Triratna TV

Triratna TV একটি অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল

খাগড়াছড়ি তেতুলতলা আপারপেরাছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সকাল সন্ধ্যা বুদ্ধ বন্দনা ও ভাবনা অনুশীলন।
13/05/2023

খাগড়াছড়ি তেতুলতলা আপারপেরাছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সকাল সন্ধ্যা বুদ্ধ বন্দনা ও ভাবনা অনুশীলন।

13/05/2023
04/05/2023

গতকাল শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত সকালবেলা বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান এবং সন্ধ্যায় হাজার প্রদীপ উৎসর্গ অনুষ্ঠানে স্মৃতি সরূপ ভিডিও আপলোড দেওয়া হইল।
আয়োজনেঃ ত্রিরত্ন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ, তেতুঁলতলা, আপারপেরাছড়া, খাগড়াছড়ি সদর।

03/05/2023
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। এইদিনে বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ, মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।
03/05/2023

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। এইদিনে বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ, মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।

পাহাড়ের আদিবাসীদের "বিজু, সাংগ্রাই, বৈসুক" উৎসবে সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি চাই। ছুটি ঘোষণা করা হোক।
31/03/2023

পাহাড়ের আদিবাসীদের "বিজু, সাংগ্রাই, বৈসুক" উৎসবে সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি চাই। ছুটি ঘোষণা করা হোক।

মহান স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা
26/03/2023

মহান স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা

🎂🎂শুভ জন্মদিন🎂🎂ম্রাইংমা মৈত্রী ফাউন্ডেশনের, আইন বিষয়ক সম্পাদক "ভদন্ত ক্ষেমাসারা ভিক্ষু" এর শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভি...
25/03/2023

🎂🎂শুভ জন্মদিন🎂🎂
ম্রাইংমা মৈত্রী ফাউন্ডেশনের, আইন বিষয়ক সম্পাদক "ভদন্ত ক্ষেমাসারা ভিক্ষু" এর শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।🌷🌼

🥰আপনার শুভ জন্মদিনের "ত্রিরত্ন টিভি" পক্ষ থেকে নিরোধ, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যে কামনা করছি। ❤️

23/03/2023

এশিয়া মহাদেশের বড়ুয়া বৌদ্ধ সমাজের সর্বপ্রথম
পি এইস ডিগ্রী অর্জন কারী ডঃ বেনীমাধব বড়ুয়ার

#প্রয়াণদিবসে_শ্রদ্ধাঞ্জলি….
ড. বেণীমাধব বড়ুয়া (জন্মঃ ৩১শে ডিসেম্বর, ১৮৮৮ — মৃত্যুঃ ২৩শে মার্চ, ১৯৪৮) বাংলাদেশে জন্মগ্রহণকারী ভারততত্ত্ববিদ, পালি ও বৌদ্ধশাস্ত্রে পণ্ডিত। তিনিই প্রথম গবেষক যিনি প্রাচ্যীয় পদ্ধতিতে বৌদ্ধ দর্শন ও প্রাচীন লিপি নিয়ে গবেষণা করেন। ভারতীয় দর্শন ও বৌদ্ধ দর্শন অভিসন্দর্ভের জন্য ১৯১৭ সালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তাঁকে ডি. লিট উপাধি প্রদান করা হয়। বিংশ শতাব্দীর প্রথমার্ধে যে কয়েকজন এশীয় সর্বপ্রথম ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ডি-লিট ডিগ্রি লাভ করেন বেণীমাধব বড়ুয়া তাঁদের অন্যতম। তিনি সংস্কৃত ও পালি ভাষার সঙ্গে ভারতের রাজনৈতিক ইতিহাস, ভূগোল, বহির্ভারতে বৌদ্ধশাস্ত্র, বৌদ্ধধর্ম, দর্শন, শিল্পকলা, মূর্তিতত্ত্ব ও সংস্কৃতির সমন্বয় সাধন করে এক নতুন যুগোপযোগী সিলেবাস তৈরী করেন। বেণীমাধব সংস্কৃত কলেজের আদর্শে পালি ভাষা ও সাহিত্য গবেষণা কেন্দ্র হিসেবে ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১লা জুলাই ১, বুদ্ধিষ্ট টেম্পল রোডে বৌদ্ধ ধর্মাঙ্কুর ভবনে নালন্দা বিদ্যাভবন স্থাপন করেন। শ্রীলঙ্কার বিদ্যালঙ্কার পরিবেণ বা বিদ্যালঙ্কার বিশ্ববিদ্যালয় তাঁকে তেপিটকাচরিয় বা ত্রিপিটকাচার্য উপাধিতে ভূষিত করেন। এছাড়াও ব্রহ্মদেশের বৌদ্ধসমাজ তাঁকে নানা ভাবে সম্মানিত করেছেন।
(সংগৃহীত)

