MD Nabil 2.0

MD Nabil 2.0 Freelancer

Digital Marketer

Experts

আসসালামু আলাইকুম। শুরু হতে যাচ্ছে আমাদের এজেন্সি থেকে নতুন প্রজেক্ট!Facebook Organic Marketing Expert কিন্তু মার্কেটপ্লে...
07/06/2024

আসসালামু আলাইকুম।

শুরু হতে যাচ্ছে আমাদের এজেন্সি থেকে নতুন প্রজেক্ট!

Facebook Organic Marketing Expert কিন্তু মার্কেটপ্লেসে ভালো করতে পারছেন না এমন কেউ থাকলে নক করতে পারেন। আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে।

সম্প্রতি সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনে এক প্রতিবেদনে ফ্রিল্যান্সার নিয়োগে শীর্ষ ৩০ দেশের তালিকা প্রকাশ করেছে। যাতে যুক্তরাষ...
26/05/2024

সম্প্রতি সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনে এক প্রতিবেদনে ফ্রিল্যান্সার নিয়োগে শীর্ষ ৩০ দেশের তালিকা প্রকাশ করেছে। যাতে যুক্তরাষ্ট্র শীর্ষে থাকলেও বাংলাদেশের...

বিস্তারিত: https://www.somoynews.tv/news/2024-05-23/B9H1CORU

ঘরে বসে টাকা আয় করার জন্য এখন সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফ্রিল্যান্সিং। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেমন বাড়ছে ফ্রিল্যান....

আসসালামু আলাইকুম! 🥰🥰অনেক ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টার পরেই কিন্তু একটা বড় সফলতা আসে। সে জায়গা থেকে আজকে আমার একটু ক্ষুদ্র প...
25/05/2024

আসসালামু আলাইকুম! 🥰🥰
অনেক ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টার পরেই কিন্তু একটা বড় সফলতা আসে।
সে জায়গা থেকে আজকে আমার একটু ক্ষুদ্র প্রচেষ্টা ছিল একটি লোগো ডিজাইনের উপর।
সেই জায়গা থেকে শুরু করলাম লোগো ডিজাইনের উপর নতুন একটি যাত্রা।

যার যার লোগো ডিজাইনের দরকার পড়বে তারা প্রত্যেকেই আমাকে ইনবক্স করতে পারেন।
এছাড়াও যারা লোগো ডিজাইন সহ অন্যান্য ফ্রিল্যান্সিং এর কাজও শিখতে চান তারাও আমাকে নির্দ্বিধায় ইনবক্স করতে পারেন।


22/05/2024

ফ্রিল্যান্সিং..⚠️

বর্তমানে আমারা যারা স্টুডেন্ট রয়েছি। দেখতেছি তারা প্রায় সবাই ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছে, তবে বিষয়টা ভিন্ন...

যাদের পরিবার থেকে তেমন চাপ নেয়, তারা কয়েকদিন ট্রাই করে, তারা আর ফ্রিল্যান্সিংয়ে আসতে চাইবে না। কারন এখানে প্রচুর ধৈর্যের ব্যাপার।

আর যাদের একটা দায়িত্ববোধ থাকে তার ফ্যামিলির উপর সেখান থেকেই ফ্রিল্যাসিংয়ে আসে তার। নিজেকে এবং নিজের পরিবারকে সুখে রাখার জন্য।।

Highlight #আলহামদুলিল্লাহ

তুমি বেকার 😢,তোমার ২০ হাজার টাকা দিয়ে মোবাইল কেনার সময় টাকা আছে।কিন্তু  ৯০০০ থেকে ১০০০ টাকা  কোর্স ফি দিয়ে ফ্রিল্যান্...
17/05/2024

