Poetry and Literature

Poetry and Literature poetry
S.M.Hayat

25/08/2023

মানুষ ধর্মের বিধান থেকে যখন দূরে চলে যায়। তখন হারিয়ে যায় মানবতা ও উদারতা, আর ভালোবাসা। বেড়ে যায় হিংসা, অহংকার ও লোভ। আসুন সবাই ধর্মের বিধান মেনে চলি।

26/06/2023
15/03/2023

* কি যা তা বলতেছো? – What the hell
are you talking?
* কিছু পেতে হলে কিছু দিতে হয় –
Give to take.
* চোখের আড়াল মানে মনের আড়াল
– Out of sight, out of mind.
* তুমি কত সুন্দর! – How beautiful you are!
* নিশ্বাস আমার তুমি – You are in my
breath.
* হৃদয় শুধু তোমার জন্য – My heart is only for
you.
* বোকামী করোনা ! – Don't get mad.
* কি দারুণ চমক ! – What a pleasant
surprise!
* হায় আল্লাহ্ ! – My Goodness .
* সব বাজে কথা – That's all nonsense.
* কি আপদ ! – What a nuisance!
* কে ধারধারে? – But who cares?
* প্রশ্নই উঠে না – Question does not arise.
* অপদার্থ কোথাকার ! – Worthless!
* মোটেও নয় – Not at all.
* গোল্লায় যাক – Go to the devil.

07/02/2022
15/07/2020

তুমি এলে বলে সকালের নরম
রোদের ঢেউয়ে পেলাম
কাশফুলের ছোঁয়া,
তুমি এলে বলে উচ্ছাসে ভেসে
গেল করতোয়া,
তুমি এলে বলে পাথরের বুকে
শিল্প এঁকে দিল পূর্ণিমা,
তুমি এলে বলে সমুদ্রের ঘরে
আমি হয়ে যাই বাতিঘর
তুমি এলে বলে এলোমেলো
বাতাসে হৃদয় নড়বর
তুমি এলে বলে বেদনার
লতাপাতা আকাশ ছুঁয়ে দেয়
তুমি এলে বলে মেঘগুলো আমার
কষ্ট শুষে নেয়...।

25/04/2020

আমি বলছি না, ভালোবাসতেই হবে
যতক্ষন চোখের সামনে থাকো
চোখের আড়াল হতে দেই না,
যতক্ষন দুরে থাকো
মনের আড়াল হতে দেইনা।
এতোটাই ভালোবাসি তোমাকে,,,
তবু কেনো এত বেশি অবিশ্বাস করো
আমাকে???
সত্যি অনেক ভালোবাসি তোমায়
প্লিজ তুমি অবিশ্বাস করোনা আমায়।
SMH

29/03/2020

তোমার চোখ এতো লাল কেন? – নির্মলেন্দু গুণ
আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার
জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন
ক্লান্ত ।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা
নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায়
থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে
পারি ।
আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত
আমাকে
জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন ?’

13/01/2020

রূপবতী তুমি
এস এম হায়াৎ

তুমি সুন্দরী তবো মায়াবী
রূপসী রূপে গুনে
তুমি তোমার উপমা
তুমি হাসলে হাসে চার পাশ।
তুমি কাঁদলে মোলিন সব
রূপবতী তুমি সুন্দরী মায়াবী
তোমার কাজল কালো চোখ,
যেনু নেশায় ভরা
ঠোঁটের হাসি যেনু
পাগল করা।
কন্ঠের সুর যেনু
মধুর চেয়ে বেশি সুধা
তুমি রূপবতী সুন্দরী
মায়াবী আমার
ভালোবাসা।

16/10/2019

আমার কামনায়
এস,এম,হায়াৎ

তুমি ঠিক সে রকম মেয়ে
যতো টুকু আমার কামনায়,
আর ঠিক ততো টুকুই রাগ
যতো টুকু তোমায় মানাই।।
তুমি ঠিক ততো টুকুই সুন্দর
যার উপমা ব্যাকরনে নাই,
আর ঠিক ততো টুকুই ভালো
যতো টুকু ভালো হওয়া যায়।।
তুমি ঠিক ততো টুকুই হাস
যতো টুকু হৃদয় বিস্নয় ঘটায়,
আমি ঠিক ততো টুকুই ভালোবাসি
যতো টুকু ভালোবাসা যায়।।

28/05/2019

কত বসন্ত কেটে গেল
জীবনের বসন্ত এলোনা আজ ও।

10/01/2019

শুধু তাকেই ভালো লাগে
এস এম হায়াৎ

শুধু তাকেই ভালো লাগে
যে বালিকা রোদ হয়ে চায় মেঘের ফাঁকে,
ঝর্ণাধারার শব্দ হয়ে যে যায় ঝরে
জল তরঙ্গ কন্ঠে যে সুর ভাসে,
রাত্রি কালে দূর আকাশে তারার মতো
মিটি মিটি রাত জাগাদের ডাকে।
গোলাপ সুগন্ধে যার চুলের কালো বাগান,
বিকেল হলে সদল বলে নদীর জলে
যে যায় কলসি কাঁখে।
আমার শুধু তাকেই ভালো লাগে
ঠোঁটের উপর চাঁদের মতো টুকরা করা মিষ্টি মিষ্ট হাঁসি
যে বালিকার থাকে
আমার শুধু তাকেই ভালো লাগে।।

02/01/2019

প্রয়োজন ছিল না মোটেও’তবুও সঞ্চয়
এখনো বাসিনি ভালো পুরোপুরি
আয়ত্বে রেখেছি কিছু প্রেম
অপূর্ন রেখেছি কিছু অতরঙ্গ
মোদের বাসনা,
সবাই পড়েছে প্রেমে
আমি সকলের চেয়ে কিছু বেশি|

20/09/2018

বউ
বউ আমার বউ
তুমি ছাড়া এই জীবনে
নেইতো আমার কেও
তোমায় নিয়ে থাকবো
সুখে সারা জীবন ভর।।
হাসি খুশি থাকবে
তুমি সারাটা দিনভর
আমি ভরে দিব
তোমার রিদয় ভালোবাস দিয়ে
তুমি বউ আমার বউ।।

18/08/2018

অনেক ছিল বলার
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে।
পথ ছিল গো চলার, যদি দু’দিন আগে আসতে।
আজকে মহাসাগর-স্রোতে
চলেছি দূর পারের পথে
ঝরা পাতা হারায় যথা সেই আঁধারে ভাসতে।
গহন রাতি ডাকে আমায় এলে তুমি আজকে।
কাঁদিয়ে গেলে হায় গো আমার বিদায় বেলার সাঁঝকে।
আসতে যদি হে অতিথি
ছিল যখন শুকা তিথি
ফুটত চাঁপা, সেদিন যদি চৈতালী চাঁদ হাসতে।
আকাশলীনা
জীবনানন্দ দাশ

সুরঞ্জনা, অইখানে যেয়োনাকো তুমি,
বোলোনাকো কথা অই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা :
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;

ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে - আরও দূরে
যুবকের সাথে তুমি যেয়োনাকো আর।

কী কথা তাহার সাথে? - তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ :
তার প্রেম ঘাস হয়ে আসে।

সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস :
বাতাসের ওপারে বাতাস -
আকাশের ওপারে আকাশ।

Address

Kasiani, Gopalgonj
Kashiani

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poetry and Literature posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Poetry and Literature:

Share

Category