পার্বত্য তাজা খবর

পার্বত্য তাজা খবর পার্বত্য তাজা খবর - সবার আগে সবখানে, নির্ভর যোগ্য তথ্য পেতে সাথেই থাকুন।

07/12/2024

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ধন্যবাদ বিজয় tv'র প্রতিনিধি।

17/11/2024

হাজার হাজার নিরীহ বাঙালির
হত্যাকারী এম এন লারমার
সংসদে একটি ভাষন ।

বাংলাদেশের
কোটি কোটি জনগণের
সঙ্গে আমরা জড়িত। সবদিক দিয়েই
আমরা একসঙ্গে বাস করছি। কিন্তু
আমি একজন চাকমা। আমার বাপ, দাদা,
চৌদ্দ পুরুষ, কেউ বলেন নাই,
আমি বাঙালি!

বাংলাদেশ নামক
বাংলা ভাষাভাষীর
রাষ্ট্রর জন্মলগ্নেই এমএন
লারমা বুঝেছিলেন, আঞ্চলিক
স্বায়ত্বশাসন ছাড়া ভাষাগত সংখ্যালঘু
পাহাড়ি উপজাতির দেশ
দ্রৌহী সন্ত্রাসী দের মুক্তি নেই। তাই
তিনি সেই ’৭৩ সালেই স্বতন্ত্র সাংসদ ও
জনসংহতি সমিতির আহ্বায়ক
হিসেবে সংসদ
অধিবেশনে তুলে ধরেছিলেন পাঁচ
দফা দাবি নামা। এগুলো হচ্ছে:
… ক. আমরা গণতান্ত্রিক শাসন
ব্যবস্থা সমেত পৃথক অঞ্চল
হিসেবে পার্বত্য
চট্টগ্রামকে পেতে চাই।
খ.
আমরা পার্বত্য
চট্টগ্রামের জনগণের অধিকার থাকবে, এ
রকম শাসন ব্যবস্থার প্রবর্তন চাই।
গ.
আমাদের জাতীয় অস্তিত্ব সংরক্ষিত
হবে,
এমন শাসন ব্যবস্থা আমরা পেতে চাই।
ঘ.
আমাদের জমি স্বত্ব জুম চাষের জমি ও
কর্ষণ যোগ্য সমতল জমির স্বত্ব সংরক্ষিত
হয়, এমন শাসন ব্যবস্থা আমরা পেতে চাই।
ঙ.
বাংলাদেশের অন্যান্য অঞ্চল
হতে এসে পার্বত্য
চট্টগ্রামে এসে যেনো কেহ
বসতি স্থাপন
করতে না পারে, তজ্জন্য শাসনতান্ত্রিক
বিধিব্যবস্থার প্রবর্তন চাই।…
এ সব দাবিনামার স্বপক্ষে এমএন
লারমা সংসদের তার
ভাষণে বলেছিলেন:
…আমাদের দাবি ন্যায় সঙ্গত দাবি।
বছরকে বছরকে ধরে ইহা একটি অবহেলিত
শাসিত অঞ্চল ছিলো। এখন
আমরা পার্বত্য
চট্টগ্রামের জনগণ পার্বত্য
চট্টগ্রামকে পৃথক
শাসিত অঞ্চল, অর্থাৎ আঞ্চলিক স্বায়ত্ব
শাসিত অঞ্চলে বাস্তবে পেতে চাই।…
কিন্তু ইতিহাস সাক্ষী, এমএন লারমার
দাবি সে সময় চরম অবজ্ঞা করে শেখ
মুজিব
সরকার।কারন শেখ মজিবুর রহমান
জানতেন লাখ রক্তের
বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলার
পার্বত্য অঞ্চল কে এরা ঐ
সন্ত্রাসী লিডার এম এন
লারমা আলাদা রাষ্টে পরিনত ও
সন্ত্রাসীবাদ রাষ্ট কায়েমে লিপ্ত।
২।
এমএন লারমাই বাংলাদেশে প্রথম
পাহাড়ি উপজাতি গোষ্ঠিকে সশস্ত্র
করে তাদের মুক্তির
নামে সন্ত্রাসী কায়েম এর
পথ দেখান। তিনিই প্রথম
শান্তিবাহিনী নামে অশান্তিবাহিনী হাজার
হাজার নিরীহ বাঙালি হত্যার
গেরীলা যুদ্ধকে সঠিকভাবে এ
দেশের প্রেক্ষাপটে সূত্রায়ন,
নেতৃত্বদান ও
পরিচালিত করতে সক্ষম হয়েছিলেন।
অন্যদিকে,
নানা সীমাবদ্ধতা এবং বিভ্রান্তির
কারণে অন্যান্য
ক্ষেত্রে হয়েছিলেন চরম ব্যর্থ।
লক্ষ্যনীয়, সংসদ অধিবেশনে উত্থাপিত
এমএন লারমার ওই পাঁচ দফাই
আরো পরে সংশোধিত ও পরিমার্জিত
আকারে জনসংহতি সমিতির পাঁচ দফায়
পরিনত হয়। এই সংশোধিত পাঁচ দফার
ভিত্তিতেই এমএন লারমার মৃত্যূর (১০
নভেম্বর, ১৯৮৩) পরেও অনুজ সন্তু লারমার
নেতৃত্বে শান্তিবাহিনী গেরিলা যুদ্ধ
অব্যহত রাখে।
একই সঙ্গে শান্তিবাহিনীর মূল দল
জনসংহতি সমিতি সরকারের
সঙ্গে আলোচনার পথও
খোলা রেখেছিলো;
এর সূত্রপাত হওয়ার
সম্ভাবনা দেখা দিয়েছিলো এমএন
লারমার
জীবন দশাতেই।
আগেই বলা হয়েছে, শান্তিবাহিনীর
প্রায়
দুদশকের রক্তক্ষয়ী বন্দুক যুদ্ধ আর পাহাড়ের
হাজার হাজার বাঙালির হত্যার মধ্য
দিয়ে অবশেষে ১৯৯৭
সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়
ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি।কিন্তু
আজ কুরে কুরে খাচ্ছে হাজার হাজার
নিরীহ বাঙালি রক্ত এম এন লারমার
গড়ে যাওয়া রক্ত
খেকো সন্ত্রাসী গ্রুপ গুলো।

সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে খাগড়াছড়িতে এলো পুলিশের দুটি সাঁজোয়া যান...এই বাহনের নাম আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার। সংক্ষেপে ...
04/10/2024

সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে খাগড়াছড়িতে এলো পুলিশের দুটি সাঁজোয়া যান...

এই বাহনের নাম আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার। সংক্ষেপে বলা হয় এপিসি (APC)। এটি যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্রসজ্জিত যানবাহন, যা মূলত পদাতিক বাহিনীকে যুদ্ধের ময়দানে পৌঁছে দিতে ও নিয়ে আসতে ব্যবহৃত হয়। সাধারণত এপিসিতে অস্ত্র হিসেবে মূলত মেশিন গান ব্যবহার করা হয়।

28/09/2024

উপজাতি মেয়েটি কি বলে শুনুন

24/09/2024

কিভাবে মানুষেকে বোকা বানায় দেখুন। এভাবেই চলে অপপ্রচার,,,

24/09/2024

৯৩ হাজার সেনাবাহিনী নিয়ে আত্মসমর্পণ করেছিল পাকবাহিনী। দেশের সাথে যুদ্ধ করার চিন্তা করার আগে, সেই ইতিহাস থেকে শিক্ষা নাও।
তোমরা সংখ্যায় কতো হে অস্ত্রধারী ❓❓

22/09/2024

সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন,,,

22/09/2024

দীঘিনালায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা

খাগড়াছড়ি  উপজাতি অধ্যুষিত এলাকা (নিউজিল্যান্ড) থেকে বাঙ্গালীর লা'শ উদ্ধার।১৮/০৯/২০২৪খ্রি।
18/09/2024