তুমি বেকার 😢,
তোমার ২০ হাজার টাকা দিয়ে মোবাইল কেনার সময় টাকা আছে।
কিন্তু ৯০০০ থেকে ১০০০ টাকা কোর্স ফি দিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ শেখার টাকা হয় না।
তুমি বেকার🥲,
তোমার দিনের পর দিন এমবি কিনে টিকটক দেখে টাকা খরচ করার টাকা হচ্ছে।
কিন্তু সময়টাকে অনলাইনে কাজে লাগানোর সময় হয় না।
তুমি বেকার🥲,
তোমার মোবাইলটা গেম খেলে নষ্ট করে ঠিক করার সময় টাকা নষ্ট করতে ভালো লাগছে কিন্তু মোবাইল দিয়ে ইনকাম করতে ভালো লাগেনা।
আসলে আমরা শুধু সময়টাকে নষ্ট করতে পারি কিন্তু সময়টাকে কাজে লাগাতে পারি না।
আসুন সময়টাকে নষ্ট না করে অনলাইনে কাজ করে নিজেকে গড়ে তুলি এবং বেকারত্ব দূর করি। ভাই এই সমাজে বেকারত্বের কোন দাম নেই।



16/05/2024

💥 আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে SEO কাজের জন্য ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পাবেন 💯
→ ক্লায়েন্ট খুজার আগে আপনার প্রোফাইলকে সাজাতে হবে। ⬇️
✅ প্রোফাইল পিকচার: প্রোফাইল এ একটি হেড শট ফটো ব্যবহার করবেন সাথে লাইট ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন।
✅ Instagram Bio: Instagram Bio হতে হবে শুধু SEO রিলেভেন্ট। আপনার টার্গেটেড প্রসপেক্ট দেখলে যাতে বুজতে পারে আপনি শুধু SEO নিয়ে কাজ করেন। একটি Bio আপনাদের দিতেছি :
🎯 • Boosting Business Success with SEO
📚 • Top-Notch Content For Your Business Growth
👨‍💻 • 6 Year SEO Expert
💌 • DM for FREE SEO Audit to Biz Success
✅ পোস্ট: যেভাবে সম্ভব আপনাকে প্রতিদিন ১টি করে SEO নিয়ে পোস্ট করতে হবে। আর হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন SEO রিলেভেন্ট। পোস্ট ডিসাইন এর জন্য আপনাকে যে অনেক ভালো ডিসাইনার বা হাই কোয়ালিটি পোস্ট ডিসাইন করতে হবে এমন না। আপনার পোস্ট হতে হবে ইমফ্রেমটিভ এন্ড ক্লিন ( পোস্ট এর একটি স্যাম্পল স্ক্রিনশট দিয়ে দিবো )
→ এখন বলি কিভাবে ক্লায়েন্ট পাবেন ⬇️
✅ প্রথমত আপনার একটি Service Selling Niche থাকতে হবে যেমন Plumber
✅ সেই Niche অনুযায়ী আপনাকে কিছু হ্যাশট্যাগ খুঁজে বের করতে হবে ইনস্টাগ্রাম থেকে। হ্যাশট্যাগ এর কম্পেটিটন হবে মিনিমাম ৫০০ - মেক্সিমাম ১ লক্ষ্য
✅ সেই হ্যাশট্যাগ সার্চ করে ১০০/২০০ টি লিড কালেক্ট করবেন। আপনি অসংখ লিড পাবেন কিন্তু সব গুলোকে কালেক্ট করার দরকার নাই। কাদেরকে কালেক্ট করবেন ? লিড কালেক্ট করার সময় খেয়াল রাখবেন আপনার টার্গেটেড প্রসপেক্ট যেন ইনস্টাগ্রাম এ একটিভ আছে। রেগুলার পোস্ট করতেছে। Make Sure করবেন প্রসপেক্ট এর ওয়েবসাইট এ কোনো ১টি প্রব্লেম আছে ( প্রব্লেম হতে পারে : ৪০৪ এরর ইস্যুস, স্পিড সমস্যা, অর্গানিক ট্রাফিক অনেক কম, (SSL) certificate এর সমস্যাও থাকতে পারে)
✅ এখন কাজ হলো প্রসপেক্ট এর সাথে এনগেজ হওয়া। আপনি প্রসপেক্ট এর পোস্ট এ লাইক করবেন, কমেন্ট করবেন ( wow, Nice এই টাইপ কমেন্ট না ). পসিবল হলে ফ্রিতে কিছু হেল্প করবেন। ভ্যালুএবল কমেন্ট করবেন সাথে বিসনেস রিলেভেন্ট প্রশ্ন জুড়ে দিবেন যাতে সে উত্তর দিতে বাধ্য হয়। এই রকম কয়েকদিন কি Q&A চলতে থাকলে আপনি প্রসপেক্ট এর কাছে পরিচিত হয়ে যাবেন।
✅ আপনি কিছু হেল্প করে যদি প্রসপেক্ট কে আপনার সার্ভিস অফার করেন, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি সে না করতে হলেও ১ বার চিন্তা করবে। সবসময় HELP কে আগে রাখবেন SELL কে পরে।
✅ প্রতিদিন যে নতুন ক্লায়েন্ট পেতে হবে আউট অফ মার্কেটপ্লেস থেকে এই রকম না। টার্গেট করেন ১ মাসে ১টি নতুন ক্লায়েন্ট পাবেন। সেই ক্লায়েন্ট এর সাথে ৬ মাস কাজ করবেন। SEO সেক্টর এ ১টি ক্লায়েন্ট এর সাথে ৪/৬ মাস কাজ করা অনেক সহজ। ভালো লাগলে শেয়ার করবেন

