Padma Tv 24

Padma Tv 24 সত্য প্রকাশে নিবেদিত

ট্রাফিক পুলিশ কর্তৃক হাতের সংকেত! রাস্তা গাড়ী চালানোর ক্ষেত্রে লক্ষ্যণীয়!
22/01/2024

ট্রাফিক পুলিশ কর্তৃক হাতের সংকেত!
রাস্তা গাড়ী চালানোর ক্ষেত্রে লক্ষ্যণীয়!

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের বিজয়ী সদস্যগণঃ-__________________________________________চট্টগ্রাম ১ মাহবুবুর রহমান রুহেলচট্...
07/01/2024

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের বিজয়ী সদস্যগণঃ-
__________________________________________
চট্টগ্রাম ১ মাহবুবুর রহমান রুহেল
চট্টগ্রাম ২ খাদিজাতুল আনোয়ার সনি
চট্টগ্রাম ৩ মাহফুজুর রহমান মিতা
চট্টগ্রাম ৪ এস এম আল মামুন
চট্টগ্রাম ৫ আনিসুল ইসলাম মাহমুদ
চট্টগ্রাম ৬ ফজলে করিম
চট্টগ্রাম ৭ ড. হাছান মাহমুদ
চট্টগ্রাম ৮ আবদুস সালাম
চট্টগ্রাম ৯ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল
চট্টগ্রাম ১০ মহিউদ্দিন বাচ্ছু
চট্টগ্রাম ১১ এম এ লতিফ
চট্টগ্রাম ১২ আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম ১৩ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ
চট্টগ্রাম ১৪ নজরুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম ১৫ আবদুল মোতালেব
চট্টগ্রাম ১৬ মুজিবুর রহমান সিআইপি

07/01/2024

চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি থেকে বিপুল ভোটে জয় হয়েছেন নৌকা"র প্রতিক খাদিজাতুল আনোয়ার সনি!

23/10/2023

যে কারণে লাইভে এসে ক্ষমা চাইতে বাধ্য হলেন জাহাঙ্গীর হুজুর!!

30/08/2023

বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা "আঁরার চট্টগ্রাম"
বর্তমান সময়ের খুবই আলোচিত চট্টগ্রাম নিয়ে আঞ্চলিক ভাষায় অসাধারণ একটি সংগীত!!
পরিবেশনায়:"নবজাগরণ শিল্পীগোষ্ঠী"চট্টগ্রাম!!
Youtube Link:- https://youtu.be/ZxiAsiVlATg?feature=shared

05/07/2023

ফটিকছড়িতে ভুল চিকিৎসার কারণে সেবা ক্লিনিকে
গর্ভের শিশু সহ প্রসুতির মৃ'ত্যু! ক্লিনিকে হা ম লা!!
==================================
এস.এম বাবু ফটিকছড়ি,
ফটিকছড়ি উপজেলা সদরে সেবা ক্লিনিক এ ভুল চিকিৎসায় বাচ্চাসহ প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উছেঠে। এতে উক্ত ক্লিনিকটি দফায় দফায় ভাংচুর চালিয়েছে ভুক্তভোগী স্বজনরা। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে ফটিকছড়ি সেবা ক্লিনিক এন্ড ল্যাব ইন এ এই মৃত্যুর ঘটনা ঘটে।
জানা গেছে, ফটিকছড়ি থানার কাঞ্চননগর এলাকার মরহুম মোতালেব মেম্বারের বাড়ির মো: রুমান উদ্দিনের স্ত্রী মোছাম্মৎ জান্নাতুল রিনা (২৫) নামের এক প্রসূতকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রিনাকে গতকাল সন্ধ্যায় ক্লিনিকে নিয়ে আসা হলে শারিরীক পরিস্থিতি ভালো ছিলো।
রিনার স্বামী মো: রোমান বলেন, সকালে ক্লিনিকে ইনজেকশন দেওয়া নিয়ে গোলমাল হয়েছিলো আমরা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম তার পরেও তারা দায়িত্বে অবহেলা করেছে। তাদের দায়িত্বশীলতার অভাবে আজকে আমি আমার বউ বাচ্চাকে হারালাম।এটা একটা হত্যা, আমি এই হত্যার বিচার চাই।
ক্লিনিকে এই ঘটনা ঘটার পর ক্লিনিকের ভাঙচুর সহ ইটপাটকেল নিক্ষেপ করছিলো ক্ষিপ্ত জনগণ। পরে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানিসহ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মাসুদ বিন আনোয়ার বলেন। একজন প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে ফটিকছড়ি সেবা ক্লিনিক এন্ড ল্যাব ইন। এতে রোগীর স্বজনরা এবং সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে উক্ত ক্লিনিকে ভাংচুর করেছে। তবে, পুলিশের উধ্বতন কর্মকর্তারাসহ প্রশাসনের হস্থক্ষেপে পরিস্থিতি নিয়স্ত্রণে রয়েছে। বর্তমানে উক্ত ক্লিনিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

