Sharm's It Limited

Sharm's It Limited we are here to solution your it related problem

বন্যার্তদের জন্য সাদাকাহ করার বিশ্বস্ত কিছু পেইজ লিংক দেওয়া হলো:১. As Sunnah Foundation https://www.facebook.com/share/p...
22/08/2024

বন্যার্তদের জন্য সাদাকাহ করার বিশ্বস্ত কিছু পেইজ লিংক দেওয়া হলো:

১. As Sunnah Foundation

https://www.facebook.com/share/p/Z8U3JPibrqabNy9t/?mibextid=oFDknk

২. Sab'a Sanabil Foundation
https://www.facebook.com/share/p/fo8Nxi1NDxz7DpGc/?mibextid=oFDknk

৩. Muslim Youth, Noakhali
https://www.facebook.com/share/p/SeXFQUScfmVDKvq7/?mibextid=oFDknk

৪. Siraat Foundation

https://www.facebook.com/share/p/LdqD3z4t1eyUf4SK/?mibextid=oFDknk

৫. 3Tk/Day For Ummah

https://www.facebook.com/share/p/EqjPYmMuNmRKqWk6/?mibextid=oFDknk

৬. হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন।
https://www.facebook.com/share/p/8HZGrREYQ9TbiCan/?mibextid=oFDknk

৭. Madrasatus Sunnah Noakhali

https://www.facebook.com/share/p/6D8ywibChigsAU6y/?mibextid=oFDknk

৮. হাফিজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।

https://www.facebook.com/share/p/iRKkT5YDmBzE13oG/?mibextid=oFDknk

৯. তরঙ্গ সংঘ।

https://www.facebook.com/share/p/LHi2HfHbXKMRo2VM/?mibextid=oFDknk

১০. কুমিল্লা দাওয়াহ সার্কেল।

https://www.facebook.com/share/p/Nki865hfTCjercQ5/?mibextid=oFDknk

গত কয়েকদিনের টানা বর্ষণে ডুবে গেছে কুমিল্লার গোমতী নদীর পাড় সংশ্লিষ্ট এলাকার বাড়িঘর। লোকজনেরা আশংকা ও ভয় নিয়ে দিনাতিপাত করছে। এ অবস্থায় আমরাও বসে থাকতে পারিনা। ইতোমধ্যে সকালে আমাদের একটি টিম পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসেছে। আজ রাতেই তাদের জন্য রান্না করা রাতের খাবার পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু দরকার কয়েকদিনের শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী, নিরাপদ পানি ইত্যাদি৷ আমাদের একার পক্ষে সম্ভব না, তাই আপনাদের সহযোগিতা চাই। মুক্ত হস্তে এগিয়ে আসুন।

ডোনেশন পাঠানঃ- (লিমিট শেষ দেখালে অন্যটাতে চেষ্টা করুন)
01603240479(বিকাশ/নগদ/রকেট)।
01782618332 (বিকাশ/নগদ/রকেট)
01601712139 (বিকাশ/নগদ)
01781712139 (রকেট)
রেফারেন্স এ flood লিখে দিবেন।

Bank:

Ibn Fahad Foysal
2103216332001
City Bank , cumilla branch

06/08/2024

দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক।
১. আজ থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আজ থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আজ থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আজ থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আজ থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
ইন-শা-আল্লাহ।

Copied

05/08/2024

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

11/07/2024

‎রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) নিষেধ করেছেন:

আবু হুজায়ফা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) নিষেধ করেছেন, রক্ত বিক্রয় মূল্য হতে, কুকুর বিক্রয়ের মূল্য হতে, ব্যভিচার বা যেনার বিনিময় হতে এবং তিনি লা’নত করেছেন সুদ গ্রহীতার প্রতি ও সুদদাতার প্রতি। তিনি আরও লা’নত করেছেন ঐ ব্যক্তির প্রতি যে দেহের কোন অংশ (নাম বা চিত্র ইত্যাদি) উলকী করে এবং যে উলকী করায়। এতদ্ভিন্ন ছবি অংকনকারীর প্রতিও লা’নত করেছেন (বুখারী, মিশকাত হা/২৭৬৫)।