💥 আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে SEO কাজের জন্য ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পাবেন 💯→ ক্লায়েন্ট খুজার আগে আপনার প্রোফ...
15/05/2024

💥 আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে SEO কাজের জন্য ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পাবেন 💯

→ ক্লায়েন্ট খুজার আগে আপনার প্রোফাইলকে সাজাতে হবে। ⬇️
✅ প্রোফাইল পিকচার: প্রোফাইল এ একটি হেড শট ফটো ব্যবহার করবেন সাথে লাইট ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন।
✅ Instagram Bio: Instagram Bio হতে হবে শুধু SEO রিলেভেন্ট। আপনার টার্গেটেড প্রসপেক্ট দেখলে যাতে বুজতে পারে আপনি শুধু SEO নিয়ে কাজ করেন। একটি Bio আপনাদের দিতেছি :

🎯 • Boosting Business Success with SEO
📚 • Top-Notch Content For Your Business Growth
👨‍💻 • 6 Year SEO Expert
💌 • DM for FREE SEO Audit to Biz Success

✅ পোস্ট: যেভাবে সম্ভব আপনাকে প্রতিদিন ১টি করে SEO নিয়ে পোস্ট করতে হবে। আর হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন SEO রিলেভেন্ট। পোস্ট ডিসাইন এর জন্য আপনাকে যে অনেক ভালো ডিসাইনার বা হাই কোয়ালিটি পোস্ট ডিসাইন করতে হবে এমন না। আপনার পোস্ট হতে হবে ইমফ্রেমটিভ এন্ড ক্লিন ( পোস্ট এর একটি স্যাম্পল স্ক্রিনশট দিয়ে দিবো )

→ এখন বলি কিভাবে ক্লায়েন্ট পাবেন ⬇️

✅ প্রথমত আপনার একটি Service Selling Niche থাকতে হবে যেমন Plumber
✅ সেই Niche অনুযায়ী আপনাকে কিছু হ্যাশট্যাগ খুঁজে বের করতে হবে ইনস্টাগ্রাম থেকে। হ্যাশট্যাগ এর কম্পেটিটন হবে মিনিমাম ৫০০ - মেক্সিমাম ১ লক্ষ্য
✅ সেই হ্যাশট্যাগ সার্চ করে ১০০/২০০ টি লিড কালেক্ট করবেন। আপনি অসংখ লিড পাবেন কিন্তু সব গুলোকে কালেক্ট করার দরকার নাই। কাদেরকে কালেক্ট করবেন ? লিড কালেক্ট করার সময় খেয়াল রাখবেন আপনার টার্গেটেড প্রসপেক্ট যেন ইনস্টাগ্রাম এ একটিভ আছে। রেগুলার পোস্ট করতেছে। Make Sure করবেন প্রসপেক্ট এর ওয়েবসাইট এ কোনো ১টি প্রব্লেম আছে ( প্রব্লেম হতে পারে : ৪০৪ এরর ইস্যুস, স্পিড সমস্যা, অর্গানিক ট্রাফিক অনেক কম, (SSL) certificate এর সমস্যাও থাকতে পারে)
✅ এখন কাজ হলো প্রসপেক্ট এর সাথে এনগেজ হওয়া। আপনি প্রসপেক্ট এর পোস্ট এ লাইক করবেন, কমেন্ট করবেন ( wow, Nice এই টাইপ কমেন্ট না ). পসিবল হলে ফ্রিতে কিছু হেল্প করবেন। ভ্যালুএবল কমেন্ট করবেন সাথে বিসনেস রিলেভেন্ট প্রশ্ন জুড়ে দিবেন যাতে সে উত্তর দিতে বাধ্য হয়। এই রকম কয়েকদিন কি Q&A চলতে থাকলে আপনি প্রসপেক্ট এর কাছে পরিচিত হয়ে যাবেন।

