Enamul HouQe - إنعام الحق

Enamul HouQe - إنعام الحق Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Enamul HouQe - إنعام الحق, Digital creator, Dhaka, Kazipara.

12/01/2025

নিজের পায়ে তো অনেক কুড়াল মার'ছি, এখন থেকে অন্যদের পায়ে মার'বো।

12/01/2025

আমার গেটআপ দেখে প্রথমে কেউ ধরতেই পারে না যে আমি গরীব!

06/01/2025

১৫-ই অগাস্ট কি অপরাধ নাকি জাতির কল্যানের
জন্য কাঙ্ক্ষিত অভ্যুত্থান!!----
-
এই প্রশ্নের মীমাংসা জানা অতি জরুরী।
এটা আসলে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে একটা প্যারাডাইম শিফটিং প্রশ্ন??

কেন আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করব? কারণ যিনি সৃষ্টিকর্তা হবেন তিনি অবশ্যই তার সৃষ্টির বিষয় বস্তুর সাথে একটি সামঞ্জস্য আ...
20/10/2024

কেন আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করব?

কারণ যিনি সৃষ্টিকর্তা হবেন তিনি অবশ্যই তার সৃষ্টির বিষয় বস্তুর সাথে একটি সামঞ্জস্য আকৃতি দিবেন।

প্রকৃতি থেকেই যদি সবকিছু তৈরি হতো তাহলে
প্রকৃতির খেয়ালেই একই জিনিসের বিভিন্ন ধরনের আকৃতি হতে পারতো।

ধরুন গরু যদি বড় না হয়ে মশার মতো ছোট হত।
আবার মশা-মাছি যদি গরু-হাতির মত এরকম মোটা হতো তাহলে কেমন হতো?

প্রায় সময়ই আমরা বিভিন্ন কার্টুন দেখি টিভিতে।
সেখানে বিভিন্ন পশু পাখিকে মানুষের অবয়বে দেখানো হয়।

যদিও দেখতে বিচিত্র লাগে তবে আনন্দদায়ক বটে।
তাই কখনো কখনো মনের অজান্তেই খেয়ালে আসে আসলেই যদি এরকম দৈহিক গঠনে এরা থাকতো তাহলে কেমন হতো।

এক ধরনের অতিরিক্ত বুদ্ধিজীবীদের দাবি।
প্রকৃতির বিবর্তনের ধারাবাহিকতায় মানুষ আজ এই গঠনে এসেছে। মানুষ নাকি কীটপতঙ্গ থেকে ধাপে ধাপে মাছ এক পর্যায়ে বানর ফাইনালি মানুষ রুপে এসেছে।

বুঝেছি আসলো!
তো এ পর্যন্ত এসে থেমে গেলো কেন?
কোন কোন নাস্তিক আবার বলে বসবে অতিরিক্ত গাছ কাঁটার ফলে প্রকৃতির ক্ষমতা কমে গেছে।-----🤣

ধর্মগুলো আসলে কি বলে?
বিশেষ করে ইসলাম ধর্ম এ ব্যাপারে কি সংজ্ঞা দেয়?
পবিত্র কোরআনে এসেছে, ‘আমি মানুষকে উৎকৃষ্ট অবয়বে সৃষ্টি করেছি।’---- (সুরা : ত্বিন, আয়াত : ৪)

কেমন হতো আমাদের কানটা অন্য জায়গায় থাকলে?
বা আমাদের চোখটা মাথার পিছনে থাকলে?

কেমন হতো মুখটা যদি পিঠের নিচে থাকতো?
কি করে তার কাছে খাবার পৌছাতাম আমরা প্রতিনিয়ত?

কে এতো সুন্দর নিরুপন ভাবে পারফেক্ট ওয়েতে সৃষ্টি করলো?

খাবারগুলো হাত দিয়ে মুখের কাছে নিতে নিতেই চোখ দিয়ে দেখছি, নাক দিয়ে ঘ্রাণ শুঁকছি জিহ্বা দিয়ে টেস্ট ফিল নিচ্ছি , কে করলো এতো সুন্দর ডিজাইন?

হাতের জায়গায় পা থাকলে কতটুকুই বা সাধারণ ভাবে চলাফেরা করতে পারতাম?