ঊপদেশ, হাদিস নং ৪০
হাদিসের মান: সহিহ হাদিস

আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার
লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লাবিল্লাহ
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিছ
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম

اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلاً

"আল্লহু আকবার কাবীরা- ওয়াল হামদুলিল্লা-হি কাসীরা- ওয়া সুবহা-নাল্ল-হি বুকরাতান ওয়া আসীলা-”

(অর্থাৎ- আল্লাহ সর্বশ্রেষ্ঠ, বড়। সব প্রশংসা আল্লাহর। আর সকাল ও সন্ধ্যায় তারই পবিত্রতা বর্ণনা করতে হবে।)। সহীহ মুসলিম হাদিস নম্বরঃ ১২৪৫

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির

" سُبْحَانَ اللَّهِ عَدَدَ خَلْقِهِ سُبْحَانَ اللَّهِ رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ ‏"‏ ‏.

সুবহানাল্লাহি আদাদা খালকিহি (আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তাঁর সৃষ্টি সংখ্যার সমান), সুবহানাল্লাহি রিদা নাফসিহী (আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তাঁর সন্তুষ্টি মোতাবেক), সুবহানাল্লাহি যিনাতা আরশিহি (আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তাঁর আরশের ওজনের সমপরিমাণ) এবং সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি (আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তাঁর কালাম সমুহের সমপরিমাণ)। ইবনে মাজাহ ৩৮০৮

লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমীন

আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান্নার

আললাহুমমা ইন্নি আউ’জুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ’লামু ওয়া আসতাগফিরুকা লিমা- লা- আ’লামু। (মুসনাদে আহমাদ, ছহিহ জামে)

অর্থ : ‘হে আল্লাহ! আমার জানা অবস্থায় তোমার সাথে শিরক করা হতে তোমারই নিকট আশ্রয় চাই। আর অজানা অবস্থায় শিরক হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করছি।

‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى ‏"‏ ‏
বাংলা উচ্চারণ: "আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা"

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ দু’আ করতেন, “হে আল্লাহ্‌! তোমার কাছে আমি হিদায়াত, তাকওয়া , চরিত্রের নির্মলতা ও আত্মনির্ভরশীলতা প্রার্থনা করি”। জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৪৮৯

"আল্ল-হুম্মা আ-তিনা- ফিদ্দুন্ইয়া- হাসানাতাও ওয়াফিল আ-খিরতি হাসানাতাও ওয়াকিনা- ‘আযা-বান্ না-র”। অর্থাৎ- ‘হে আল্লাহ! আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান কর এবং আখিরাতে কল্যাণ দান কর। আর আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে বাঁচিয়ে রাখো।’ সহিহ মুসলিম, হাদিস নং ৬৭৩৩

" اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ ‏"‏ ‏

“আল্লাহুম্মা আঈন্নী ‘আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ‘ইবাদাতিকা” (অর্থ : হে আল্লাহ! আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ‘ইবাদাতে আমাকে সাহায্য করুন)।

আল্লাহুম্মাগফিরলী ওয়ালিল মু'মিনীনা ওয়াল মু'মিনাত, ওয়াল মুসলিমীনা ওয়াল মুসলিমাত।

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি

আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা;ফু আন্নি 'হে আল্লাহ! তুমি ক্ষমাশীল! ক্ষমা পছন্দ করো তাই আমাকে ক্ষমা করো'

আল্লাহুম্মাগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া ঝুল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়্যাতাহু ওয়া সিররাহু।’ (মুসলিম, মিশকাত)অর্থ : হে আল্লাহ! তুমি আমার ছোট-বড়, পূর্বের-পরের এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল গোনাহ মাফ করে দাও।

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা

05/07/2024

এমন বিয়ে কেউ কখনো দেখেছেন?
নেওয়া তো দূরের কথা দেওয়া নিয়ে কাড়াকাড়ি!!!