✅ আপনি কিছু হেল্প করে যদি প্রসপেক্ট কে আপনার সার্ভিস অফার করেন, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি সে না করতে হলেও ১ বার চিন্তা করবে। সবসময় HELP কে আগে রাখবেন SELL কে পরে।

✅ প্রতিদিন যে নতুন ক্লায়েন্ট পেতে হবে আউট অফ মার্কেটপ্লেস থেকে এই রকম না। টার্গেট করেন ১ মাসে ১টি নতুন ক্লায়েন্ট পাবেন। সেই ক্লায়েন্ট এর সাথে ৬ মাস কাজ করবেন। SEO সেক্টর এ ১টি ক্লায়েন্ট এর সাথে ৪/৬ মাস কাজ করা অনেক সহজ। ভালো লাগলে শেয়ার করবেন

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)  ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে...
14/05/2024

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন।
এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই।

এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)। সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।
এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে। এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

বিশেষ দ্রষ্টব্য; লাভ ও সুবিধা দেখে লোভে পড়বেন না যেন পরিশ্রম ও সমস্যা গুলোও দেখতে হবে,
লোভে পাপ পাপে মৃত্যু কথা টা মাথায় রাখবেন,
ধন্যবাদ!

13/05/2024

ডিজিটাল মার্কেটিংয়ের কী কী শাখা আছে?

SEO: সার্চ ইঞ্জিনে সবার আগে আপনার পণ্য show করাতে Website পণ্যগুলোকে SEO বা Search Engine Optimization করা লাগে। এজন্য Google বা সার্চ ইঞ্জিনের algorithms অনুসারে সঠিকভাবে আপনার কনটেন্টগুলো সাজাতে হয়।

Social Media Marketing: সামাজিক মাধ্যমকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্টিত করা এবং সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ব্রান্ডিং করাই হচ্ছে Social Media Marketing.

Email Marketing: বিজ্ঞাপন বা সরাসরি কাস্টমার তৈরীর জন্য ইমেইলের মাধ্যমে কাস্টমার খোঁজা হয়। কাস্টমার খোঁজতে গিয়ে পণ্য পছন্দ করে এমন মানুষ খোঁজে বের করা ইমেইল মার্কেটিংয়ের কাজ এবং কাস্টমারকে যথোক্ত সুন্দরভাবে ব্রান্ডিং করে মেইল পাঠানো।

Blogging Or Content Marketint: মানুষ কোনো কিছু কিনার আগে সেটা সম্পর্কে জানতে চায়। মানুষকে জানানোর তৃপ্তি মেটানোর কাজ করে ব্লগিং ও কোয়ালিটি কনটেন্ট।

YouTube Marketing or Video Marketing: পণ্য সম্পর্কে যাচাই বাচাই করার সহজ মাধ্যম হচ্ছে YouTub বা Video Site .

[এগুলোই প্রধানত Digital Marketing এর মূল শাখা। আরো অসংখ্য ছোট ছোট শাখা রয়েছে। Post বেশী দীর্ঘ্য হয়ে যাবে, এই জন্য আলোচনা করছি না।]

12/05/2024

অভিনন্দন যারা পাশ করেছো, যারা আশানুরূপ ফলাফল পাওনি তারা হতাশ না হয়ে পরিশ্রমটা একটু বাড়িয়ে দাও।

শুভকামনা সবার জন্য।

যার ইচ্ছে আছে একমাত্র তারই সফলতা আসে সংসার সামলিয়েও একজন মেয়ে হয়েও যে সফল ফ্রিল্যান্সার হওয়া যায় তারই প্রমাণ দিলেন খাদিজ...
12/05/2024

যার ইচ্ছে আছে একমাত্র তারই সফলতা আসে
সংসার সামলিয়েও একজন মেয়ে হয়েও যে সফল ফ্রিল্যান্সার হওয়া যায় তারই প্রমাণ দিলেন খাদিজা।

11/05/2024

ফাইভারে কিভাবে গিগ মার্কেটিং করে?

