UP to DATE

UP to DATE দেশের দীর্ঘস্থায়ী ও দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উন্নয়নই আমাদের কাম্য
(1)

20/03/2022

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় যাত্রীবাহী লঞ্চডুবির ভাইরাল ভিডিও |

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা সংলগ্ন সাগরের জলসীমা থেকে চারটি নৌকাসহ বাংলাদেশি ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সী...
17/03/2022

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা সংলগ্ন সাগরের জলসীমা থেকে চারটি নৌকাসহ বাংলাদেশি ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এ ঘটনায় বিজিপির কাছে চিঠি পাঠালেও এখনো কোন সাড়া পায়নি বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফের সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম জানান, মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের নাফ নদীর মোহনা সংলগ্ন সাগরের জলসীমা থেকে এসব জেলে ধরে নিয়ে যাওয়া হয়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা মো. জসীম (২৫), একই এলাকার সাইফুল ইসলাম (২৩), মো. ফায়সেল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মো. ইসহাক (২৪), আব্দুর রহমান (২৪), নুর কালাম (২৬), মো. হোসেন (২২), হাসমত (২৫), মো. আকবর (২৩), নজীম উল্লাহ (১৯), রফিক (২০), সাব্বির (২৫), মো. হেলাল (২৫), রেজাউল করিম(১৮), রমজান (১৬), জামাল (২১)।

ট্রলারগুলোর মালিক টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা মো. জসিম, নুর কালাম, মো. ইসলাম ও নুর কালাম।

ধরে নিয়ে যাওয়া জেলের স্বজনদের বরাতে ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, মঙ্গলবার বিকালে সাগর থেকে চারটি নৌকা যোগে মাছ ধরে ফিরছিল তার এলাকার ১৮ জেলে। এ সময় টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনার নাইক্ষ্যংদিয়া এলাকায় ওইসব জেলের কাঠবোঝাই একটি ট্রলারকে ডুবে যেতে দেখে। এ সময় তারা ট্রলারটির উদ্ধার কাজে অংশ নেয়। পরে বাংলাদেশি জেলেরা ফিরে আসার সময় স্পীড বোট যোগে এসে মিয়ানমারের বিজিপি ধাওয়া করে। এক পর্যায়ে অস্ত্রের মুখে এসব জেলেদের জিন্মি করে ধরে নিয়ে যায়।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যার দিকে ধরে নিয়ে যাওয়া জেলেদের স্বজনরা মৌখিকভাবে অবহিত করেন বলে জানান স্থানীয় এ ইউপি সদস্য। আব্দুস সালাম জানান, বাংলাদেশি জেলেদের মিয়ানমারের বিজিপি কর্তৃক ধরে নিয়ে যাওয়া খবর পাওয়ার পরপরই মঙ্গলবার রাতে টেকনাফের ইউএনওকে অবহিত করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, নৌকাসহ ১৮ জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। এ ব্যাপারে বিজিবিকে অবহিত করা হয়েছে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, সাগর থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনিও শুনেছেন। তবে জেলেদের পরিবারের স্বজনদের কাছ থেকে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাননি। তারপরও ঘটনার ব্যাপারে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে বুধবার রাত পৌনে ৯ টা পর্যন্ত কোনো ধরণের সাড়া পাননি বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশ থেকে পুনরায় আলু আমদানি শুরু করেছে রাশিয়া আগের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশ থেক...
11/03/2022

নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশ থেকে পুনরায় আলু আমদানি শুরু করেছে রাশিয়া

আগের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশ থেকে নতুন করে আলু আমদানি শুরুর কথা জানিয়েছে রাশিয়া। ইউক্রেইন যুদ্ধের এ সময়ে দেশটির এ সিদ্ধান্তের ফলে ২০১৫ সালের পর রাশিয়ায় বাংলাদেশের আলু রপ্তানির বাধা কাটল।

ঢাকায় রুশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুদিন আগে দেশটির ফেডারেল সার্ভিস ফর ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্ভিলেন্স বাংলাদেশ থেকে আলু আমাদনির আগের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়।

২০১৫ সালে সবশেষ রাশিয়ায় গিয়েছিল ২০ হাজার টন বাংলাদেশি আলু। তারপর ক্ষতিকর ব্যাকটেরিয়া’ পাওয়ার কথা তুলে ধরে আলু আমদানির উপর নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। এর পর থেকে বাংলাদেশ সরকার বিভিন্ন পর্যায়ের বৈঠকে একাধিকবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছিলো বাংলাদেশ।

এ নিয়ে দুদেশের মধ্যে বিভিন্ন সময়ে চলা আলোচনা ও দেনদরবারের মধ্যে ইউক্রেইনে সামরিক অভিযান চলার মধ্যে বাংলাদেশি আলু আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নিল রাশিয়া।

২০২০-২১ সালে বাংলাদেশে ১ কোটি ১৩ লাখ টন আলুর উৎপাদন হয়েছে। আর ওই সময়ে আমাদের দেশের আলুর চাহিদা ছিল ৭৭ লাখ টন।

ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের একটি বন্দরে যে বাংলাদেশি জাহাজটি ২৯ জন বাংলাদেশি নাবিক সহ আটকে পড়েছিল, সেই জাহাজে রকেট হামলায...
03/03/2022

ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের একটি বন্দরে যে বাংলাদেশি জাহাজটি ২৯ জন বাংলাদেশি নাবিক সহ আটকে পড়েছিল, সেই জাহাজে রকেট হামলায় একজন বাংলাদেশি নাবিক মারা গেছেন। রকেট হামলায় জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল, কিন্তু জাহাজের ক্রুরা দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

বাংলাদেশের নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলার কাদির কল্লোলকে জানিয়েছেন, কৃষ্ণ সাগরের অলভিয়া বন্দরে এই জাহাজটিতে রকেট হামলা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হারিসুর রহমান মারা গেছেন। বাংলার সমৃদ্ধি নামের এই জাহাজটি ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে আটকে পড়ে। মাত্র দুদিন আগে জাহাজের একজন নাবিক বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দেশে ফিরে আসার জন্য তাদের তীব্র আকুতির কথা জানিয়েছিলেন।

বাংলার সমৃদ্ধি জাহাজটির মালিক বাংলাদেশ শিপিং কর্পোরেশন। গত ২৬শে জানুয়ারি এটি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে এবং তুরস্কের ইরেগলি হয়ে ২২শে ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছায়। জাহাজটি বন্দরে পৌঁছানোর পরদিন ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়। জাহাজটি ইউক্রেন থেকে সিরামিক ক্লে নিয়ে ইতালির রেভেনা বন্দরে যাবার কথা ছিল।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক পীযূষ দত্ত বিবিসিকে জানিয়েছিলেন, জাহাজটি ২৩শে ফেব্রুয়ারি অলভিয়া বন্দর ছেড়ে আসার কথা ছিল। তিনি বলেছিলেন, "কিন্তু এর মধ্যে যুদ্ধাবস্থা শুরু হয়ে যায়, তখন আমরা জাহাজটিকে কোনো পণ্য না নিয়েই বন্দর ছেড়ে চলে আসতে বলি। কিন্তু যেখানে জাহাজটি নোঙ্গর করেছে সেখান থেকে মূল সাগরে আসতে অন্তত ৬০ নটিক্যাল মাইল পথ অতিক্রম করতে হবে, এবং স্থানীয় পাইলট ( পথনির্দেশক ) ছাড়া সেটি করা সম্ভব নয়।"