খাগড়াছড়ি উপজাতি অধ্যুষিত এলাকা (নিউজিল্যান্ড) থেকে বাঙ্গালীর লা'শ উদ্ধার।
১৮/০৯/২০২৪খ্রি।

12/09/2024

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি জনাব লোকমান হোসেন।

12/09/2024

দেশের অখন্ডতা রক্ষায় আপোষহীন বীর বাঙালি।

17/08/2024

সেনাবাহিনী নিয়ে অপপ্রচার সার্বভৌমত্বের জন্য অশনিসংকেত "

দেশের চলমান রাজনৈতিক সংকট মূহুর্তে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার করে চলছে একটি স্বার্থান্বেষী মহল। সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য হীন চক্রান্তে মেতে উঠেছে পার্বত্য অঞ্চলের সশস্ত্র জঙ্গি সংগঠন JSS ও UPDF. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি এই অশুভ শক্তিগুলো দেশের সংকটকালীন মূহুর্তে মাথা চাড়া দিয়ে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে। কখনো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কখনো উপজাতি, এখন নতুন ইস্যু আদিবাসী দাবি করে পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কাল্পনিক একটা ইস্যু তৈরি করছে কল্পনা চাকমাকে নিয়ে।

ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য করে বলতে চাই স্বাধীনতার আর সার্বভৌমত্বের প্রশ্নে বাঙালিরা বরাবরই আপোষহীন। যেকোনো অপশক্তিকে মোকাবিলা করার জন্য নাগরিক পরিষদ অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনী কে নিয়ে বিদ্রুপকারীদের বিষদাঁত উপরে ফেলতে পিছপা হবেনা PCNP.

16/07/2024

পার্বত্য অঞ্চলে পিছিয়ে পড়া, অনগ্রসর জাতিরর জন্য ৫% কোটার সুবিধা দেওয়া হচ্ছে PSC তে। পার্বত্য অঞ্চলে জেলা পরিষদ কর্তৃক নিয়োগে ৭০% তারা পাচ্ছে। শুধু চাকরির ক্ষেত্রেই নয় সরকারি যতো রকম সুবিধা আছে সবই ভোগ করছে উপজাতিরা। প্রশাসনিক দপ্তর,স্থানীয় সরকার, জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ উন্নয়ন বোর্ডসহ তাদের আধিপত্য নেই কোথায়? সংরক্ষিত আসনটাও তাদের জন্যই বরাদ্দ! একটা সাধারণ হিসাব অনুযায়ী যদি একটু চিন্তা করে দেখেন যে, প্রতি Bcs পরীক্ষায় যদি তাদের ৫%ক্যাডার আসে তাহলে বর্তমানে পার্বত্য অঞ্চলে কতোজন উপজাতি ক্যাডার আছে। ভাবুন তো। আর বিপরীতে বাঙালি কয়জন একটু মিলিয়ে দেখুন। পার্বত্য অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আসলে কারা?সুতরাং কোটা যদি দিতেই হয়, পার্বত্য কোটা রাখুন। অন্যথায় বাতিল হোক এসব বৈষম্য মুলক কোটা।

১৯০০ সালের শাসন বিধি (হিলট্রাক্ট ম্যানুয়েল) বাতিলের দাবিতে ১৩ জুলাই -২০২৪ , চট্টগ্রামে  এশিয়ান এস আর হোটেল কনফারেন্স রুম...
13/07/2024

১৯০০ সালের শাসন বিধি (হিলট্রাক্ট ম্যানুয়েল) বাতিলের দাবিতে ১৩ জুলাই -২০২৪ , চট্টগ্রামে এশিয়ান এস আর হোটেল কনফারেন্স রুমে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মোঃ আলমগীর কবিরের সঞ্চালনায় পিসিএনপি'র চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রফেসর ডক্টর মোঃ ইউনুস, সাবেক চেয়ারম্যান আরবী বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রফেসর ডক্টর আ ফ ম খালিদ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম। মোঃ রফিকুল আলম, সাবেক মেয়র, খাগড়াছড়ি পৌরসভা, সম্মানিত উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, প্রফেসর মোঃ মাহফুজুর রহমান, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ,
এডভোকেট নাজিমউদ্দীন চৌধুরী, সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
মোঃ কামাল পারভেজ, ব্যুরো চীফ চট্টগ্রাম, আমাদের নতুন সময়, মোঃ আবুবকর সিদ্দিক, সাবেক সদস্য খাগড়াছড়ি জেলা পরিষদ।
মোঃ সিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ।
এতে প্রবন্ধ উপস্থাপন করেন-
এডভোকেট পারভেজ তালুকদার, আহবায়ক লিগ্যাল এইট কমিটি, পিসিএনপি।

