Md. Romanuzzaman

Md. Romanuzzaman আমি খুবই সাধারণ একজন মানুষ

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, উত্তর গাজায় মানবিক সহায়তা যেমন:...
22/10/2024

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, উত্তর গাজায় মানবিক সহায়তা যেমন: খাবার, ওষুধ ও গুরুত্বপূর্ণ সরবরাহ পৌঁছাতে বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েল। ইউএনআরডব্লিউএ-এর বাকি আশ্রয়কেন্দ্রগুলোতে এতটাই ভিড় যে বাস্তুচ্যুত মানুষ টয়লেটে বসবাস করতে বাধ্য হচ্ছে। যারা সেখান থেকে পালানোর চেষ্টা করছে, তাদেরকে হত্যার খবর পাওয়া যাচ্ছে। তাদের লাশ রাস্তায় ফেলে রাখা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষকে উদ্ধার অভিযানেও বাধা দেওয়া হচ্ছে।

জাবালিয়ার কাছাকাছি অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালের প্রধান নার্স হাদিল ওবেইদ বলেছেন, তাদের পানির সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। চতুর্থ দিনের মতো কোনও খাবার নেই। এমনকি হাসপাতালের জেনারেটর চালানোর জন্যও ইসরায়েলি সামরিক বাহিনীর অনুমতির প্রয়োজন হয়।

শুধু মানবিক সহায়তা সরবরাহ নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকেও গাজায় ঢুকতে বাধা দিচ্ছে ইসরায়েল। ফলে সেখানকার প্রকৃত চিত্র জানতে পারছে না বিশ্ববাসী।

20/10/2024

“চোখ ধাঁধানো পশ্চিমা বিশ্ব আমাকে মোটেও মুগ্ধ করেনি, যতটা মদীনার ধুলোবালি করেছে”- আল্লামা ইকবাল

20/10/2024

:মানুষ জান্নাত পাবে কিভাবে?
:শুধুমাত্র রবের দয়ায় ও ক্ষমায়।
:তাহলে আমরা আমল কেন করবো?
:দয়া ও ক্ষমার আশায়।

দুইটা জিনিস মনে করে দিতে চাই আপনাদের।১. দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে মেহের আফরোজ শাওন সেদিন ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিল...
20/08/2024

দুইটা জিনিস মনে করে দিতে চাই আপনাদের।

১. দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে মেহের আফরোজ শাওন সেদিন ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন,
"কারো মৃত্যুকে এতোটা শান্তি শান্তি অনুভব হবে বুঝিনি! আজ চাঁদের বুড়ি-ও খুশি। আজ থেকে চাঁদ শুধু তার একার দখলে… অন্য কোনো ব*মা*শকে সেখানে আর দেখবে না কেউ 😉"

কারো মৃত্যুকে এভাবে উদযাপন করা যায় সেটা এই ভদ্র মহিলাকে না দেখলে বুঝতে পারতাম না।

সাঈদীর সাথে এনার ব্যক্তিগত ঘৃণা, ক্ষোভ থাকতেই পারে তাই বলে এভাবে প্রকাশ্যে মৃত্যু উদযাপন করছেন যা আমার কাছে অমানবিক মনে হয়েছে।

২. কয়েক মাস আগে ১৭১জন বিশিষ্ট নাগরিকের ব্যানারে ড. ইউনূসের বিরুদ্ধে যে বিবৃতি দেওয়া হয়েছিলো, সে ১৭১ জনের মধ্যে চঞ্চল চৌধুরী ছিলেন অন্যতম। অথচ এখন এমন ভাব করতেছে যেনো ভাজা মাছটাও উল্টে খেতে জানেনা!

এদেরকে চিনে রাখেন।
©Md. Nesharuddin

একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন।তিনি কিছু পাখি প...
20/08/2024

একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন।

তিনি কিছু পাখি পালতেন। আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন, কথাটি হল; "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। অর্থাৎ "শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না।"

যখনই নতুন কোন ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, "যাও ঐ গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো।"

পাখিগুলো মানুষ দেখামাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না!

