চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি থেকে বিপুল ভোটে জয় হয়েছেন নৌকা"র প্রতিক খাদিজাতুল আনোয়ার সনি!
যে কারণে লাইভে এসে ক্ষমা চাইতে বাধ্য হলেন জাহাঙ্গীর হুজুর!!
বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা "আঁরার চট্টগ্রাম"
বর্তমান সময়ের খুবই আলোচিত চট্টগ্রাম নিয়ে আঞ্চলিক ভাষায় অসাধারণ একটি সংগীত!!
পরিবেশনায়:"নবজাগরণ শিল্পীগোষ্ঠী"চট্টগ্রাম!!
Youtube Link:- https://youtu.be/ZxiAsiVlATg?feature=shared
ফটিকছড়িতে ভুল চিকিৎসার কারণে সেবা ক্লিনিকে গর্ভের শিশু সহ প্রসুতির মৃ'ত্যু! ক্লিনিকে হা ম লা!!
ফটিকছড়িতে ভুল চিকিৎসার কারণে সেবা ক্লিনিকে
গর্ভের শিশু সহ প্রসুতির মৃ'ত্যু! ক্লিনিকে হা ম লা!!
==================================
এস.এম বাবু ফটিকছড়ি,
ফটিকছড়ি উপজেলা সদরে সেবা ক্লিনিক এ ভুল চিকিৎসায় বাচ্চাসহ প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উছেঠে। এতে উক্ত ক্লিনিকটি দফায় দফায় ভাংচুর চালিয়েছে ভুক্তভোগী স্বজনরা। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে ফটিকছড়ি সেবা ক্লিনিক এন্ড ল্যাব ইন এ এই মৃত্যুর ঘটনা ঘটে।
জানা গেছে, ফটিকছড়ি থানার কাঞ্চননগর এলাকার মরহুম মোতালেব মেম্বারের বাড়ির মো: রুমান উদ্দিনের স্ত্রী মোছাম্মৎ জান্নাতুল রিনা (২৫) নামের এক প্রসূতকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রিনাকে গতকাল সন্ধ্যায় ক্লিনিকে নিয়ে আসা হলে শারিরীক পরিস্থিতি ভালো ছিলো।
রিনার স্বামী মো: রোমান বলেন, সকালে ক্লিনিকে ইনজেকশন দেওয়া নিয়ে গোলমাল হয়েছিলো আমরা কর্তৃপক্ষকে জ
ফটিকছড়ির ইফা কর্মকর্তা আব্দুল মান্নান হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন তাঁর পরিবার
চট্টগ্রাম নগরীতে ভাড়া বাসায় নিজ স্ত্রীর হাতে খুন হওয়া ইসলামিক ফাউন্ডেশনের ফটিকছড়ি উপজেলার কর্মকর্তা হাফেজ আব্দুল মান্নান হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তার পরিবার।
গত ২৩ নভেম্বর পাঁচলাইশ থানা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে । ঘটনার সময় স্ত্রী খাদিজা, ছেলে ওসামা, ভগ্নিপতি ড্রাইবার বোরহান বাসায় অবস্থান করছিলো।
আর এ ঘটনায় স্ত্রী খদিজা,ছেলে ওসামা এবং ভগ্নিপতি ড্রাইভার বোরহানকে পুলিশ আটক করেন। সে সময় পুলিশের জিজ্ঞাসাবাদে কম্বল চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে স্বামীকে মেরে ফেলার কথা স্বীকার করলে স্ত্রী খাদিজাকে আটক রেখে বাকী ২ জনকে ছেড়ে দেয় পুলিশ।
এদিকে, নিহতের ছোট ভাই বেলাল বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি দাবি করেন মান্নানের হত্যার সাথে স্ত্রী, সন্তান ও ভগ্নিপতি জড়িত। তিনি বলেন, আসামী ৩ জনের মধ্যে এখনো বাকি ২ জন ব
টিভি-ফ্রেম এর ন্যায় বিড়িও এড়িটিং এর ড়িজাইন টা কুরআন তেলওয়াত এর মাধ্যমে আরম্ভ হলো।
টিভি-ফ্রেম এর ন্যায় বিডিও এডিটিং এর ডিজাইন টা কুরআন তেলওয়াত এর মাধ্যমে আরম্ভ করা হলো।
আগামীতে সকল নিউজ এই সিস্টেমে উপস্থাপন হবে ইনশাআল্লাহ।
জামিয়া বাবুনগররের "শতবার্ষিকী" আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনর ১ম দিনের দৃশ্য
জামিয়া বাবুনগররের "শতবার্ষিকী" আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনর ১ম দিনের দৃশ্য
বাবুনগর মাদরাসার শতবর্ষী সম্মেলন; বৃহস্পতিবার বয়ান করবেন যারা
------------------------------------------------------------------------
ঐতিহ্যবাহী কওমী দ্বীনি শিক্ষা নিকেতন জামেয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার প্রতিষ্ঠা শতবার্ষিকী ও আন্তর্জাতিক দস্তারবন্দী সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হয়েছে। রাত ১২টায় ফারেগিনদের দস্তারবন্দির পর মোনাজাতের মধ্যেদিয়ে ৩দিন ব্যাপি এ সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হয়।
৫ জানুয়ারি বৃহস্পতিবার বাদে ফজর হতে ৩দিন ব্যাপি সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় দিনে বক্তব্য রাখবেন, হারামাইন উম্মুল ক্বোরা বিশ্ববিদ্যালয় শরিয়াহ বিভাগের প্রধান শাইখ মুহাম্মদ বিন মাতার আস সিহলি, মাওলানা মিজানুর রহমান বোখারি, মাওলানা আব্দুল হক হক্কানি, মাওলানা খো
