Merry Vabna

Merry Vabna Merre Vabna
(1)

 #পুরুষ মানুষের অবহেলা বা যত্ন, একজন নারীকে নতুন করে গড়ে উঠতে সাহায্য করে।
22/12/2024

#পুরুষ মানুষের অবহেলা বা যত্ন, একজন নারীকে নতুন করে গড়ে উঠতে সাহায্য করে।

 #অন্ধ প্রেমিক😄😄😄 #এক অন্ধ ব্যক্তি রেস্টুরেন্টে খেতে ঢুকেছেন। #ওয়েটার দৌড়ে এসে জিজ্ঞেস করলেন : মেনু বলবো স্যার? #তিনি ...
21/12/2024

#অন্ধ প্রেমিক😄😄😄

#এক অন্ধ ব্যক্তি রেস্টুরেন্টে খেতে ঢুকেছেন।

#ওয়েটার দৌড়ে এসে জিজ্ঞেস করলেন : মেনু বলবো স্যার?

#তিনি বললেন : আপনি রান্না করার খুন্তি নিয়ে আসুন, আমি গন্ধ শুঁকে খাবারের অর্ডার দেবো।

@ওয়েটার রেস্টুরেন্টটির ম্যানেজারকে বিষয়টি জানালেন। ম্যান্ডেলার রান্নাঘর থেকে একটা খুন্তি এনে দিলেন।

@অন্ধ ভদ্রলোক সেটা শুঁকে নিয়ে বললেন : আমাকে গার্লিক ব্রেডের সাথে স্প্যানিশ ওমলেট দিয়ে দিন!

@ম্যানেজার অবাক!

#আসলেই কিছুক্ষণ আগে ঐ খুন্তি দিয়ে স্প্যানিশ ওমলেটই তৈরি করা হয়েছে!

#এইভাবে অন্ধ ব্যক্তিটি রোজ আসেন, আর হাতা বা খুন্তি শুঁকে তাঁর পছন্দের খাবার অর্ডার করেন। ঠিক ঠিক, যে যে রান্না সেদিন হয়েছে!

#ম্যানেজার ভাবলেন, দেখি একদিন অন্যরকম ভাবে পরীক্ষা করবো।

#খুন্তিটি পরের দিন ভালো করে ধুয়ে মুছে কিচেনে গিয়ে ম্যানেজার তার বৌ সোনালীকে বললেন : তুমি খুন্তিটি ভালো করে তোমার ঠোঁটে ঘষে দাও🥰

#সোনালী তাই করে তার স্বামীর হাতে দিয়ে দিলেন🥰😙

#ম্যানেজার অন্ধ ব্যক্তিটিকে খুন্তিটি দিলেন। খুন্তিটি হাতে নিয়ে শুঁকে আনন্দে আত্মহারা হয়ে বললেন : ও মাই গড😳!!!

#এ তো সোনালী! আমার পুরনো প্রেমিকা! সে কি এই রেস্টুরেন্টে কাজ করে😳😳⁉

21/12/2024

বুয়েট সরাসরি থেকে সম্প্রচার👇

20/12/2024



 #কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ।  #আপনাদের কেমন লাগছে...
20/12/2024

#কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ । #আপনাদের কেমন লাগছে ⁉

 #লাইফে  #টাকার  #গুরত্ব তখন বুঝতে পারবেন যখন দেখবেন মার্কেটে আপনার আদরের  #সন্তান একটা খেলনা পছন্দ করেছে কিন্তু আপনি কি...
19/12/2024

#লাইফে #টাকার #গুরত্ব তখন বুঝতে পারবেন যখন দেখবেন মার্কেটে আপনার আদরের #সন্তান একটা খেলনা পছন্দ করেছে কিন্তু আপনি কিনে দিতে পারছেন না। যখন দেখবেন #স্ত্রী সহ বিয়েতে গিয়েছেন, আপনার স্ত্রীকে একদম ফিকে লাগছে।

#শশুরবাড়িতে গিয়েছেন, আপনি এবং অন্য জামাই দুজনের প্রতি দুই রকমের ব্যাবহার এবং সমাদর।