গত পরশু একটি বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম
আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। সত্যিই এমন বিয়ে বরকতময় কোন সন্দেহ নেই,ইনশাআল্লাহ।

আসরের পরে বিয়ে,
মাগরিবের পরে মেয়েকে তুলে নিল,
তারপর দিন জোহরবাদ ওলিমা।

বরযাত্রী হলো শুধুমাত্র দুজন: ছেলে, ছেলের বাবা।
আরো আশ্চর্যের বিষয় হল: পূর্ব থেকেই শর্ত দেয়া আছে,
কোন খাবার এর ব্যবস্থা করা যাবে না। করলেও তারা খাবে না।
বাধ্য হয়ে সকল অর্ডার ক্যানসেল করলাম। বাবুর্চিকেও বিদায় দিলাম।

অথচ ছেলেপক্ষ পূর্ণ মোহরানা আদায় করেছে মেয়ের , এক টাকাও বাকি রাখেনি।
ওদিকে পরদিন জোহরবাদ অলিমায় মেয়ে পক্ষের সকল আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়েছে।
এবং বলেছে যে কোন মূল্যে সকলকে আসতে হবে।

বাসর করেছে ছেলের ঘরে, মেয়ের ঘরে তারা বাসর করতে দেয়নি।
যাতে তাদের কোন খরচ না হয়।

ফার্নিচারের অর্ডার দিতে চেয়েও পরামর্শ ক্রমে দেয়া হয়নি।
কারণ ছেলেপক্ষ কোন ফার্নিচার গ্রহণ করবে না।

জিজ্ঞেস করলাম ছেলের বাবাকে আপনারা এমনটা কেন করছেন?
কিছুই তো গ্রহণ করতে চাচ্ছেন না। এমনকি এক লোকমা খাবার খেতে চাচ্ছেন না।

ছেলের বাবা: একটা মেয়ের বাবা মেয়েকে ছোট সময় থেকে সম্পূর্ণ স্বার্থহীনভাবে ভরণপোষণ দিয়ে থাকে, শিক্ষা দীক্ষা দিয়ে থাকে।
তারপরে সেই জলজ্যান্ত মেয়েটিকে অন্য একটি পুরুষের ঘরে দিয়ে দেয়।
বিয়ে দেওয়ার সময় কতটা কষ্ট তাঁদের ভিতরে থাকে।

তারপর যদি আবার সেই পিতার উপরে বিভিন্ন বিষয় চাপিয়ে দেয়া হয়,কত বড়ই না জুলুম হবে তাঁদের উপর।

এটা কোন বানানো ঘটনা নয় বরং এটা হচ্ছে আমারই এক বন্ধুর আপন মামাতো বোনের বিবাহের সংক্ষিপ্ত বিবরণ।

সংগ্রহীত
আমরা কি বলি ,ইসলাম কি বলে

02/07/2024

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কিছু প্রিয় কাজ,,,,,

১। বিপদের সময় মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলতেন। [মুসলিম- ২৫৩১]

২। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পরতেন।
[মুখতাসার যাদুল মা'আদ- ১/২৭]

৩। ধোঁয়া ওঠা গরম খাবার, ঠান্ডা না হওয়া পর্যন্ত খেতেন না
[বায়হাকি-৪২৮]

৪। সুন্নাত ও নফল সলাতগুলো নিজের ঘরে আদায় করতেন।
[বুখারী- ৭৩১]

৫। ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে ফিরে দুই রাকাত সালাত আদায় করতেন। [মুসনাদে বাযযার- ৮৫৬৭]

৬। কখনো দাঁড়িয়ে জুতো পরতেন না। [আবু দাউদ- ৪১৩৫]

৭। যতই ভালো খাবার হোক, কখনো ভরপেট খেতেন না। [তিরমিযী- ২৪৭৮]

৮। ফজরের সলাতের পর সলাতের স্থানে বসে তাসবীহ-তাহলীল করতেন এবং সূর্য উঠার পর দুই রাকাত সলাত আদায় করতেন।
[আরশিফু মুলতাকা- ৪৫৬৯]

৯। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত-পা মুছে মসজিদে জামাতে শরিক হতেন। [তাবরানী- ৬১৩৯]

১০। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দিতেন। [মুসনাদে আহমাদ- ২৭৫০৮]

