22/10/2024
জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, উত্তর গাজায় মানবিক সহায়তা যেমন: খাবার, ওষুধ ও গুরুত্বপূর্ণ সরবরাহ পৌঁছাতে বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েল। ইউএনআরডব্লিউএ-এর বাকি আশ্রয়কেন্দ্রগুলোতে এতটাই ভিড় যে বাস্তুচ্যুত মানুষ টয়লেটে বসবাস করতে বাধ্য হচ্ছে। যারা সেখান থেকে পালানোর চেষ্টা করছে, তাদেরকে হত্যার খবর পাওয়া যাচ্ছে। তাদের লাশ রাস্তায় ফেলে রাখা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষকে উদ্ধার অভিযানেও বাধা দেওয়া হচ্ছে।
জাবালিয়ার কাছাকাছি অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালের প্রধান নার্স হাদিল ওবেইদ বলেছেন, তাদের পানির সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। চতুর্থ দিনের মতো কোনও খাবার নেই। এমনকি হাসপাতালের জেনারেটর চালানোর জন্যও ইসরায়েলি সামরিক বাহিনীর অনুমতির প্রয়োজন হয়।
শুধু মানবিক সহায়তা সরবরাহ নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকেও গাজায় ঢুকতে বাধা দিচ্ছে ইসরায়েল। ফলে সেখানকার প্রকৃত চিত্র জানতে পারছে না বিশ্ববাসী।