কিন্ত যদি কোন ছাত্র জাল পাততো আর দানা দিতো তবে দেখতো যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্ত দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না।

এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না- 'শিকারি' কি জিনিস! 'জাল' কি জিনিস! 'ফাসনা' কি জিনিস! তাই তারা মুখে যতই গান গাওক না কেন, তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে।

★ আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন পাখিদের মতই হয়ে গেছে। আমরা মুখে 'লা~ইলাহা ইল্লাল্লাহ' বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন।

একই সাথে আমরা সুদ-ঘুষ, পরনিন্দা, অহংকার, যিনা, গীবত, অশ্লীলতা, পর্দাহীনতা, ও অসংখ্য হারাম কাজ করছি আর কথা বলা পাখির মতই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবীও করছি! কাজেই আমাদের এই সাক্ষ্যদান কথা বলা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি।
আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে অনুবাধন করার তৌফিক দান করুন আমীন

19/08/2024

ডিবি কার্যালয়ে দিপু মনিকে
আড়াই ঘণ্টায় ৭ টা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে দেওয়া হোক

Well done
17/07/2024

Well done

31/05/2024

জুভান আপুকে এতদিন‌ আমি ছেলেবলে মনে করতাম 😂😂
18/04/2024

জুভান আপুকে এতদিন‌ আমি ছেলে
বলে মনে করতাম 😂😂

মতিঝিলে একটা বিল্ডিং আছে। বিল্ডিংটার নাম, ''জাতীয় চা বোর্ড''। ঢাকা শহরে কোনো চা বাগান নেই, কিন্তু জাতীয় চা বোর্ড নামক সর...
14/04/2024

মতিঝিলে একটা বিল্ডিং আছে। বিল্ডিংটার নাম, ''জাতীয় চা বোর্ড''। ঢাকা শহরে কোনো চা বাগান নেই, কিন্তু জাতীয় চা বোর্ড নামক সরকারি প্রতিষ্ঠানটি খোদ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত।
ঢাকায় মাছের চাষ হয় না। কিন্তু ''মৎস্য ভবণ'' দখল করে আছে রমনার একটি এলাকা।
ঢাকার কোথাও ধান, গম, মুলা চাষ হয় না। কিন্তু ''খামার বাড়ি'' নামক বিশাল ভবণটি ফার্মগেটে বসে আছে।
একটা দেশে ৬৪ টি জেলা আছে।
সেই দেশের ৬৩ জেলাকে বাদ দিয়ে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে মাত্র ১টি জেলায়। ঢাকাতে।
যে মৎস্য ভবণ থাকার কথা চাঁদপুরে, সেটি ঢাকায়।
যে খামার বাড়ি থাকার কথা ময়মনসিংহে, সেটিও ঢাকায়।
চা বাগানের শহর সিলেট বাদ দিয়ে, চা বোর্ডটিও আমরা বসিয়ে রেখেছি ঢাকায়।
# অনেক দেশ তাদের রাজধানী পরিবর্তন করেছে।আমাদের সময় এসেছে বিকল্প কিছু ভাবার
এরপরও যখন আপনারা যানজট নিয়ে বিরক্তি প্রকাশ করেন, তখন আমার খুব হাসি পায়।রিকশা, হকার মুক্ত ফুটপাথ চাই।
কেউ কেউ বলেন, ফ্লাইওভার আর মেট্রোরেলের কথা। ভাই রে, এই ছোট্ট শহরে কয়টা মেট্রোরেল দেবেন? কয়টা ফ্লাইওভার বসাবেন? ফ্লাইওভার আর মেট্রোরেলের পাশাপাশি যদি হেলিকপ্টার সার্ভিসও দেন, ঢাকার আকাশে হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হবে, তবু যানজটের খুব বেশি উন্নতি হবে না।
তার চেয়ে পুরো বাংলাদেশের ৬৪ টা জেলাকেই ঢাকার মতো গুরুত্বপূর্ণ ভাবতে শিখুন। দেশের প্রতিটি ইঞ্চিকে সমানভাবে ভালবাসুন। উন্নয়ণের জোয়ার ভাটার খেলা কেবল এই ছোট্ট শহরে মধ্যে না চালিয়ে, সারা বাংলাদেশে চালান।
তাহলে দুটো জিনিস হবে।
১. পুরো বাংলাদেশ এগিয়ে যাবে।
২. ঢাকায় কোনো যানজট থাকবে না
এত ছোট শহরে এত মানুষ। এত দোকান অল্প জায়গায়। তাইতো বংঙ্গ বাজার পুড়ে গেল।।গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে হবে।আসুন গ্রামে যাই
ঢাকার যানজট নিরসনের এটাই একমাত্র পদ্ধতি।
নেট থেকে ডাউনলোড করা আইডিয়া বাদ দিয়ে, একটু মাথা ঘামান।
মাথা কেবল চুল আচড়ানোর জন্য নয়। মাঝে মাঝে মাথা খাটিয়ে বুদ্ধি বের করতে হয়। ওটাই কিন্তু মাথার আসল কাজ। বুদ্ধি বের করা।ঈদে কোন কাজ নাই।তাই মাথা খাটায়া কিছু লিখলাম

