Sajid's Gallery

Sajid's Gallery আমরা মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করি।

একদিন নবী করিম (সাঃ)এর একজন সাহাবী মারা গেলেনরাসূল পাক (সাঃ) উনার জানাজা পড়ালেন I তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেয়ার জ...
08/04/2024

একদিন নবী করিম (সাঃ)এর একজন সাহাবী মারা গেলেন
রাসূল পাক (সাঃ) উনার জানাজা পড়ালেন I তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন I সবার সাথে আমাদের নবী করিমও (সাঃ)হেঁটে হেঁটে আসলেন I

দুই জন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন I
সবাই মৃত দেহকে ঘিরে বসে আছেন I
কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন I
সবাই চুপচাপ, নীরব ও শান্ত একটি পরিস্থিতি I

নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন একটু পর সবার দিকে তাঁকিয়ে জিজ্ঞেস করলেন,
"তোমরা কি জানো, মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?"

সবাই খুব আগ্রহ নিয়ে নবীজি কে বললেন,
-ইয়া রাসূলুল্লাহ ! আমাদেরকে বলুন I

নবীজি একটু চুপ করে থাকলেন I সবাই উনার কাছে এসে ঘিরে বসলেন I মৃত্যুর পর আত্মার কি হয়, এই তথ্য তাঁদের জানা ছিল না I আজ সেটা নবীজির মুখে শুনবেন I কত বড় সৌভাগ্য I শুনার জন্য সবাই অধীর আগ্রহে নবীজির কাছে এসে বসলেন I

তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন
তারপর তিনি গল্পের মত করে বলতে শুরু করলেনI

"শুনো, যখন মানুষ একেবারেই মৃত্যু শয্যায়, তখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখে ভয় পেয়ে যায় I কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেস্তা হাসি মুখে সালাম দেন I তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন I তারপর মৃত প্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন,
-হে পবিত্র আত্মা ! তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসোI

মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোন ধরণের ব্যথা ও বেদনা অনুভব করে না I
নবী আরো একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন,
-মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসেI
সেই সময় দুই জন অন্য ফেরেস্তা বেহেস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান I

তারা যখন আকাশে পৌঁছেন তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেনI
কাছে এসে সবাই বলেন,
সুবহানাল্লাহ ! কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রান !
তারপর সবাই জানতে চান,
-এই আত্মাটি কার ?
উত্তরে আত্মা বহন কারী ফেরেস্তারা বলেন,
-উনি হলেন, "ফুলান ইবনে ফুলান"
(নবী আরবিতে বলেছেন, বাংলায় হলো, "অমুকের সন্তান অমুক" )
বাকি ফেরেস্তা গন তখন আত্মাটিকে সালাম দেয়, তারপর আবার জিজ্ঞেস করে,
-উনি কি করেছেন ? উনার আত্মায় এতো সুঘ্রাণ কেন ?
আত্মা বহন কারী ফেরেস্তা গন তখন বলেন,
-আমরা শুনেছি মানুষজন নিচে বলা-বলি করছে, উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর ভালো বান্দা, অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছেন I

এতটুকু বলার পর নবী একটু থামলেন I

তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে, উনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন,
এই কারণেই বলছি, সাবধান ! তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না I
তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে, এই আত্মা বহন কারী ফেরেস্তারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবেI

এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন, কবরটার দিকে দৃষ্টি দিলেন I

আবার বলতে শুরু করলেন I

এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃত দেহকে কবর দেয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ তা'আলা আত্মা বহন কারী ফেরেশতাদেরকে বলবেন, "যাও , এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো, মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি, মাটির দেহেই তার আত্মাকে আবার রেখে আসো I সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিবো I"

তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুই জন ফেরেস্তা আসবেন I তাদের নাম মুনকার ও নাকির I
তারা মৃতের সৃষ্টিকর্তা, তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন I

মুনকার নাকির চলে যাওয়ার পর,
আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে I
সে এক ধরণের অজানা আশংকায় অপেক্ষা করবে I কোথায় আছে ? কি করবে ? এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে I