নিশ্চয়ই এগুলো একজন ডিজাইনার ছাড়া!
একজন সঠিক মেকার ছাড়া তৈরি করা সম্ভব নয়।‌ আর হ্যা তিনি ডেফিনেটলি একজন সৃষ্টিকর্তা-ই তো ,হবেন।

তিনি শুধু আমাদের সৃষ্টিই করেননি বরং তিনি আমাদের করেছেন সম্মানিত - সর্বশ্রেষ্ঠ মাখলুক।

সৃষ্টির প্রথম দিন থেকে তাকে অনন্য জ্ঞান ও
মর্যাদায় ভূষিত করেছেন। অতঃপর মানুষ উত্তরাধিকার সূত্রে সেই জ্ঞান ও মর্যাদার অধিকারী হয়েছে।

মহান আল্লাহ বলেন, ‘হে মানবমণ্ডলী, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি।আর তোমাদের বিভিন্ন বংশ ও গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা পরস্পর পরিচিতি লাভ করতে পারো।---(সুরা হুজুরাত, আয়াত : ১৩)

মানবজাতির বিকাশের এই ধারা আল্লাহ নির্ধারণ করেছেন এবং অব্যাহত রেখেছেন আলহামদুলিল্লাহ।

~ Enamul HouQe - إنعام الحق (একজন পথভ্রষ্ট)

লেখাটি ভালো লাগলে আপনার মতামত শেয়ার করবেন!
মানুষ মাত্রই তো ভুল! কে জানে হয়তোবা কোথাও আমারও ভুল হতে পারে।

তাই সংশোধন করার দায়িত্ব আপনারও। ধন্যবাদ সবাইকে।

জানি না কারা করেছে?...তবে যারাই করেছে তাদের কে মন থেকে অভিবাদন জানাই।আমাদের এই ছোট্ট ছোট্ট সমর্থন-ই ফিলিস্তিনিদের বেঁচে ...
11/10/2024

জানি না কারা করেছে?...
তবে যারাই করেছে তাদের কে মন থেকে অভিবাদন জানাই।

আমাদের এই ছোট্ট ছোট্ট সমর্থন-ই ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ।

support PALESTINE save GAZA - 🇵🇸

শুরু করিতেছি.........
06/09/2024

শুরু করিতেছি.........

Mahmudullah met with Ahmadullah --- 🙂
02/09/2024

Mahmudullah met with Ahmadullah --- 🙂

জানি না মানুষ-টি কোথায় আছে!------💔তবে যেখানেই থাকুক সর্বদা ভালো থাকুক এটাই চাই।--😭
01/09/2024

জানি না মানুষ-টি কোথায় আছে!------💔
তবে যেখানেই থাকুক সর্বদা ভালো থাকুক এটাই চাই।--😭

কেউ খাবার না দেন ভাই সমস্যা নাই!------💔😥কিন্তু ওদের কে মাইরেন না, কে জানে কে অপেক্ষায় আছে।
01/09/2024

কেউ খাবার না দেন ভাই সমস্যা নাই!------💔😥
কিন্তু ওদের কে মাইরেন না, কে জানে কে অপেক্ষায় আছে।

01/09/2024

Ajke realme C61Thakle~
আমিও একটা ফোন ভাঙার বিডু বানাইতাম!---💔😭

01/09/2024

আপনার কি মনে হয়?
এগুলো কি নিছক প্রতিশ্রুতি নাকি আসলেই সম্ভব!

Dr. Shafiqur Rahman Said--------
আমাদের হাতে ১০ বছরের জন্যে ছেড়ে দিন তার পর হিসাব করে বুঝে নিয়েন। কয়েকটি উল্লেখ যোগ্য কাজ করবো--

১- প্রতিটি মানুষের নিরাপত্তা বিধান নিশ্চিত হবে।
২- দুর্নীতিকে জিরো পর্যায় নিয়ে আসব ইনশাআল্লাহ।
৩- প্রতিটি মানুষ তার পূর্ন অধিকারে চলাফেরা করবে।
৪- প্রতিটি মানুষে দেশ প্রেমের নবজাগরন হবে।
৫- শিক্ষা-দিক্ষায় অভূতপুর্ব উন্নতি হবে।
৬- শিল্পবিপ্লব তৈরি হবে।
৭- প্রতিটি মানুষের জীবন হবে উন্নত মর্যাদাশীল।
৮- সুনাগরিক তৈরি ইনশাআল্লাহ।
৯- বিভিন্ন মেশিনারিজ আবিষ্কারের আপ্রান প্রয়াস থাকবে।
১০-পলেসি মেকার টীম তৈরি হবে।
১১-সেনাবাহিনীকে আরো সর্বাধুনিক ও সুসাজ্জিত করা হবে।