21/03/2023

গত ১৭ ই মার্চ ২০২৩ ইং রোজঃ শুক্রবার ত্রিরত্ন বৌদ্ধ বিহারের "ওয়ালুকা জাদি" ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুদ্ধ পূজা, জাদি পূজা, সংঘদান ও অষ্টপরিক্খরা দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এহেন পূণ্যময় অনুষ্ঠান কে স্মৃতি হিসেবে পিক তুলে ভিডিও এডিটিং মাধ্যমে প্রকাশ করা হয়েছে। লাইক কমেন্ট সেয়ার করে পেইজে সংগে থাকুন।

আজ ১৭ ই মার্চ ২০২৩ ইং রোজ শুক্রবার খাগড়াছড়ি সদরস্থ তেতুঁলতলা, আপার পেরাছড়া, ত্রিরত্ন বৌদ্ধ বিহারের 'ওয়ালুকা জাদি' ৬ষ্ঠ ত...
17/03/2023

আজ ১৭ ই মার্চ ২০২৩ ইং রোজ শুক্রবার খাগড়াছড়ি সদরস্থ তেতুঁলতলা, আপার পেরাছড়া, ত্রিরত্ন বৌদ্ধ বিহারের 'ওয়ালুকা জাদি' ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুদ্ধ পূজা, জাদি পূজা, সংঘদান, অষ্টপরিষ্কার ও সদ্ধর্ম সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এহেন পূণ্যময় অনুষ্ঠানে সভাপতি আসনে অলংকৃত করেন উক্ত বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উত্তমাসারা থের, এবং ধর্মদেশক আসনে উপস্থিত ছিলেন ভদন্ত উত্তরা থের এবং আরও পূজনীয় ভিক্ষু সংঘ ও দায়কসংঘ উপস্থিত হয়ে অনুষ্ঠান সু-সম্পন্ন করা হয়েছে। এহেন পূণ্যময় অনুষ্ঠানে সঞ্চিত পূণ্যরাশি সকল সত্তগণকে উদ্দেশ্য করে পূণ্যদান ও পূণ্যবিতরণ করছি। সাধু সাধু সাধু।

17/03/2023

ওয়ালুকা জাদি ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্দেশ্যে পূজা অনুষ্ঠান
ত্রিরত্ন বৌদ্ধ বিহার, তেতুলতলা, আপারপেরাছড়া, খাগড়াছড়ি সদর।

17/03/2023

বুদ্ধের জীবন্যাস, ত্রিরত্ন বৌদ্ধ বিহার, তেতুল তলা, আপার পেরাছড়া, খাগড়াছড়ি সদর।

আগামীকাল ওয়ালুকা জাদি ৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ ঘন্টা পটঠান পাঠ চলমানস্থানঃ ত্রিরত্ন বৌদ্ধ বিহার, তেতুঁলতলা, আপা...
16/03/2023

আগামীকাল ওয়ালুকা জাদি ৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ ঘন্টা পটঠান পাঠ চলমান
স্থানঃ ত্রিরত্ন বৌদ্ধ বিহার, তেতুঁলতলা, আপারপেরাছড়া, খাগড়াছড়ি সদর।

16/03/2023

আগামীকাল ওয়ালুকা জাদি ৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ ঘন্টা পটঠান পাঠ চলমান
স্থানঃ ত্রিরত্ন বৌদ্ধ বিহার, তেতুঁলতলা, আপারপেরাছড়া, খাগড়াছড়ি সদর।