 #দেশের_অবকাঠামো_DNN: সংস্কার করা হচ্ছে বগুড়া বিমানবন্দর, বাড়ছে বিমানবন্দরের রানওয়েবগুড়া বিমানবন্দরের রানওয়ে আরও ৩ হাজার...
02/03/2022

#দেশের_অবকাঠামো_DNN: সংস্কার করা হচ্ছে বগুড়া বিমানবন্দর, বাড়ছে বিমানবন্দরের রানওয়ে

বগুড়া বিমানবন্দরের রানওয়ে আরও ৩ হাজার ৫০০ ফুট সম্প্রসারণ করা হচ্ছে। এ জন্য সম্প্রতি বিমানবন্দর সংলগ্ন কয়েকটি গ্রামে ভূমি অধিগ্রহণ সম্পর্কিত একটি জরিপ চালানো হয়। সম্প্রসারণ হলে এ রানওয়ের দৈর্ঘ্য বেড়ে হবে ৯ হাজার ৪০৫ দশমিক ৮ ফুট। সংশ্নিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, গত ১১ ফেব্রুয়ারি ওই জরিপ শুরু হয় এবং তা দুই দিন ধরে চলে। এ সময় অধিগ্রহণের জন্য প্রয়োজন হতে পারে এমন জমির ধরন জানার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়।

এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গত ১৫ নভেম্বর বগুড়া বিমানবন্দর পরিদর্শন করে। তখন তাদের সঙ্গে থাকা বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু সাংবাদিকদের জানিয়েছিলেন, বেবিচকের কর্মকর্তারা বগুড়া বিমানবন্দর বাণিজ্যিকভাবে ব্যবহারে বেশ আশাবাদী। তবে রানওয়ে সম্প্রসারণের জন্য কিছু জমি অধিগ্রহণ এবং অবকাঠামোর আধুনিকায়নের প্রয়োজন হতে পারে।

জরিপের সময় ছিলেন বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়ন পরিষদ সদস্য হাসান আলী প্রামাণিক। তিনি জানান, বিমানবন্দরের পশ্চিমাংশে যেখানে রানওয়ের শেষ অংশ রয়েছে সেখান থেকে উত্তর দিকে ২০০ ফুট, দক্ষিণে ২০০ ফুট আর পশ্চিম দিকে অর্থাৎ সামনে সাড়ে ৩ হাজার ফুট সম্প্রসারণের পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। এ জন্য বর্তমানে রানওয়ের শেষ অংশ বড়মোহর গ্রামে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অংশ থেকে পশ্চিম দিকে তারাতগাড়ি ইটভাটা এলাকা পর্যন্ত ৪টি মৌজার জায়গা অধিগ্রহণের প্রয়োজন হতে পারে।

 #আন্তর্জাতিক_DNN: ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিনেও চলছে সংঘর্ষ, ঝরছে রক্ত।  এরইমধ্যে সংঘাতে ১৯৮ জন ইউক্রেনীয় বেসামরিক ...
27/02/2022

#আন্তর্জাতিক_DNN: ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিনেও চলছে সংঘর্ষ, ঝরছে রক্ত।

এরইমধ্যে সংঘাতে ১৯৮ জন ইউক্রেনীয় বেসামরিক নাগরিক এবং সাড়ে ৩ হাজার রুশ সেনা নিহতের দাবি করেছে ইউক্রেন।

রাশিয়ার আগ্রাসনও বাড়ছে। শনিবার একটি শহর দখলে নেয়ার দাবি করেছে তারা। তবে এখনো কিয়েভে নিজেদের কব্জায় আছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে, রাশিয়ার ভেটোতে রুশ আগ্রাসনের নিন্দা জানাতেও ব্যর্থ হয়েছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে এই যুদ্ধ দীর্ঘ হবে বলে শংকা ফ্রান্সের।

শনিবারও জ্বলছিলো কিয়েভের আবাসিক বাড়িগুলো। ভয়ে মানুষ পরিবার নিয়ে ভবনের আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিচ্ছে। শনিবার কিয়েভের রাস্তাগুলোও ছিলো কার্যত ফাঁকা। ওইদিন সকাল থেকে থেমে থেমে কিয়েভে বিস্ফোরণ, গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলার খবর আসতে থাকে।

এই পরিস্থিতিতেও আত্মবিশ্বাস কমেনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তিনি জানান "আমাদের সামরিক বাহিনী, ন্যাশনাল গার্ডস, ন্যাশনাল পুলিশ, টেরিটোরিয়াল ডিফেন্স, বর্ডার গার্ডস, স্পেশাল ফোর্স, সিটিজেনস – আপনাদের লড়াই অব্যাহত রাখুন! আমরাই জিতব।"

ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, রুশ হামলায় তাদের শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কিয়েভের একটি সামরিক ঘাঁটিতে রুশ হামলা হামলা প্রতিহতের দাবিও তাদের। ইউক্রেন সেনাবাহিনী জানায়, রাশিয়ার সাড়ে তিন হাজার সেনা হত্যার করেছে তারা।

এদিকে, কোনো প্রতিরোধ ছাড়াই ইউক্রেনের মেলিটপোল শহর দখলে নিয়েছে রাশিয়ার সেনারা। শনিবার এমন দাবি করে ক্রেমলিন।

জাতিসংঘ সদর দপ্তরে রুশ আগ্রসনের বিরুদ্ধে তোলা খসড়া প্রস্তাব ভেস্তে গেছে। এর পক্ষে ১১টি ভোট পড়লেও পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার ভেটোর ফলে তা পাস হয়নি। ভোট দেয়নি চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত।

এই পরিস্থিতিতে ‍শঙ্কিত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রে্া।

”আমি মনে করি, এই সংকট, এই যুদ্ধ দীর্ঘ হবে। চলমান সংকটের পরিণতিও হবে দীর্ঘস্থায়ী।”

এদিকে, রুশ আগ্রসনের বিরুদ্ধে শনিবারও বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়া, জাপান, ভারতসহ বিভিন্ন দেশে।

ন্যাটো কান্ট্রি সহ বিশ্বের বিভিন্ন দেশে ৫০০ মিলিয়ন ডলারের ইউনিফর্ম রপ্তানি করেছে বাংলাদেশ।প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে ...
19/02/2022

