DUPUR TV

DUPUR TV Dupur TV

17/02/2024

পামির কোলা ও সাফা কোলার উৎপাদন
cola, cola

29/10/2022
আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে সৃষ্ট হৃদ লালোলালো, যুক্তরাষ্ট।
11/10/2022

আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে সৃষ্ট হৃদ লালোলালো, যুক্তরাষ্ট।

এত বড় বন্দুকের রহস্য কি?
23/09/2022

এত বড় বন্দুকের রহস্য কি?

আমরা যে সমাজে বাস করি সেই সমাজের সদস্যরা একেক জন একেক রকম। বলাই বাহুল্য, সবাই মন মতো হয় না। যাদের সাথে নিজেদের মিল পাই অ...
17/09/2022

আমরা যে সমাজে বাস করি সেই সমাজের সদস্যরা একেক জন একেক রকম। বলাই বাহুল্য, সবাই মন মতো হয় না। যাদের সাথে নিজেদের মিল পাই অথবা যাদের পছন্দ করি তাদের সাথে আমাদের একটি সুন্দর সামাজিক বন্ধন গড়ে উঠে। আবার যাদের আচরন, ধ্যান-ধারনা সঙ্গতিপূর্ণ নয়, তাদের এড়িয়ে চলি। এভাবে সমাজে আমরা টিকে থাকি।

মানসিক স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে আশপাশের পরিবেশ-পরিস্থিতির উপর।বিশেষত কারা আমাদের আশপাশে অবস্থান করছেন তার ভিত্তিতে নির্ধারন করা যায় ব্যক্তির মানসিক স্বাস্থ্যের স্বরুপ। সুতরাং, মানসিক সুস্থ্যতা রক্ষার্থে কিছু কিছু মানুষের সংস্রব পরিহার করাই বাঞ্ছনীয়।

আজ লিখবো চার জাতের মানুষদের নিয়ে যাদের এড়িয়ে চলা উচিৎ।

১। আত্মকেন্দ্রিক মানুষঃ
ইংরেজিতে যাকে বলা ‘Narcissist’ এরা এ জাতের মানুষ। কীভাবে চিনবেন তাদের? আসুন, দেখে নেই:
ক. কেবলমাত্র নিজেদের নিয়েই ব্যস্ত থাকেন।
খ.পাশের মানুষটির ব্যাপারে তেমন সহানুভূতিশীল হতে দেখা যায় না।
গ. নিজেকে ভাবেন সর্বশ্রেষ্ঠ।

২। শক্তিক্ষয়কারক ব্যক্তিঃ
Energy Vampire বা শক্তিক্ষয়কারক ব্যক্তি আমাদের মানসিকভাবে দুর্বল করে ফেলে এবং জীবনে চলতে বাঁধা দেয়। এ ধরনের মানুষের কিছু বৈশিষ্ট্যঃ
ক. এরা মানুষের অধিক সময় ও শক্তি নষ্ট করার জন্য দায়ী থাকে।
খ. অহেতুক সমস্যা সৃষ্টি করেন।
গ. নেতিবাচক মনোভাব পোষণ করেন।
ঘ. অকারনে মানুষকে হেয় এবং তুচ্ছ জ্ঞান করেন।

৩। মিথ্যাবাদীঃ
সচরাচর নিজ স্বার্থে মানুষ মিথ্যা বলে কিন্তু কিছু কিছু মানুষ এমনও আছে যারা শখ করে মিথ্যা বলে থাকে। এদেরকে বলা হয় ” Compulsive lier” এদের লক্ষণঃ

ক. এরা যে সমস্ত মিথ্যা কথা বলে থাকেন তার প্রায় অধিকাংশই ক্ষতিকারক নয় (White Lie) কিন্তু তা বিড়ম্বনার সৃষ্টি করে। এটা করার মাধ্যমে তারা এক ধরনের আত্মতৃপ্তি পান।

খ. এরা আশপাশের লোকজনকে নিজের নেতিবাচক উদ্দেশ্যে অন্যায়ভাবে প্ররোচিত করে থাকেন এবং ব্যক্তির আত্ম-উপলব্ধিতে সন্দেহের বীজ বুনে দেন।

৪। পরচর্চাকারীঃ
অন্যকে নিয়ে যারা অহেতুক আলোচনা করেন এবং অন্যের নামে নিন্দা করেন তারাই পরচর্চাকারী। মানুষের মূল্যবান সময়ের নিদারুন অপচয়কারী এই ধরনের মানুষেরা। তাদের আরো কিছু বৈশিষ্ট্যঃ

ক. কথা চালাচালির মাধ্যমে এরা দুজন মানুষের মধ্যকার সম্পর্কে ফাটল ধরাতে পারেন।

খ. গোপনে ফ্যাঁসাদ বাঁধিয়ে তা উপভোগ করেন।

গ.অনেক সময় ব্যক্তিকে বিব্রতকর অবস্থার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

এটা ঠিক, সামাজিক জীব হিসেবে সব সময় এদের সাথে দূরত্ব বজায় রাখা হয়ে উঠে না। কিন্তু ভালো থাকা জন্য, আশপাশের পরিবেশ ভালো রাখার জন্য সামান্য কষ্ট স্বীকার করে এদের চিহ্নিত করতে পারলে জীবন অনেকটাই সহজ এবং সুন্দর হয়ে উঠে।