আগামী ১৭ ই মার্চ ২০২৩ইং রোজঃ শুক্রবার, 'ওয়ালুদা জাদি' ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাদি পূজা, বুদ্ধ মূর্তি দান, সং...
14/03/2023

আগামী ১৭ ই মার্চ ২০২৩ইং রোজঃ শুক্রবার, 'ওয়ালুদা জাদি' ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাদি পূজা, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অট্ঠপরিক্খরা দান ও নানাবিধ দানের পুণ্যানুষ্ঠান ও সদ্ধর্ম সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে সকল উপাসক উপাসিকা উপস্থিত হয়ে পূণ্য সঞ্চয় করুন।
স্থানঃ ত্রিরত্ন বৌদ্ধ বিহার, তেতুঁলতলা, আপারপেরাছড়া, খাগড়াছড়ি সদর।

যারা যারা ভার্মি কেঁচো ও সার ক্রয় করবেন। তারা নিচে নাম্বারে কল করে যোগাযোগ করে ক্রয় করে নিতে পারেন। ধন্যবাদ
12/03/2023

যারা যারা ভার্মি কেঁচো ও সার ক্রয় করবেন। তারা নিচে নাম্বারে কল করে যোগাযোগ করে ক্রয় করে নিতে পারেন। ধন্যবাদ

নব নির্বাচিত ২২তম রাষ্ট্রপতি বীর মুক্তিযাদ্ধা মো. সাহাবুদ্দিন এর সাথে বৌদ্ধ প্রতিনিধি বৃন্দের  সৌজন্য সাক্ষাত***********...
11/03/2023

নব নির্বাচিত ২২তম রাষ্ট্রপতি বীর মুক্তিযাদ্ধা মো. সাহাবুদ্দিন এর সাথে বৌদ্ধ প্রতিনিধি বৃন্দের সৌজন্য সাক্ষাত
*********************************

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,র আদর্শের সৈনিক , বিশ্ব মানবতার মহান নেতা ,আধুনিক বাংলাদেশের রুপকার গণতন্ত্রের মানসকন্যা,জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা র আস্থাভাজন বাংলাদেশের নব নির্বাচিত ২২তম মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন সাথে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে আজ দুপুরে বৌদ্ধ প্রতিনিধিগণ সৌজন্য সাক্ষাত করেন। এতে উপস্থিত ছিলেন আশিন জিনরক্ষিত মহাথেরো, প্রতিষ্ঠাতা পরিচালক- বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহার, ভদন্ত এস.লোকজিৎ মহাথেরো প্রাক্তন মহাসচিব- বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, অধ্যক্ষ- চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বৌদ্ধ বিহার,
ভদন্ত- শ্রদ্ধানন্দ থেরো,আবাসিক-ধর্মরাজিক বৌদ্ধ বিহার এবং ভদন্ত- করণানন্দ থেরো, উপাধ্যক্ষ- প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহার এবং বিশিষ্ট বৌদ্ধ নেতা, দানশীল ব্যক্তিত্ব মিস্টার দয়াল কুমার বড়ুয়া প্রাক্তন ট্রাস্টী:- বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নয়ন চাকমা । এতে বৌদ্ধ প্রতিনিধিগণ পুস্পাভিনন্দন ও বুদ্ধমূর্তি সহ বই উপহার প্রদান করেন । প্রতিনিধিদের পক্ষ থেকে মিঃ দয়াল কুমার বড়ুয়া বলেন - আমরা অত্যন্ত আনন্দিত হয়ছি আপনার মতো নিরহংকারী, অসম্প্রদায়িক চেতনার মহান ত্যাগী দেশপ্রেমিক বীরমুক্তিযোদ্ধা কে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম্প্রদায়িক ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, তাতে বৌদ্ধদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি , বৌদ্ধ সম্প্রদায় সব সময় মানবতার পক্ষে ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভানুধ্যায়ী তাই আপনার মতো যোগ্যতম মহান বীরমুক্তিযোদ্ধা কে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে পেয়ে আমরা ধন্য ও গর্বিত। উপস্থিত বৌদ্ধভিক্ষুগণ তাহার নীরোগ দীর্ঘীয়ু কামনায় বিশেষ প্রার্থনা করেন । এতে নব নির্বাচিত ২২তম মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযাদ্ধা মো. সাহাবুদ্দিন বলেন- আপনাদের আগমণে আমি অত্যন্ত আনন্দিত হয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনারা আমরা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমায় জনগণের সেবা করার যে দায়িত্ব দিয়েছেন তা যেন সুসম্পন্ন করতে পারি এবং বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ যেন যার যার ধর্ম সুন্দর ভাবে পালন করে দেশকে এগিয়ে নিয়ে যায় মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান সরকারে সেই শ্লোগান হোক আগামী পথচলা - "ধর্ম যার যার রাষ্ট্র সবার"।

সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ হতে ধর্মীয় বৃত্তি পরিক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে।  যারা যারা পরিক্ষা দিয়েছেন ...
01/03/2023

সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ হতে ধর্মীয় বৃত্তি পরিক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। যারা যারা পরিক্ষা দিয়েছেন রেজাল্ট দেখে নিতে পারেন.....

🎂🎂শুভ জন্মদিন🎂🎂ম্রাইংমা মৈত্রী ফাউন্ডেশনের অর্থ সম্পাদক, শ্রদ্ধেয় ভদন্ত ঞানাওয়েংসা ভিক্ষু'র শুভ জন্মদিনে ত্রিরত্ন টিভি...
01/03/2023

🎂🎂শুভ জন্মদিন🎂🎂
ম্রাইংমা মৈত্রী ফাউন্ডেশনের অর্থ সম্পাদক, শ্রদ্ধেয় ভদন্ত ঞানাওয়েংসা ভিক্ষু'র শুভ জন্মদিনে ত্রিরত্ন টিভি পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।🙏 🙏🙏

💓আপনার শুভ জন্মদিনের আমার পক্ষ থেকে নিরোধ, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যে কামনা করছি। 💓

22/02/2023

বায়েজিদ থানা কেন্দ্রীয় শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারের শুভাকাঙ্ক্ষিণী বিহারের পিন্ডদাতা, শীলবতী উপাসিকা বাণী প্রভা বড়ুয়ার পরলোগমনে অনিত্য সভা অনুষ্ঠান।
পূন্যদানেঃ সকল উপাসক উপাসিকাবৃন্দ।

১৯৫২ সালে মায়ের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।মাতৃভাষা দিবসে সকলকে জানায় শুভেচ্ছা।
21/02/2023

১৯৫২ সালে মায়ের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
মাতৃভাষা দিবসে সকলকে জানায় শুভেচ্ছা।

আজ মিরসরাই উপজেলা সিতাকুন্ড পন্থিছিলা শ্মশানভূমি বৌদ্ধ বিহারের ভদন্ত শুভদ্রজ্যোতি ভিক্ষুর "থের" অভিধায় হওয়ায় ত্রিরত্ন টি...
18/02/2023

আজ মিরসরাই উপজেলা সিতাকুন্ড পন্থিছিলা শ্মশানভূমি বৌদ্ধ বিহারের ভদন্ত শুভদ্রজ্যোতি ভিক্ষুর "থের" অভিধায় হওয়ায় ত্রিরত্ন টিভি পক্ষ থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছাভিনন্দন।

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা ঐতিহ্যবাহী রিয়ং মরম পাড়া নিবাসী বাবু রেগ্য মারমা প্রথম কন্যা মিস আদুবাই মারমা গুইমারা সরকা...
08/02/2023

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা ঐতিহ্যবাহী রিয়ং মরম পাড়া নিবাসী বাবু রেগ্য মারমা প্রথম কন্যা মিস আদুবাই মারমা গুইমারা সরকারি কলেজে বাণিজ্য বিভাগে হতে এইচএসসি পরিক্ষায় ৩.৫৮ পেয়ে উত্তীর্ণ হওয়ায় Tritatna TV পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভ মাঘী পূর্ণিমা উপলক্ষে সকালবেলা বুদ্ধপূজা, সীবলী পূজা, পঞ্চশীল, অষ্টশীল এবং বিকালবেলা বিহার প্রতিষ্ঠালগ্ন থেকে প্রয়াত...
05/02/2023