ন্যাটো কান্ট্রি সহ বিশ্বের বিভিন্ন দেশে ৫০০ মিলিয়ন ডলারের ইউনিফর্ম রপ্তানি করেছে বাংলাদেশ।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে সামরিক ও বেসামরিক পোশাকধারীদের জন্য সারা বিশ্বে ৩৭০ বিলিয়ন ডলারের ইউনিফর্ম ক্রয় বিক্রয় হয়ে থাকে। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববাজারে ৫০০-৬০০ মিলয়ন ডলারের ইউনিফর্ম রপ্তানি করে। যা কয়েক বছর আগেও ৫০-১০০ মিলিয়নের মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমানে বাংলাদেশে এই ধরনের মিলিটারী ইউনিফর্ম তৈরী করে ১৫-২০টি ফ্যাক্টরি, যারা দেশের বিভিন্ন সামরিক, আধাসামরিক ও বেসামরিক বাহিনীর প্রয়োজনীয়তা মিটিয়ে বিশ্ববাজারেও রপ্তানি করছে।

তবে কোন দেশের বাহিনী সরাসরি বাংলাদেশী কোম্পানিদের সাথে চুক্তিতে আবদ্ধ না হয়ে থার্ড পার্টি বায়ার দের মাধ্যমে বাংলাদেশ থেকে মিলিটারি ইউনিফর্ম গুলো সংগ্রহ করছে। এর পেছনে বিভিন্ন ধরনের সিকিউরিটি ইস্যু থাকায় এভাবেই অর্ডার গুলো করছে তারা।

বাংলাদেশের যে সব প্রতিষ্ঠান এধরনের মিলিটারী ইউনিফর্ম তৈরী করছে তাদের ধারণা যে হারে তারা মিলিটারী ইউনিফর্মের অর্ডার পাচ্ছেন, তাতে খুব শীঘ্রই বাংলাদেশ প্রায় ১ বিলিয়নেরও বেশী ডলারের ইউনিফর্ম রপ্তানি করতে পারবেন। এর সবচেয়ে বড় ক্রেতা ন্যাটো ভুক্ত দেশ গুলো। এছাড়াও এর বাইরে বিভিন্ন দেশের বাহিনীতে যাচ্ছে বাংলাদেশে তৈরী ইউনিফর্ম।

লেখাঃ Defence Research Forum- DefRes

 #দেশের_অবকাঠামো_DNN: স্যাটেলাইট উৎক্ষেপনে রাশিয়ার সঙ্গে চুক্তি সই।মহাকাশে বঙ্গবন্ধু স‌্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য রুশ ...
03/02/2022

#দেশের_অবকাঠামো_DNN: স্যাটেলাইট উৎক্ষেপনে রাশিয়ার সঙ্গে চুক্তি সই।

মহাকাশে বঙ্গবন্ধু স‌্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য রুশ ফেডারেশনের গ্লাভ কসমসের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ।বিকালে মহাকাশ বিষয়ক রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্লাভকসমসের সাথে স‌্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ বিষয়ে সহযোগিতা স্মারক স্বাক্ষরের মধ‌্য দিয়ে আর্থ অবজারভেটরি ক‌্যাটাগরির এই স‌্যাটেলাইটটির নির্মাণের যাত্রা শুরু হয়েছে।

credit: DefRes

 #দেশ_ও_জনজীবন_DNN : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক ...
31/01/2022

#দেশ_ও_জনজীবন_DNN : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

রায়ে টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেবের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ ছাড়া কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি সাতজন আসামি খালাস পেয়েছেন।

 #দেশের_অবকাঠামো_DNN: বাংলাদেশে নির্মিত হবে বিশ্বমানের শিপইয়ার্ড !! ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে পটুয়াখালীতে পায়রা বন্দর...
25/01/2022

#দেশের_অবকাঠামো_DNN: বাংলাদেশে নির্মিত হবে বিশ্বমানের শিপইয়ার্ড !!

১৪ হাজার কোটি টাকা ব্যয়ে পটুয়াখালীতে পায়রা বন্দরের কাছে একটি আন্তর্জাতিকমানের জাহাজ নির্মাণ কারখানা (শিপইয়ার্ড) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য যৌথভাবে ১ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৪ হাজার কোটি টাকা সরাসরি বৈদেশিক বিনিয়োগ করতে আগ্রহী সিংগাপুর ও অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান জেন্টিয়াম সলিউশনস এবং ডাচ প্রতিষ্ঠান ডামেন শিপইয়ার্ডস গ্রুপ। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশে এটিই হবে সর্বোচ্চ সরাসরি বৈদেশিক বিনিয়োগ।

২০১৪ সালে পটুয়াখালী সফরের সময় তিনি এখানে একটি শিপইয়ার্ড নির্মাণের ঘোষণা দেন। ২০১৫ সালে শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলেন। শিল্প মন্ত্রণালয় এটিকে তাদের অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে চিহ্নিত করে বাস্তবায়নের উদ্যোগ নেয়। এ সময় জেন্টিয়াম সলিউশনস এবং ডামেন শিপইয়ার্ডস গ্রুপ বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসলে বিএসইসি'র সাথে ২০২০ সালের জানুয়ারি মাসে কোম্পানি দু'টির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমঝোতা স্মারক সই হয়। পায়রা বন্দর সংলগ্ন এলাকায় এ প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার প্রায় ১০১ একর জমির সংস্থান করে রেখেছে।

 #দেশ_ও_জনজীবন_DNN : ছিনতাইকারীর হামলায় একজন সেনাসদস্যের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবার ছিনতাইকারীর হামলায় আহত হয়ে রক্...
18/01/2022

#দেশ_ও_জনজীবন_DNN : ছিনতাইকারীর হামলায় একজন সেনাসদস্যের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবার ছিনতাইকারীর হামলায় আহত হয়ে রক্তাক্ত হয়েছেন আরেকজন সেনা সদস্য। রাত ৩টার দিকে কুমিল্লার দাউদকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন সাদ্দাম হোসেন (২১)।

ছুটিতে বাড়ি ফেরার সময় রাত ৩টায় বাস থেকে নামার পরপরই দু’জন ছিনতাকারী এসে হঠাৎ তার মুখ চেপে ধরে। এ সময় তিনি প্রতিরোধের চেষ্টা করলে, তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করা হয়। এসময় ছিনতাইকারীরা তার ব্যবহৃত মোবাইলফোনটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর আহত সেনা সদস্যের বাবা মতলব উত্তর উপজেলার ৫নং দূর্গাপুর ইউনিয়নের আবরুকান্দি গ্রামের মো. ছাদেকুর রহমান প্রধান দাউদকান্দি থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে কুমিল্লার দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, একজন সেনা সদস্য বাড়িতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার মোবাইল ফোনটি নিয়ে গেছে। আমাদেরকে তিনি ছুরিকাঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানিয়েছেন। তবে ছুরির আঘাতটি গুরুতর নয়। তিনি সুস্থ আছেন। তার মোবাইল মিসিংয়ের জন্য তিনি থানায় জিডি করেছেন। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ভোর রাতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়ে শাহিন আলম (২১) নামে মতলবের এক তরুণ সেনা সদস্য নিহত হন।

