ডেইলী দ্বীন ইসলাম

ডেইলী দ্বীন ইসলাম islamic page নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নাই শুধু এতটুকু বলবো আমি একজন মুসলিম এটাই বড় পরিচয়

15/12/2024

শীতকাল কেন ইবাদতের মৌসুম||(4k ) Islamic video োয়া

20/10/2024

চাঁপাইনবাবগঞ্জে মুফতি আমির হামজার মাহফিলে লক্ষ লক্ষ জনতার সমাগম।

09/10/2024

আগামী ২৮ অক্টোবর ঢাকায়
বাংলাদেশ জামায়াতে ই'সলামীর মহা-সমাবেশ সফল হোক.!

আইআরআই-এর প্রতিনিধি দলের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকার গুলশানের একটি হোটে...
14/09/2024

আইআরআই-এর প্রতিনিধি দলের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেলে ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই)-এর একটি প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। আইআরআই-এর প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ, মালয়েশিয়া অফিসের রেসিডেন্ট প্রোগ্রাম ডাইরেক্টর ব্রায়ান আর. ব্রন এবং বাংলাদেশ অফিসের এ্যাক্টিং রেসিডেন্ট প্রোগ্রাম ডাইরেক্টর জোশুয়া রোসেনব্লুম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

এ বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতন্ত্রের বিকাশ ও উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

আইআরআই-এর প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শক্তিশালী দল। জামায়াতে ইসলামী বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার ব্যাপারে কাজ করে যাচ্ছে ডেইলী দ্বীন ইসলাম #ডেইলী_দ্বীন_ইসলাম

14/09/2024



আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্‌র রাস্তার ধূলা এবং জাহান্নামের ধোঁয়া কোন মুসলমানের উদরে একত্রিত হবে না। আর কৃপণতা ও ঈমান কোন বান্দার উদরে (অন্তরে) একত্রিত হবে না।

সুনানে আন-নাসায়ী, ৩১১২

13/09/2024

আঁধারের পর আলো পেয়েছে প্রিয় বাংলাদেশ। আল্লাহ এই দেশের উপর রহম করুন। 🤲🥀

07/08/2024

সবার আগে 26 লক্ষ ভারতীয় লোক চাকরি থেকে বাদ দিয়ে দেশের মেধাবীদের চাকরির ব্যবস্থা করতে হবে

07/08/2024
05/08/2024

মক্কা বিজয় হয়েছিল সোমবারে
আর আজকেও সোমবার
আলহামদুলিল্লাহ

03/08/2024

৯দফার সময় শেষ,
এক দফার বাংলাদেশ।

রাসুল (সাঃ) বলেন, মাজলুমের ফরিয়াদকে ভয় করবে। কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না।🤲( সহিহ বোখারী - ২২৮৬)
03/08/2024

রাসুল (সাঃ) বলেন, মাজলুমের ফরিয়াদকে ভয় করবে। কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না।
🤲
( সহিহ বোখারী - ২২৮৬)

22/12/2023

" তোমরা পৃথিবী পরিভ্রমণ করে দেখো অপরাধীদের পরিনতি কি হয়েছে ?
🔥
( সূরা আন নামলঃ ৬৯ )

03/12/2023

জামায়াত-শিবির কর্মীদের প্রতিরোধের মুখে ডিবি পুলিশের পলায়ন।
বগুড়া শহরে অবরোধের সমর্থনে মিছিলে ডিবি পুলিশের হামলার চেষ্টা।
এভাবেই হোক প্রতিবাদ

02/12/2023

লিল্লাহি তাকবির

28/06/2023

শুধু পশু নয়, কোরবানী যেন হয় পশুত্বও।
#ডেইলীদ্বীনইসলাম

Address

Kansat
6341

Alerts

Be the first to know and let us send you an email when ডেইলী দ্বীন ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডেইলী দ্বীন ইসলাম:

Videos

Share