শুভ মাঘী পূর্ণিমা উপলক্ষে সকালবেলা বুদ্ধপূজা, সীবলী পূজা, পঞ্চশীল, অষ্টশীল এবং বিকালবেলা বিহার প্রতিষ্ঠালগ্ন থেকে প্রয়াতদের উদ্দেশ্যে বৈকালিক অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
তারিখঃ ০৫-০২-২০২৩ইং, রবিবার।
স্থানঃ বায়েজিদ থানা কেন্দ্রীয় শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহার, বায়েজিদ, চট্টগ্রাম।
আয়োজনেঃ উপাসক-উপাসিকাবৃন্দ।

চট্টগ্রামস্থ বায়েজিদ থানা কেন্দ্রীয় শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারের নবনির্মিত গেইট। কারুশিল্পী ভদন্ত ক্ষান্তিবংশ ভিক্ষু।
05/02/2023

চট্টগ্রামস্থ বায়েজিদ থানা কেন্দ্রীয় শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারের নবনির্মিত গেইট।
কারুশিল্পী ভদন্ত ক্ষান্তিবংশ ভিক্ষু।

02/02/2023

চট্টগ্রাম শহরস্থ বায়েজিদ থানা সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় স্বপ্ননীড় বাসা শুভ উদ্ভোধনে উপস্থিত শ্রীমৎ ইন্দ্রবংশ থের এবং উপাসক উপাসিকাবৃন্দ।

পরমপুজ্য বনভান্তে শিষ্য ১৭ জন ভিক্ষু সহ গুগড়াছড়ি গিরিকন্দর অরণ্য কুটির এর অধ্যক্ষ ভদন্ত উপসেন থের এর মহাথের বরণোৎসব উপলক...
20/01/2023

পরমপুজ্য বনভান্তে শিষ্য ১৭ জন ভিক্ষু সহ গুগড়াছড়ি গিরিকন্দর অরণ্য কুটির এর অধ্যক্ষ ভদন্ত উপসেন থের এর মহাথের বরণোৎসব উপলক্ষে আয়োজিত খাগড়াছড়ি সদর গুগড়াছড়ি গিরিকন্দর অরণ্য কুটিরের অনুষ্ঠান কার্যাদি সম্পন্ন করা হয়েছে।
এহেন পূন্যময় অনুষ্ঠানে পরমারাধ্য বনভান্তের প্রধান শিষ্য রাজবন বিহারে আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাদয় উপস্থিত ছিলেন।

চক্রমুনি(হাজার) বুদ্ধ প্রতিবিম্ব।জিরোমাইল, খাগড়াছড়ি সদর।
13/01/2023

চক্রমুনি(হাজার) বুদ্ধ প্রতিবিম্ব।
জিরোমাইল, খাগড়াছড়ি সদর।

নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন
09/01/2023

নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন

মিয়ানমার সরকার কর্তৃক প্রদানকৃত "অগ্রমহাপন্ডিত (အဂ္ဂမဟာပဏ္ဍိတ)" রাষ্ট্রীয় অভিধায় বাংলাদেশি দুজন বৌদ্ধ ভিক্ষুর নাম তালিকা...
06/01/2023