01/09/2024

ডানেও আছেন, বামেও আছেন, আবার আছেন মাঝে;
টকশো করেন ভোরেও আবার, টকশো করেন সাঁঝে।
এই তো তিনি সাচ্চা শায়েখ, এই তো আবার সেকু;
হঠাৎ তিনি বজ্রকঠিন, হঠাৎ করেই নেকু।
মিষ্টি করে বলেন তিনি, হাসান তিনি জোকে;
যুগের সেরা বুদ্ধিজীবী— ভাবছে দেশের লোকে।

রাষ্ট্রজুড়ে ঘুরছে যখন শনির ওপর শনি,
দেশের তখন রক্ষাকবচ গোলাম মওলা রনি।

সকালবেলায় জোরসে জামাত, বিকেলবেলায় লিগার;
রাত্রিকালে জিয়ার সেনা, তারেক জান-এ-জিগার।
বক্ষে তাহার বেগম জিয়া, চক্ষে তাহার হাসু;
দেশের-দশের মুক্তি হবে তাহার হাতেই আশু।
বরের ঘরের মস্ত মাসি, কনের ঘরের পিসি;
দ্বীনের পথের দয়াল বাবা, টপ-টু-বটম ঋষি।

বিত্তে হলেন ফকির তিনি, চিত্তে হলেন ধনী;
জিততে হলে লাগবে দলে গোলাম মওলা রনি।

গাছের খেয়ে তলার কুড়ান, দুইটি নায়ে দু'পা;
খানিক আগে পষ্ট পুরুষ, খানিক বাদেই ছুপা।
গঞ্জে পালেন গুন্ডা আবার, টকশোজুড়ে হাজি;
একাত্তরের শহিদ তিনি, জুলাই মাসের গাজি।
এই তো তিনি জাকির নায়েক, এই তো আবার রাঠি;
সাংবাদিকের পিঠের ওপর এই তো ভাঙেন লাঠি।

সমুখ দিকে দণ্ড তাহার, পেছন দিকে যোনি;
বাংলাদেশের বিচিত্র চিজ গোলাম মওলা রনি।

আখতারুজ্জামান আজাদ (১-সেপ্টেম্বর-২০২৪)-------
বিশেষ দ্রষ্টব্য : [লেখাটি পড়ে ভালো লাগলে লেখককে সম্মানী পাঠাতে চাইলে অ্যাকাউন্ট নাম্বারের জন্য মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন]------

01/09/2024

এমন অনেক ব্যাপার আছে—
যা নিয়ে তাৎক্ষণিকভাবে লিখি না, কয়েক মাস বা কয়েক বছর পরে লিখি। সাম্প্রতিক সরকারপতনের পর দেশজুড়ে হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে— কোনো-কোনো হামলা ছিল রাজনৈতিক, কোনো-কোনোটা ব্যবসায়িক বিদ্বেষপ্রসূত, কোনোটা আবার ব্যক্তিগত শত্রুতাবশত।

ফলে, হিন্দুদের ওপরে হওয়া হামলাগুলোর কোনটার কী ধরন, কোনটা পুরোপুরি ধর্মীয় ক্রোধতাড়িত; তাৎক্ষণিকভাবে বুঝতে না-পেরে লিখতে দেরি করছি। সিদ্ধান্ত নিয়েছিলাম বুঝেশুনে ভেবেচিন্তে লিখব।

৯ আগস্ট আওয়ামি লিগের অনলাইন অ্যাক্টিভিস্টদের টাইমলাইনে একটা ভিডিও দেখেছিলাম। তাতে দেখা গিয়েছিল পাঁচ-ছয়জন পুরুষ বৃষ্টির মধ্যে একজন নারীকে চ্যাংদোলা করে ধরে এনে মাইক্রোবাসে সেঁধিয়ে অপহরণ করছে, আর তার বাবা পেছন-পেছন দৌড়ে আসছেন (লিংক কমেন্টে)।

