হালাল পরিবার

হালাল পরিবার নিয়মিত ইসলামিক পোস্ট পেতে
পেইজটি ফলো দিয়ে পাসে থাকুন.....ধন্যবাদ সবাইকে ❤️‍🩹
(2)

19/01/2024
দুই ভয়ে কত পার্থক্য..
30/12/2023

দুই ভয়ে কত পার্থক্য..

🌸🥀
30/12/2023

🌸🥀

আসসালামু আলাইকুম বয়স ৩২+ হয়ে গেছে। বিয়ে হচ্ছে না। আমি খাটো, শ্যামলা, চেহারা সুন্দর না, শুকনা তাই কোন ঘরও আসে না।  নামাজ ...
29/12/2023

আসসালামু আলাইকুম
বয়স ৩২+ হয়ে গেছে। বিয়ে হচ্ছে না। আমি খাটো, শ্যামলা, চেহারা সুন্দর না, শুকনা তাই কোন ঘরও আসে না। নামাজ পড়ি, ইবাদত করি। বাবা মা আমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। আমার চোখে অন্ধকার দেখি গো আপু। আপুরা আপনারা দয়া করে আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত আমার বিয়ে হয় এবং বিয়েটা যেন আমার জন্য কল্যানকর হয়। আমি এই যন্ত্রণা, কষ্ট আর নিতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে যেন করুনা করেন। আমি সত্যি আর পারছি না।

চাইলে আপনি ও আপনার মনের কথা গুলো প্রকাশ করতে পারেন পেইজ এর মাধ্যমে
নাম প্রকাশে ইচ্ছুক নয়

হে প্রিয় বোন..!-বিয়ের পূর্বে অবশ্যই দেখে নাও, তুমি কাকে বিয়ে করতে যাচ্ছো?-বেনামাযী, ফাসিক্ব, দাঁড়ি কামানো পুরুষ নামে...
22/12/2023

হে প্রিয় বোন..!

-বিয়ের পূর্বে অবশ্যই দেখে নাও, তুমি কাকে বিয়ে করতে যাচ্ছো?

-বেনামাযী, ফাসিক্ব, দাঁড়ি কামানো পুরুষ নামের নারী, দুনিয়ালোভী কোন পুরুষ এমন কাউকে তুমি কখনই বিয়ে করবে না।

একবার বাজে লোকের পাল্লায় পড়লে ডিভোর্স দিয়েও সারা জীবনেও হয়তোবা সেই দুর্দশা কাটিয়ে উঠতে পারবে না।

অন্তত নামাযী, হালাল উপার্জন করে, সুন্নতের অনুসারী এমন সৎ ও দ্বীনদার কাউকে বিয়ে করিও, যদিও বা সে হাই স্ট্যাটাসধারী বা সম্পদশালী না হোক।

আশা করা যায় ভালো ব্যবহার পাবে। আর বিশেষ করে গার্জেয়ানদের জন্যে মোটেও উচিৎ নয়, একটা বদমায়েশ; দুশ্চরিত্র ছেলের সাথে তার আদরের কন্যাকে বিয়ে দেয়া।
-একটা বার ভেবে দেখো, তুমি যেই ছেলেকে বিয়ে করতে যাচ্ছো; সে যত বড়ই আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যে কি না নিজেই ইসলাম কি জানে না সে একজন স্বামী হিসেবে তোমার হক্ব আদায় করবে কি করে?

যেই ছেলে দাঁড়ি কামীয়ে পুরুষ থেকে নারীতে পরিণত হয়েছে, সে স্ত্রীর জৈবিক চাহিদা মিটাবে কি করে?
-যেই ছেলে বিড়ি-সিগারেট খেয়ে তার মুখ পায়খানা সমতুল্য দুর্গন্ধে পরিণত করেছে, সে একজন স্বামী হিসেবে তোমার সঙ্গে মিষ্টি কথা বলবে কি করে?

যেই ছেলে রাস্তায় বের হলে কোন মেয়ের দিকেই কুদৃষ্টি না দিয়ে থাকতে পারে না , দুশ্চরিত্র, কাপুরুষ একজন স্বামী হিসেবে তোমার ভালোবাসার অধিকার আদায় করবে কি করে....??
-আরও বলি, যেই ছেলের হালাল-হারাম সম্পর্কে কোন জ্ঞানই নাই, সেই শিক্ষিত নামের মূর্খ একজন স্বামী হিসেবে তোমাকে জান্নাতে যাওয়ার পথে সহযোগিতা করবে কি করে?

যেই ছেলে সুদী ব্যাংকে চাকরি করে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, সেই অভিশপ্ত সুদখোর একজন স্বামী হিসেবে তোমাকে নিরাপত্তা দেবে কি করে...?
সমাজের মা-বাবারা কি এসব বোঝে না......???

সুতরাং হে প্রিয় মসুলিম বোন আমার..!

বিয়ের আগে অবশ্যই দেখে নাও তুমি কেমন ছেলে বিয়ে করতে যাচ্ছো...?
-হে প্রিয় বোন, তোমার জন্য রাসূল (সা:) একটি নির্দেশনা, তুমি মনে রাখিও...