এমন সময় সে দেখবে, খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছেন I
তাঁকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে I এতো মায়াবী ও সুন্দর তার চেহারা, সে জীবনে কোন দিন দেখেনি I
আত্মাটি তাকে দেখে জিজ্ঞেস করবে,
-তুমি কে ?
সেই লোকটি বলবে,
-আমি তোমার জন্য অনেক বড় সু- সংবাদ নিয়ে এসেছি, তুমি দুনিয়ার পরীক্ষায় উর্তীর্ণ হয়েছো, তোমার জন্য আল্লাহ তা'আলা জান্নাতের ব্যবস্থা করেছেন, তুমি কি সেটা একটু দেখতে চাও?
আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে,
-অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও I
লোকটি বলবে,
-তোমার ডান দিকে তাকাও I
আত্মাটি ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই I সেই দেয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর বেহেস্ত দেখা যাচ্ছে I
বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে I
এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে,
-আমি সেখানে কখন যাবো ? কিভাবে যাবো ?
লোকটি মৃদু হেসে বলবেন,
- যখন সময় হবে, তখনই তুমি সেখানে যাবে ও থাকবেI আপাততঃ শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে I ভয় পেও নাI আমি তোমার সাথেই আছি I তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিবো I
আত্মাটি তখন তাকে আবারো জিজ্ঞেস করবে,
-কিন্তু তুমি কে ?
তখন লোকটি বলবে,
-আমি তোমার এতদিনের আমল, পৃথিবীতে তোমার সব ভালো কাজের, তোমার সব পুণ্যের রূপ আমি, আজ তুমি আমাকে একজন সঙ্গীর মত করে দেখছো I আমাকে আল্লাহ তা'আলা তোমাকে সঙ্গ দেয়ার জন্যই এখানে পাঠিয়েছেন I
এই কথা বলে, লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন
এবং বলবেন,
-হে পবিত্র আত্মা ! এখন তুমি শান্তিতে ঘুমাও I নিশ্চিন্তে বিশ্রাম নাও I

এই কথা বলার পর, আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাঁকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে I

নবীজি এতটুকু বলে আবার একটু থামলেনI
সাহাবীরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুছলেন I

(বুখারী ও মুসনাদের দুইটি হাদিস অবলম্বনে)

আল্লাহ আমাদের পবিত্র আত্মা হওয়ার তাওফিক দান করুন.........আমীন।

(সংগৃহীত)

The 27th night of Ramadan in al Masjid al Aqsa
06/04/2024

The 27th night of Ramadan in al Masjid al Aqsa

ঝড়ের বাজার: সরকারের নির্ধারিত দর কেউ মানছে নারমজান মাসের শুরুতেই বাজারে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। সরকার নির্ধারিত দাম ...
17/03/2024

ঝড়ের বাজার: সরকারের নির্ধারিত দর কেউ মানছে না
রমজান মাসের শুরুতেই বাজারে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। সরকার নির্ধারিত দাম বেঁধে দিলেও বাজারে তা মানছে না কেউ।

এক কেজি আলুর উৎপাদন খরচ ১৪ টাকার কম, তিন পর্যায়ে মুনাফা যোগ করার পর প্রতি কেজির যৌক্তিক দাম হয় ২৯ টাকা। কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি।

গরুর মাংসের উৎপাদন খরচ কেজিতে ৫৮৮ টাকা। এর সঙ্গে মুনাফা ও অন্যান্য ব্যয় যোগ করে উৎপাদক পর্যায়ে গরুর মাংসের কেজি ৬০৫ টাকা, পাইকারি পর্যায়ে ৬৩২ টাকা এবং খুচরা পর্যায়ে ৬৬৪ টাকায় বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও বাজারে বিক্রি হচ্ছে ৭৩০ থেকে ৭৮০ টাকা কেজি।

রমজান মাস আসার পর বাজারে অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আরও আছে প্রতিযোগিতা কমিশন, যারা বিভিন্ন সময় ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে। এবার দাম নির্ধারণ করে দিয়ে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টায় নেমেছে কৃষি বিপণন অধিদপ্তর।