বয়কট মুভমেন্ট একটা অন্যরকম জায়গায় পৌঁছে গেছে। গতকাল রাতে কোল্ড ড্রিংস কিনতে গিয়ে দেখি মোজো সহ সব দেশী প্রোডাক্ট সোল্ড আউ...
14/04/2024

বয়কট মুভমেন্ট একটা অন্যরকম জায়গায় পৌঁছে গেছে। গতকাল রাতে কোল্ড ড্রিংস কিনতে গিয়ে দেখি মোজো সহ সব দেশী প্রোডাক্ট সোল্ড আউট। কোক স্প্রাইট অনেক আছে, কিন্তু বিক্রি খুবই কম। পরে খুঁজে এক দোকানে আরসি আর নতুন একটা ব্র‍্যান্ড পাইলাম, মোড়কটা দেখতে কোকের মতো। দোকানদার যখন দিতেসিলো, বললাম ভাই কোক দিয়েন না। দোকানদার বললো কোক, পেপসি রাখি না; এইটা পারটেক্সের।

আর দাদাদের প্রোডাক্টের অবস্থা যে কোন সুপার শপে গেলেই বুঝবেন। দাদাদের চিহ্নিত সব পণ্যে খালি অফার আর অফার। আমাদের ফ্যামিলি বুঝ হওয়ার পর থেকে দেখছি রূপচাঁদা সয়াবিন খায়। কোনো দোকানে রূপচাঁদা না থাকলে আমরা দুই চার দোকান খুঁজে রূপচাঁদা বের করতাম। রূপচাঁদা আমি জীবনে কখনো ছাড় দিয়ে বেচতে দেখি নাই। কয়েকদিন আগে স্বপ্নে গিয়ে দেখি রূপচাঁদায় ছাড় আর রুপচাঁদা বাদে কিছু নাই(স্বপ্ন ইচ্ছে করেই হয়তো রূপচাঁদা বাদে কিছু রাখে নাই)। পরে সয়াবিন না কিনে ফিরে আসছি, অন্য দোকান থেকে পুষ্টি নিসি।

মজলুমদেরও পক্ষেও অনেক সময় একতাবদ্ধ হয়ে শক্তিশালী প্রতিবাদ করা সম্ভব। বয়কটে কিছুই হবে না, অথবা আমি একা না কিনলে কি যাবে আসবে; এই ধারণা থেকে বের হয়ে আসুন। আপনি, আমি মিলেই কোটি মানুষ। চলমান বয়কট আন্দোলন অনেক হিসেব নিকেশ চেঞ্জ করে দিবে বলে আমার বিশ্বাস। আপনাকে খুব বড় কোনো ঝুঁকি নিতে কেউ বলছে না। জীবনের ঝুঁকি নিয়ে মিছিল, মিটিং করতে হবে না, আন্দোলনে গিয়ে গুম, খুন হতে হবে না। শুধু একটু দেখে কিনুন। যারা আপনার অধিকারকে রুদ্ধ করে কিংবা আপনার ভাইয়ের বুকে গুলি চালায় তাদের কাউরে ফাইন্যান্স করতেসেন কি না, এই হিসাব মিলিয়ে কিনুন।