ছবিঃ- নিহত সেনা সদস্য এবং সামরিক মর্যাদায় দাফন।

 #দেশের_অবকাঠামো_DNN: বহুল কাঙিক্ষত চেঙ্গি নদীর ওপর ৫০০ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে গত বছরের জুনে। আজ বুধবার ...
12/01/2022

#দেশের_অবকাঠামো_DNN: বহুল কাঙিক্ষত চেঙ্গি নদীর ওপর ৫০০ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে গত বছরের জুনে। আজ বুধবার এই সেতুর উদ্বোধন | চেঙ্গি নদীর ওপর ৫০০ মিটার দীর্ঘ এই সেতু দিয়ে শুধু নানিয়ারচর উপজেলায় নয়, সহজেই যাওয়া যাবে লংগদু ও বাঘাইছড়ি উপজেলায়ও।

রাঙামাটি সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ৫০০ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক দুই মিটার প্রস্থের এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা। পাশাপাশি দুই কিলোমিটার সড়ক সংযোগের জন্য আরও ১০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর মধ্যে ৪৬ কোটি ৬১ লাখ টাকা ভূমি অধিগ্রহণের জন্য ব্যয় করা হয়। ২০১৭ সালের জুলাই মাসে কাজ শুরু হলেও ২০২১ সালের জুনে নির্মাণকাজ শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেঙ্গি নদীর ওপর সেতু নির্মাণের আগে নানিয়ারচর উপজেলা সদরে যাওয়ার মতো সরাসরি কোনও সড়ক ছিল না। নৌ-পথে যেতে দুই ঘণ্টা সময় লাগতো। এখন ৪৫ মিনিটে নানিয়ারচর সদরে সড়ক পথে যাওয়া যাবে। পাশাপাশি এই সেতু দিয়ে কম সময়ে সহজেই সাজেকে যাওয়া যাবে। আগে রাঙামাটি থেকে ১২৭ কিলোমিটার ঘুরে সাজেক ভ্যালি যেতে হতো। সেতুটি হওয়ায় লংগদু-দীঘিনালা হয়ে সাজেক যেতে দূরত্ব কমলো ১০ কিলোমিটার। সময় বাঁচবে প্রায় এক ঘণ্টা।

প্রসঙ্গত, রাঙামাটি-নানিয়ারচর-লংগদু-বাঘাইছড়ি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ১৯৯৩ সালে নানিয়ারচর অংশে চেঙ্গি নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। অবশেষে নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে ২০১৫ সালের ৩১ অক্টোবর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নানিয়ারচরের চেঙ্গি নদীর ওপর সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সেতুমন্ত্রীর ঘোষণার দুই বছর পর ২০১৭ সালের জুলাই মাসে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয় সেতু নির্মাণের কাজ।

 #দেশের_অবকাঠামো_DNN: রামপুরা-আমুলিয়া-ডেমরার সাড়ে ১৩ কিলোমিটার দৈঘ্যের সড়কটি চার লেনে উন্নীত করতে একটি চীনা প্রতিষ্ঠানের...
10/01/2022

#দেশের_অবকাঠামো_DNN: রামপুরা-আমুলিয়া-ডেমরার সাড়ে ১৩ কিলোমিটার দৈঘ্যের সড়কটি চার লেনে উন্নীত করতে একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

চুক্তিমতে প্রকল্পটি নির্মাণের সময় ধরা হয়েছে চার বছর। বিনিয়োগ তুলে নিতে কোম্পানিকে সময় দেয়া হবে ২১ বছর। সহায়ক প্রকল্পের ব্যয় ১২০০ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে প্রায় ২৬ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে। যার জন্য বরাদ্দ রয়েছে প্রায় সাতশো কোটি টাকা।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম জানান, সব মিলিয়ে খরচ হবে ২,১০০কোটি টাকা। এর মধ্যে থেকে জমি অধিগ্রহণের ৭০০ কোটি টাকা দেবে সরকার। সার্ভিস লেনসহ সড়কটি হবে এক্সপ্রেস ওয়ে।

চার লেনের সড়কটি বাস্তবায়ন হলে এ পথে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা- সিলেট মহাসড়কে সাথে সংযোগ হবে। দিনে চলাচল করতে পারবে অন্তত ৪০ হাজার যানবাহন।

হাতিরঝিল থেকে ডেমরা পর্যন্ত এখনকার রুটটি ১৬ দশমিক ৫ কিলোমিটারের। এক্সপ্রেসওয়ে চালু হলে তা ১৩ কিলোমিটারে নেমে আসবে। ১ ঘণ্টার পরিবর্তে এর এক মাথা থেকে আরেক মাথায় পৌঁছাতে লাগবে ১০ মিনিট। তবে এটি ব্যবহারের জন্য টোল দিতে হবে।

২০১৬ সালের জানুয়ারিতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগতভাবে প্রকল্পটি অনুমোদন দেয়ার ৫ বছর পর প্রকল্পের এই অগ্রগতি দেখা যাচ্ছে। এটি সওজের আওতাধীন দ্বিতীয় পিপিপি প্রকল্প, যা এই পর্যায়ে এসেছে।

সওজ এই মুহূর্তে ৬টি পিপিপি প্রকল্পে কাজ করছে। এর মধ্যে ঢাকা বাইপাস রোডকে ৪ লেন এক্সপ্রেসওয়েতে উন্নীত করার প্রকল্পটির কেবল মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে। বাকি প্রকল্পগুলো প্রস্তুতিমূলক পর্যায়ে আছে।

 #দেশের_অবকাঠামো_DNN: চট্টগ্রামে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার আদলে নির্মিত হবে ‘মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্র...
10/01/2022

#দেশের_অবকাঠামো_DNN: চট্টগ্রামে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার আদলে নির্মিত হবে ‘মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম’। ১১০ একর জায়গা নিয়ে নির্মিত হবে অবকাঠামো।

কোর্ট হিল চট্টগ্রাম ‘পরীর পাহাড়’খ্যাত ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় সরিয়ে নেওয়া হবে সেখানে। প্রায় ৪৪টি সরকারি অফিসের কার্যক্রম পরিচালিত হবে সেখান থেকে।

দেশের প্রথম সমন্বিত এ সরকারি গুচ্ছ অফিস নির্মাণের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কর্ণফুলী নদীর তীরে কালুরঘাট সেতুর এক কিলোমিটার পশ্চিমে বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির পাশের ৭৩ দশমিক ৪২ একর জমি চিহ্নিতকরণের কাজ শেষ করেছে জেলা প্রশাসন। নগরের চান্দগাঁও (বন্দর) মৌজার বিএস ১ নম্বর খাস খতিয়ানের বিএস ১২১ দাগের ৭৩ দশমিক ৪২ একর জায়গায় সরকারি সমন্বিত এ অফিস গড়ে উঠবে।