সোস্যাল মিডিয়া এর মাধ্যমে ফাইভার গিগ প্রমোশন করুন:

সোস্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে ফেসবুক, টুইটার এবং লিংকড হচ্ছে ফাইভার গিগ মার্কেটিংয়ে জন্য সেরা প্লাটফর্ম। আপনি এখানে সহজে প্রমোশন চালাতে পারবেন। তবে কোনভাবে স্পামিং করা যাবে না। অন্যায় কাজ করলে আপনার ফাইভার প্রোফাইল এবং সোস্যাল মিডিয়া প্রোফাইলের উপর বিরূপ প্রভাব পড়তে পারে।

ফোরাম এর মাধ্যমে মার্কেটিং করুন:
পর্যাপ্ত সেল পাওয়ার জন্য আপনাকে মনোযোগ দিয়ে মার্কেটিং করতে হবে। অবহেলা মানে ব্যর্থতা। সুতরাং সফল হওয়ার জন্য কার্যকর একটা মার্কেটিং প্লাটফর্ম হচ্ছে ফোরাম সাইট। আপনি অনলাইনে সার্চ করলে লক্ষ লক্ষ ফোরাম খোঁজে পাবেন।

লিংকড ব্যবহার করুণ:
পটেনশিয়াল কাস্টমার বা বায়ার খোঁজে পাওয়ার জন্য “linkedin one of the most effective platform.” এটি প্রফেশনালদের জন্য প্রোফাইল তৈরি করার সাইট। এখানে মার্কেটিং করার মাধ্যমে আপনি সহজে বায়ার কালেকশন করতে পারবেন।

ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে ফাইভার গিগ প্রমোশন করুন:
নিজের একটা ব্যক্তিগত ব্লগ ওয়েবসাইট তৈরি করে গিগ মার্কেটিং করতে পারেন। এটা দারুণ এবং খুবই ভালো একটা পদ্ধতি। অন্যদের সাইটে হয়তো গিগ প্রমোশন করার সুবিধা নাও দিতে পারে কিন্তু নিজের ব্লগ সাইটে আপনাকে কেউ বাঁধা দিবেনা।

ইউটিউবের মাধ্যমে গিগ মার্কেটিং করুন:
বর্তমানে ইউটিউব খুবই জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম। এখানে সম্পূর্ণ ফ্রি-তে একটা চ্যানেল তৈরি করে নিয়মিত ভিডিও আপলোড করুন। ভিডিও ডেসক্রিপশনে আপনার Gigs লিঙ্ক যুক্ত করার মাধ্যমে খুব সহজে আপনি impression এবং clicks বাড়াতে পারেন।

10/05/2024

যে স্কিল গুলো অর্জন করে আপনি ফ্রিল্যান্সিং পারবেন, তা হলঃ-
ওয়েব ডিজাইন
ওয়েব ডেভেলপমেন্ট
সফটওয়্যার ডেভেলপিং
গ্রাফিক ডিজাইন
লোগো ডিজাইন
ইউজার ইন্টারফেস ডিজাইন
ভিডিও এডিটিং
এসইও
ডিজিটাল মার্কেটিং
কন্টেন্ট রাইটিং
ডাটা এন্ট্রি টাইপিং
অনুবাদ
উপরের যে বিষয় ছাড়াও এর বাইরেও অসংখ্য কাজ রয়েছে। মূল বিষয়ের মধ্যে নানা ধরণের কাজ আছে। এই সব কাজ প্রথমে কঠিন মনে হলেও চেষ্টা করলে ও আয়ত্ত করতে পারলে আপনি খুব সহজেই দক্ষ হয়ে উঠবেন।
দক্ষ হতে হলে প্রয়োজন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

ভয়ংকর তাপমাত্রায় স্কুল,কলেজ বন্ধ! সময় কিভাবে যাচ্ছে?  -সোস্যাল সাইট স্ক্রল করার মাধ্যমে। সময়টা কি প্রোডাক্টিভিটির মধ্যে ...
09/05/2024

ভয়ংকর তাপমাত্রায় স্কুল,কলেজ বন্ধ!

