19/09/2024
বুয়েটের আবরারকে হত্যার সঙ্গে জড়িত ছিলো ৭ জন। ফাঁসির আদেশ হইছে ২০ জনের আর ৬ জনের যাবজ্জীবন।
আবরারের পরিবারকে বুয়েট ক্ষতিপূরণ দেয় প্রতি মাসে ৭৫ হাজার টাকা। মামলার সকল খরচ বাবদ ন্যায়বিচারে বুয়েট খরচ করেছে ৫২ লাখ টাকা।
এমনি, আপনাদের মনে করিয়ে দিলাম। আপনারা সব ভুলে যান তো, তাই!
ও হ্যাঁ, গণমাধ্যম দুস্কৃতি বা মব বলেনি, সরাসরি ছাত্রলীগকে দোষারোপ করে ন্যায়বিচারে ভূমিকা রেখেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও আবরার হত্যাকাণ্ডে আটক একজনও জামিন পায়নি।
সাংবাদিক Jahid Hasan