#আপনার বউয়ের গোমড়া মুখ দেখলে বুঝবেন টাকা কেনো প্রয়োজন। বউয়ের ছোট ছোট ইচ্ছেগুলো পুরন করতে না পারলে বুঝবেন টাকা কেনো প্রয়োজন।

#সন্তান বায়না ধরে বসলো একটা সাইকেল লাগবে, বাবা হিসেবে তখন বুঝবেন টাকা কত প্রয়োজন।

#পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে বুঝবেন টাকা কেনো প্রয়োজন।

#আপনার বউ যখন দেখবে, আপনার কাছে টাকা নেই বলে কেউ আপনাকে পাত্তা দেয় না, তখন বুঝবেন টাকা কেনো দরকার!!

#টাকার গুরুত্ব তখন বুঝবেন যখন দেখবেন, আপনার কাছে টাকা নেই বলে আপনার সন্তানকে কেউ ওভাবে আদর করে না।

#আপনার কাছে টাকা না থাকলে টাকার গুরুত্ব বুঝবেন।

#তাই প্রচুর পরিমাণে টাকা কামাতে হবে এমন মনে হয় টাকা থাকলে জীবনের 90 পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যায় !!

18/12/2024




15/12/2024


     #পৃথিবীটা    #প্রেমিকা #তোমার যদি কোনো মানুষকে পছন্দ না হয়, তাহলে তুমি তার সঙ্গে সম্পর্ক রেখো না। এতে কোনো অসুবিধা ...
13/12/2024

#পৃথিবীটা #প্রেমিকা
#তোমার যদি কোনো মানুষকে পছন্দ না হয়, তাহলে তুমি তার সঙ্গে সম্পর্ক রেখো না। এতে কোনো অসুবিধা নেই, তুমি তাকে ডেকে তার মুখের উপর বলে দাও তুমি তার সাথে সম্পর্কটা continue করতে পারছো না।

#হ্যাঁ, এতে হয়তো সেই মানুষটার কষ্ট হবে, বড় একটা ধাক্কা খাবে, কিন্তু সেটা হবে একবার।

#কিন্তু বারবার সে মানুষটাকে ইগনোর করা, তার ফোন কিংবা মেসেজের রিপ্লাই না করা, ছোট্ট ছোট্ট এক্সকিউজ দেখিয়ে তাকে মিথ্যা আশায় বেঁধে রাখা, এসব করো না। এতে সামনের মানুষটার যে কষ্ট হয় তুমি হয়তো সেটা আন্দাজও করতে পারবে না।

#সামনের মানুষটাকে রেসপেক্ট করো। তোমার পোষাচ্ছে না এই সম্পর্কে থাকা, তুমি থেকো না। কিন্তু বারবার সামনের মানুষটার ফিলিংসকে আঘাত করা মোটেই ঠিক নয়। যদি পারো সম্পর্কটাকে সারিয়ে নাও, আর যদি না পারো তাহলে অন্ততপক্ষে সেই মানুষটাকে সেই মানুষটার ফিলিংস কে সম্মান করো!!😊
Vabna.✍

     #প্রেমিকা  #কিন্তু, তোমাকে কি করে বিশ্বাস করবো যে তুমি তিন বছর পর ভালো পজিশনে যাবার পর আমাকই বিয়ে করবা ⁉
13/12/2024

#প্রেমিকা
#কিন্তু, তোমাকে কি করে বিশ্বাস করবো যে তুমি তিন বছর পর ভালো পজিশনে যাবার পর আমাকই বিয়ে করবা ⁉

 #প্রেমিকা    #পৃথিবীটা এক আজব জায়গা। থাকতে কেউ মূল্য দিবে না। না থাকলে সবার ভালোবাসা জেগে উঠে। হেল্প চাইতে গেলে করতে পা...
10/12/2024