এতে পিসিএনপি'র কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ আলমগীর কবির
মহাসচিব
পিসিএনপি,কেন্দ্রীয় কমিটি।

26/06/2024

উপজাতি সন্ত্রাসীদের গুলিতে নিহত পরিবারে চলছে শোকের মাতম

উপজাতি সন্ত্রাসীদের আঞ্চলিক সংগঠনের দু'দলের গুলাগুলিতে এক বাঙালি বাঙালি পরিবহন শ্রমিক নিহত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরি...
18/06/2024

উপজাতি সন্ত্রাসীদের আঞ্চলিক সংগঠনের দু'দলের গুলাগুলিতে এক বাঙালি বাঙালি পরিবহন শ্রমিক নিহত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নিন্দা।

অদ্য ১৮-০৬-২০২৪ ইং তারিখে রাঙ্গামাটির বাঘাইহাটে দু' আঞ্চলিক সংগঠনের গুলিতে এক পরিবহন শ্রমিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দীঘিনালা উপজেলা ইউনিট। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দীঘিনালা উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ হাসান বলেন, পার্বত্য অঞ্চলে বাঙালি হত্যার বিচার না হওয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা দিন দিন বেড়েই চলছে। উপজাতি সন্ত্রাসীদের হাতে শুধু বাঙালিই নিহত হচ্ছে তা নয়। দেশরক্ষার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যদের ও প্রাণ দিতে হচ্ছে। একটা স্বাধীন দেশে সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ড সার্বভৌমত্বের জন্য হুমকি। দিন দিন সন্ত্রাসীরা যে বেপরোয়া হয়ে উঠছে এর লাগাম টেনে ধরতে না পারলে বিপন্ন হতে পারে লাল সবুজের পতাকা।

তিনি আরো বলেন, বাঙালি হত্যা সন্ত্রাসীদের নতুন কিছু নয়। স্বাধীনতার পরবর্তী সময় থেকে প্রায় ৩৮ হাজার নিরীহ বাঙালির জীবন দিতে হয়েছে উপজাতি সন্ত্রাসীদের হাতে। চিরুনি অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

08/06/2024

নির্বাচন বানচাল করায় ও পক্ষপাতদুষ্ট অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতিত্বের অভিযোগ তোলে, বাঘাইছড়ি নির্বাচন অফিস ঘেরাও করেন সাধারণ মানুষ।

01/06/2024

ভূষণ ছড়া গণহত্যা দিবস উপলক্ষে নাগরিক পরিষদের আলোচনা সভা

আজ ০১ জুন-২০২৪ রোজ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রোগ্রামের শুরুতে ১৯৮৪ সালের ৩১ মে বরকল ভূষণ ছড়ায় গণহত্যার বিচারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পিসিএনপি'র কেন্দ্রীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধ মনিরুজ্জামান মনির,
সঞ্চালনা করেন পিসিএনপি'র মহাসচিব মোঃ আলমগীর কবির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি'র চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
উক্ত অনুষ্ঠানে স্থায়ী কমিটির সম্মানিত ২৬ জন সদস্যের মধ্য থেকে ২১ জন উপস্থিত ছিলেন।

Address

Khagrachhari Sadar
Khagrachari
4400

Telephone

01558914528

Website

Alerts

Be the first to know and let us send you an email when পার্বত্য তাজা খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পার্বত্য তাজা খবর:

Videos

Share