10/01/2023

চট্টগ্রাম নগরীতে ভাড়া বাসায় নিজ স্ত্রীর হাতে খুন হওয়া ইসলামিক ফাউন্ডেশনের ফটিকছড়ি উপজেলার কর্মকর্তা হাফেজ আব্দুল মান্নান হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তার পরিবার।
গত ২৩ নভেম্বর পাঁচলাইশ থানা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে । ঘটনার সময় স্ত্রী খাদিজা, ছেলে ওসামা, ভগ্নিপতি ড্রাইবার বোরহান বাসায় অবস্থান করছিলো।

আর এ ঘটনায় স্ত্রী খদিজা,ছেলে ওসামা এবং ভগ্নিপতি ড্রাইভার বোরহানকে পুলিশ আটক করেন। সে সময় পুলিশের জিজ্ঞাসাবাদে কম্বল চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে স্বামীকে মেরে ফেলার কথা স্বীকার করলে স্ত্রী খাদিজাকে আটক রেখে বাকী ২ জনকে ছেড়ে দেয় পুলিশ।

এদিকে, নিহতের ছোট ভাই বেলাল বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি দাবি করেন মান্নানের হত্যার সাথে স্ত্রী, সন্তান ও ভগ্নিপতি জড়িত। তিনি বলেন, আসামী ৩ জনের মধ্যে এখনো বাকি ২ জন বাহিরে ঘুরাঘুরি করছে এবং মামলা তুলে নেয়ার জন‍্য হুমকি দিচ্ছেন ।তাদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।


বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মোহাম্মদ ইসমাঈল গনী বলেন, আব্দুল মান্নান একজন শান্ত ও নম্র- ভদ্র মানুষ ছিলেন ।তাকে পরিকল্পিতভাবে আসামীরা হত্যা করেছে। মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে নিরপেক্ষ একটা সংস্হায় বদলী করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেছি এবং অন‍্যান‍্য আসামীদের গ্রেফতারের জোর দাবী জানান তিনি।

জানা যায়, নিহত হাফেজ আব্দুল মান্নান শিক্ষা জীবনের মেধাবী ছাত্র ছিলেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন৷ তিনি শিক্ষা জীবনে কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস, আলীয়া থেকে কামিল পাশ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক হিস্টোরি নিয়ে স্নাতক পাস করেন।

নিহত আব্দুল মান্নান ফটিকছড়ি থানাধীন নাজিরহাট পৌরসভার বাগমারা এলাকার আলী আহমদের পুত্র।তিনি ইসলামীক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার হিসেবে হিসেবে ফটিকছড়ি উপজেলায় দায়িত্বরত ছিলেন।

08/01/2023

টিভি-ফ্রেম এর ন্যায় বিডিও এডিটিং এর ডিজাইন টা কুরআন তেলওয়াত এর মাধ্যমে আরম্ভ করা হলো।
আগামীতে সকল নিউজ এই সিস্টেমে উপস্থাপন হবে ইনশাআল্লাহ।