১১। রাতে অজু অবস্থায় ঘুমাতেন। [ফাতহুল বারি- ১১/১১০]

১২। মাঝে মাঝে খালি পায়ে হাঁটতেন। [আবু দাউদ- ৪১৬০]

১৩। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতেন। [সহীহ মুসলিম- ৮৯৮]

১৪। বৃষ্টি শুরু হলে দু'আ করতেন। [সহীহ বুখারী- ১০৩২]

১৫। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটতেন। [বুখারী- ৫২১১]

১৬। স্ত্রীর রান্না করা হালাল খাবারের কখনো দোষ ধরতেন না; কোন কিছু খেতে না চাইলে চুপ থাকতেন। [মুসলিম- ২০৬৪]

১৭। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করতেন- 'আমি জানি না'। [বায়হাকী- ১৭৫৯৫]

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর পুরো জীবনই আমাদের জন্য অনুসরণীয়। মা’ শা’ আল্লাহ
আলহামদুলিল্লাহ ...

ইয়া আল্লাহ,,,,,,,
আপনি আমাদেরকে আপনার প্রিয় রাসূলের প্রিয় সুন্নাতগুলো আমল করার তাওফিক দান করুন,

আমিন।

বিশ্বাস

01/07/2024

#বৃষ্টি_নেয়ামত

নিজের এবং পরিবার অন্যদের নিয়ে সুস্থতায় রুকইয়াহর নিয়্যাতে বৃষ্টিতে ভিজার চেষ্টা করলে ভালো হয়, আর এই ঘোর বর্ষায় ভিজার সুযোগও আছে আলহামদুলিল্লাহ। । দুঃশ্চিন্তা, ভয়, বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা, ওসিডি কিংবা ওয়াসওয়াসা, শারীরিক দুর্বলতা, অবসাদ, নজরজনিত সমস্যার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজুন। এতে করে আইন, হাসাদ নষ্ট হবে,ইনশাআল্লাহ।হয়তো এইবার এই বৃষ্টিই আপনার অনেক সুস্থতা বয়ে আনবে।

সুরা আনফাল আয়াত ১১,
❝যখন তিনি (আল্লাহ) তাঁর পক্ষ থেকে প্রশান্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন, আকাশ হতে বারি বর্ষণ করেন, (উদ্দেশ্য ছিল) তোমাদেরকে এর দ্বারা পবিত্র করবেন এবং তোমাদের হতে শাইতানের কু-মন্ত্রনা দূর করবেন, আর তোমাদের হৃদয়কে সুদৃঢ় করবেন এবং তোমাদের পা স্থির ও প্রতিষ্ঠিত রাখবেন।❞

বৃষ্টিতে বের হওয়া ও কাপড় ভেজানো সুন্নত

আনাস (রা.) কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন, একবার আমরা রাসুল (সা.)-এর সঙ্গে ছিলাম; তখন আমাদের বৃষ্টি পেল। তখন রাসুল (সা.) তার গায়ের পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন— যাতে করে গায়ে বৃষ্টি লাগে। তখন আমরা বললাম, হে আল্লাহর রাসুল! আপনি কেন এমনটি করলেন? তিনি বললেন, ‘কারণ বৃষ্টি তার প্রতিপালকের কাছ থেকে সদ্য আগত।’ (মুসলিম, হাদিস : ৮৯৮)

এছাড়াও, এখন বর্ষাকাল তাই ঝড় বাদল আর ব্জ্রপাত এর সময়।তাই মনোযোগ সহকারে দিল লাগিয়ে বজ্রপাত শোনার চেষ্টা করুন, কারণ শইত্বান ব্জ্রপাত এর শব্দ ভয় পায়।
দুয়া করুন যাতে, ব্জ্রপাত এর সময় শইত্বান এর ধংস্ব হয়ে আল্লাহতায়ালা জ্বীন জাদু মুক্ত করেন।