#প্রেমিকা

#পৃথিবীটা এক আজব জায়গা। থাকতে কেউ মূল্য দিবে না। না থাকলে সবার ভালোবাসা জেগে উঠে। হেল্প চাইতে গেলে করতে পারবে না। না চাইলে বলবে, "একবার বলেই দেখতো আমি হেল্প করতাম"।

কেউ কখনো মনের কথা শেয়ার করতে চাইলে একটু ধৈর্য ধরে শুনুন। মানুষ সবার সাথে মনের কথা শেয়ার করতে পারেনা। আপনার সাথে শেয়ার করতে চাইছে মানে সে আপনাকে ভরসা করছে, আপনাকে আপন ভাবছে, আপনাকে বলে হালকা হতে চাইছে, হয়তো আপনার থেকে সলুশন বা এডভাইস এক্সপেক্ট করছে।

আজ যে আপনার দারস্থ হচ্ছে, কাল সেই মানুষটা পৃথিবীতে না-ও থাকতে পারে!

আমরা শা*রী*রি*ক সম্পর্ক ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরিনা, এক সাথে একই বিছানায় ঘুমালেইকিন্তু মানুষটার কাছে যাওয়া যায়না...দু...
05/12/2024

আমরা শা*রী*রি*ক সম্পর্ক ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরিনা, এক সাথে একই বিছানায় ঘুমালেই

কিন্তু মানুষটার কাছে যাওয়া যায়না...

দুজন মানুষ ১০০ স্কয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারেনা!

আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি,

যারা বহু বছর পরও সংসারের মানে বুঝে উঠতে পারেনি!!

সংসার করতে করতে একসময় মানুষ ধরে নেয়,

একই বালিশে ঘুমানো,একই টেবিলে খাওয়া,

একই রুমে ঘুরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহন করাটাই হয়তো সংসার!! ব্যপারটা কি আসলে তাই?

তাহলে, কিছু সংসার কখনো কখনো টিকে না কেন???

তারাও তো একই বিছানায় ঘুমায়,একই টেবিলে খাবার খায়, একজন অন্যজনকে সঙ্গ*মে কো-অপারেট করে!

তবুও, সংসারগুলো ভাঙ্গে কেন???

তুমি একটা মানুষের সাথে আছো-পাশে আছো,

চোখের সামনে আছো-তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে... এই দূরত্বটা ভীষণ অন্যরকম___

বলা যায় না,বুঝানো যায় না,সহ্যও করা যায় নাহ ;

কারো বুকের উপর শুয়ে থেকেও

মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে!!

"দাম্পত্য জীবনে আসলে আমি কি চাই?"

সবই চাই, যা যা সবাই চায়!!

তবে আমি সেটাও চাই ; যেটা অনেকেই বুঝতে চায় নাহ!!

সংসার মানে আসলে অভ্যাস,

এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না ; অভ্যাস অবশ্যই, তবুও সবই কি অভ্যাস?

নতুন কিছুই কি থাকে না???

আমরা একই ছাদের নিচে থাকি,

অথচ কখনো একসাথে আকাশ দেখি না...

কখনো সমুদ্র পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না!!

আমরা কখনো জিজ্ঞাসা করিনা

"তুমি কেমন আছো?/তোমার মন খারাপ কেন?"

আমরা হাত ধরে বসে থাকি না!

আমরা সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না!!

আমরা কিছুতেই বুঝতে চাই না যে-আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরও তাকে সময় দেওয়া প্রয়োজন!!

আমরা হয়তো শরীরের দিক থেকে কাছে আসি রোজ ; অথচ,আমাদের মনের দূরত্ব বেড়েই চলে...

রান্না করার জন্য বুয়া রাখলেও হয়,

সঙ্গমের জন্য পতিতাই এনাফ ;

তবুও সংসার কেন করা লাগে বলতে পারেন??

সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আদ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না,এর বাইরেও অনেক কিছু থাকে!!

আমি একা! তুমি একা! আমরা একা! প্রচন্ড রকমের একা!!

অথচ___

"দিনশেষে আমার একটা আশ্রয় প্রয়োজন হয়,

একজন ব্যক্তিগত মানুষ প্রয়োজন হয় ;

একটা নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয়...