-রাসূল (সঃ) বলেছেন, তোমাদের মেয়ের জন্য যদি এমন কোনো ছেলে বিয়ের প্রস্তাব দেয়, যার দ্বীনদারি এবং চরিত্র ভালো লাগে, তাহলে তার কাছেই তোমাদের কন্যাকে বিবাহ দেও। যদি তা না করো, তাহলে সমাজে অনেক ফিতনা ফাসাদ এবং বিপর্যয় সৃষ্টি হবে।

( -তিরমিজি ১০৮৫ )
বোন এই হাদিসের বাস্তবতা সমাজের দিকে তাকাইলে তুমি দেখতে পাবে।

ইনশা'আ

এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃ/ত্যু হল সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিলউনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপ...
22/12/2023

এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃ/ত্যু হল সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল
উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে
ছেলে যখন বয়স্ক হল ছেলেকে সব ব্যাবসা বুঝিয়ে দিয়ে কখনও নিজের আর কখনও বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন।
ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন।
তখন পুরো বাসাতে বৌমার অধিকারে দিয়ে দিলেন।
ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল।
ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বৌ জবাব দিল আজকে ঘরে দই নেই!
খাবার খেয়ে বাবা বাহিরে হাটতে চলে গেল।
কিছু পরে ছেলে তার বৌয়ের সাথে খাবার খেতে বসল।
খাবারে পাত্র ভরে দই ছিল ছেলে কোন প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিস চলে গেল।
কিছু দিন পর ছেলে নিজের বাবাকে বললেন ---"আজ আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে "।
পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বললেন "বাবা! আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন??
ছেলে বলল "বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শ্বাশুড়ি আনছি!
আমি তো কেবল আপনার জন্য দই এর ব্যাবস্থা করছি! কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব আর আপনার অফিসের এক কর্মচারীর মত বেতন নেব যাতে আপনার বৌমা জানতে পারে দই এর দাম কত।
মা-বাবা আমাদের জন্যে ATM কার্ড হতে পারেন
কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি।
________
বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা-মা
গড়ে উঠুক প্রতি ঘরে এরকম আদর্শ।.

যাকে খুশি করার জন্যআপনি আল্লাহকে অখুশি করছেন,অচিরেই সে ব্যক্তি অন্যকে খুশি করার জন্য আপনাকে অখুশি করবে! যদি আল্লাহকে খুশ...
22/12/2023

যাকে খুশি করার জন্য

আপনি আল্লাহকে অখুশি করছেন,

অচিরেই সে ব্যক্তি অন্যকে খুশি করার জন্য আপনাকে অখুশি করবে! যদি আল্লাহকে খুশি করার জন্য পুরো জগতকে অখুশি করতে হয়, তাহলে দেখবেন আল্লাহ অচিরেই গোটা জগতকে আপনার প্রতি খুশি করে দেবেন!

কথা: সংগৃহীত

একজন ধার্মিক মহিলাকে বিয়ে করুন। সে আপনার অধিকারের অপব্যবহার করবে না বা আপনার গোপনীয়তা প্রকাশ করবে না এবং সে আপনার সম্পত্...
18/12/2023

একজন ধার্মিক মহিলাকে বিয়ে করুন। সে আপনার অধিকারের অপব্যবহার করবে না বা আপনার গোপনীয়তা প্রকাশ করবে না এবং সে আপনার সম্পত্তি এবং আপনার সন্তানের সর্বোত্তম উপায়ে যত্ন নেবে।
—ইবনে উসাইমিন রা: (সহীহ আল-বুখারির ব্যাখ্যা, বিবাহের বই ২)

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এ...
18/12/2023

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।

কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।

কোনো পুরুষ আসলে বড়ো কড়াতে নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।

চিন্তা করা যায়, সেই যুগে একটা বাড়িতে প্রাইভেসির কথা কীভাবে ভাবা হতো!?

#সংগৃহীত

Halal Graphicer

"অশ্লীল ভাষা ব্যাবহারকারী ও উগ্র মেজাজি মানুষ জান্নাতে যাবে না।"_আবু দাউদ, ৪১৬৮
18/12/2023

"অশ্লীল ভাষা ব্যাবহারকারী ও উগ্র মেজাজি মানুষ জান্নাতে যাবে না।"
_আবু দাউদ, ৪১৬৮

🍒🍒🍒ইয়া রাব্বুল আলামিন আমাদের দ্বারা কারো হক যেনো নষ্ট না হয়। দীর্ঘশ্বাস আর কুদৃষ্টি থেকে সবাইকে রক্ষা করুন।🍒🍒🍒আমিন।     ...
17/12/2023

🍒🍒🍒ইয়া রাব্বুল আলামিন আমাদের দ্বারা কারো হক যেনো নষ্ট না হয়। দীর্ঘশ্বাস আর কুদৃষ্টি থেকে সবাইকে রক্ষা করুন।🍒🍒🍒আমিন।

🥀
17/12/2023

🥀

নিজের স্ত্রীকে যদি সুন্দরী হিসেবে পেতে চান, তাহলে প্রথম শর্ত নিজের চোখ নন মাহরাম মেয়েদের থেকে হেফাজত করুন,, 🥀
15/12/2023

নিজের স্ত্রীকে যদি সুন্দরী হিসেবে পেতে চান,
তাহলে প্রথম শর্ত নিজের চোখ নন মাহরাম মেয়েদের থেকে হেফাজত করুন,, 🥀

বিয়ে করো এমন নারীকেযে তোমার সমস্যা হলে ছুটে যাবে আল্লাহর কাছে, অন্য পুরুষের কাছে নয়!
11/12/2023

বিয়ে করো এমন নারীকে
যে তোমার সমস্যা হলে ছুটে যাবে আল্লাহর কাছে, অন্য পুরুষের কাছে নয়!

Address

Kansat

Alerts

Be the first to know and let us send you an email when হালাল পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like