Priyo Hi guys please follow me � thanks you so much my page all time support you���

02/09/2023
29/08/2022

❣️

27/08/2022

💖💖🍁

24/08/2022

❣️🍁

20/08/2022

🥺মা💖

24/05/2022

So Sweet Girls 😇💖

08/03/2022
06/03/2022
আসুন নিয়ম চেঞ্জ করি... বিবাহিত দের দৃষ্টি আকর্ষন🙏অন্যান্য দেশ গুলোতে স্ত্রী এর ডেলিভারির সময় স্বামীকে পাশে রাখা হয়।এতে...
04/03/2022

আসুন নিয়ম চেঞ্জ করি...
বিবাহিত দের দৃষ্টি আকর্ষন🙏
অন্যান্য দেশ গুলোতে স্ত্রী এর ডেলিভারির সময় স্বামীকে পাশে রাখা হয়।এতে স্ত্রীর মন অনেক বেশী আত্ব-বিস্বাসী হয়ে ওঠে। আর স্ত্রীরা ভাবে নতুন কোন মানুষকে পৃথিবীতে আনতে হয়তো আমার মৃত্যুও হতে পারে, কিন্তুু সৌভাগ্য আমার যে, আমার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আমার হাজব্যান্ড আমার পাশে আছে, আপাতত আমি ওর চেহারার দিকে তাকিয়ে সব যন্ত্রনা হাঁসিমুখে মেনে নিতে পারবো। কিন্তু আমাদের দেশে আঁতুড়ঘর তো দুরের কথা হসপিটাল এর অপারেশন রুমের আশেপাশে ও স্বামী কে রাখা হয়না..! কিছু কিছু ডাক্তারের আত্বসম্মানে লাগে,স্বামী পাশে থাকতে চাইলে.! আমি মনে করি একজন স্বামী যদি স্ত্রীর পাশে থেকে ডেলিভারি বা সিজারের কষ্ট টা দেখে তবে পরবর্তিতে স্ত্রীর সাথে কখনোই খারাপ ব্যবহার করতো না, সে যতো নিষ্ঠুর পুরুষ-ই হোক না কেন। একটু হলেও তার স্ত্রী প্রসব যন্ত্রনার কথা উপলব্ধি করে তার স্ত্রী কে সব সময় মায়ার চাদরে আগলে রাখতো!💖💖

03/03/2022

🥺😔💜

03/03/2022

🥺🥺

02/03/2022

🥺

Y✊
01/03/2022

Y✊

24/02/2022

😔👊💖

23/02/2022

কাউকে ভালবাসা কোনো অন্যায় না। তবে ভালবাসার মানুষটি ভুল, সেটা জানার পরেও তাকে ভালবেসে যাওয়াটা অন্যায়।ভুল মানুষকে আকড়ে ধরে বেঁচে থাকা বা থাকতে চাওয়া অন্যায়।

প্রচলিত এই কথাটা আমরা অনেকের কাছেই শুনে থাকি।তবে এই অন্যায় থেকে আমরা আদেও দূরে সরে আসতে পারি কি?পারি না।

কারণ মন থেকে একবার যে মানুষটাকে ভালবাসা হয় সেই মানুষটা যতই ভুল মানুষ হোক না কেনো আমরা সেই ভুল মানুষকেই ভালবাসার ভুল বারবার করি।সেই ভুল মানুষটাকেই আকড়ে ধরে বাঁচতে চাই।কারণ ভালবাসা যে সত্যিই অন্ধ।ভালবাসা কখনই ঠিক ভুল হিসেব করে হয় না। ভালবাসার মানুষের কাছে আমরা বরাবরই ভীষণ দূর্বল।

তাই ভালবাসার মানুষটি ভুল এটা জেনেও তখন চাইলেও এই ভুল মানুষকে ভুলে থাকতে পারি না।চাইলেও পারি না এই অন্যায় থেকে নিজেদের কে দূরে সরিয়ে নিতে।

মুখে তো আমরা অনেক কিছুই বলি,তবে বাস্তবতা ভিন্ন।এক্ষেত্রে কারও ভালবাসা প্রকাশ পায় আবার কারও ভালবাসা সারাজীবন গোপনে মনের গভীরেই রয়ে যায়, পার্থক্য শুধু এটাই।

শারমিন_আক্তার💖

23/02/2022

👊💖

~আমি বাংলাদেশী।😊  কিন্তু বাঙ্গালি নই।😊~কিন্তু কোন জাতিও ছোট নই।🤗~আমার পরিচয়ে আমি ত্রিপুরা। ❤️🌻আমার মাতৃভাষা ককবরক ❤️❤️🌻 ...
21/02/2022