জানা গেছে, চলতি মাসের শেষ দিকে এ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে প্রকল্পের নকশা ও ডিপিপিসহ আনুষঙ্গিক সব বিষয় আলোচনা ও চূড়ান্ত করা হবে। হামিদচরে বর্তমানে জেলা প্রশাসনের অধীন ৭৩ দশমিক ৪২ একর জমি রয়েছে। এর বাইরে আশপাশের জমিগুলো নিয়ে মামলা রয়েছে। অল্প সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান হলে প্রকল্পের মোট জমির পরিমাণ হবে ১১০ একর।

জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে গড়ে উঠছে ‘মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম’নামে এ প্রকল্প। এখানে ৪৪টি সরকারি দপ্তর ছাড়াও সরকারি কর্মচারী হাসপাতাল, সার্কিট হাউস, সরকারি ট্রেনিং সেন্টার, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, শপিংমল, বহুতল কার পার্কিং, সরকারি স্কুল-কলেজ, নার্সিং ইনস্টিটিউট, পরিবহন পুল, পেট্রল পাম্প, স্মৃতিসৌধ, নভোথিয়েটার ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা থাকবে। ১৫০ বছরের প্রাচীন কোর্ট হিলের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রক্ষা সম্ভব হবে। সমগ্র পরীর পাহাড় খ্যাত ঐতিহ্যবাহী পাহাড়টি ঝুঁকিমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে।

জেলা প্রশাসক মোমিনুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, পরীর পাহাড় খ্যাত কোর্ট হিলে থাকা সরকারি অফিসগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে ঐতিহাসিক পাহাড়টির সঙ্গে প্রাচীন স্থাপনাগুলোও রক্ষা পাবে। হামিদ চরের প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, নির্মিতব্য ‘মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম’যাতায়াতের জন্য বর্তমানে দুটি সড়ক রয়েছে। তবে আগামী ৫০ বছরের নাগরিক সুবিধা মাথায় রেখে ভবিষ্যতের এই সমন্বিত সরকারি অফিস কমপ্লেক্সে যেতে মেরিন ড্রাইভ ও লিংক রোডসহ পাঁচ ধরনের বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হবে।

বঙ্গোপসাগরে প্রায় ১৭ থেকে ১০৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস হাইড্রেটের সন্ধান পেয়েছে বাংলাদেশ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্...
05/01/2022

বঙ্গোপসাগরে প্রায় ১৭ থেকে ১০৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস হাইড্রেটের সন্ধান পেয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের সঙ্গে এক যৌথ জরিপে গ্যাস হাইড্রেটের সন্ধান পেয়েছে। কিছুক্ষণ আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গ্যাস হাইড্রেট হচ্ছে মিথেন গ্যাস যাকে আমরা প্রাকৃতিক গ্যাস বলে জানি।

credit: DefRes, Somoytv, Independenttv

 #দেশের_অবকাঠামো_DNN: গ্যাসের সন্ধান পাওয়ার পর শরীয়তপুরে প্রথমবারের মতো শুরু হয়েছে মজুদ সমীক্ষা কার্যক্রম। এজন্য চলছে কূ...
02/01/2022

#দেশের_অবকাঠামো_DNN: গ্যাসের সন্ধান পাওয়ার পর শরীয়তপুরে প্রথমবারের মতো শুরু হয়েছে মজুদ সমীক্ষা কার্যক্রম। এজন্য চলছে কূপ খনন। মজুদ নিশ্চিত হলেই উত্তোলনের কাজ করবে বাপেক্স।

দ্বিমাত্রিক ভূকম্পন জরিপে শরীয়তপুরের নড়িয়ার দিনার গ্রামে সন্ধান মেলে প্রাকৃতিক গ্যাসের। মজুদের পরিমাণ জানতে এখন শুরু হয়েছে কূপ খনন কার্যক্রম। কূপ খননের পরই ধারণা পাওয়া যাবে মজুদ সম্পর্কে। বাপেক্সের ফিল্ড সুপারভাইজার ডালিম ইসলাম জানালেন, গ্যাসের পরিমাণ নিশ্চিত হতে নতুন আরও কূপ খনন করতে হতে পারে।

আর গ্যাস পাওয়া গেলে এ অঞ্চলের দারিদ্র্য ঘুচে অর্থনীতির নতুন দুয়ার খুলবে বলে আশা প্রকাশ করছেন শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান। প্রসঙ্গত, দেড় বছর মেয়াদী শরীয়তপুর তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৫ কোটি টাকা।

 #দেশের_অবকাঠামো_DNN: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, IAEA-এর ‘আতশ’ কাঁচের নিচে বাংলাদেশের প্রথম পরমাণবিক বিদ্যুৎ কেন্দ...
26/12/2021

#দেশের_অবকাঠামো_DNN: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, IAEA-এর ‘আতশ’ কাঁচের নিচে বাংলাদেশের প্রথম পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র- রূপপুর। সম্প্রতি IAEA এর একটি প্রতিনিধিদল ঘুরে গেছে এই প্রকল্প। বিজ্ঞানমন্ত্রী বলছেন, নির্মাণযজ্ঞ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে তারা। একজন বিশেষজ্ঞ বলছেন, আন্তর্জাতিক নীতিমালা বাংলাদেশ মেনে চলছে কিনা সেটিই খতিয়ে দেখে IAEA.

পরমানু শক্তির ব্যবহার যেন শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে কাজ করে জাতিসংঘের সংস্থা আই এ ই এ। পারমাণবিক যে কোন স্থাপনা নির্মাণে সংস্থাটির ১৯ দফা নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করতে হয় সদস্য রাষ্ট্রগুলোকে। এ গাইডলাইন মেনে বাংলাদেশের রূপপুর পারমানবিক কেন্দ্রর সুরক্ষা এবং নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হচ্ছে কিনা, গত মাসে তা পর্যবেক্ষণ করেছে আইএইএ মিশন।

প্রথম কোন বড়ো পারমাণবিক স্থাপনা নির্মাণে, IAEA বিশেষজ্ঞ পরামর্শ নিতে, সংস্থাটির সাথে চুক্তি আছে বাংলাদেশ ও রাশিয়ার। প্রকল্প পরিচালক বলছেন, রূপপুরে এসব নির্দেশনার ব্যত্যয় ঘটার কোন সুযোগ নেই।

২০২৩ সালে বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার আগে বেশ কয়েকটি প্রতিনিধি দল সফর করবে রূপপুর প্রকল্প। তারা বাংলাদেশের পরমানু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সক্ষমতা, বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা, পারমাণবিক ব্যাবস্থাপনা, পারমাণবিক দুর্যোগে জরুরী পরিস্থিতির মোকাবেলা এবং সামগ্রিক অবকাঠামো পর্যালোচনার মত বিষয় গুলো খতিয়ে দেখবে। এসব নিয়ে আই এ ই এ কোন নির্দেশনা দিলে তা মানতে হবে বাংলাদেশকে।