04/01/2023

জামিয়া বাবুনগররের "শতবার্ষিকী" আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনর ১ম দিনের দৃশ্য

বাবুনগর মাদরাসার শতবর্ষী সম্মেলন; বৃহস্পতিবার বয়ান করবেন যারা
------------------------------------------------------------------------
ঐতিহ্যবাহী কওমী দ্বীনি শিক্ষা নিকেতন জামেয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার প্রতিষ্ঠা শতবার্ষিকী ও আন্তর্জাতিক দস্তারবন্দী সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হয়েছে। রাত ১২টায় ফারেগিনদের দস্তারবন্দির পর মোনাজাতের মধ্যেদিয়ে ৩দিন ব্যাপি এ সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হয়।

৫ জানুয়ারি বৃহস্পতিবার বাদে ফজর হতে ৩দিন ব্যাপি সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় দিনে বক্তব্য রাখবেন, হারামাইন উম্মুল ক্বোরা বিশ্ববিদ্যালয় শরিয়াহ বিভাগের প্রধান শাইখ মুহাম্মদ বিন মাতার আস সিহলি, মাওলানা মিজানুর রহমান বোখারি, মাওলানা আব্দুল হক হক্কানি, মাওলানা খোরশেদ আলম কাসেমী, ড. খালেদ গাজীপুরী, মাওলানা গাজী ছানাহ উল্লাহ রহমানি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ইসমাইল খাঁন, মাওলানা জাকারিয়া আজহারি, মাওলানা মোস্তাফা কামিল আল মাদানি, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা হাজ্বী ইউসুফ, মাওলানা সোহাইল সালেহ, মাওলানা জাকারিয়া হাসনাবাদী প্রমুখ।

উল্লেখ্য, ৪ জানুয়ারি বুধবার হতে শুরু হওয়া প্রতিষ্ঠা শতবর্ষিকী ও আন্তর্জাতিক দস্তারবন্দি সম্মেলন আগামী ৬ জানুয়ারি শুক্রবার আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে সমাপ্ত হবে।

03/01/2023

৪/৫/৬ জানুয়ারী" চট্টগ্রাম জামিয়া বাবুনগররে দস্তারবন্দী ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে শরীক হয়ে সম্মেলনকে সফল করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির
"আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী" আহবান জানিয়েছেন।

চট্টগ্রাম জমিয়া বাবুনগর এর শতবার্ষিকী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন।আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে।
03/01/2023

চট্টগ্রাম জমিয়া বাবুনগর এর শতবার্ষিকী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন।
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে।

01/01/2023

ফটিকছড়িতে আবারো সড়ক দু"র্ঘ"টনা
সড়ক দু"র্ঘ"ট'নায় আ"হত ৫ জন'

চট্টগ্রাম,ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড কুম্ভারপাড়া এ.বি.সি রাস্তা মাথায় এই ঘটনা ঘটে

একটি সাইকেলকে বাঁ'চাতে গিয়ে ব্রে'ক ফে'ল করে মুদির দোকানে ডুকে পড়ে ট্রাকটি,
সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আহতদের অবস্থা আশংকাজনক

31/12/2022

আবু ত্বহা আদনানের উপর সেই দিনের হামলা নিয়ে যা বললেন।
সত্যটা নিশ্চিত করার লক্ষ্যে

24/12/2022

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে আল-হেরা ইকুড়িগ্রামসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরুস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় আল-হেরা ইসলামী একাডেমির হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকদের সাথে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে পরীক্ষায় ভালো ফলাফল করা ৬৫ জন ছাত্র- ছাত্রীকে পুরুস্কার প্রদান করা হয়।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে সমাপ্তি ইসলাম