ক্যাপশনে লেখা ছিল বিএনপি-জামায়াতের লোকজন ধর্মীয় আক্রোশবশত হিন্দু যুবতীকে তুলে নিয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। গলা শুকিয়ে এসেছিল। এ-ধরনের নির্যাতনের কথা বইয়ে পড়লেও বাস্তবজগতের ভিডিওতে ঐ প্রথমই দেখেছি।

আতঙ্কে তাৎক্ষণিকভাবে কিছু লেখার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। আজ জানলাম— অপহরণকারী আসলে মেয়েটির স্বামী। যৌতুক নিয়ে ঝামেলার কারণে মেয়েটি স্বামীর বিরুদ্ধে মামলা করেছিল।

এর প্রেক্ষিতে ঐ স্বামী আগেও তাকে আদালতচত্বর থেকে অপহরণ করার চেষ্টা করেছিল। সে-বার না-পারলেও এবার পেরেছে এবং এলাকাবাসী ও সেনাবাহিনীর সহায়তায় উদ্ধারও হয়েছে। এই ঘটনাকে আওয়ামি লিগের অ্যাক্টিভিস্টরা প্রচার করেছেন হিন্দুনিপীড়ন হিশেবে।

রাহনুমা সারাহ্‌ নামক একজন সংবাদকর্মী সম্প্রতি হাতিরঝিলে মৃত্যুবরণ করেছেন। ফেসবুক টাইমলাইনে এবং বন্ধুবান্ধবকে বহুদিন ধরেই তিনি আত্মহত্যার ইঙ্গিত দিয়ে আসছিলেন।

সুরতহাল প্রতিবেদনেও আত্মহত্যারই আলামত পাওয়া গেছে। সজীব ওয়াজেদ জয় এই ঘটনাকে 'ব্রুটাল অ্যাটাক অন ফ্রিডম অব এক্সপ্রেশন ইন বাংলাদেশ' বলে সাব্যস্ত করে ফেসবুকে পোস্ট করেছেন।

আত্মহত্যাকে ব্রুটাল অ্যাটাক বলে প্রচার করে আওয়ামি লিগের ছায়া সভাপতি নিজেই গুজব রটালেন। আত্মহত্যা না-হয়ে এটা যদি হত্যাও হয়, তা হলেও এর সাথে রাজনীতি বা ফ্রিডম অব এক্সপ্রেশনজনিত কিছু জড়িত না। এই পর্যায়ের একজন নেতা নিজেই অপপ্রচার চালালে আর কিছু বলার বা করার থাকে না।

ওদিকে ইডেন কলেজ ছাত্রলিগের এক নেত্রী (শায়লা শিকদার) পটুয়াখালীতে মারা গেছে। সেও মারা যাওয়ার আগে ফেসবুকের স্টোরিতে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে গিয়েছিল। এই মৃত্যুকেও আওয়ামি লিগের অ্যাক্টিভিস্টরা আওয়ামি লিগের ওপর হামলা বলে প্রচার করে ফেলেছে।

৫ আগস্টের পর দেশে আসলেই আওয়ামি লিগ ও হিন্দুদের ওপর হামলার প্রচুর ঘটনা ঘটেছে। কিন্তু ঘটেছে যতটা, আওয়ামি লিগ গুজব রটিয়েছে এর চেয়ে বেশি। জামায়াতের 'বাঁশের কেল্লা' পেজ সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে গুজব রটিয়ে একদিনেই সত্তরের অধিক মানুষের প্রাণহানির উপলক্ষ তৈরি করে দিয়েছিল।

এখন আওয়ামি লিগের হাসুর কেল্লাও উপর্যুপরি গুজব রটিয়ে এমন পরিস্থিতি তৈরি করছে, যার ফলে বোঝাই দুরূহ হয়ে যাচ্ছে কোন হামলা সত্য আর কোনটা মিথ্যা, কোন হামলা ধর্মীয় বা রাজনৈতিক আর কোন হামলা ব্যক্তিগত।