সময় কিভাবে যাচ্ছে?
-সোস্যাল সাইট স্ক্রল করার মাধ্যমে।

সময়টা কি প্রোডাক্টিভিটির মধ্যে যাচ্ছে?
না।

তাহলে সময় টা প্রোডাক্টিভিটি করি!
কিভাবে করবো?

-স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে।
যেমন : ফ্রিল্যান্সিং নিয়ে দক্ষতা, ইংরেজিতে দক্ষ হওয়া, সফট স্কিলে স্কিল হওয়া৷



ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কি কি প্রয়োজন?আপনি যদি ফ্রিল্যান্সিং শিখে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনার অবশ্যই ফ্রিল...
08/05/2024

ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কি কি প্রয়োজন?
আপনি যদি ফ্রিল্যান্সিং শিখে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনার অবশ্যই ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কি কি প্রয়োজন তা জানা উচিৎ।
বর্তমানে যুবকরা ক্যারিয়ার গড়ার জন্যই নয় বরং কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে।
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে বাস্তবসম্মত যা যা লাগবে?
১। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা
২। কৌশল
৩। ইংরেজি জানাজ্ঞান
৪। দক্ষতাকম্পিউটার বা ল্যাপটপ ও স্মার্ট ফোন
৫। ইন্টারনেট কানেকশন
৬। ধৈর্য
উপরোক্ত বিষয়গুলি আপনার থাকলে আপনার সফলতা নিশ্চিত ইনশাআল্লাহ।



কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।আপনি কি জানতেন যে, এই গ...
07/05/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খর

06/05/2024

Basic of B2B লিড জেনারশন

Business to business ডিল করাই হচ্ছে B2B লিড জেনারশন। এক্ষেত্রে আগের উদাহরনটিই দেয়া যাক।ধরি আপনার একটি Energy Drinks এর ব্যবসা আছে। এখন কেউ যদি আপনার এনার্জি ড্রিংকসটি কিনতে চায় অথবা হোম ডেলিভারি তে নিতে চায় আপনার নিশ্চয়ই প্যাকিং এর দরকার হবে।

এই যে প্যাকিং করার জন্য আপনার যেসব কাগজের কার্টুন,পলিথিন,বাক্সের দরকার সেসবের জন্য রয়েছে আলাদা ইন্ডাস্ট্রি। যারা এ ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের থেকে বড় এমাউন্টে চুক্তি করলে‌ নিশ্চয়ই ডিসকাউন্ট দিয়ে দিবে।এই যে আপনার drink company এর সাথে packing company এর মধ্যে লেনদেন হলে সেটিকে বলা যায় B2b Deal.

এখানে আপনার প্যাকিং এর জন্য যেমন প্যাকেজিং উপকরন প্রয়োজন তেমনি যারা এসব বানায় তাদের‌ও প্রয়োজন আপনার মতো ক্লায়েন্ট। কারন তাদের প্যাকেজিং উপকরন‌ও তো কারোর কিনে নিতে হবে।

আর এ ক্ষেত্রে একজন লিড জেনারশন এক্সপার্ট ভালো ভুমিকা পালন করতে পারে। সে একদিকে যেমন প্যাকেজিং কোম্পানির জন্য ক্লায়েন্ট এনে‌ দিতে পারবে তেমনি আপনার মতো ড্রিংকস কোম্পানির জন্য‌ও প্যাকেজিং কোম্পানির সন্ধান দিতে পারবে।

তাই বলা যায় bulk amount এর লেনদেনের জন্য একজন lead generator expert বেশ বড় ধরনের ভূমিকা রাখতে পারে।