~ Dr. Muhammad Shakawat Hossain

01/07/2024

আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি.!❤☺🤔
ফজর- ২ x ৩৬৫ দিন = ৭৩০ রাকাআত
যােহর- ৪ x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
আসর- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মাগরিব- ৩ x ৩৬৫ দিন = ১০৯৫ রাকাআত
এশা- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মােট = ৬২০৫ রাকাআত
সুন্নাত এবং নফল সালাত তাে বাদই দিলাম !!
১ বছরে (৩৬৫ x ৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত।
অর্থাৎ বছরে ১৮২৫ বার আপনাকে আযানের মাধ্যমে
ডাক দেয়া হয়।
আপনি কয়বার সাড়া দিয়েছিলেন ?
আপনার মনে কি একটুও অনুশােচনা হওয়ার কথা না ?
কি ভেবেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না?
এখানে শুধু ১ বছরের একটু ধারণা তুলে ধরা হল,
আল্লাহ্'র কাছে পুরাে জীবনের হিসাব কিভাবে দিবেন. ?
কি অবস্থা হবে সেদিন ?
আসুন!!
আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করি।
আল্লাহর ডাকে সাড়া দেই।আল্লাহ্ কে ডাকি।
আল্লাহ নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করার তৌফিক দান করুক...... 🤲🤲🤲আমিন।🤲🤲🤲.

Today, you can not avoid online and Your online presence deserves the very best. we're here to deliver just that. We bui...
29/05/2024

Today, you can not avoid online and Your online presence deserves the very best. we're here to deliver just that. We build your website to ensure brand visibility and make your digital dream a reality. The website and service we provide:

>E-commerce Website
>Corporate Website
>Educational Website
>Real Estate Website
>Travel and Tourism Websites
>News and Media Website
>Responsive Web Design
>User Experience (UX) Optimization
>Website Maintenance

Contact us today.

Call: 01628755283
Website: https://sharmsit.com
Email:[email protected]
🏢 House No # 527/A ,Shamim shorini,shewrapara

Site meta description

We are the Number  #1 Website Development in Bangladesh. If you are serious about your online presence and concerned abo...
26/05/2024

We are the Number #1 Website Development in Bangladesh. If you are serious about your online presence and concerned about quality, we are here for you

☘️Only those who really want to grow and achieve success in the current business world and want to make online presence secure and effective, can contact us.

☘️We basically make the international-level website
☘️We are providing quality website for your business and making your online presence more effective.
☘️We have made more than 100+ websites all over the world.
☘️We are focused on client satisfaction and give long-term support to our clients. Because technical support is important.
☘️We maintain unique code and design for each client. You will get a fully automated solution for your purpose from our expert developer team.
☘️We use advanced technology to compete with the current world.
🍀We are expert in Super Vpn service.
🍀SEO optimizition is our strong part.

Website Price starts from 30,000/- BDT Only.

👔 Business website
🛒 E-commerce website
🎨 Creative Portfolio
💼 Corporate Site
🤳Vpn service
🍀cv making
🅰️Android App
🆔Ios App development
# our website link : https://sharmsit.com/
if you feel comfortable
message us

Site meta description

26/05/2024

ছোটবেলা থেকেই যখনই কোথাও যেতাম / যাই সবসময়ই কবরবাসীকে সালাম দিয়ে যাই। এই সালামের এত ফজিলত জানতাম না। আল্লাহ পাক কবুল করুক 😔😔

আপনি রাস্তা দিয়ে কারো সাথে কথা বলতে বলতে হাটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন। হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেলো রাস্তার পাশের একটি কবর দেখে।মুখ থেকে বেরিয়ে গেলো_

"আসসালামু আ'লাইকুম ইয়া আহলাল কুবুর"
অর্থঃ হে কবরবাসী! আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।

ঠিক সেই সময়ে সেই কবরবাসী ছিলো আযাবের ফেরেশতাদের দখলে যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিলো সেই কবরবাসীর দেহকে। আশ্চর্য! আপনার কয়েক সেকেন্ডর এই দুয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ এলো, তার শাস্তি থামিয়ে দিয়ে তার উপর শান্তি বর্ষিত হলো।

প্রায় ২০/৩০ বছর পর আজ আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা। ক্রমান্বয়ে আপনার উপরেও চলছে আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করেই তারা আঘাত করা বন্ধ করে দিলো। কিছু সময়ের জন্য আপনি সুকুন পেলেন।