এর ফলে, সত্যিকারের হামলাগুলোকেও মিথ্যা মনে হচ্ছে, মিথ্যাগুলোকেও সত্য মনে হচ্ছে। তাতে প্রতিবাদের রাস্তাটা বন্ধ হয়ে গেল। প্রতিবাদ করে কোনো লেখা লিখতে গেলে এখন আর আঙুল এগোবে না।

মনে হবে— যা নিয়ে লিখছি, দু-দিন পরই তা গুজব বলে প্রমাণিত হতে পারে। ঘোলা পানিতে গুজববাজদের মাছশিকারের ফলে নির্দলীয় লেখকরা ঝামেলায় পড়ছেন; তারা না-পারছেন প্রতিবাদ করতে, না-পারছেন প্রতিবাদ না-করে থাকতে।

যারা সারাক্ষণ শিটপোস্টিং করে, তারা বিতর্কিত পোস্ট অনলি মি করে দিলেই লেঠা চুকে যায়। কিন্তু দায়িত্বশীল লেখকরা একবার কিছু-একটা লিখে ফেললে তা আর ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না।

দায়িত্বশীল লেখকদের লেখা অনেকটা অমোঘ বাক্যের মতো। লেখা অনলি মি বা এডিট করেই তাদের পার পাওয়ার অবকাশ নেই।

এইসব কেল্লার কারণেই অপরাধীরা অপরাধ করে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়; যখন যে-সরকার আসে, তখন সেই সরকারে মিশে গিয়ে দেশটাকে বিষে বিষাক্ত করে ফেলার সুযোগ পায়। বাঁশের কেল্লা আর হাসুর কেল্লা থেকে এ-জাতি কবে নিস্তার পাবে, কেউ জানে না।

আখতারুজ্জামান আজাদ (৩০-আগষ্ট-২০২৪)------

আলহামদুলিল্লাহ!-------😊ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত ভিসি স্যারের ইমামতিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগ...
27/08/2024

আলহামদুলিল্লাহ!-------😊
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত ভিসি স্যারের ইমামতিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের ২য় জামাতের নামাজ আদায় করলো শিক্ষার্থীরা।

Here we go, new leader in town!-------❤

Follow Short Stories for amazing stories daily--✅

বন্যায় কেউই নিরাপদ নয়! হোক তা মানুষ বা প্রানী!-🥺ত্রাণ সর-বরাহের কাজে নিয়োজিত বিশ্বস্ত যে কোনো ব্যক্তি কিংবা সংস্থাকে স...
24/08/2024

বন্যায় কেউই নিরাপদ নয়! হোক তা মানুষ বা প্রানী!-🥺

ত্রাণ সর-বরাহের কাজে নিয়োজিত বিশ্বস্ত যে কোনো ব্যক্তি কিংবা সংস্থাকে সামর্থ্য অনুযায়ী দান করে বন্যা দুর্গতদের পাশে থাকুন।

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল
সোনালী ব্যাংক করপোরেট শাখা
প্রধান উপদেষ্টার কার্যালয়
হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩

As sunnah Foundation
https://assunnahfoundation.org/donate/flood/

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সহায়তায় ফান্ড
বিকাশ/নগদ/রকেট মার্চেন্ট নাম্বার : 01886969859

Bangladesh Navy
https://www.facebook.com/share/p/REW9wRj551eCzHpm/

Bangladesh Air Force
https://www.facebook.com/share/p/fSVt4WmHCn8UF7oG/

ILMAN Nafiya
https://ilmannafiya.org/charity/flood/

Chayanir
shorturl.at/0mh09
বিকাশ পারসোনাল (বাবু -কার্যনির্বাহী সদস্য)
01811-193775
নগদ/রকেট পারসোনাল (কায়কোবাদ - পরিচালনা কমিটির সদস্য)
+880 1674-290989

Sab'a Sanabil Foundation
https://sabasanabil.com/projects/emergency-flood-appeal/