05/05/2024

B2B লিড জেনারেশন কী তা নিয়ে পোস্ট হবে কালকে ঠিক সকাল ৭:০০

04/05/2024

ফ্রিল্যান্সিং এর বিশেষ কিছু সুবিধা..???🥰🥰
✅সময়ের স্বাধীনতা।
✅কাজের স্বাধীনতা।
✅নিজেই নিজের বস।
✅নিজের বেতন নিজে ঠিক করা।
✅বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ।
✅দলগত কাজের সুযোগ।
✅পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ।
✅নিজের মন মতো কাজের পরিবেশ।


03/05/2024

ফ্রিল্যান্সিং এর বিশেষ কিছু সুবিধা। নিয়ে পোস্ট হবে কালকে ঠিক সকাল ৭:০০

02/05/2024

লিড জেনারেশান স্টেপ বাই স্টেপ গাইডলাইন (Lead Generation Step By Step Guideline)

১. টার্গেটেড অডিয়েন্স আইডেন্টিফাই করুন (Define Your Target Audience):

আপনার আইডিয়াল কাস্টমার কারা? কাদের কাছে আপনার প্রোডাক্টের ভ্যালু বেশি। অথবা কাদের এই মুহুর্তে এই পণ্য বা সেবার প্রয়োজন বেশি? এই জিনিস টি সর্বপ্রথম খুঁজে বের করতে হবে। এজন্য অডিয়েন্সের বেসিক ডেমোগ্রাফিকস, ইন্টারেস্ট, বিহেভিয়ার ট্র্যাক করতে হবে। এরপরই আইডিয়াল অডিয়েন্স ডিটেক্ট করা যাবে।

২. কম্পেইলিং কনটেন্ট তৈরি করুন (Create Compelling Content):

এরপরই যে কাজটি সবচেয়ে বেশি জরুরি তা হল কন্টেন্ট ক্রিয়েশন। এজন্য হাই কোয়ালিটি কনটেন্ট তৈরি করুন যেগুলোর সাথে আপনার টার্গেট করা অডিয়েন্স রা রিলেট করতে পারবে। মোট কথা, অডিয়েন্স কে কনভিন্স করাতে হবে যে আপনি তাদের প্রয়োজন বুঝেন। এবং আপনার পণ্য বা সেবা তাদের চাহিদা পুরন করতে সক্ষম।

৩. লিড ম্যাগনেট ব্যবহার করুন (Choose Lead Magnets):

বিভিন্ন ধরনের ইনসেন্টিভ যেমন, ই-বুক, webinars, ফ্রী ট্রায়াল, অফার বা প্যাকেজ, ডিসকাউন্ট ইত্যাদির মাধ্যমে অডিয়েন্স কে আকৃষ্ট করার ট্রাই করুন। ফলে, অডিয়েন্স রা পণ্য বা সেবা নেয়ার আগেই নিজেদের কে benefited মনে করবে। পাশাপাশি আপনার বিজনেস সার্ভিসের ওপর আস্থা তৈরি হবে।

৪. ওয়েবসাইট অপটিমাইজ করুন (Optimize Website):

এটা নিশ্চিত করুন যে আপনার ওয়েবসাইট একদম ইউজার ফ্রেন্ডলি, দ্রুত লোড হয় এবং মোবাইল ইউজ এর জন্যও একদম পার্ফেক্ট। কারণ আপনার বিজনেসের সেবা নিতে যখন কেউ আপনার ওয়েবসাইট ভিজিট করবে তখন অতিরিক্ত পেজ লোডিং, বাফারিং ইত্যাদি কারনে আগ্রহ হারিয়ে ফেলতে পারে। তাই ওয়েবসাইটের ইমপ্রেশনস ঠিক রাখুন।

৫. ইমপ্লিমেন্ট ফর্ম (Implement Forms):

আপনার ওয়েবসাইটে এমন কিছু রিলেটেড ফর্ম, সার্ভে কিংবা রিসার্চের আয়োজন করুন। এতে করে ভিজিটরদের কিছু বেসিক ইনফরমেশন যেমন নাম, ইমেইল, ফোন, সোশ্যাল মিডিয়া, preferences ইত্যাদি কালেক্ট করা যায়। এই ইনফরমেশন গুলো ব্যবহার করেই পরবর্তীতে লিড জেনারেশান অপারেশন করা হবে।

৬. সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন (Utilize Social Media):