গত অক্টোবরের শুরুতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্র রিয়াক্টর প্রেসার ভেসেল, রূপপুরের প্রথম ইউনিটে স্থাপন করা হয়েছে। এ বছরই এই বিদ্যুৎ কেন্দ্রের ভৌত অবকাঠামো নির্মাণের কাজ ৫০ ভাগ শেষ হবে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

 #দেশের_অবকাঠামো_DNN: জলবায়ু উদ্বাস্তু ও ভূমিহীন জনগোষ্ঠীর পুনর্বাসনের জন্য কক্সবাজারে আরও ১১৯টি ৫তলা ভবন নির্মাণ করছে ...
25/12/2021

#দেশের_অবকাঠামো_DNN: জলবায়ু উদ্বাস্তু ও ভূমিহীন জনগোষ্ঠীর পুনর্বাসনের জন্য কক্সবাজারে আরও ১১৯টি ৫তলা ভবন নির্মাণ করছে সরকার। বাংলাদেশ সরকারের অর্থায়নে সেনাবাহিনী আগামী ২০২৩ সালের মধ্যে এ কাজ বাস্তবায়ন করবে।

বাঁকখালী নদীর একপাশে শহর আর অন্যপাশে নির্মিত হয়েছে জলবায়ু উদ্বাস্তুদের জন্য স্থায়ী নতুন ঠিকানা। যেখানে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প হিসেবে ‘খুরুশকুল বিশেষ আশ্রয়ণ’ প্রকল্পের আওতায় ২০টি ভবনে ঠাঁই হয়েছে ৬০০ উদ্বাস্তুর।

এবার জলবায়ু উদ্বাস্তু এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন আরও ৩ হাজার ৮০৮টি পরিবারের পুনর্বাসনসহ জীবিকা নির্বাহের জন্য নির্মিত হচ্ছে ১১৯টি ৫তলা ভবন। ‘খুরুশকুল বিশেষ আশ্রয়ণ’ প্রকল্পের আওতায় সরকারের অর্থায়নে যা বাস্তবায়ন করছে সেনাবাহিনী। ইতিমধ্যে জোরেশোরে চলছে নির্মাণ কাজ। কিছু প্রতিকূলতা থাকলেও দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে বলে জানালেন নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো।

পাঁচটি ভবনের নির্মাণ কাজ পাওয়া এনএস কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. নিখিল চন্দ্র শিকদার বলেন, ইতিমধ্যে ২০টি ভবনে ৬০০ উদ্বাস্তু বসবাস করছে। এখন আরও ১১৯টি ভবন নির্মিত হচ্ছে। ৫টি ভবন মিলে একটি প্যাকেজ। যার মধ্যে ৫টি ভবনের কাজ আমাদের প্রতিষ্ঠান করছে। গেল নভেম্বর মাসের ১৫ তারিখ থেকে কাজ শুরু করেছি। আশা করি, নির্ধারিত সময়ে কাজ বুঝিয়ে দিতে পারব।

শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণকারী প্রতিষ্ঠান এম এস জামান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী কাজী কামরুজ্জামান বলেন, ২টি ভবনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। যার মধ্যে একটি প্রাথমিক ও একটি উচ্চ বিদ্যালয় রয়েছে। চেষ্টা করছি, সর্বোচ্চটা দিয়ে দ্রুত নির্মাণ কাজ এগিয়ে নিতে।

এদিকে শনিবার দুপুরে প্রকল্পের কাজ পরিদর্শনে যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরিদর্শনকালে তিনি সরেজমিনে প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন বলেন, "খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে আরও ১১৯টি ৫তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হবে। ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ সরকারের অর্থায়নে সেনাবাহিনী এ কাজ বাস্তবায়ন করছে। আগামী ২০২৩ সালে কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানান সেনাবাহিনী।"

প্রকল্প এলাকায় ভবন ছাড়াও বসবাসকারী জলবায়ু উদ্বাস্তু মানুষের জন্য থাকবে জীবিকায়নের ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মন্দির, সাইক্লোন শেল্টারসহ পর্যটন শিল্প বিকাশেও প্রকল্প এলাকায় আলাদা জোন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান সেনাবাহিনী প্রধান।

খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পটি একটি অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন ৩৮০৮টি পরিবারের পুনর্বাসনসহ এই জনগোষ্ঠীর দারিদ্রতা হ্রাসের লক্ষ্যে আয়ের পথ উন্মুক্ত করা এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পটি ২৪ নভেম্বর ২০২০ তারিখে একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে পাইল ফাউন্ডেশন দিয়ে ১১৯টি ৫ তলা ভবন নির্মাণ অন্যতম। এছাড়াও এই প্রকল্পের আওতায় ধর্মীয় উপাসনালয়, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, খেলার মাঠ এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাসহ বিবিধ সুবিধাদি নির্মাণ করা হচ্ছে।

সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কর্তৃক প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী জুন ২০২৩ এর মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৩৩ কোটি ৬১ লাখ টাকা।

 #আন্তর্জাতিক_DNN: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নবী মোহাম্মদ (সা.)-কে অবমাননা করা শৈল্পিক স্বাধীনতা হিসেবে বি...
25/12/2021

#আন্তর্জাতিক_DNN: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নবী মোহাম্মদ (সা.)-কে অবমাননা করা শৈল্পিক স্বাধীনতা হিসেবে বিবেচনা করা যায় না। বরং এটি ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মস্কোতে বার্ষিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি। পুতিন বলেন, নবী মোহাম্মদ (সা.)-কে অবমাননা করলে যারা ইসলামের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন, তাদের পবিত্র অনুভূতিতে আঘাত করা হয়। এটা ধর্মীয় স্বাধীনতারই লঙ্ঘন বলে তিনি মনে করেন।

ফ্রান্সের বিতর্কিত সাময়িকী শার্লি হেবদোতে নাবীজির কার্টুন আঁকা ও প্রকাশেরও সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, এমন পদক্ষেপে প্রতিশোধের আগুনে ঘি ঢালা হয়। শৈল্পিক স্বাধীনতার নিজেরই একটি সীমা আছে। শৈল্পিক স্বাধীনতার কথা বলে অন্য স্বাধীনতায় আঘাত করাও অনুচিত।

পুতিন আরও বলেন, রাশিয়া একটি বহুজাতিক ও বহু-ধার্মিক রাষ্ট্র হিসেবে বিকশিত হয়েছে। রুশ নাগরিকরা পরস্পরের ঐতিহ্য ও ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে অভ্যস্ত। অন্য অনেক দেশেই এই প্রবণতা দেখা যায় না।