@সংগ্রহে

√√•••আপনি মিয়া পুরুষ মানুষ--আপনার মিয়া একটা পু'রু'ষা'ঙ্গ দুইটা বিচি আছে--আপনি মিয়া রাত জাইগা ফুটবল খেলা দেখবেন--মেসি নাক...
03/02/2024

√√•••আপনি মিয়া পুরুষ মানুষ--আপনার মিয়া একটা পু'রু'ষা'ঙ্গ দুইটা বিচি আছে--আপনি মিয়া রাত জাইগা ফুটবল খেলা দেখবেন--মেসি নাকি রোনালদো কে সেরা এই নিয়ে ঘন্টার পর ঘন্টা তর্কে কাটাবেন--আপনি ভিরাট কোহলির কাভার ড্রাইভে মুগ্ধ হবেন--আপনি জ্যামি এন্ডারসনের আচমকা লাফিয়ে উঠা ইন সুইংয়ে চমকে যাবেন--নেইমার জুনিয়রের ড্রিবলিং এঞ্জেল ডি মারিয়ার ফাইনাল গোল রিয়াল মাদ্রিদের কামব্যাক বার্সেলোনার 1% চান্স তামিম ইকবালের ডাউন দ্যা উইকেটে এসে জহির খানকে ছক্কা মারা সহ পৃথিবীতে আরো কতো কি ছিলো উপভোগ করার মতো--আপনি এই সব কিছু বাদ দিয়ে কেনো শরীফ থেকে শরীফা হয়ে নিজের পোন মারানোর জন্যে ভাতার খুজবেন--ওয়াই ব্রো ওয়াই!••••🙄🙄

Happy Eid DayEid Mubarak 🌙
29/06/2023

Happy Eid Day
Eid Mubarak 🌙

Happy Eid Day,,,Eid Mubarak 🌙
29/06/2023

Happy Eid Day,,,

Eid Mubarak 🌙

তুমি, যে কোনোদিন কষ্ট পাইলানা, তুমি বুঝলা না, মানুষ হারায় ক্যামোন ফাঁকা লাগে, তুমি মানুষ পাইলা, কিন্তু ব্যাথা পাইলানা, ...
07/06/2023

তুমি, যে কোনোদিন কষ্ট পাইলানা, তুমি বুঝলা না, মানুষ হারায় ক্যামোন ফাঁকা লাগে, তুমি মানুষ পাইলা, কিন্তু ব্যাথা পাইলানা, তুমি হারায় ফেইলা শক্ত হইলা না, দুঃখে তুমি স্তব্ধ হইলা না, তোমার চোখ দুইটা অসাড় হইল না, তোমার বিশ্ব-ব্রহ্মাণ্ড তোলপাড়ও হইল না। তুমি না লিখলা কবিতা, না গাইলা গান, তোমার নিজের জন্য মায়াও হইল না, তুমি তোমার যাবতীয় সুখ নিয়া এক জরবস্তু থাইকা গ্যালা! 🪶......

সময়টা খুব এনজয় করেছি
19/05/2023

সময়টা খুব এনজয় করেছি

- আমি জানি না কে তুলছে এই পিক, কিন্তু পিকটা দেখে হাসি থামাতে কষ্টে হচ্ছে! 😂🤣😂🤣😅😅😂🤣
13/05/2023

- আমি জানি না কে তুলছে এই পিক, কিন্তু পিকটা দেখে হাসি থামাতে কষ্টে হচ্ছে! 😂🤣😂🤣😅😅😂🤣

Happy Eid Day
22/04/2023

Happy Eid Day

Address

Pardilalpur, Kansat, Shibganj, Chapinawabganj
Kansat
6341

Alerts

Be the first to know and let us send you an email when Md. Romanuzzaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Romanuzzaman:

Share