~আমি বাংলাদেশী।😊 কিন্তু বাঙ্গালি নই।😊
~কিন্তু কোন জাতিও ছোট নই।🤗
~আমার পরিচয়ে আমি ত্রিপুরা। ❤️
🌻আমার মাতৃভাষা ককবরক ❤️❤️
🌻 Greatest mother language(kokborok) ❤️

17/02/2022

একটা সময় বাদে এসব 'ফরএভার' ওয়ালা কনসেপ্ট মোটামুটি সবার কাছেই পরিষ্কার হয়ে যায়। সবাই মোটামুটি ফরএভারের পরিধিও বুঝে যায়। তারপর আর নতুন করে মানুষের কাছাকাছি যেতেও ইচ্ছে করেনা। নতুন করে কারো কাছে নিজেকে চেনানো, কাউকে নতুন করে অবার চেনা। তার চাল-চলন, পছন্দ-অপছন্দ মুখস্ত করার মত আর এনার্জি থাকেনা। ভাবতেই ল্যাদ লাগে। একটা অদ্ভুত অনীহা জন্ম নেয় এসবের প্রতি।

আসলে মানুষের ক্রমাগত আসা যাওয়া দেখতে দেখতে সবাই বুঝে যায়, ওই আসা যাওয়ার মাঝের সময়টুকুই আসল ফরএভার। তার উর্দ্ধে কিছু নয়। সবাই জানে একদিন যোগাযোগ বন্ধ হয়ে যাবে, একদিন আর কথা হবেনা, সুতরাং সেখানে আর সময় নস্ট করা বেকার।

কিন্তু এসবকিছুর পরেও কিছু মানুষ আজও চেষ্টা করে। একদিন যোগাযোগ বন্ধ হয়ে যাবে জেনেও, মানুষ চেষ্টা করে মেশার। একদিন আর কথা হবেনা জেনেও, মানুষ কথা বলতে চায়। একদিন চলে যাবে জেনেও মানুষ আমন্ত্রণ জানায় মানুষকে। ঠিক যেরকম একদিন একদিন মৃত্যু অবধারিত জেনেও মানুষ প্রতিটা দিন লড়াই করে বেচেঁ থাকার জন্য।

এই লড়াই জারি থাকুক। হয়তো পরেও আরও অনেক মানুষ আসবে, অবার চলেও যাবে, তবে এই চেষ্টা জারি থাকুক। কে জানে হয়তো এভাবেই একদিন এই 'ফরএভার' ওয়ালা কনসেপ্ট যদি সত্যি হয় যায়।

এপ্রুভ প্লিজ...মন খারাপ থাকলে কথাগুলো মনযোগ দিয়ে পড়বেন। #অনুপ্রেরণামূলকপৃথিবীর নিয়ম অনেক অদ্ভুত। মারা যাওয়া মানুষকে কা...
14/02/2022

এপ্রুভ প্লিজ...
মন খারাপ থাকলে কথাগুলো মনযোগ দিয়ে পড়বেন।

#অনুপ্রেরণামূলক

পৃথিবীর নিয়ম অনেক অদ্ভুত। মারা যাওয়া মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে, আর জীবিত মানুষকে একটু সাহায্য করতে গিয়ে দশবার ভাবে।

আমি আমার জীবনকে এইভাবে সহজ করে নিয়েছি। সবাইকে মাফ করে দিয়েছি এবং সবার কাছ থেকে মাফ চেয়ে নিয়েছি।

এই পৃথিবীতে সব থেকে বড় ঔষধ হল "হাসি" এবং সব থেকে বড় সম্পদ হলো "বুদ্ধি" আর সব থেকে বড় হাতিয়ার হলো "ধৈর্য" আর সবথেকে বড় সুরক্ষা হলো "বিশ্বাস"।

যদি বিচার করেন বা পরীক্ষা নেন, তাহলে কেউ আপনার আপন নয়। কিন্তু যদি আপনি বোঝেন তাহলে কেউ পর নয়।

মুখের হাসি দিয়ে কষ্টকে ভুলিয়ে দিন। কম কথা বলুন কিন্তু সবকিছু বলে দিন। নিজে মন খারাপ না করে সবাইকে হাসান। এটাই জীবনের রহস্য, বাচুঁন আর বাচাঁ শিখিয়ে দিন।

যার ভিতরে কোনো লোভ থাকে না সে তার জীবনে এবং তার কাজকে দায়িত্ব সহকারে করে।

মানুষ অর্ধেক বয়স পর্যন্ত টাকা রোজগার করে আর ওই টাকা রোজগার করতে গিয়ে সে তার শরীরকে নষ্ট করে ফেলে। আর বাকি অর্ধেক জীবন ওই শরীরকে ঠিক করতে টাকা লাগিয়ে দেয়। আর সব শেষে, না শরীর থাকে, না টাকা।