পুতিনের এই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, নবী মোহাম্মদ (সা.)-কে অসম্মান করা কখনোই বাকস্বাধীনতা হতে পারে না। ইসলামবিদ্বেষ প্রতিরোধে আমাদের উচিত অমুসলিম দেশের নেতাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া।

২০১৫ সালে ইসলামের নবী মোহাম্মদ (সা.)-এর কার্টুন প্রকাশ করে ফরাসি সাময়িকী শার্লি হেবদো। এই ধর্মীয় অবমাননার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ হয়েছে।

 #দেশের_অবকাঠামো_DNN: চীনের সহায়তায় নির্মিত বাংলাদেশের প্রথম আধুনিক পয়ঃশোধনাগার ‘দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্প' পরীক্ষ...
20/12/2021

#দেশের_অবকাঠামো_DNN: চীনের সহায়তায় নির্মিত বাংলাদেশের প্রথম আধুনিক পয়ঃশোধনাগার ‘দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্প' পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় পানি ও পয়ঃশোধনাগার প্রকল্প। এর মাধ্যমে ৫০ লক্ষ মানুষের পয়ঃবর্জ্য ট্রিটমেন্ট করা সম্ভব |

উল্লেখ্য, ঢাকা ওয়াসার আওতায় প্রণীত সুয়ারেজ মাস্টারপ্ল্যান অনুযায়ী ঢাকা শহরের অভ্যন্তরে পাঁচ এলাকায় পাঁচটি পয়ঃশোধনাগার নির্মাণের উদ্যোগ নিয়েছিল ঢাকা ওয়াসা।এর মধ্যে দাশেরকান্দি চালু হয়েছে।

 #দেশের_অবকাঠামো_DNN: আগামী ২৬ ডিসেম্বর থেকে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার রুটে সবুজ রঙের...
19/12/2021

#দেশের_অবকাঠামো_DNN: আগামী ২৬ ডিসেম্বর থেকে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার রুটে সবুজ রঙের বাস দিয়ে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। বাস রুট রেশনালাইজেশনের প্রথম ধাপ হিসেবে এটি হবে প্রথম উদ্যোগ। প্রাথমিকভাবে ১২০টি নতুন বাস নিয়ে ‘ঢাকা নগর পরিবহন’ চালু হওয়ার ঘোষণা থাকলেও আপাতত ৫০টি বাস নিয়ে সেবাটি চালু হচ্ছে।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা শেষে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আগামী ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্সসিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এ রুটের বাসগুলো হবে সবুজ রঙের। প্রথমে ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হলেও কিছুদিনের মধ্যে এ রুটে মোট ১০০টি বাস চলাচল করবে।

কমিটির অপর সদস্য এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রথম দিন থেকেই এ রুটের বাসগুলোতে ই-টিকিটিং সিস্টেম চালু করা হবে। আমাদের বাস বে, যাত্রী ছাউনিগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া প্রতিটি বাসের ড্রাইভার-স্টাফদের নির্দিষ্ট পোশাক থাকবে, সেইসঙ্গে তাদের আইডি কার্ড গলায় ঝোলানো অবস্থায় থাকবে। যেসব বাসের রেজিস্ট্রেশন ও রুট পারমিট আছে, সেসব বাসই কেবল এ রুটে বাস পরিচালনা করতে পারবে।

collected

 #বৈদেশিক_সম্পর্ক_DNN: আগামী বছর ঢাকায় আসছেন এরদোয়ানইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য জানি...
19/12/2021

#বৈদেশিক_সম্পর্ক_DNN: আগামী বছর ঢাকায় আসছেন এরদোয়ান

ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “আগামী বছর সুবিধাজনক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কে নতুন মাত্রা লাভ করবে। আমাদের দুদেশের বন্ধুত্ব এখন অনেক শক্তিশালী। এ সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর তুরস্কের সফরের মধ্য দিয়ে এ সম্পর্ক আরও এক ধাপ এগিয়েছে। "

 #দেশ_ও_জনজীবন_DNN : আশিটি বাড়ি, ৩০০টি মধ্যবিত্ত পরিবারের বসবাস।  বাড়িগুলো সব নীল রংয়ের।  পথঘাট-নালা সব পরিষ্কার পরিচ...
16/12/2021

#দেশ_ও_জনজীবন_DNN : আশিটি বাড়ি, ৩০০টি মধ্যবিত্ত পরিবারের বসবাস। বাড়িগুলো সব নীল রংয়ের। পথঘাট-নালা সব পরিষ্কার পরিচ্ছন্ন। বর্জ্য ফেলা হচ্ছে নিদিস্ট বিনে। আছে অগ্নিনির্বাপন ব্যবস্থাও। এমন চমৎকার একটি পরিবেশ পাওয়া যাবে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার পশ্চিম ষোলশহর ওয়ার্ডের নবীনগরে। নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এটি সিটি করপোরেশরে একটি পাইলট প্রকল্প।পরীক্ষামূলক এ প্রকল্পটি সফল হলে তা নগরীর ৪১টি ওয়ার্ডে বাস্তবায়নের পরিকল্পনা সিটি করপোরেশনের।

সম্প্রতি বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে পশ্চিম ষোলশহর ওয়ার্ডের নবীনগরে পাইলট প্রকল্প শুরু করে চসিক। যেখানে ড্রেন বা নালায়বর্জ্য ফেলছেননা কেউ। বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখছেন বাসিন্দারাই। নিজেরা কামিটি করে সিটি করপোরেশনের সহযোগিতায় করছেন তদারকি। পাচ্ছেন সুফলও।

শিশেুদেরও দেয়া হয়েছে প্রশিক্ষন। দেয়ালে দেয়ালে আছে সচেতনতামূলক চিত্রকর্ম। প্রতিটি গলিতে বসানো হবে সিসিটভি ক্যামেরাও। জনগণ সচেতন থাকলে এ পাইলট প্রকল্প ব্যার্থ হওয়ার সুযোগ নেই বলছে সিটি করপোরেশন।

 #দেশের_অবকাঠামো_DNN:  খাগড়ছড়িতে পাহাড়ের ঝূঁকিপূর্ণ বাঁকে  দূর্ঘটনা এড়াতে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে পরীক্ষামূলক ভা...
16/12/2021

#দেশের_অবকাঠামো_DNN: খাগড়ছড়িতে পাহাড়ের ঝূঁকিপূর্ণ বাঁকে দূর্ঘটনা এড়াতে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে পরীক্ষামূলক ভাবে বসানো হয়েছে বিশেষ মেটালিক আয়না।

খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কে প্রতিদিন প্রায় আট হাজারেরও বেশি যানবাচন চলাচল করে । আর দুঘর্টনা রোধে সড়ক ও জনপথ বিভাগ আলুটিলা পাহাড়ের কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁক খেকে শুরু করে খাগড়াছড়ি সাজেক সড়কের বেশ কয়েকটি ঝূঁকিপূর্ণ বাঁকে বসিয়েছে মেটালিক আয়না।