কিন্তু বাজারে ব্যবসায়ীদের অত্যাচার তুঙ্গে। সরকারের নির্ধারিত দামের তোয়াক্কা করছে না কেউ।

এই প্রচন্ড দামের কারণে নিম্ন আয়ের মানুষ হতাশ। তাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

সরকারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাজারে নিয়ন্ত্রণ আনতে হবে। মানুষের জীবন ধারণের মান উন্নত করতে হবে।

#বাজার #দ্রব্যমূল্য #রমজান #সরকার #ভোক্তা

এই লেখাটি আপনার হৃদয় ছুঁয়ে গেলে, অন্যদের সাথে শেয়ার করুন।

ঝড়ের পর বৃষ্টি! লিটন আউট, জাকের ইন!নতুন আলো জাকের, ঝড় থেমে গেল লিটনের!শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে লিটন দাসকে ব...
16/03/2024

ঝড়ের পর বৃষ্টি! লিটন আউট, জাকের ইন!
নতুন আলো জাকের, ঝড় থেমে গেল লিটনের!

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে লিটন দাসকে বাদ দিয়ে জাকের আলীকে ডাক পেয়েছে বাংলাদেশ দল।

লিটন দুই ওয়ানডেতে মাত্র ০ রান করে বাদ পড়েছেন।

অন্যদিকে জাকের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬৮ রান করে প্রশংসা কুড়িয়েছেন।

নির্বাচকরা মনে করছেন, জাকের মিডল অর্ডারে আরও বেশি সম্ভাবনা ও সুযোগ তৈরি করবে।

লিটনের বাদ পড়া নিয়ে গাজী আশরাফ হোসেন বলেছেন, "সাদা বলে সাম্প্রতিক সময়ে লিটনের পারফরম্যান্স বিচারে আমরা এই পরিবর্তনটা করেছি।"

আগামী সোমবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

জাকের কি ঝড়ের মতো ব্যাট করতে পারবেন?

#বাংলাদেশক্রিকেট #লিটনদাস #জাকেরআলী #ওয়ানডে

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে অভিযোগ: বিস্তারিত বিশ্লেষণ➤ ঘটনার সারসংক্ষেপ:◑ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রযো...
16/03/2024

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে অভিযোগ: বিস্তারিত বিশ্লেষণ

➤ ঘটনার সারসংক্ষেপ:

◑ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের সাথে ২৪টি নাটকের জন্য চুক্তিবদ্ধ হন।
◑ চুক্তি অনুযায়ী, অপূর্ব প্রতি মাসে ৩ দিন শুটিং করে ৯ মাসের মধ্যে কাজ শেষ করবেন।
◑ প্রযোজনা প্রতিষ্ঠান অগ্রিম ২৫ লাখ টাকা এবং পরে আরও ৮ লাখ টাকা অপূর্বকে প্রদান করে।
◑ অপূর্ব ৯টি নাটকের শুটিং করে ৩৩ লাখ টাকা নিয়ে দীর্ঘ ১০ মাস ধরে শুটিংয়ে অনুপস্থিত থাকেন।
◑ প্রযোজনা প্রতিষ্ঠান বারবার যোগাযোগ করার চেষ্টা করেও অপূর্বের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়।
◑ অবশেষে, প্রযোজনা প্রতিষ্ঠান অপূর্বকে আইনি নোটিশ পাঠায় এবং টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রোডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) ও অভিনয়শিল্পী সংঘের কাছে অভিযোগ করে।

➤ অপূর্বের দাবি:

◑ অপূর্ব অভিযোগগুলো অস্বীকার করেন এবং দাবি করেন যে এগুলো উদ্দেশ্যপ্রণোদিত।
◑ তিনি বলেন, চুক্তি অনুযায়ী তিনি কাজ করে গেছেন এবং তার বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগ মানহানিকর।
◑ অপূর্ব আরও বলেন, তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান করতে চান।

➤ বিশ্লেষণ:

◑ অপূর্বের দীর্ঘ ক্যারিয়ারে এ ধরণের অভিযোগ প্রথমবার উঠে এসেছে।
◑ প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপূর্বের কোন অভিযোগ নেই।
◑ অপূর্ব আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান করতে চান।

➤ সম্ভাব্য পরিণাম:

◑ অপূর্ব যদি আইনি লড়াইয়ে হেরে যান, তাহলে তাকে প্রযোজনা প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দিতে হতে পারে। তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে।
◑ ভবিষ্যতে তাকে কাজ খুঁজে পেতে অসুবিধা হতে পারে।

➤ উপসংহার:

◑ ঘটনার সত্যতা কী তা এখনও স্পষ্ট নয়।
আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান হলেই সত্যতা বেরিয়ে আসবে।
◑ অপূর্বের ভক্তরা আশা করছেন যে তিনি অভিযোগগুলো থেকে নিষ্কৃতি পাবেন।

আপনার মতামত কমেন্টে জানান।

তথ্যসূত্র:

https://www.prothomalo.com/topic/%E0%A6%85%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC

হৃদয়ের ঝড়ো ইনিংস: ৯৬ রানে অপরাজিত, সেঞ্চুরি মিস!শেষ দুই বলে দুই ছক্কা! কিন্তু হৃদয়ের ভাগ্যে সেঞ্চুরি ছিল না।৯৬ রানে অ...
16/03/2024

হৃদয়ের ঝড়ো ইনিংস: ৯৬ রানে অপরাজিত, সেঞ্চুরি মিস!

শেষ দুই বলে দুই ছক্কা!

কিন্তু হৃদয়ের ভাগ্যে সেঞ্চুরি ছিল না।

৯৬ রানে অপরাজিত থেকেও হতাশার ছায়া!

কিন্তু হৃদয় বলছেন, আক্ষেপ নেই!

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় স্পষ্ট করে বলেছেন,

"আমার কোনো আক্ষেপ নেই, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো প্রথম বলেও আউট হয়ে যেতে পারতাম।"

হৃদয় ক্রিজে নামেন ১৩তম ওভারে।

তখন বাংলাদেশ ৭৫ রানে ২ উইকেট হারিয়েছে।

৪১তম ওভারে ফিফটি পূর্ণ করেন হৃদয়।

৭৪ বলে ৫০ রান!

কিন্তু তারপর হৃদয় ঝড় তোলেন!

শেষ দুই ওভারে তার প্রয়োজন ছিল ২২ রান।

এবং হৃদয় ছিলেন আগ্রাসী!

২৮ বলে ৪৬ রান!

যার মধ্যে ৫ ছক্কা আর ১ চার!

হৃদয়ের এই ঝড়ো ইনিংস বাংলাদেশকে এনে দিয়েছে জয়ের লড়াইয়ে।

হৃদয়ের এই ব্যাটিং স্পষ্ট করে বলে দিচ্ছে,

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল! 🇧🇩

#তাওহিদ #হৃদয় #বাংলাদেশক্রিকেট #সেঞ্চুরি #ক্রিকেট

সুখবর! বাজারে নিয়ন্ত্রণ আসছে, ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দিল সরকার!চড়া দামের বাজারে হাঁফ ছেড়ে বাঁচলেন সাধারণ মানুষ।...
16/03/2024

সুখবর! বাজারে নিয়ন্ত্রণ আসছে, ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দিল সরকার!

চড়া দামের বাজারে হাঁফ ছেড়ে বাঁচলেন সাধারণ মানুষ। সরকারের কৃষি বিপণন অধিদপ্তর খুচরা বাজারে মাছ, মাংস, ডিম, ডাল ও সবজির মতো ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে।

গত শুক্রবার অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিমের সই করা এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে:

◑ 'কৃষি বিপণন আইন ২০১৮ এর ৪(ঝ) ধারার ক্ষমতাবলে কতিপয় নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হলো।'
◑ 'পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষিপণ্য ক্রয়–বিক্রয়ের অনুরোধ করা হলো।'

দাম নির্ধারণ করে দেওয়া পণ্যের মধ্যে রয়েছে:

১। মাংস: গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ব্রয়লার মুরগি।
২। মাছ: রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পুঁটি।
৩। ডিম: সাদা ডিম, লাল ডিম।
৪। ডাল: মসুর ডাল, মুগ ডাল, খেসারি ডাল।
৫। সবজি: পেঁয়াজ, আলু, রসুন, আদা, কাঁচা মরিচ, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, শসা, লাউ, লম্বা বেগুন, কাঁচা কলা, পটল, ঢেঁড়স।

দামের উদাহরণ:

➤ ব্রয়লার মুরগি:
◑ উৎপাদক পর্যায়ে: ১৫১ টাকা ৮১ পয়সা
◑ পাইকারি পর্যায়ে: ১৬২ টাকা ৬৯ পয়সা
◑ খুচরা পর্যায়ে: ১৭৫ টাকা ৩০ পয়সা

➤গরুর মাংস:
◑ উৎপাদক পর্যায়ে: ৬০৫ টাকা ১৩ পয়সা
◑ পাইকারি পর্যায়ে: ৬৩১ টাকা ৬৯ পয়সা
◑ খুচরা পর্যায়ে: ৬৬৪ টাকা ৩৯ পয়সা

এই পদক্ষেপের ফলে বাজারে স্থিতিশীলতা আসবে এবং সাধারণ মানুষ ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরোও পড়ুন : বিস্তারিত ‌‌‍নিচের লিংকে
https://dam.portal.gov.bd/ #

গরমের প্রেমিকা তরমুজ, কিন্তু দামে আগুন!বাংলাদেশ, গরমের দেশ। আর গরমের কথা বলতে গেলেই মনে আসে রসালো, ঠান্ডা তরমুজের কথা।  ...
16/03/2024

গরমের প্রেমিকা তরমুজ, কিন্তু দামে আগুন!

বাংলাদেশ, গরমের দেশ। আর গরমের কথা বলতে গেলেই মনে আসে রসালো, ঠান্ডা তরমুজের কথা। যা খেয়ে ক্লান্ত শরীরে তরমুজের এক টুকু অমৃত স্বাদের মতো আরাম আর কী হতে পারে? কিন্তু, এই গরমের মধুর ফলটি আজকাল আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

দোকানে গিয়ে তরমুজের দাম শুনলে যে কেউই চমকে উঠবেন। কেজি কখনও ১০০ টাকা, কখনও বা ১৫০ টাকা! এতো টাকা দিয়ে কি আর সবাই প্রতিদিন তরমুজ কিনতে পারবেন?

এই যে তরমুজের দাম আকাশ চুমেছে, তার পিছনে কী কারণ আছে, সেটা জানা না গেলেও, আমরা সাধারণ মানুষেরা খুব কষ্টে পড়ছি। গরমের এই দাবদাহে একটু শীতলতা মেটাতেও তাহলে কি আর তরমুজ খাওয়া হবে না?

এই প্রশ্নের উত্তর দিতে জানতে হলে দুইটা উদাহরণ আগে শুনুন,

১. রাসুলুল্লাহ সাঃ এর যুগে যখন বাজারে পণ্যের দাম হুট করেই আকাশ চুম্বি হয়ে গিয়েছিলো, তখন রাসুল আকরাম সাঃ সাহাবাদেরকে আদেশ করেন যাতে পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির আগে যেন কেউ বাজার না করেন। সাহাবারা তাই করেছিলেন। এবং কিছুদিনের মধ্যেই বাজার আগের হালতে ফিরে আসে। সুবহানাল্লাহ।

২. হযরত মুসা আঃ এর যুগে ফেরআউন এই তরমুজের ব্যবসা কেজিতে দর করে প্রথা শুরু করেছিল। ফেরআউন কে আল্লাহ তায়ালা ধ্বংস করেছেন ঠিকই কিন্তু তার কিছু নিকৃষ্ট অনুসারীরা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বিশ্বে। এমন কি আমাদের সোনার বাংলাদেশেও এর বাইরে নয়।

এবার বলি আমাদের করনীয় কি?