সব সময় খুশিতে থাকা দরকার কারণ চিন্তা করলে কালকের সমস্যার সমাধান হয়ে যাবে না। বরং আজকের শান্তিটা চলে যাবে।

আমাদের জীবনের বাবা-মা ওই সূর্যের মতোই। একটু গরম কিন্তু না থাকলে অন্ধকার নেমে আসে।

প্রার্থনা করুন, কেবল এই জন্য নয় যে আপনার কোনো কিছুর প্রয়োজন বরং এই কারণে যে, ধন্যবাদ আমাদের কাছে যা কিছু আছে তার জন্য।

এতে কিছু যায় আসে না যে, আপনি এখন ধীরে চলছেন। বরং আপনি এখনও তাদের থেকে এগিয়ে আছেন যারা এখনো পর্যন্ত কিছু শুরুই করে নি।

আমাদের জীবন তো তিনটি পেইজ এর মতো। যার প্রথম ও শেষ পেইজ উপরওয়ালা নিজেই লিখে দিয়েছেন। প্রথম পেইজে জন্ম এবং শেষ পেইজে মৃত্যু।
আর মাঝের পেজটি আমাদের নিজেদেরকেই লিখতে হবে। তাই সেটা ভালোবাসা বিশ্বাস এবং হাসি দ্বারা পূর্ণ করুন।

আপনার ভিতরে কোনো কমতি থাকলে সেটা আপনিই পূর্ণ করতে পারবেন, অন্য কেউ না। তাই নিজের কমতি কারোর কাছে শেয়ার করবেন না।

ভালো মানুষ না খুঁজে নিজেই ভালো হয়ে যান, তাহলে এই পৃথিবী থেকে একটি খারাপ মানুষ কমে যাবে।

জীবন আপনার একদিনের হোক বা চারদিনের। তাকে এমন ভাবে বাচুঁন যাতে মনে হয়, জীবন আপনি পান নি, বরং জীবন আপনাকে পেয়েছে।

কত আজব তাই নাহ? পৃথিবীতে ৮৪ লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে। কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না।

কাউকে কখনো কষ্ট দিবেন না। কারন আপনার দেওয়া প্রত্যেকটা জিনিসই একদিন না একদিন আপনার কাছে হাজার গুণ হয়ে আপনার কাছেই ফিরে আসবে।

খারাপ কখনো হার মানতে চায় না আর ভালো কখনো হেড়ে যায় না।

"প্রিয় পাঠকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন? আমি লিমন, একজন ক্ষুদে লেখক। আমি প্রেরণা, অনুপ্রেরণা এবং ইসলামিক লেখালেখি করি। বর্তমানে আমার লিস্টে কিছু পাঠকের প্রয়োজন। তাই আপনার সমস্যা না হলে, আপনি আমার লিস্টে যুক্ত হতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম "

সবশেষে আমার পক্ষ থেকে,
রাস্তা যতই পরিস্কার হোক না কেনো, ধূলো তো সেখানে হবেই। একইভাবে মানুষ যতই ভালো হোক না কেনো ভূলতো সে করবেই।

আমি আমার জীবনে সবাইকে গুরুত্ব দেই। কারণ, যে ভালো হবে সে আমার সাথেই থাকবে এবং যে খারাপ হবে সে আমাকে শিক্ষা দিয়ে যাবে। আর জীবনে "সাধ" এবং "শিক্ষা" দুটোরই অনেক প্রয়োজন আছে।

ধন্যবাদ সবাইকে। ❤️

লেখক - আতিকুর রহমান লিমন

11/02/2022

😔📴

07/02/2022

৭ ফেব্রুয়ারি - রোজ ডে! (আমার গোলাপ দেওয়ার মতো কেউ নাই!)
৮ ফেব্রুয়ারি- প্রপোজ ডে (প্রপোজ করার জন্য ও কেউ ছিলোনা, আর নাই ও)
৯ ফেব্রুয়ারি- চকলেট ডে (চকলেট ভাল্লাগেনা৷ কাউকে দেওয়ার ইচ্ছাও নাই, নিজের টাকায় কিনে খেতে পারে চাইলে)
১০ ফেব্রুয়ারি-টেডি ডে (থাক! কিছু আর না বলি)
১১ ফেব্রুয়ারি- প্রমিস ডে (নিজের কাছে নিজেই সকালে প্রমিস করে বিকালে ভুলে যাই,এইটা আমার জন্য না!)
১২ ফেব্রুয়ারি- কি'স ডে (বাচ্চাকাচ্চাদের আ!দর দিতে আবার বিশেষ দিন লাগে নাকি?)
১৩ ফেব্রুয়ারি- হাগ ডে (আহারে! দীর্ঘনিঃশ্বাস)
১৪ ফেব্রুয়ারি- ভ্যালেন্টাইন ডে (এত্তো প্রেম ভালোবাসা নাই আমার মনে)