চট্টগ্রাম জামিয়া বাবুনগররে দস্তারবন্দী ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৪/৫/৬ জানুয়ারী" চট্টগ্রাম জামিয়া বাবুনগররে দস্তারবন্দী ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে শরীক হয়ে সম্মেলনকে সফল করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির
"আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী" আহবান জানিয়েছেন।
ফটিকছড়িতে আবারো সড়ক দু"র্ঘ"টনা
ফটিকছড়িতে আবারো সড়ক দু"র্ঘ"টনা
সড়ক দু"র্ঘ"ট'নায় আ"হত ৫ জন'
চট্টগ্রাম,ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড কুম্ভারপাড়া এ.বি.সি রাস্তা মাথায় এই ঘটনা ঘটে
একটি সাইকেলকে বাঁ'চাতে গিয়ে ব্রে'ক ফে'ল করে মুদির দোকানে ডুকে পড়ে ট্রাকটি,
সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আহতদের অবস্থা আশংকাজনক
আবু ত্বহা আদনানের উপর সেই দিনের হামলা নিয়ে যা বললেন। সত্যটা নিশ্চিত করার লক্ষ্যে
আবু ত্বহা আদনানের উপর সেই দিনের হামলা নিয়ে যা বললেন।
সত্যটা নিশ্চিত করার লক্ষ্যে
একসঙ্গে ছয় সন্তানের জন্ম
চট্টগ্রামের নাজিরহাটে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক মা। শিশুদের মধ্যে চার ছেলে ও দুই মেয়ে শিশু। নবজাতকের ওজন ৩৫০ থেকে ৬৫০ গ্রামের মধ্যে।মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নাজিরহাটের একটি বেসরকারি ক্লিনিকে নরমাল ডেলিভারিতে এসব শিশুর জন্ম হয়।
Padma Tv 24 Follow Now Page
Subscribe Now Channel:-
https://youtube.com/@padmatv24channelbd10
কুডিগ্রাম
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে আল-হেরা ইকুড়িগ্রামসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত!
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরুস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় আল-হেরা ইসলামী একাডেমির হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকদের সাথে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পরীক্ষায় ভালো ফলাফল করা ৬৫ জন ছাত্র- ছাত্রীকে পুরুস্কার প্রদান করা হয়।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে সমাপ্তি ইসলাম
অভিভাবক সমাবেশে আল-হেরা ইসলামী একাডেমির পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মাওলানা মো. মাহবুবুল আলম বলেন, আজকের এ সভায় অভিভাবকগনের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও
কেনো ২য় বিবাহ করছিলেন আব্দুল মান্নান? শুনুন তার ২য় স্ত্রী'র মুখ থেকেই
চট্টগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওঃ আব্দুল মান্নান"র হত্যা কান্ড নিয়ে তাঁর দ্বিতীয় স্ত্রী" যে দাবি করেছেন দেশবাসীর কাছে।
কেনো ২য় বিবাহ করছিলেন ইসলামিক ফাউন্ড়েশনের আব্দুল মান্নান?
শুনুন তার ২য় স্ত্রী'র মুখ থেকেই
হাফেজ মাওঃ আব্দুল মান্নানের হত্যাকান্ড় নিয়ে
তাঁর ছোট স্ত্রী'র সাক্ষাৎকার!
বিস্তারিতঃ-
একজন মেয়ের পক্ষে কখনো এরকম শক্তিশালী মানুষ মারা সম্ভব না।
এই ঘটনা ঘটিয়েছে স্ত্রী,সন্তান ও তার আপন বোনের জামাই।
এই ঘটনা কে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
আব্দুল মান্নান কে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে যে কুপের চিহ্ন পোস্ট মেড়মের কাজ শুরু করার সময় ধরা পড়ছে।
আর এই কাজ কখনো একজন মহিলার দ্বারা সম্ভব নয়।
এই হত্যাকান্ড়ের সাথে তিন জনই জড়িত।
আর আবদুল মান্নান প্রথম স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে ২য় বিবাহ করতে বাধ্য হয়েছে যার প্রমাণ নিচের দে
চট্টগ্রাম ফটিকছড়ির দৃষ্টিনন্দিত বিবিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ
চট্টগ্রাম ফটিকছড়ির দৃষ্টিনন্দিত বিবিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ
বর্তমান পরিস্থিতি আব্বাসী সাহেবের বক্তব্য ও তার প্রতিত্তোরে শাইখে চরমোনাই ও উনার অনুসারী গণের
যোগ উপযোগী ভাইরাল বক্তব্য।
কবিতার সূরে সূরে..........
জেতার নেশায় করছি লড়াই
নরকে গেলে যাবো
হাছা মিছার নাইরে যাচাই
ভাইয়ের গোস্ত খাবো
শত্রু আপন হতে পারে
লাগবে নাকো আঁতে
তবু লড়াই চলবে জনম
নিজ ঘরানার সাথে
মানুষ বুঝি হলামনা আর
হাল হাকিকত দেখে
গুষ্ঠি শুদ্ধ মরছি সবে
তবু রইলাম বেঁকে
দুঃখে পাড়ার লোকে বলে
পারলি নাকো নুতে
গাছ লাগালি ফল ফলালি
খাইলো শালার পুতে
এমনি করে মরবি তোরা
ঝগড়াঝাটি করে
শত্রুরা সব খুবলে খাবে
থাকবি ভেটকি মেরে
Padma Tv 24