি)

অতঃপর ত্রিরত্ন বন্দনা,ভিক্ষু সংঘের প্রতি বন্দনা করে পঞ্চশীল প্রার্থনা এবং পঞ্চশীল গ্রহণ করা হয়। এরপর উক্ত ধর্মীয় অনুষ্ঠানে শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিকট নানাবিধ দানীয় সামগ্রী দান করা হয়। এ-ই দানীয় সামগ্রীর মধ্যে আছে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার, হাজার বাত্তি দান, অর্থ দান এবং দান শেষে উৎসর্গ করা হয়। এ-ই ধর্মীয় পুণ্য অনুষ্ঠানের ধারণ কৃত অংশ সকলের দেখার সুযোগ করে দিতে এ-ই ভিডিও। আশা করি সকলে দেখবেন। আজকের এই পুণ্য কর্মের ফলে জগতের সকল প্রানীর হিতসুখ ও মংগল কামনা করছি। সাধু সাধু সাধু।

09/05/2024

সাঁকো। চেঙ্গী নদীর ওপর নির্মিত ব্রীজ।
#সাঁকো #ব্রীজ

14/04/2024

ইচ্ছে পেরাছড়া ঘরত নূয়া বজর উপলক্ষে আ বেগ চিগোন ভেইবোয়া ডাগীর আগামী দিনত বাড়ে যানার পোঈদানে এ মঙ্গল সূত্র শুনানা অর।

14/04/2024

মঙ্গল সূত্র শ্রবণ ১৪৩১ বাংলা নববর্ষ উপলক্ষে।

14/04/2024

মঙ্গল সূত্র শ্রবণ

04/03/2024

৮৮ব্যাচ পুনর্মিলনী অনুষ্ঠানে গান পরিবেশন। হিল ফ্লেভার রেস্টুরেন্ট জিরো মাইল খাগড়াছড়ি সদর খাগড়াছড়ি তে এস এস সি ৮৮ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের গান পরিবেশন ও অন্যদের গানের তালে তালে নেচে উৎসাহিত করা হয় এবং আনন্দ উপভোগ করা হয়।
প্রিয় ভিউয়ার বন্ধুরা সবাই গান ও নাচ উপভোগ করুন।
ধন্যবাদ।

28/02/2024

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মহোদয়কে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মারমা গানের মাধ্যমে নৃত্য পরিবেশন।
#পার্বত্য_চট্টগ্রাম_বিষয়ক_মন্ত্রনালয়ের_প্রতিমন্ত্রী
#জনাব_কুজেন্দ্র_লাল_ত্রিপুরা
#এমপি
#খাগড়াছড়ি
#পার্বত্যজেলাপরিষদ

28/02/2024

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জননেতা জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মহোদয়কে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নৃত্য পরিবেশন।
#পার্বত্য_চট্টগ্রাম_বিষয়ক_মন্ত্রণালয়ের_প্রতিমন্ত্রী_জননেতা_জনাব_কুজেন্দ্র_লাল_ত্রিপুরা_এমপি_মহোদয়কে_নাগরিক_সংবর্ধনা_প্রদান_অনুষ্ঠানে_নৃত্য_পরিবেশন।
#নাগরিক_সংবর্ধনা
#কুজেন্দ্রলালত্রিপুরা #এমপি

Address

Uttar Khabong Puria, Khagrachari Sadar, 1 No Paura Word, Khagrachari Paurashava
Khagrachari
4400

Alerts

Be the first to know and let us send you an email when Chand - চাঁদ অনলাইন ফিলিংস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chand - চাঁদ অনলাইন ফিলিংস:

Videos

Share

Nearby media companies