29/09/2024
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ২দিন আগে যমুনা টেলিভিশনের টকশোতে অপ্রাসঙ্গিক ভাবে শিবিরের সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহকে খুঁচিয়ে কথা বললেও শিবিরের সাহিত্য সম্পাদক খুব ভদ্রতার সাথে বিতর্ক এড়িয়ে যায়।
আজকে মাইটিভির টকশোতে শিবির সভাপতিকে উপস্থাপক ছাত্রদল ও শিবির সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করলে শিবির সভাপতি সাবলীল ভাষায় খোঁচাখুঁচি ছাড়া চমৎকার উত্তর দেয়।
একই প্রশ্ন ছাত্রদল সভাপতিকে করা হলে সেই ছাত্রদল সভাপতি রাকিব আজকে আবারও স্বপ্রনোদিত হয়ে শিবির সভাপতি মঞ্জুরুল ইসলামকে খুঁচাতে গিয়ে বলে-
শিবির ছাত্রলীগকে তাদের দলে অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে, শিবিরও ছাত্রলীগ করেছে এতদিন।
এবার শিবির সভাপতির মেধা শক্তি জাগ্রত হয়ে যায়।
শিবির সভাপতি রাকিবকে জবাব দেয়-
১. শিবিরে অনুপ্রবেশের প্রশ্নে শুধু ছাত্রলীগ কেনো এখানে উপস্থিত বা অন্যান্য কোনো ছাত্রসংগঠনের নেতাকর্মী ই ছাত্রশিবিরে অনুপ্রবেশের সুযোগ ও নাই যোগ্যতাও নাই🙂
কারণ শিবির ইচ্ছা হলো তাই ঢুকে পড়লাম
এরকম সংগঠন নয়।
শিবিরে ঢুকতে হলে আগুনে পুড়া কয়লা হয়ে
৪টা স্টেপ পার হয়ে তারপর শিবিরে আসতে হবে।
যেটা অন্য সংগঠনের আদর্শ লালন করা নেতাকর্মীর পক্ষে সম্ভব হয় না।
২.
শিবির যে ছাত্রলীগ করেছে এটা ছাত্রদল আর কয়েকটা মিডিয়ার ছড়ানো প্রোপাগাণ্ডা।
শিবিরের ঢাবি সেক্রেটারি ফরহাদ কখনো ই ছাত্রলীগের রাজনীতি করেনি। তার একই ডিপার্টমেন্টর একই নামের আরেকজন ছাত্রলীগ কর্মীর নামকে শিবিরের সেক্রেটারি ফরহাদ বলে চালায় দেয়া হয়েছে। ওই নামের যে অরিজিনাল ছাত্রলীগ নেতা আছে সে তখনই এটা তার নাম দাবি করে পোস্ট করেছে।
শিবির ছাত্রলীগ করে না। ছাত্রদলই ছাত্রলীগ করার বহু প্রমাণ আছে।
নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ হৃদয় নেত্রকোনায় করেন ছাত্রদল আর ঢাকায় এসে করেন ছাত্রলীগ।গার্মেন্টস শ্রমিকদের উস্কানিমূলক বক্তব্য দিয়ে হৃদয় গ্রেফতার হলে ঢাকার ছাত্রদল নেতারা আশুলিয়া থানা থেকে তাকে ছাড়িয়ে নেয় বলে জানানা আশুলিয়া থানার ওসি আবু বকর।
সুত্র- ২৩ সেপ্টেম্বর ২০২৪ কালবেলা।
২০২০ সালে ছাত্রদলের রাজশাহী কলেজ শাখার আহ্বায়ক সাকিবুল ইসলাম রানা ২০২২ সালে এসে হয়ে যান রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি�
সুত্র- ২৫ সেপ্টেম্বর ২০২৪ দৈনিক সময়ের আলো।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতির পদে থেকে রাজিব হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি হয়ে যায়।
সুত্র- ১৫ মে ২০২৪ দৈনিক জনকণ্ঠ।
এরপরও ওরা বলে
শিবির ছাত্রলীগ হয়ে গেছে
ছাত্রলীগ শিবির হয়ে গেছে❗
শত্রুতা জন্ম নিলে শিবিরকে মারা যায় কাটা যায় কিন্তু শিবিরকে নিয়ে ঘাঁটাঘাঁটি করলে
নিজেদেরই ঘেঁটে যেতে হয়।
©️