সড়ক ও জনপথ বিভাগ বলছে, ২টি সড়কের ঝূঁকিপূর্ণ বাঁকে পরীক্ষা মূলক ভাবে বসানো হয়েছে । পর্যায়ক্রমে অন্যান্য সড়কেও বসানো হবে এ আয়না । এ ধরণের উদ্যোগের ফলে এসব বাঁকগুলোতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কম হবে বলে ধারণা করছেন জেলা ট্রাফিক বিভাগের কর্মকর্তারা |
খাগড়াছড়ির ৯ উপজেলার বিভিন্ন সড়কে ১ শ’র বেশী ঝুঁকি পূর্ন বাঁক রয়েছে ।

12/12/2021

প্রথমবারের মতো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চললো মেট্রোরেল। এর আগে মিরপুর ১০ নম্বর পর্যন্ত মোট ছয়টি স্টেশনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করেছে। রবিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে প্রথমবারের মতো মেট্রোরেলটি আগারগাঁও পর্যন্ত আসে। পরীক্ষমূলকভাবে আগারগাঁও পর্যন্ত আসা ট্রেনটি ৪৫ মি‌নিট স্টেশ‌নে দাঁড়ি‌য়ে থাকার পর বেলা পৌ‌নে ১২টার দি‌কে দিয়াবা‌ড়ির উদ্দেশে ফির‌তি যাত্রা ক‌রে।

এসময় আগারগাঁও স্টেশ‌নে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মে‌ট্রো‌রে‌ল কর্তৃপক্ষ ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব‌্যবস্থাপনা প‌রিচালক (এমডি) এম এ এন সি‌দ্দিক। তিনি জানান, ট্রেন‌টি দিয়াবা‌ড়ির উত্তরা নর্থ স্টেশন থে‌কে উত্তরা সেন্টার, উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর ১১ স্টেশন হ‌য়ে মিরপুর-১০ স্টেশন পর্যন্ত ঘণ্টায় ১০০ কি‌লো‌মিটার গ‌তি‌তে চ‌লে। মিরপুর-১০ পর্যন্ত আগেও ট্রেন চালানো হ‌য়ে‌ছে। আজ প্রথমবা‌রের মতো মিরপুর-১০ থে‌কে শেওড়াপাড়া, কাজীপাড়া স্টেশন হ‌য়ে ঘণ্টায় ১৫ থে‌কে ২৫ কি‌লো‌মিটার গ‌তি‌তে আগারগাঁও স্টেশন পর্যন্ত আসলো মেট্রোরেল।

পরীক্ষামূলক চলাচলে মেট্রোরেলে কোনও যাত্রী চলাচল করছে না। এম এ এন সি‌দ্দিক ব‌লে‌ন, আগামী বছ‌রের (২০২২ সাল) ১৬ ডি‌সেম্বর দিয়াবা‌ড়ি থে‌কে আগারগাঁও অং‌শে যাত্রীবাহী ট্রেন চল‌বে। আর এখন থেকে আগামী ১২ মাস চল‌বে পারফর‌মেন্স টেস্ট, ইন্টি‌গ্রেটেড টেস্ট এবং ট্রায়াল রান। এরই মধ্যে আগামী বছ‌রের সে‌প্টেম্বরের ম‌ধ্যেই ম‌তি‌ঝিল পর্যন্ত ভায়াডাক্ট নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। আর সবমিলিয়ে ২০২৩ সা‌লের ডি‌সেম্বরের মধ্যে দিয়াবা‌ড়ি থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চল‌বে।

video credit: Samir Patuakhali

https://www.youtube.com/channel/UCP1BAjX_f25zRYK7y0vKDuQ

জেনারেল (অব.) আজিজকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণাসাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।...
11/12/2021

জেনারেল (অব.) আজিজকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই তার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। এক পত্র মারফত জেনারেল আজিজকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে।

কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরায় জেনারেল আজিজের দুর্নীতি ও নানা অনিয়মের খবর প্রচারের পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, জেনারেল আজিজ আহমেদ ২০২১ সনের ২৪শে জুন অবসরে যান।

source: https://www.dailyinqilab.com/article/443422

র‍্যাব ও তার ছয় কর্মকর্তার ওপর মানবাধিকার লংঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞা আরোপমানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র‌্যাপিড অ্...
11/12/2021

র‍্যাব ও তার ছয় কর্মকর্তার ওপর মানবাধিকার লংঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং এর সাবেক-বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। শুক্রবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের যুদ্ধে অংশ নিয়ে র‌্যাব আইনের শাসন ও মানবাধিকার খর্ব করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থ এতে হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে তাদের একজনের ভিসা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে ওই মন্ত্রণালয় থেকে ১০ ডিসেম্বর দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অর্থবছর ২০২১ ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশন্স এবং রিলেটেড প্রোগ্রাম অ্যাপ্রোপ্রিয়েশন্স অ্যাক্টের ৭০৩১(সি) ধারার অধীনে বেনজির আহমেদের বিরুদ্ধে ভিসায় বিধিনিষেধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বাংলাদেশে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও বলা হয়। র‌্যাবের সাবেক ডিজির দায়িত্বে থাকার সময় সংঘটিত মানবাধিবার লঙ্ঘনের জন্য বেনজির আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। র‌্যাবের সাবেক ও বর্তমান মোট ৬ জন কর্মকর্তাকে নির্বাহী আদেশে ‘ফরেন এনটিটি’ বা বিদেশি হিসেবে অভিহিত করে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে র‌্যাব ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ আছে। এর মধ্য দিয়ে আইনের শাসন, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। খর্ব করা হচ্ছে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধিকে। আর তাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থ হুমকিতে রয়েছে।

ওই বিবৃতিতে আরো বলা হয়, ২০০৪ সালে বাংলাদেশে র‌্যাব গঠন করা হয়। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সীমান্তরক্ষীদের সমন্বয়ে এটি গঠিত হয়। এনজিওগুলো অভিযোগ করেছে যে, ২০০৯ সাল থেকে কমপক্ষে ৬০০ গুমের জন্য দায়ী র‌্যাব এবং বাংলাদেশের অন্যান্য আইন প্রয়োগকারীরা। ২০১৮ সাল থেকে প্রায় ৬০০ মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। নির্যাতন করা হয়েছে। কোনো কোনো রিপোর্টে বলা হয়েছে, এসব ঘটনায় টার্গেট করা হয়েছে বিরোধী দলীয় সদস্য, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, র‌্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিজি ও বর্তমান আইজিপি বেনজির আহমেদ, র‌্যাবের অতিরিক্ত ডিজি খান মোহাম্মদ আজাদ, তোফায়েল মুস্তাফা সারোয়ার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আনওয়ার লতিফ খান।

source: https://www.dailyinqilab.com/article/443293

Address

Kazipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when UP to DATE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UP to DATE:

Share

Nearby media companies


Other News & Media Websites in Kazipara

Show All

You may also like