অভিভাবক সমাবেশে আল-হেরা ইসলামী একাডেমির পরিচালনা পরিষদের অন‍্যতম সদস‍্য মাওলানা মো. মাহবুবুল আলম বলেন, আজকের এ সভায় অভিভাবকগনের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক নির্দেশনা সমূহ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করে আরো শিক্ষার মানোন্নয়ন করা হবে মর্মে অভিভাবক বৃন্দকে আশ্বস্ত করেন তিনি।

এতে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মো. মাহবুবুল আলম। বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা পরিষদের সদস‍্য হাফিজুর রহমান, সোনাতলী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক আরিফুর রহমান শাহিন, ইসলামী ব্যাকের কর্মকর্তা ও অভিভাবক সদস্য শরিফ উদ্দিন।
এসময় প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। ভূরুঙ্গামারী থানা মসজিদের ইমাম মাওলানা মো. হাবিবুল্লাহ শিকদার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

20/12/2022

চট্টগ্রামের নাজিরহাটে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক মা। শিশুদের মধ্যে চার ছেলে ও দুই মেয়ে শিশু। নবজাতকের ওজন ৩৫০ থেকে ৬৫০ গ্রামের মধ্যে।মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নাজিরহাটের একটি বেসরকারি ক্লিনিকে নরমাল ডেলিভারিতে এসব শিশুর জন্ম হয়।
Padma Tv 24 Follow Now Page
Subscribe Now Channel:-
https://youtube.com/

25/11/2022

চট্টগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওঃ আব্দুল মান্নান"র হত্যা কান্ড নিয়ে তাঁর দ্বিতীয় স্ত্রী" যে দাবি করেছেন দেশবাসীর কাছে।

কেনো ২য় বিবাহ করছিলেন ইসলামিক ফাউন্ড়েশনের আব্দুল মান্নান?
শুনুন তার ২য় স্ত্রী'র মুখ থেকেই
হাফেজ মাওঃ আব্দুল মান্নানের হত্যাকান্ড় নিয়ে
তাঁর ছোট স্ত্রী'র সাক্ষাৎকার!

বিস্তারিতঃ-
একজন মেয়ের পক্ষে কখনো এরকম শক্তিশালী মানুষ মারা সম্ভব না।
এই ঘটনা ঘটিয়েছে স্ত্রী,সন্তান ও তার আপন বোনের জামাই।

এই ঘটনা কে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
আব্দুল মান্নান কে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে যে কুপের চিহ্ন পোস্ট মেড়মের কাজ শুরু করার সময় ধরা পড়ছে।

আর এই কাজ কখনো একজন মহিলার দ্বারা সম্ভব নয়।
এই হত্যাকান্ড়ের সাথে তিন জনই জড়িত।
আর আবদুল মান্নান প্রথম স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে ২য় বিবাহ করতে বাধ্য হয়েছে যার প্রমাণ নিচের দেওয়া বিড়িও লিংকে দেখুনঃ-https://www.facebook.com/100063726649185/posts/561444379323112/?app=fbl

আর একজন কি এই কাজ করছে নাকি তিন জনই জড়িত ছিল তার প্রমান এবং আব্দুল মান্নান কে কিভাবে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে তা শুনুন পোস্ট মেড়মের কাজ করার সময় যে দেখছে তাঁর থেকে এই লিংকে ড়ুকে দেখুনঃ-https://www.facebook.com/197490493718975/posts/2707913892676610/?flite=scwspnss&mibextid=Plni0Uqd4Qx9EmXX

ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশফটিকছড়ি শাখার প্রতিনিধি  হাফেজ মাও:  আব্দুল মান্নান( Abdul Mannan )  আর নেই😭😭😭😭😭নিজ বাড়িঃ-চট্ট...
24/11/2022

ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ
ফটিকছড়ি শাখার প্রতিনিধি
হাফেজ মাও: আব্দুল মান্নান( Abdul Mannan ) আর নেই😭😭😭😭😭

