Chatra Bl High School Scout Teem

Chatra Bl High  School Scout Teem Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chatra Bl High School Scout Teem, Digital creator, Chatra bl high school, Kansat.

চাতরা দ্বি মুখি উচ্চ বিদ্যালয়ের বর্তমান স্কাউট সদস্য 💖       MJ Tuhin Raj
06/06/2024

চাতরা দ্বি মুখি উচ্চ বিদ্যালয়ের বর্তমান স্কাউট সদস্য 💖
MJ Tuhin Raj

 #সতর্কতামূলক_পোস্ট বেশ কিছুদিন ধরে অপরিচিত কয়েকটি নাম্বার থেকে ফোন আসে আমার নাম্বারে। ফোন রিসিভ করে ওপাশ থেকে অস্পষ্ট ক...
28/03/2024

#সতর্কতামূলক_পোস্ট
বেশ কিছুদিন ধরে অপরিচিত কয়েকটি নাম্বার থেকে ফোন আসে আমার নাম্বারে। ফোন রিসিভ করে ওপাশ থেকে অস্পষ্ট কথা শুনতে পাই। ভাবছি হইতো নেটওয়ার্ক এর সমস্যার কারনে কথা শোনা যাচ্ছে না। পরে কেটে দিয়ে ব্যাক করার চেষ্টা করি কিন্তু নাম্বার বন্ধ দেখায়। এরপর আর চেষ্টা করি নাই।

লাঞ্চের বিরতির পর টেবিলে বসে আছি হঠাৎ আগের ঐ নাম্বারের মতই আরেকটা নাম্বার কিন্তু এবার রবি নাম্বার থেকে ফোন বেজে ওঠে। রিসিভ করার ৩-৫ সেকেন্ড পর একজন মহিলা ইংরেজিতে প্রশ্ন করে আপনি কি ইংরেজিতে কথা বলতে পারবেন ? আমিও হ্যা সুচক উত্তর দেয়ায় অপর পাশ থেকে কথা বলা শুরু করল। কথা বলার ধরন ছিল মোটামুটি এমন-
- আপনার জন্য একটা চাকরির অফার আছে। ঘরে বসে চাকরি করতে পারবেন। মাসে ২০০০ ডলার দেয়া হবে।
- কি ধরনের চাকরি?
- আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট করতে পারেন। আরও এমন অনেক কিছু বলতে থাকে। (মহিলা মোটামুটি নেটিভ ল্যাংগুয়েজ এ কথা বলছিল খুব দ্রুত যার কারনে কিছুই বুঝতে পারছিলাম না শেষের দিকে)
আমার পাশেই বসে থাকা আমার এক বন্ধু আমার কনভার্সেশন দেখে দ্রুত ফোন কেটে দিতে বলে। আমিও কেটে দেই। পরে সে জানাই এটা একটা হ্যাকিং কল।

এটাকে বলে GSM হ্যাকিং কল যা নাকি কলারের সাথে কথা বলতে বলতে মোবাইলের সেলুলর ডাটা কানেক্ট করে নেই। পরবর্তীতে ঐ নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত মোবাইলের তথ্য হ্যাক করতে থাকে। তার জন্য হ্যাকাররা একথা সেকথা বলে সময়ক্ষেপন করার চেষ্টা করে। এবং তারা যেসব নাম্বার ব্যবহার করে সব বন্ধ হওয়া নাম্বার যা ইন্টারনেটের মাধ্যমে যুক্ত করে।
কি এক অদ্ভুত দুনিয়ায় বাস করতেছি। নিজের ফোনটাও এখন নিরাপদ না।
এত বড় লেখার একটায় উদ্দেশ্য আপনাদের সতর্ক করা। আমরা অনেকেই এসব কল বুঝতে পেরেও অনেক্ষন কথা বলি একটু মজা করার জন্যে। অনেকে ভাবে আমার মোবাইলে কি এমন তথ্য আছে যে হ্যাক করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে-কোন ব্যক্তিগত তথ্য অন্যের কাছে আপনাকে ত্যাক্ত করার জন্য যথেষ্ট।
এরকম কল পেলে অবশ্যই কোন কথা ছাড়া ফোন কেটে দেন।
ভাল কাটুক আপনাদের দিনগুলো।

13/01/2024
03/01/2024

Assalamualaikum 🥰

29/06/2023

follow me😘

Address

Chatra Bl High School
Kansat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chatra Bl High School Scout Teem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share