22/08/2024

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।
যেখানে হাত লাগলেই শেষ।
সেইটা স্বামীর হাত-ই হোক বা অন্য কোনো পুরুষের।
এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শে না,
পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায়।
যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে,
তার লজ্জা তত কমবে।
যেমন চলচিত্রের নায়িকারা।
তারা বিকিনি পড়তেও দ্বিধা করেনা।
কারন পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে।
কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে ওড়না ছাড়া
দাঁড়াতে বললে সে কিন্তু লজ্জায় মরে যাবে।
ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের
ভূমিকা পালন করছে।
ফেসবুকে যার যত ছেলে বন্ধু বেশি।
সে তত বেশি ওপেন মাইন্ডেড।
যেমন অতি-আধুনিকরা ছেলে বন্ধুর সঙ্গে
পিরিয়ড নিয়ে কথা বলে।
ফ্ল্যার্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা
বলে- মাইন্ড করলে বলে '' জাস্ট
কিডিং, টেক ইট ইজি।'
আর ইজিলি নিতে নিতে সেই অশালীন
বিষয়গুলি আর অশালীন লাগে না।
লজ্জা শেষ হয়ে যায়!
আবার ফেসবুকে প্রেমিকের সংখ্যা-ও বেশি!!
কেউ প্রেমে পড়েছে তো প্রেমিকের সঙ্গে
রোমান্সের ছলে অশ্লীল কথা বলা শুরু।
একেবারে ঠিক স্বামীর মতো।
এরপর ব্রেকআপ হয়।
তারপর আবার কারো প্রেমে পড়ে।
আবারো কিস,হাগ, ফ্ল্যাট, আরো কত কি!!
এরপর আবার-ও ব্রেকাপ।
আবারও শুরু এভাবেই চলতে থাকে বিয়ের আগ পর্যন্ত।
আবার কেউ কেউ তো টেনে নিয়ে যায়
পুরো জীবন ব্যবস্থায়।
তৈরি হয় পরকিয়া, জন্ম নেয় অবৈধ সন্তান।
বাড়তে থাকে ধোঁকাবাজি
শেষ পর্যন্ত সামাজিক অবক্ষয় ও বিচ্ছেদ।
'প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে,
আর পুরুষের হয়ে যায় সব বিলীন।
নারীর কাছে পুরুষের উপস্থিতি যেন ইয়াবার মতো।
প্রথমে একটা খেলেই পিনিক।
তারপরে ২০-২৫ টা খেলেও যেনো কাজ হয় না।
ব্যস,এক সময় পুরুষের প্রতি আর ফিলিংস-ই কাজ করেনা।
তখন স্বামীর ভালবাসা-ও তার কাছে পানসে লাগে।
একটার পর একটা পুরুষ বদল করে।
কিন্তু স্থির হতে পারে না।
জানাশোনা শেষ হলেই - আর ভালো লাগে না।
কেমন যেনো বোরিং লাগে।
কারণ, ডিফারেন্ট ম্যান ডিফারেন্ট!
এক সময় সেই টেস্ট নিতে নিতে ভালবাসার
অনুভূতিই যেনো শেষ !
মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের
লজ্জা কমে।
বাচ্চা হবার পরে আরো কমে যায়।
তখন বুঝতাম না।
ভাবতাম লজ্জা 'ফোঁড়ার' মতো কিছু।
বিয়ের পরে গলে যায়।
এখন বুঝি।
আগের মেয়েদের কাছে স্বামীই ছিলো পুরুষ।
তাই বিয়ের পরের কথা এসেছে।
এখন বিয়ে লাগে না পুরুষের কাছে আসতে।
টিকটক ফেসবুকে আসলেই চলে।
ফেসবুক যেনো অনেকটা যেনো সেই স্বামীর ভূমিকাই
পালন করে।

লেখাটি সংগ্রহীত এবং ইষত পরিমার্জিত।---ধন্যবাদ।

While everyone is talking about content creators, I think we should also acknowledge team ATC Android ToTo Company Just ...
21/08/2024

While everyone is talking about content creators,
I think we should also acknowledge team ATC Android ToTo Company Just because they don't post any pictures and videos, they don't get highlighted.

The entire team supported the students from the very beginning. Rafid bhai (Co-founder of ATC ) would keep in touch with me daily, sending news updates and cautioning me not to go to certain places if there were any issues.

The full ATC team wasn't just on the road; They helped everyone to the best of their ability. Salute and respect to them!

Post from : Yasin ali abir

Address

Dhaka
Kazipara
1216

Alerts

Be the first to know and let us send you an email when Enamul HouQe - إنعام الحق posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Enamul HouQe - إنعام الحق:

Videos

Share