নিজ বাড়িঃ-চট্টগ্রাম,ফটিকছড়ি,নাজিরহাট পৌরসভার অন্তর্গত বাঘমারা পুকুরের পূর্ব পার্শ্বে,বুড়ী পুকুরের পশ্চিম পার্শ্বে,(ওসমান ড্রাইভার Mohammad Osman এর ছোট ভাই)

23/11/2022

ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ
ফটিকছড়ি শাখার প্রতিনিধি
হাফেজ মাও: আব্দুল মান্নান( Abdul Mannan) আর নেই😭😭😭😭

Padma Tv 24
19/11/2022

Padma Tv 24

গাইবান্ধা জেলা পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন মনিরুজ্জামান ফুল মিয়াআশরাফুজ্জামান সরকার,গাইবান্ধাঃ-গাইবান্ধা জেলা ...
14/11/2022

গাইবান্ধা জেলা পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন মনিরুজ্জামান ফুল মিয়া

আশরাফুজ্জামান সরকার,গাইবান্ধাঃ-

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ৪ নং পলাশবাড়ী ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শপথ গ্রহন সম্পন্ন করেছেন।

আজ ১৪ নভেম্বর সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫৯টি জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ একযোগে শপথ গ্রহন করেন।

প্রথমে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এরপর সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগনের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

ফুল মিয়া তার প্রত্যয় ব্যক্ত করে বলেন সত্যের পথে কোন কুচক্রই বাঁধা সৃষ্টি করতে পারে না ৷ আমি সত্য ও ন্যায়ের পথেই চলছি ৷ যত মেঘ জমুক আর যত বাঁধাই আসুক সাময়িক একটু সমস্যা হলেও আঁধার কেটে যাবেই ইনশাআল্লাহ ৷

শপথ গ্রহনের আনুষ্ঠানিকতা শেষে গাইবান্ধা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি জননেতা আবু বক্কর সিদ্দিকের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ১৭অক্টোবর সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচনে ৪ নং পলাশবাড়ী ওয়ার্ডের সদস্য পদে পরাজিত প্রার্থী তহিদুল আমিন মন্ডল সুমন বিভিন্নভাবে আইনী জটিলতা সৃষ্টি করে নবনির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়ার নামে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় গেজেট ও শপথ গ্রহনে নানারকম কুচক্রী প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে।

সকল প্রতিবন্ধকতা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার নব নির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া শপথ গ্রহন করেন।

এসময় বিভিন্ন দপ্তরের মাননীয় মন্ত্রী ছাড়াও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আশরাফুজ্জামান সরকার
জেলা প্রতিনিধি
গাইবান্ধা।

গ্রেপ্তার আলেম উলামাদের দ্রুত মুক্তি ও হেফাজত নেতাকর্মীদের নামে হওয়া সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম ...
14/11/2022

গ্রেপ্তার আলেম উলামাদের দ্রুত মুক্তি ও হেফাজত নেতাকর্মীদের নামে হওয়া সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

আজ সোমবার বিকেলে ঢাকার খিলগাঁওয়ে অবস্থিত জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই দাবি জানান।

তিনি বলেন, ২০২১ সাল থেকে অনেক আলেম-উলামা বন্দি অবস্থায় আছেন। তাদের মধ্যে অনেকেই গুরুতর অসুস্থ। অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। এ ছাড়াও হেফাজতের নেতাকর্মীদের নামে করা সব মিথ্যা মামলাও প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লামা শাহ আহমদ শফীর (রহ।) প্রতিষ্ঠিত সংগঠন। হেফাজতের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। শাহ আহমদ শফী এবং পরবর্তীতে আল্লামা জুনাইদ বাবুনগরী সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই সংগঠন পরিচালনা করে গেছেন। আজ আমাদেরকে তাদের পথ অনুসরণ করে এগিয়ে যেতে হবে।

