06/01/2023
মিয়ানমার সরকার কর্তৃক প্রদানকৃত "অগ্রমহাপন্ডিত (အဂ္ဂမဟာပဏ္ဍိတ)" রাষ্ট্রীয় অভিধায় বাংলাদেশি দুজন বৌদ্ধ ভিক্ষুর নাম তালিকাভুক্ত হয়েছে। উল্লেখিত খরবটি গতকাল (৪.১.২০২৩) "মিয়ানমার এলিনঃ (မြန်မာအလင်း)" নামক দৈনিক প্রত্রিকায় প্রকাশিত হয়ে। অগ্রমহাপন্ডিত অভিধায় ভূষিত তালিকাভুক্তদের সংখ্যা ৩০ জন, তন্মধ্যে মিয়ানমার হতে ২২ জন, বাংলাদেশ হতে ২ জন, শ্রীলঙ্কা হতে ৫ জন এবং জাপান হতে ১ জন। আর অগ্গমহাসদ্ধম্মজ্যোতিকাধজ অভিধায় ভূষিত হবেন মায়ানমার থেকে ৫০ জন, বিদেশী দুজন। তন্মধ্যে বাংলাদেশ থেকে ১ জন। বাংলাদেশের যাদের নাম উল্লেখ আছে তাদের নাম নিম্নরূপ-
অগ্রমহাপন্ডিত-
★বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের মহোদয় (ဉာဏဿရီ), বিনাজুরি শ্মশান বিহার, বিনাজুরি, রাউজান, চট্টগ্রাম।
অগ্রমহাপন্ডিত-
★পার্বত্য ভিক্ষু সংঘের মহামান্য সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথের (Tilokananda mahathere), শাক্যমুনি বিহার, রূপকারী, বাঘাইছড়ি, রাঙ্গামাটি।
অগ্গমহাসদ্ধর্মজ্যোতিজাধজ-
★ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য ২৯ তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো। চান্দগাঁও সার্বজনীন বিহার, চান্দগাঁও, চট্টগ্রাম।
অগ্রমহাপন্ডিত এবং অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধজ অভিধায় ভূষিত তিন মহান সংঘমনীষাকে বিনম্রচিত্তে শ্রদ্ধা ও বন্দনা নিবেদন করে অভিনন্দন জানাই। সেই সাথে মিয়ানমার সরকারকেও ধন্যবাদ জানাই, ভান্তেদের সম্মানিত করার জন্য, এটা ওনাদের প্রাপ্য।
বিশেষ কৃতজ্ঞতায়- যাঁদের মাধ্যমে এ সংবাদ প্রাপ্ত হলাম-
আশি্ন প্রজ্ঞাবোধি মহাথেরো, ভিক্ষু ৰিৰেকাজোতি, দেবরত্ন থেরো সহ সবাইকে।
০৫ জানুয়ারি ২০২৩ খ্রি.