এতো টাকা দিয়ে তরমুজ কিনে খাওয়াটা যেমন কষ্টের, ঠিক তেমনি কষ্টের কথা না ভাবার মতো আনন্দও তো তরমুজ দেয়। আমরা কিছু করতে পারি না, এমনটাও না। সবাই মিলে যদি একটু সচেতন হই, তাহলে হয়তো এই অবস্থার কিছুটা অবসান ঘটানো যেতে পারে।

১। দোকানদারদের লাভের লোভে অতিরিক্ত দাম না দেয়া।
২। ন্যায্যমূল্য অনুযায়ী ফল কেনার চেষ্টা করা। না পারলে একেবারেই না কেনা।
৩। তরমুজের বিকল্প হিসেবে পেয়ারা, জাম বা এ ধরণের ফল খাওয়া।

মনে রাখবেন তরমুজ পচনশীল ফল। কিছুদিন গেলেই দেখবেন তরমুজের দাম পানির থেকেও সস্তা হয়ে যাবে। এসব ছোট ছোট পদক্ষেপের মধ্য দিয়েই হয়তো আমরা গরমের এই দাবদাহেও তরমুজের মিষ্টি স্বাদ নিতে পারব।

This is not MIRACLE 😶‍🌫️This is The sign of ALMIGHTY 😇Details in comment :-
15/03/2024

This is not MIRACLE 😶‍🌫️
This is
The sign of ALMIGHTY 😇

Details in comment :-

রমজানের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: সাধারণ মানুষের চিন্তা বেড়েছে।রমজান মাস শুরু হতেই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের...
14/03/2024

রমজানের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: সাধারণ মানুষের চিন্তা বেড়েছে।

রমজান মাস শুরু হতেই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। পেঁয়াজ, ছোলা, সয়াবিন তেল, চিনি, খেজুরসহ বেশিরভাগ পণ্যের দাম গত বছরের তুলনায় অনেক বেশি।

বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে, যা গত বছর ছিল ৩০-৩৫ টাকা। শতাংশের হিসেবে এক বছরে পেঁয়াজের দাম বেড়েছে ২২৩ শতাংশ।
শুধু পেঁয়াজ নয়, ছোলা, সয়াবিন তেল, চিনি, খেজুরসহ অন্যান্য ফল, ডাল, মুড়ি, আলু, বেগুন, ইসবগুল, কাঁচা মরিচ, ধনেপাতা, লেবু, পুদিনা পাতা, সস এবং জুস - সবকিছুরই দাম বেড়েছে।

কারওয়ান বাজার ও কচুক্ষেতে সাধারণ জাতের খেজুর বিক্রি হচ্ছে ৫০০-১১০০ টাকা কেজিতে, যা গত রমজানে ছিল ২৫০ থেকে ৪৫০ টাকা।

টিসিবির তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পেঁয়াজের দাম ১৫৭ শতাংশ, আলুর ৫৪ শতাংশ, রসুন (আমদানি) ৬০ শতাংশ, আদা (দেশি) ৮২ শতাংশ বেড়েছে।

কারওয়ান বাজারের এক দোকানদার বলেন, এ বছর সয়াবিন তেল ছাড়া প্রায় সব জিনিসের দাম বেড়েছে।

কারওয়ান বাজারের এক দোকানদার বলেন, এ বছর সয়াবিন তেল ছাড়া প্রায় সব জিনিসের দাম বেড়েছে।

তিনি বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকায় বিক্রি করছেন, যা গত বছর ছিল ১৭০ টাকা।

গোফরান নামের একজন ক্রেতা বলেন, চিনি প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়, যা গত বছর ছিল ১১৫ টাকা; মসুর ডাল ১১০-১৪০ টাকায়, যা গত বছর ছিল ৯৫-১৩০ টাকা। ছোলা বিক্রি হচ্ছে ১১০ টাকায়, যা গত বছর ছিল ৯০ টাকা।

মিরপুরের মোরশেদা খাতুন বলেন, গত বছর এসব জিনিস কিনতে এক হাজার টাকা খরচ হয়েছিল। এবার দেড় হাজার টাকা খরচ হয়েছে।

'আমাদের তো আয় বাড়েনি, কিন্তু আমাদের খরচ বেড়ে গেছে। আমাদের আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, আমরা রমজানে একটু ভালো খাবারের জন্য এত বেশি খরচ করতে বাধ্য হচ্ছি।'

এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

জনসচেতনতা বৃদ্ধি করতে পোস্টটি শেয়ার করুন আপনার টাইমলাইনে।

অনুরোধপূর্বক
সাজিদ সিফাত।

Shout out to my newest followers! Excited to have you onboard! Maruf Hassan BaPpy, Emon Hossen Kalu, Alvee, CK Nayem Isl...
14/03/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

Maruf Hassan BaPpy, Emon Hossen Kalu, Alvee, CK Nayem Islam, Md. Sumon Bepari, Md Rakib, Tanvir Ahmed Dip, A R Rahman Mahin, Sk Ssis Siam, Md Rofikul Islam, Sufiyan Sakib, Redowan Mahamud,

Hope you guys will support me like you always do.

09/03/2024

এটাও কি সম্ভব ❓

বর্তমান ইভি ভেহিক্যালস এর প্রবর্তক ইলোন মাস্ক, এই শিশুটির ব্যাপারে জানতে পারলে খুব অবাক হতেন।

ভারতীয় এই ১০ বছরের ছেলের কান্ডের কথা যেন মুখে মুখে ছড়িয়ে গেছে বন্যার পানির থেকেও দ্রুত বেগে।

বিস্তারিত ভিডিও তে।


28/02/2024

কেন MKS Sports ❓

তামিম, সাকিব, কোহলি, ধনির ব্যাটে কী আছে?

এই ভিডিওতে আমরা আলোচনা করবো:

-ক্রিকেট ব্যাটের ধরণ
-ব্যাটের দাম
-MKS Sports - ইমরুল কায়েস ও মিরাজের নতুন উদ্যোগ

আরও জানতে ভিডিওটি দেখুন!
#ক্রিকেট #ব্যাট #তামিম #সাকিব #কোহলি #ধনি #ইমরুলকায়েস #মিরাজ

ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।

আপনার মতামত জানাতে কমেন্ট করুন।

আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ!

#বাংলাক্রিকেট #বাংলাদেশ #ক্রিকেটপ্রেমী

07/02/2024
Yesterday me and one of my friend went to Nilkhet book market to buy some books. Suddenly, a kind stranger tapped on my ...
02/11/2023

Yesterday me and one of my friend went to Nilkhet book market to buy some books. Suddenly, a kind stranger tapped on my shoulder. When i’m turned around, he gave me a friendly smile and said, "Sir, could you help me please?" We asked, "How can we help you?" He explained, "Sir, I'm a rickshaw puller and I've been working hard all day to earn money so that I can fulfill my wife's desires." I came here to buy a book for my wife. She has an important exam coming up, and she urgently needs this book. However, I can't find it anywhere and no one has been able to help me. Can you please assist me, sir?" He showed me his mobile and said look, my wife sent me a message with the name of the book she needs. Last time when I came here to buy books for her, the seller gave me a used book instead of the new one and took money from me for the new book. I don’t have enough idea about these books my wife told me that thing tho she live in outside of Dhaka that’s why she properly can’t assist me over phone call. I took his phone and saw that the book was titled "Computer Graphics-C Version." After searching through several stores, I finally found the book he was looking for. When I told him that I had found the book he was searching for, he was overjoyed. With gratitude in his heart, he immediately called his wife and said, "I've found the book you needed. I'll bring it home tomorrow." He assured her that she could start studying for her exam now. Seeing the love he had for his wife and the happiness on his face made me feel really good. If your love towards your partner is genuine then these little things looks actually sweet. His efforts were seen in his eyes when he was finding trouble to buy the book.
Love is beautiful to feel and to make. We people make it complex. He is a perfect example of ideal husband❤️

©Salman Iqbal

House of Photographer ❤️
02/11/2023

House of Photographer ❤️

You are the real CHAMP Shakib Al Hasan 💚❤💚
09/08/2021

You are the real CHAMP Shakib Al Hasan 💚❤💚

Address

Kazipara

Alerts

Be the first to know and let us send you an email when Sajid's Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sajid's Gallery:

Videos

Share

Category