এ ছাড়াও তিনি ধর্মীয় শিক্ষা নিয়ে এক শ্রেণির অসাধু ধর্মবিরোধী চক্রের ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে বলেন, আমরা জানতে পেরেছি ধর্মীয় শিক্ষা নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। এ ধরনের ষড়যন্ত্র ২০১৬ সালেও একবার হয়েছিল। তখন হেফাজতে ইসলামের দাবির মুখে সরকার বাধ্য হয় সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে।

বর্তমানে শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মবিষয়ক পরীক্ষা তুলে দেওয়া হচ্ছে। এতে করে ধর্ম শিক্ষা বই পাঠ্যপুস্তকে থাকলেও পরীক্ষায় না থাকার দরুন শিক্ষার্থীদের মধ্যে গুরুত্ব হারাবে। তাই ধর্মবিষয়ক পরীক্ষা বাধ্যতামূলক করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

ওই সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা আবদুল কাইয়্যুম সুবহানী। আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, ঢাকা মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ওয়াহিদুর রহমান, মাওলানা আবদুল্লাহ ইয়াহহিয়া, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা যুবায়ের আহমদ, মুফতি মুনিরুজ্জামান, মুফতি কামাল উদ্দীন, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মাওলানা যুবায়ের রশীদ, মাওলানা রাশেদ বিন নূর ও সাইয়েদ মাহফুজ খন্দকার।

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের ফলাফল প্রকাশঃ- ★নবনির্বাচিত মেয়র:-আলহাজ্ব ইসমাঈল হোসেন★নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ★১নং ওয়ার্ডঃ...
02/11/2022

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের ফলাফল প্রকাশঃ-
★নবনির্বাচিত মেয়র:-
আলহাজ্ব ইসমাঈল হোসেন

★নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ★
১নং ওয়ার্ডঃ- রফিক
২নং ওয়ার্ডঃ- রাকিব
৩নং ওয়ার্ডঃ- হেলাল
৪নং ওয়ার্ডঃ- আব্দুল্লাহ
৫নং ওয়ার্ডঃ- বাবর
৬নং ওয়ার্ডঃ- জসিম
৭নং ওয়ার্ডঃ- এহসানুল
৮নং ওয়ার্ডঃ- গোলাফ
৯নং ওয়ার্ডঃ- হাশেম

★সংরক্ষিত মহিলা কাউন্সিলর★
১-২-৩ নং ওয়ার্ড মিসেস সেলিনা আক্তার
৪-৫-৬ নং ওয়ার্ড রোকেয়া বেগম
৭-৮-৯ নং ওয়ার্ড ফিরুজা বেগম

Padma Tv 24

হেফাজতের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত ;কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটি সম্প্রসারণ, চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন ডিস...
31/10/2022

হেফাজতের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত ;কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটি সম্প্রসারণ, চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন
ডিসেম্বরে উলামা মাশায়েখ সম্মেলন, প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেবেন হেফাজত আমীর

দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া, নায়েবে আমীর মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি জসিম উদ্দিন, মাওলানা ফুরকানুল্লাহ খলিল, মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা মীর ইদরীস, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবাহানী, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, সাইয়েদ মাহফুজ খন্দকার, মাওলানা রাশেদ বিন নূর।

বৈঠকে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহনগর কমিটি সম্প্রসারণ এবং পুনঃবিন্যাস করা হয়। এছাড়াও চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী ও কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীকে যুগ্ম মহাসচিব করা হয়।

এছাড়াও মুফতী কিফায়াতুল্লাহ আযহারীকে প্রচার সম্পাদক ও মাওলানা রাশেদ বিন নূরকে দফতর সম্পাদক করা হয়।

মাওলানা তাজুল ইসলামকে আহবায়ক এবং মাওলানা মাওলানা লোকমান হাকিমকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়।