সমঝোতা প্রয়োজন হয়, কারো কন্ঠস্বরে আমার জন্য

গভীর ভালোবাসার প্রয়োজন হয়!!

একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয়,

এই স্পর্শটা কামনার স্পর্শ নয়

এটা শুধু মাত্র ভালোবাসার স্পর্শ ;

কামনা ছাড়া ভালোবাসা পূর্ণতা পায়না এটা ঠিক

তবে কামনা ও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না, এটাও তো মানতে হবে!!"

সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা

আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায়,

যে দাম্পত্যে প্রেম থাকে না,সেখানে অভিনয় করে বাঁচতে হয়;

এরকম অনেক দম্পতি আছে,

যারা শুধু অভিনয় করেই গোটা জীবনটা

একটা অপছন্দের মানুষের সাথে

একই ছাদের নিচে কাটিয়ে দেয়!!

দাম্পত্য জীবনে কলহ থাকবেই,

এটাকে ইন্সটেন্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না! ঝগড়া হওয়ার পর কান্না কাটি না করে

মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয়

মানুষ কি আসলে এতটাই নিষ্ঠুর-

যে "ভালোবাসাকে" অবহেলা করতে পারে!!

সংসার শুধু একটা অভ্যাস, এটা থেকে বের হতে হবে... সংসার একটা স্বর্গ!!

এখানে শুধু দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম-ভালোবাসা-নির্ভরশীলতা-গুরুত্ব-প্রায়োরিটি- শ্রদ্ধাবোধ-এডজাস্টমেন্ট সব প্রয়োজন হয় ;সব মানে সব!!

দাম্পত্য জীবন সুন্দর তখনি হয়,

যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি ;

পাশের মানুষটা অস্তিত্ব হোক,অধিকার হোক,

বেঁচে থাকার ডেফিনেশন হোক,একটা এডিকশন হোক!! আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্থ থাকার অ্যালকোহল!!

আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরী ; ভীষন জরুরী

03/12/2024

 #প্রতিটা দম্পতিদের পড়া উচিত। #খেয়াল করে দেখবেন, প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায়, রেস্টুরেন্টে, পার্কে, সিনেপ্লেক্সে, ন...
30/11/2024

#প্রতিটা দম্পতিদের পড়া উচিত।

#খেয়াল করে দেখবেন, প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায়, রেস্টুরেন্টে, পার্কে, সিনেপ্লেক্সে, নদীর পাড়ে, লেকের ধারে কিন্ত এ সমস্ত জায়গায় স্বামী স্ত্রী কে খুব কম পাবেন। কথাটা অপ্রিয় হলেও সত্য

#প্রেমিকার ভালোবাসা পেতে নতুন মডেলের আই-ফোনটা দিতে পারলে প্রেমিকের ধন্য মনে হয়। অথচ বউয়ের জন্য লাল কাঁচের চুড়িটা কিনতে গেলে বিরক্তি বোধ হয়।

#প্রেমিকার সাথে সারারাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও,বউয়ের সাথে একরাত গল্প করাটাই নেহাৎ বোকামী।

#প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক,কিন্তু বউয়ের জন্য কখনোও একটা লাল গোলাপের আবদারে তার আদিখ্যেতা লাগে।

#প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয়, অথচ বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভিষণ বড় অপরাধ।

#প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক খায়,আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে

#প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও বাধে না,আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়!

#প্রেমিকা অসুস্থ হলে ১০ মিনিট পরপরই তার খোজ নেওয়াটা কেয়ার বলে গন্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে

#একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, তার ১০ ভাগের ১ ভাগও যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো, তাহলে-এই এক জীবনে সুখের কোন কমতি থাকতো না আর চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না।

     #মায়াবী
26/11/2024



#মায়াবী

       #মায়াবী
23/11/2024




#মায়াবী

Address

Kazipara

Alerts

Be the first to know and let us send you an email when Merry Vabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share