কুসুম্বা মসজিদটি সুলতানি আমলের একটি পুরাকীর্তি। যা নওগাঁ জেলার ইতিহাস ও মুসলিম ঐতিহ্যের উজ্জল নিদর্শন। মসজিদ সংলগ্ন উত্ত...
16/09/2022

কুসুম্বা মসজিদটি সুলতানি আমলের একটি পুরাকীর্তি। যা নওগাঁ জেলার ইতিহাস ও মুসলিম ঐতিহ্যের উজ্জল নিদর্শন। মসজিদ সংলগ্ন উত্তর-দক্ষিণ দিকে রয়েছে ৭৭ বিঘা বিশিষ্ট একটি বিশাল দিঘি।

সাবেক উপপ্রধানমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবীদ শাহ মোয়াজ্জেম হোসেন আর নেই। বুধবার রাতে গুলশানের নি...
15/09/2022

সাবেক উপপ্রধানমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবীদ শাহ মোয়াজ্জেম হোসেন আর নেই। বুধবার রাতে গুলশানের নিজ বাসভবনে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বাদ পড়েছেন ম...
14/09/2022

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক সাকিবসহ টিম ম্যানেজমেন্টের সবাই মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

খুলনায় রান্না করা পটকা মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ট...
13/09/2022

খুলনায় রান্না করা পটকা মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে খুলনার বটিয়াঘাটার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। খুলনার বিএল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনিছুর রহমান বলেন, "পটকা মাছের অনেকগুলো প্রতিজাতি রয়েছে। তার মধ্যে কিছু প্রজাতির দেহে টেট্রোডোটোক্সিন নাম এক ধরনের বিষ থাকে। এই প্রজাতির মাছ খেলে মানুষের পাকিস্থলিতে বিষক্রিয়া শুরু হয়। এতে মানুষের মৃত্যুও হতে পারে।" সূত্র: টিবিএস

‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি’, ‘বন্দে মায়া লাগাইছে’, ‘বসন্ত বাতাসে সই গো’, ‘তুমি মানুষ আমিও মানুষ’, ‘প্রাণ...
12/09/2022

‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি’, ‘বন্দে মায়া লাগাইছে’, ‘বসন্ত বাতাসে সই গো’, ‘তুমি মানুষ আমিও মানুষ’, ‘প্রাণে সহে না দুঃখ বলব কারে’, ‘কোন মেস্তরি নাও বানাইল’, ‘ওরে ভব সাগরের নাইয়া’, ‘মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে’, ‘সখী কুঞ্জ সাজাও গো’, ‘কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া’সহ অসংখ্য গানের রচয়িতা শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে দেহ ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত এই কিংবদন্তি বাউল।

৩০ বছর আগে ফুলওয়ারিয়া বাঁধ নির্মাণের কারনে ডুবে যায় মসজিদটি। পানি শুকিয়ে যাওয়ার পর দেখা মিলল ৩০ বছর ডুবে থাকা মসজিদটির। ...
12/09/2022

৩০ বছর আগে ফুলওয়ারিয়া বাঁধ নির্মাণের কারনে ডুবে যায় মসজিদটি। পানি শুকিয়ে যাওয়ার পর দেখা মিলল ৩০ বছর ডুবে থাকা মসজিদটির। এর অবস্থান ভারতের বিহার রাজ্যের নওয়াদা জেলার চিরাইলা গ্রামে।

১৯২৬ সালের ১১ সেপ্টেম্বর কলকাতার জাকারিয়া স্ট্রিটের সংযোগস্থলে নির্মাণকাজ শুরু হয় এই মসজিদের। সূক্ষ্ম অলংকরণ ও শৈল্পিক ক...
11/09/2022

১৯২৬ সালের ১১ সেপ্টেম্বর কলকাতার জাকারিয়া স্ট্রিটের সংযোগস্থলে নির্মাণকাজ শুরু হয় এই মসজিদের। সূক্ষ্ম অলংকরণ ও শৈল্পিক কল্পনার এক অনন্য নিদর্শন এই মসজিদের নির্মাণকাজ শেষ হয় ১৯৪২ সালে।

এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের আসিফ আলীকে আউট করে খ্যাপাটে সেলিব্রেশন করেন আফগান পেসার ফরিদ আহমেদ। তাতে মেজাজ হারিয়ে ফেল...
09/09/2022

এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের আসিফ আলীকে আউট করে খ্যাপাটে সেলিব্রেশন করেন আফগান পেসার ফরিদ আহমেদ। তাতে মেজাজ হারিয়ে ফেলেন আসিফ। ব্যাট উঁচিয়ে মারতে যান ফরিদকে। হাতাহাতি হয় দুজনের মধ্যে ন্যাক্কারজনক ঘটনায় দুই ক্রিকেটারকে শাস্তি প্রদান করেছে আইসিসি।
আইসিসির আইন অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাকিস্তানের আসিফ ও আফগানিস্তানের ফরিদকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি জানায়, বুধবার রাতের ঘটনায় আসিফ আলী ও ফরিদ আহমেদকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও পাচ্ছেন তারা। দুজনই অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সাজা মেনে নিয়েছেন। -মানবজমিন

Address

Kazipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when DUPUR TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category