কসবার অসামঞ্জস্যতা তুলে ধরি

  • Home
  • Bangladesh
  • Kasba
  • কসবার অসামঞ্জস্যতা তুলে ধরি

কসবার অসামঞ্জস্যতা তুলে ধরি সুন্দর সমাজ বিনির্মাণে আমরা নিজ নিজ অ?

সন্তান জন্ম দেয়া সহজ,কিন্তু মানুষ করা কঠিন।উনি সন্তান জন্ম দিছে তবে মানুষ করার সঠিক চেষ্টাটা হয়ত করে নাই,যার ফলে বার্ধক্...
26/12/2022

সন্তান জন্ম দেয়া সহজ,কিন্তু মানুষ করা কঠিন।উনি সন্তান জন্ম দিছে তবে মানুষ করার সঠিক চেষ্টাটা হয়ত করে নাই,যার ফলে বার্ধক্য থেকে শুরু করে মৃত্যু পরবর্তী সময় পর্যন্ত তার এই দূর্দশা।এমন সন্তান হওয়ার থেকে সন্তানহীন থাকা অনেক ভালো।

02/07/2022
এই রকম রহিমা কসবার আনাচে কানাচে অভাব নেই।যারা মাদক বিক্রি করে তারা কোটিপতি।কিন্তু যারা সেবন করে তারা পথের ভিখারি। প্রশাস...
28/06/2022

এই রকম রহিমা কসবার আনাচে কানাচে অভাব নেই।যারা মাদক বিক্রি করে তারা কোটিপতি।কিন্তু যারা সেবন করে তারা পথের ভিখারি। প্রশাসন ব্যবস্থা নেয় ঠিকই।তারা গিয়ে কিছু না পেয়ে আবার চলে আসে।

সবাই জানি তারা সাড়া দিন বিক্রি করছে,তারপরও কেনো স্পটে পাওয়ার আশায় বসে থাকা লাগবে?আকবপুর,কুইয়াপানিয়া,দক্ষিণ কসবা সহ বিভিন্ন স্পটে মাদক বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।

কসবা উপজেলা প্রশাসন কিংবা পৌরসভা প্রশাসন কারোরই যেন দায়বদ্ধতা নেই এগুলো দেখার।যত সমস্যা আছে সব যাবে সাধারণ নাগরিকদের উপর...
17/06/2022

কসবা উপজেলা প্রশাসন কিংবা পৌরসভা প্রশাসন কারোরই যেন দায়বদ্ধতা নেই এগুলো দেখার।

যত সমস্যা আছে সব যাবে সাধারণ নাগরিকদের উপর দিয়ে। সামান্য বৃষ্টিতেই যেখানে খাল সংলগ্ন বাড়িঘরে পানি উঠে যায় সেখানে লাগাতার বৃষ্টির প্রভাব কতটুকু পড়তে পারে?

ভারত থেকে নেমে আসা পানি নামার জন্য যে খাল রয়েছে সেটা অনেক জায়গায় ময়লা দ্বারা ভরাট হয়ে আছে।তার উপর নতুন ব্রীজ করতে গিয়ে যে ২ টা বাঁধ নির্মাণ করা হয়েছে তার জন্য পানি নামতে পারছে না।আমরা পড়েছি মহা বিপদে।এখন ঘরবন্দী হয়ে পড়ে আছি।৮ নং ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই খাল খনন সহ অতিদ্রুত বাঁধ সরানোর ব্যবস্থা করুন।।

07/06/2022

কসবা পুরাতন বাজার,মাছ বাজার সংলগ্ন বাজারের মুল প্রবেশ পথে দ্বীর্ঘদিন যাবত একটি ব্রীজের কাজ করা হচ্ছে। যে কাজ করতে সর্বোচ্চ ১ মাস সময় লাগার কথা সেই কাজ গত ৩ মাস ধরে চলছে এখনো কাজ শেষ করতে পারে না।

বাজারে প্রবেশের জন্য বিকল্প কোনো রাস্তাও তারা বানায় নি।অথচ শুরু থেকেই বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ থাকলেও তাদের কোনো মাথা ব্যাথা নেই।বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কাজ বন্ধ থাকে।

তারা ব্রীজ করার সময় পানির প্রবাহ বন্ধ রাখার জন্য ব্রীজের দুই পাশে মাটি দিয়ে ভালো করে বন্ধ করে দেয়।ব্রীজের ডালাই কাজ হয়ে গেলে নিচে আর কোনো কাজ থাকে না।তারপরও তারা এই বর্ষার সময়ে ভারত থেকে নেমে আসা মূল যেই খাল তার থেকে বাধ সরায় নাই।

যার ফলে দক্ষিণ কসবা,কালিকাপুর,সদর পাড়ার অনেক মানুষ ঝুকির মধ্যে আছে।আজকের বিকালের বৃষ্টির মাধ্যমে খালের পানি বাড়িতে এসে উঠছে।

যতটুকু জানি ব্রীজের ঠিকাদার বর্তমান কসবা পৌরসভার মেয়র সাহেবের ভাই।আমাদের এই অঞ্চলের মানুষদের পক্ষ থেকে আবেদন রইল দ্রুত বাধ সরানোর ব্যবস্থা করুন।
ধন্যবাদ

04/06/2022
04/06/2022

সবাই সবার জায়গা থেকে মেম্বার এড করার চেষ্টা করব।যাদের সাথে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ যুক্ত রয়েছে তাদেরও এড করার চেষ্টা করব।

03/06/2022
03/06/2022
03/06/2022
03/06/2022

এখানে আমরা সবাই আমাদের আশেপাশে ঘটে যাওয়া সমস্ত কসবার অপরাধগুলো তুলে ধরার চেষ্টা করব।সবার পরিচয় গোপন রেখে পোস্ট করা হবে।এগুলো সমাজের নীতি নির্ধারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে পড়লে অবশ্যই আমরা ভালো কিছু পাব।সবাইকে পাশে থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা গেলো।

Address

Kasba

Website

Alerts

Be the first to know and let us send you an email when কসবার অসামঞ্জস্যতা তুলে ধরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Media/News Companies in Kasba

Show All