Kalmakanda Poribar - কলমাকান্দা পরিবার

Kalmakanda Poribar - কলমাকান্দা পরিবার সত্যপ্রকাশে অবিচল সত্য প্রকাশে অবিচল।
(3)

🌸 শুভ সকাল 🌸আজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫০২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ২৫ রবিউস সানি ১৪৪৭ হিজরিশুভকামনায় — 🌼 কলমাকান্দা পরিবার 🌼
18/10/2025

🌸 শুভ সকাল 🌸
আজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
০২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
২৫ রবিউস সানি ১৪৪৭ হিজরি
শুভকামনায় — 🌼 কলমাকান্দা পরিবার 🌼

17/10/2025

নারীসমাজকে শিক্ষিত করার আহ্বান ও মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান—ব্যারিস্টার কায়সার কামালের।

17/10/2025

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান—ব্যারিস্টার কায়সার কামালের।

17/10/2025

গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

নেত্রকোনার কলমাকান্দা সেতু  সংলগ্ন রেন্টিতলা এলাকায় বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘সিঁথি...
17/10/2025

নেত্রকোনার কলমাকান্দা সেতু সংলগ্ন রেন্টিতলা এলাকায় বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘সিঁথি আদি সুপার টাঙ্গাইল মিষ্টান্ন ভান্ডার’।

দোকান কর্তৃপক্ষ জানান, তাদের পারিবারিক শিকড় টাঙ্গাইলে, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা মিষ্টি তৈরির ঐতিহ্য ধরে রেখেছেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার কলমাকান্দার মানুষও পাবেন আসল টাঙ্গাইলের মিষ্টির স্বাদ।

উদ্বোধনের দিন থেকেই দোকানে যুক্ত হয়েছে টাঙ্গাইলের বিখ্যাত মিষ্টি, সঙ্গে রয়েছে চমচম, রসগোল্লা, লালমোহন, দই, রসমালাই বালিশমিষ্টি সহ নানা মানসম্মত মিষ্টির সম্ভার।

প্রতিষ্ঠানের পরিচালক কৃষ্ণচন্দ্র পাল বলেন,

“আমরা টাঙ্গাইলের ঐতিহ্য ও মান বজায় রেখে মিষ্টি তৈরি করছি। এখন ভালো মিষ্টির জন্য আর জেলা শহরে যেতে হবে না—কলমাকান্দাতেই মিলবে ভালো মানের মিষ্টির আসল স্বাদ।”

17/10/2025
16/10/2025

কলমাকান্দা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৭.৯৬ শতাংশ।

16/10/2025

কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নে..

মানবতার জয়: ছোট্ট আরাফাতের মুখে ফুটল নতুন হাসিনেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের দিনমজুর শাহআলম...
16/10/2025

মানবতার জয়: ছোট্ট আরাফাতের মুখে ফুটল নতুন হাসি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের দিনমজুর শাহআলম ও অযুফা দম্পতির ছোট ছেলে আরাফাত দীর্ঘদিন ধরে হার্নিয়া রোগে ভুগছিল। পারিবারিক অভাব-অনটনের কারণে শিশুটির চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না।

শিশুটির মা অযুফা একদিন ছেলের অসুস্থতার কথা জানান কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একেএম শাহজাহান কবিরকে। বিষয়টি জানার পর মানবিক এই শিক্ষক কলমাকান্দা পরিবারে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে সমাজের সহৃদয় মানুষদের প্রতি আরাফাতের চিকিৎসায় সহায়তার আহ্বান জানানো হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা পৌঁছে যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের নজরে। বিষয়টি জানার পর তিনি দ্বিধা না করে তাৎক্ষণিক নির্দেশ দেন কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি ও শিক্ষক মুহাম্মদ এনামুল হক তালুকদারকে, যাতে দ্রুত শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি জানার পর তিনি শুধু নির্দেশই দেননি, শিশুটির চিকিৎসার পুরো ব্যয় নিজেই বহন করেছেন। তাঁর সহযোগিতায় ছোট্ট আরাফাতকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সফলভাবে তার হার্নিয়া অপারেশন সম্পন্ন হয়। বর্তমানে সে সুস্থ হয়ে উঠছে এবং আবারও হাসতে শুরু করেছে।

আরাফাতের এই সুস্থতা যেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এক শিক্ষকের উদ্যোগ, এক মানবিক আইনজীবীর সহযোগিতা এবং সমাজের মানুষদের সহানুভূতির হাত মিলে বদলে দিয়েছে একটি শিশুর জীবন।

16/10/2025

সৌলজান গ্রামে এক পরিবারের রান্নাঘরে বিষধর সাপের বাচ্চা ধরা পড়েছে।

কলমাকান্দা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৭.৯৬ শতাংশ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে...
16/10/2025

কলমাকান্দা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৭.৯৬ শতাংশ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন কলমাকান্দা সরকারি কলেজের এবারের পরীক্ষার ফলাফলে উত্তীর্ণের হার দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৯৬ শতাংশ।

কলেজ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মোট পরীক্ষার্থী ছিল ৬৬৮ জন। এর মধ্যে ৬৩৮ জন পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ৩০৬ জন শিক্ষার্থী এবং জিপিএ–৫ পেয়েছে মাত্র ১ জন।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়,

বিজ্ঞান বিভাগে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস ৯ জন, ফেল ৬ জন;

বাণিজ্য বিভাগে ৪০ জনের মধ্যে পাস ১২ জন, ফেল ২৮ জন;

মানবিক বিভাগে ৬১৩ জনের মধ্যে পাস ২৮৫ জন, ফেল ৩২৮ জন।

16/10/2025

কলমাকান্দায় বি'ষা'ক্ত সা'পে'র ছো'ব'লে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃ'ত্যু।

Address

Kalmakanda

Telephone

+8801711043066

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalmakanda Poribar - কলমাকান্দা পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share