*ফেব্রুয়ারি কে ব'য়!//কট করলাম! এই মাসের এই কয়েকটা দিন আমার জন্য না!☺️

07/02/2022

.·´¯`(>▂

" সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।"বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্...
05/02/2022

" সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।"

বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা উপলক্ষ্যে সকল রাজ্যবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

04/02/2022

Like, follow and share the page😔🙏🙏

🥰🥰🥰
03/02/2022

🥰🥰🥰

মনযোগ দিয়ে ছবির দিকে তাকান, এটি একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা!আপনি কি দেখছেন? অন্তরঙ্গ অবস্থায় নারী-পুরুষ?বিজ্ঞানীরা প্রম...
03/02/2022

মনযোগ দিয়ে ছবির দিকে তাকান, এটি একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা!
আপনি কি দেখছেন? অন্তরঙ্গ অবস্থায় নারী-পুরুষ?
বিজ্ঞানীরা প্রমান করেছেন যে এই ছবিটিতে শিশুরা কোন প্রেমিক-প্রেমিকার অবস্থান সনাক্ত করতে পারেনা কারণ তাদের মস্তিষ্ক এরকম কোন দৃশ্যের সাথে
পরিচিত নয়।
শিশুরা এই ছবিতে ৯টি ডলফিন দেখতে পায়।
মনস্তাত্ত্বিক দূষণ নির্ধারণ করতে এই পরীক্ষাটি করা হয়।
যদি ৬ সেকেন্ডের মধ্যে ডলফিন খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে আপনার মন দূষিত।

02/02/2022

🥴🤭📴

02/02/2022

- পৃথিবীর সবচেয়ে দামী জিনিস গুলোই সিঙ্গেল হয়!"🥰

- যেমন চাঁদ, সূর্য, আর আমি!"🙈 🥴

02/02/2022

😢😢

যেখানে Kiss ছাড়া কেও ঘুমাতে যায় না,সেইখানে রিলেশন কিভাবে পবিত্র।🙂💔যেখানে অশ্লীল কথা ছাড়া কথাগুলো বিরক্তকর লাগে, সেইখ...
01/02/2022

যেখানে Kiss ছাড়া কেও ঘুমাতে যায় না,সেইখানে রিলেশন কিভাবে পবিত্র।🙂💔

যেখানে অশ্লীল কথা ছাড়া কথাগুলো বিরক্তকর লাগে, সেইখানে রিলেশন কিভাবে পবিত্র।🙂💔

যেখানে লুচ্চামি ছাড়া মেয়েরা পটে না, সেইখানে রিলেশন কিভাবে পবিত্র।🙂💔

যেখানে হাত ধরাধরি ছাড়া রাস্তায় চলা যায় না,সেইখানে রিলেশন কিভাবে পবিত্র।🙂💔

যেখানে Park এ যাওয়া ছাড়া থাকা যায় না,সেইখানে রিলেশন কিভাবে পবিত্র।🙂💔

যেখানে শরীরের প্রতিটি অঙ্গের পিক না দেখলে ব্রেকাপ দেওয়া হয়,সেইখানে রিলেশন কিভাবে পবিত্র। 🙂💔

যেখানে বিয়ের আগেই Room Date করা হয়,সেইখানে রিলেশন কিভাবে পবিত্র..!🤬

একটাই কথা বলতে চাই ভালোবাসা পবিত্র রিলেশন না..!🌺

সব শেষ এ একটাই কথা বলতে চাই ভালোবাসা হালাল কিন্তু রিলেশন না..!🌺🌼🌸

মনে ভয় রাখুন হিসাব দেওয়া লাগবে,কিভাবে দিবেন এইসব হিসাব মৃত্যুর পর।🙂

এটা দুনিয়া আখিরাত না, দুনিয়াটা হলো এক বিন্দু পানির মতো।😇

আর আখিরাত হলো একটা সাগরের মতো শুরু আছে কিন্তু শেষ নাই।☺️

সবাই পাপ করছে বলে আপনি করবেন ,জান্নাতে যেমন সবাই যাবে না, তেমনি জাহান্নামেও সবাই যাবে না।😊

আপনার হিসাব কিভাবে দিবেন সেইটা আপনি চিন্তা করেন।🖤

কাওকে আঘাত করার জন্য কথাগুলো না কাওকে ভালো পথে আনার জন্য কথাগুলো..!💞
😍😍😍😍😍😍😍
কথায় ভুল থাকলে ক্ষমার চোখে দেখবেন..!🙏
🥰

01/02/2022

💖😔

01/02/2022

- সকালে উঠে good morning শোনার মত কপাল আমার নেই🙄🐸

Address

Khagrachari

Telephone

+8801628356782

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priyo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo:

Videos

Share

Category

Nearby media companies



You may also like