মিয়ানমার সরকার কর্তৃক প্রদানকৃত "অগ্রমহাপন্ডিত (အဂ္ဂမဟာပဏ္ဍိတ)" রাষ্ট্রীয় অভিধায় বাংলাদেশি দুজন বৌদ্ধ ভিক্ষুর নাম তালিকাভুক্ত হয়েছে। উল্লেখিত খরবটি গতকাল (৪.১.২০২৩) "মিয়ানমার এলিনঃ (မြန်မာအလင်း)" নামক দৈনিক প্রত্রিকায় প্রকাশিত হয়ে। অগ্রমহাপন্ডিত অভিধায় ভূষিত তালিকাভুক্তদের সংখ্যা ৩০ জন, তন্মধ্যে মিয়ানমার হতে ২২ জন, বাংলাদেশ হতে ২ জন, শ্রীলঙ্কা হতে ৫ জন এবং জাপান হতে ১ জন। আর অগ্গমহাসদ্ধম্মজ্যোতিকাধজ অভিধায় ভূষিত হবেন মায়ানমার থেকে ৫০ জন, বিদেশী দুজন। তন্মধ্যে বাংলাদেশ থেকে ১ জন। বাংলাদেশের যাদের নাম উল্লেখ আছে তাদের নাম নিম্নরূপ-

অগ্রমহাপন্ডিত-
★বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের মহোদয় (ဉာဏဿရီ), বিনাজুরি শ্মশান বিহার, বিনাজুরি, রাউজান, চট্টগ্রাম।
অগ্রমহাপন্ডিত-
★পার্বত্য ভিক্ষু সংঘের মহামান্য সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথের (Tilokananda mahathere), শাক্যমুনি বিহার, রূপকারী, বাঘাইছড়ি, রাঙ্গামাটি।

অগ্গমহাসদ্ধর্মজ্যোতিজাধজ-
★ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য ২৯ তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো। চান্দগাঁও সার্বজনীন বিহার, চান্দগাঁও, চট্টগ্রাম।

অগ্রমহাপন্ডিত এবং অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধজ অভিধায় ভূষিত তিন মহান সংঘমনীষাকে বিনম্রচিত্তে শ্রদ্ধা ও বন্দনা নিবেদন করে অভিনন্দন জানাই। সেই সাথে মিয়ানমার সরকারকেও ধন্যবাদ জানাই, ভান্তেদের সম্মানিত করার জন্য, এটা ওনাদের প্রাপ্য।

বিশেষ কৃতজ্ঞতায়- যাঁদের মাধ্যমে এ সংবাদ প্রাপ্ত হলাম-
আশি্ন প্রজ্ঞাবোধি মহাথেরো, ভিক্ষু ৰিৰেকাজোতি, দেবরত্ন থেরো সহ সবাইকে।
০৫ জানুয়ারি ২০২৩ খ্রি.

শুভ নববর্ষ ২০২৩ইং
01/01/2023

শুভ নববর্ষ ২০২৩ইং

31/12/2022

আহ্লামা(সুন্দরী) মারমা/মগ গান

খাগড়াছড়ি সদরস্থ মধুপুর এলাকায় বৌদ্ধ ভিক্ষু ১১৪০ জনকে ফাং করে হাজার ভিক্ষু পিন্ডদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান পিন্ড...
30/12/2022

খাগড়াছড়ি সদরস্থ মধুপুর এলাকায় বৌদ্ধ ভিক্ষু ১১৪০ জনকে ফাং করে হাজার ভিক্ষু পিন্ডদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান পিন্ড দাতাঃ পদ্মারেনু খীসা, ইনা চাকমা (সীমা) ও নুপুর চাকমা।
প্রধান শ্রদ্ধাদানকারীঃ ইঞ্জিনিয়ার সুব্রত তালুকদার ও তার পরিবারবর্গ।

ফুটবলের রাজা কিংবদন্তী পেলে আর নেই। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৮২ বছর। ত্রিরত্ন টিভি পরিবারে পক্ষ থেকে শোকাহত ও সমবেদনা...
30/12/2022

ফুটবলের রাজা কিংবদন্তী পেলে আর নেই। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৮২ বছর। ত্রিরত্ন টিভি পরিবারে পক্ষ থেকে শোকাহত ও সমবেদনা শোক প্রকাশ করছি।

শুভ সকাল
28/12/2022

শুভ সকাল

Address

Chattagram
Khagrachari

Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Friday 05:00 - 23:00
Saturday 06:00 - 22:00
Sunday 06:00 - 22:00

Telephone

+8801714122815

Alerts

Be the first to know and let us send you an email when Triratna TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Triratna TV:

Share

Category