অপ্রিয় আদ্রিতা

অপ্রিয় আদ্রিতা Hey gauces Welcome To My Pages

𝑺𝒐𝒃𝒆𝒓 𝒋𝒐𝒏𝒏𝒐 𝒃𝒖𝒌 𝒗𝒐𝒓𝒂 𝒗𝒂𝒍𝒐𝒃𝒂𝒔𝒂😁😘😍
14/10/2023

𝑺𝒐𝒃𝒆𝒓 𝒋𝒐𝒏𝒏𝒐 𝒃𝒖𝒌 𝒗𝒐𝒓𝒂 𝒗𝒂𝒍𝒐𝒃𝒂𝒔𝒂😁😘😍

Sajek vaelly
10/05/2023

Sajek vaelly

15/04/2023

আমার পোস্টে যারা কমেন্ট করছেন, তারা আর একটু কষ্ট করে Follow তে চাপ দিন, সাথে সাথে Follow Back বুঝে নিন।

14/04/2023

🌹শুধু তোমার জন্য🌹

এই অবারিত পুষ্প সজ্জিত বসুন্ধরায় তোমার
স্নিগ্ধ হাসি যেন ফোটা কমল আর শরতে ফোটা
শিউলী ফুলের মত।
বিভাবরী নয়ন যুগল উন্নত ভ্রƒতে চন্দ্রের ছোঁয়া
এঁকে দিয়েছে ধনুক আর পলাশ ফুল
রঙে রাঙিয়ে দিয়েছে তোমার ওষ্ঠদ্বয়।

তোমার রূপ সৌন্দর্য্য গহ্বরে হারিয়ে যেতে ইচ্ছা করে।
সূর্য তাপে যেমন বৃক্ষরাজি তরতাজা হয়ে ওঠে
তেমনি তোমার পানে চেয়ে
আমার অসাড় দেহ খানি সজিবতা ফিরে পায়
আর নয়ন সম্মুখে দেখতে পাই
অজস্র সুখে দোলান শতদল।
তোমার প্রকৃত শ্বাসত রূপ ধাঁধিয়ে দিয়েছে
আর কেড়ে নিয়েছে সকল নিদ্রা-পানাহার।

তোমায় এক পলক দেখার জন্য
সূর্য অধীর আগ্রহে বসে থাকে সারা রাত্রি।
প্রভাত কালে যখন তুমি তাকে দেখবে,
মনে হবে কত যুগ না দেখে তোমায়
মুখটা কেমন কমলা বর্ণ ধারণ করেছে।

শারদ স্নিগ্ধ রাতে,
চন্দ্র তোমায় দেখে আনন্দে পুলকিত হয়ে
তোমার সুন্দর বদনে ছড়িয়ে দেয় জোছ্নার আলো
তখন চারিদিকে ছিন্ন হয় সকল পার্থক্যের বেড়া জাল।
অনেক দুষ্ট ছেলে তোমার রূপ মাধুর্য্য দর্শনে
উন্মাদ হয়ে কবিতা লিখতে বসে,
‘তুমি আমার ভালবাসা’

কিন্তু সহস্র নয়নে যখন ওই তারকা পুঞ্জ
তোমার পানে চেয়ে হাত বাড়ায় বাহু ডোরে বাঁধতে
তখন আমার হিংসা হয়, কেন জান?
যদি তোমাকে গভীর রজনীতে চুরি করে নিয়ে যায়,
তুমি যদি আমার কথা ভুলে যাও তাদের পানে চেয়ে,
আমাকে যদি চিনতে না পার
অসংখ্য জ্বল জ্বল করা নক্ষত্রের মাঝে-
এই ভয়ে শিহ্রে উঠি।

Today's best picture 🌿🥰
14/04/2023

Today's best picture 🌿🥰


14/04/2023

জানিনা ভিডিওটি কোথায় থেকে করা হয়েছে,
এত কঠিন হৃদয়ের মানুষও আছে। আহ
আপনার যদি এই রকম একটা ছোট বাচ্চা থাকতো 😭😭😭😭😭

😪😪😪

13/04/2023

কালেমার দাওয়াত দিয়ে গেলাম.!😇
لا إله إلا الله محمد رسول اللّه
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"

অর্থ: আল্লাহ এক ও অদ্বিতীয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল।।🥰"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🥰

Today,s Best photo ❤❤❤❤❤❤
13/04/2023

Today,s Best photo
❤❤❤❤❤❤













11/04/2023

"আমি খুব শীঘ্রই বিদায় নিচ্ছি, তোমরা ঈমানের যত্ন নিও"

-মাহে রমাদান 🖤

বাবার পেশাটা বড় না হলেও, বাবার সম্মানটা অনেক বড়!❤️
10/04/2023

বাবার পেশাটা বড় না হলেও, বাবার সম্মানটা অনেক বড়!❤️

09/04/2023

বন্গ বাজারে আগুন নতুন গজল না শুনলে মিস করবেন।

08/04/2023

- অল্প ভুলেই মানুষ ছেড়ে যায়!!😕

অথচ হাজার ভুলের পরেও মহান আল্লাহ ক্ষমা করে দেয়!!🌸💯

People leave even if they forget a little!!😕

But even after a thousand mistakes, Allah forgives the Almighty!!🌸💯

يغادر الناس حتى لو أنسوا القليل😕

ولكن حتى بعد ألف خطأ ، يغفر الله سبحانه وتعالى🌸💯

Today's the best Photo 🌿🥰💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful
08/04/2023

Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful








Address

Khagrachari

Website

Alerts

Be the first to know and let us send you an email when অপ্রিয় আদ্রিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share