বৈঠকে কারাবন্দী হেফাজত নেতা-কর্মীদের মুক্তি ও হেফাজতের নামে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত হওয়া সকল মামলা প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী বরাবর আমীরে হেফাজতের পক্ষ থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়াও আগামী ১৭ ডিসেম্বর রাজধানী ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ব্যক্তি উদ্যোগে জাতীয় পর্যায়ের যে কোনো কাজে হেফাজতের পদ পদবী ব্যবহার না করার জন্য আমীরে হেফাজত সকল দায়িত্বশীলদের সতর্ক করেন।

জেলা কমিটি গঠন করার জন্য মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়। এতে আরো আছেন, মাওলানা মুহিউদ্দীন র

সদ্য কারামুক্ত মজলুম আলেমেদ্বীন খতিবে বাঙাল আল্লামা জুনায়েদ আল হাবিব (দা.বা.) বারিধারা মাদরাসায় ফুলেল উষ্ণ শুভেচ্ছা সংব...
30/10/2022

সদ্য কারামুক্ত মজলুম আলেমেদ্বীন খতিবে বাঙাল আল্লামা জুনায়েদ আল হাবিব (দা.বা.) বারিধারা মাদরাসায় ফুলেল উষ্ণ শুভেচ্ছা সংবর্ধিত হলেন।
বারিধারা মাদরাসা থেকেই গ্রেফতার হয়েছিলেন তিনি।
দীর্ঘ আঠারো মাস পর আজ বারিধারায় আগমন করলে জামিয়ার শাইখুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক (দা.বা.) সহ বারিধারা মাদরাসার উস্তাদবৃন্দ খতীবে বাঙাল (দা.বা.) কে ফুলেল শুভেচ্ছা জানান।

আল্লাহ তায়া’লা দীনের জন্য হযরতের সকল কুরবানী ও ত্যাগ কবুল করুন আমিন।

আল্লামা কাসেমী (রহ.) এর সুযোগ্য সাহেবজাদা মুহতারাম মাওলানা Jaber Kasemi হাফিযাহুল্লাহুর টাইমলাইন থেকে সংগৃহিত।

28/10/2022

চট্টগ্রাম ফটিকছড়ির দৃষ্টিনন্দিত বিবিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ

কুয়েত পবিত্র হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারো বিশ্বজয় করলেন "হাফেজ আবু রাহাত"১১৭ টি দেশেকে পিছনে পেলে বাংলাদেশের কোরআনের ...
19/10/2022

কুয়েত পবিত্র হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারো বিশ্বজয় করলেন "হাফেজ আবু রাহাত"

১১৭ টি দেশেকে পিছনে পেলে বাংলাদেশের কোরআনের পাখিদের আবারো বিশ্বজয়
কুয়েত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আবু রাহাত ৩য় স্থান অধিকার করেছেন।
আজ দুপুর ১২ টায় সরাসরি কুয়েত থেকে আন্তর্জাতিক কম্পিটিশনের ফলাফল প্রকাশিত হয়।
Padma Tv 24
www.Padma Tv 24

আলহামদুলিল্লাহ ১১৭ টি দেশের মধ্যে বাংলাদেশের কোরআনের পাখিদের আবারো বিশ্বজয় 🌎❤️কুয়েত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগি...
19/10/2022

আলহামদুলিল্লাহ ১১৭ টি দেশের মধ্যে বাংলাদেশের কোরআনের পাখিদের আবারো বিশ্বজয় 🌎❤️
কুয়েত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আবু রাহাত ৩য় স্থান অধিকার করেছেন।
আজ দুপুর 12 টায় সরাসরি কুয়েত থেকে আন্তর্জাতিক কম্পিটিশনের ফলাফল প্রকাশিত হয়।
তার প্রতি রইল দোয়া ভালোবাসা ❤️
সে শায়েখ নেছার আহমাদ আন নাছিরী সাহেবের প্রতিষ্ঠিত যাত্রাবাড়ী মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা ছাত্র।

Address

Khagrachhari
Khagrachari
4353

Alerts

Be the first to know and let us send you an email when Padma Tv 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Padma Tv 24:

Videos

Share



You may also like