আপনার মনে পড়ে গেলো ওই যে সেই দিনগুলোর কথা যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট্ট দুয়াটি করে যেতেন। আজ সেভাবেই কোনো এক পথিকের ও আপনার কবর দেখে মায়া হলো, আপনার মতো তিনিও সেই ছোট্ট দুয়াটি পড়ে আপনাকে কিছুক্ষণ এর জন্য আযাব থেকে মুক্তি দিলো।

আপনি যে দুয়া করবেন তা আপনার জন্যও আল্লাহ ফিরিয়ে দিবেন। কেননা, আল্লাহ প্রতিটি ভালো কাজের জন্য পুরস্কার দেন।

প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি।অথচ ভুলেই যাই এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় বিচরণ করতো। দৈনিক রাস্তা পার হতে ততক্ষন কবর দেখে দুয়া করুন, যতক্ষন আপনি কবরের আযাব থেকে মুক্তি পেতে চান।

আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলের তৌফিক দিন।

কালেকটেড❤️

02/05/2024

free VPN for Android without registration: sharmsit.com. Unleash the Web with a free VPN for Android without registering.

Discount Discount Discount পবিত্র ইদুল ফিতর উপলক্ষে sharms it দিচ্ছে সকল website making এর উপর 24% ডিসকাউন্ট। তবে আর দের...
31/03/2024

Discount Discount Discount
পবিত্র ইদুল ফিতর উপলক্ষে sharms it দিচ্ছে সকল website making এর উপর 24% ডিসকাউন্ট।
তবে আর দেরি কেন?
নিজের বিজনেস কে সুন্দর ভাবে গুছিয়ে আপনার বিজনেস এর মাএা বাড়িয়ে দিতে পারেন বহুগুণ।
একমাত্র আমরাই দিচ্ছি নিরাপদ Domain -Hosting ar আস্থা
আমাদের ওয়েবসাইট লিংক

https://sharmsit.com

31/03/2024

#মুক্ত_পোস্ট

রমযান মাসে প্রতিদিন কিছুটা সময় মৃতদের জন্যে দুয়া করুন।

কবরের জীবনে কে কেমন আছে আমরা কেউই তা জানি না! পরিচিত - অপরিচিত অনেকে আমাদের মাঝে নেই; আসুন দুয়ার মাধ্যমে আমরা তাদের এবং নিজেদের জন্য কল্যাণ কামনা করি।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
নিশ্চয়ই রমযানের দিবারাত্রে বরকতময় মহান আল্লাহর জন্য রয়েছে বহু দোযখ থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিবর্গ যাদেরকে তিনি মুক্ত করে থাকেন। আর প্রত্যেক মুসলিমের জন্য রয়েছে প্রত্যহ দিবারাত্রে গ্রহণ কবুলযোগ্য দু‘আ। প্রার্থনা করলে মঞ্জুর হয়ে থাকে।
(হাদিস সম্ভার:১০৩১)

‘হে আমাদের রব, আমরা নিজদের উপর যুলম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব’।
[আ'রাফ:২৩]

‘হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।’
[মূমিনুন:১১৮]

‘হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকান্ড সঠিক করে দিন’।
[কাহফ:১০]

‘হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে, সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন’।
[ইবরাহীম:৪১]

‘হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন’।
[বানী ইসরাঈল বা ইসরা:২৪]

হে আমার রব, আপনার নিকট দো‘আ করে আমি কখনো ব্যর্থ হইনি’।
[মারইয়াম:৪]

‘হে আসমানসমূহ ও যমীনের সষ্টা! আপনিই দুনিয়া ও আখিরাতে আমার অভিভাবক। আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন।’
(সূরা ইউসুফ, আয়াত ১০১)

© মাহমুদ হাসান

03/02/2024

Address

Shamim Sharani, Shewrapara
Kazipara
1216

Opening Hours

Monday 06:00 - 21:00
Tuesday 06:00 - 21:00
Wednesday 06:00 - 21:00
Thursday 18:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 06:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharm's It Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Digital creator in Kazipara

Show All