আপনার কনটেন্ট, কন্টেন্ট রিলেটেড ভিডিও, শর্টস, ছবি কিংবা পোস্ট গুলো আপনার সোশ্যাল মিডিয়ায় আপডেট করুন। যেহেতু সোশ্যাল মিডিয়া গুলো এখন কাস্টমার টার্গেটিং এর সবচেয়ে বড় প্লাটফর্ম তাই একে ইউটিলাইজ করুন।

৭. ই-মেইল মার্কেটিং (Email Marketing):

লিড জেনারেশান এর অন্যতম ফাস্ট এবং পুরাতন স্ট্র্যাটেজি কিন্তু ই-মেইল মার্কেটিং। কারণ ওয়েবসাইট ভিজিটর, সার্ভে কিংবা রিসার্চ ডাটা কালেকশনের সময়ে ই-মেইল ব্যবহার করা হয় এবং খুব সহজেই ট্র্যাক করা যায়। আর ই-মেইল মার্কেটিং প্রফেশনাল পর্যায়ে লিড জেনারেশান এর জন্য একদম পার্ফেক্ট একটি স্ট্র্যাটেজি।

৮. পেইড বিজ্ঞাপন (Paid Advertising):

গুগল এডস, সোশ্যাল মিডিয়া, ইউটিউব কিংবা ওয়েবসাইট গুলোতে পেইড বিজ্ঞাপনের ব্যবস্থা করুন। এতে করে খুব অল্প সময়ে ওয়াইড রেঞ্জের অডিয়েন্স রিচ করা সম্ভব।

৯. এসইও স্ট্র্যাটেজি (SEO Strategies):

লিড জেনারেশানে আরেকটি গুরুত্বপূর্ণ রোল হলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওয়েবসাইটের ট্রাফিক ও ভিজিবিলিট বাড়াতে ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কোনো বিকল্প নেই।

১০. নেটওয়ার্কিং এবং পার্টনারশিপ (Networking and Partnerships):

বিজনেসের গ্রোথ এবং রিচ বাড়াতে প্রয়োজন নেটওয়ার্কিং। তাই ইন্ডাস্ট্রি ইনফ্লুয়েন্সার দের সাথে collaborate করুন। পার্টনারশিপ ও ডিলিং এর মাধ্যমে ব্রান্ড কে আরো বেশি পরিচিত ও পাওয়ারফুল করে তুলুন।

১১. সিআরএম সিস্টেম (CRM System) :

Customer Relationship Management (CRM) টুলস ব্যাবহার করুন। এবং এগুলোর সাহায্য আপনার বিজনেসের লিড জেনারেশান কে আরো বেশি অর্গানাইজড এবং ইফেক্টিভ করে তুলুন। এছাড়াও মার্কেটিং অটোমেশন টুলস এর মাধ্যমে লিড স্ট্রিমলাইন করুন।

১২. A/B টেস্টিং (A/B Testing):

ফাইনালি, বিভিন্নি মার্কেটিং স্ট্র্যাটিজি, কনটেন্ট এবং এপ্রোচ Continuously এপ্লাই করতে থাকুন এবং আপনার লিড জেনারেশান স্ট্যাটাস test করুন। এতে করে আরো বেশি ইফেক্টিভ জেনারেশন পসিবল।

মার্কেটিং কে আরো বেশি এডভান্স ও ইফেক্টিভ করার উদ্দেশ্যেই লিড জেনারেশান এর মত স্ট্র্যাটেজি ব্যবহার করা হচ্ছে। এবং সৌভাগ্যক্রমে মার্কেটিং এর বিস্তারে লিড জেনারেশান অতুলনীয়

সাফল্য নিয়ে আসছে। এবং খুব শীগ্রই আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন , ডাটা এনালাইসিস টুলসের সাথে লিড জেনারেশানের জার্নি অনেক দূর এগিয়ে যাবে। তবে, লিড জেনারেশান একটি অনগোয়িং প্রোসেস। তাই, কন্সট্যান্ট refinement এবং Adaptation এর মাধ্যমে লিড জেনারেশানে সাফল্য লাভ করা সম্ভব।

01/05/2024

Lead generation কিভাবে করে তা নিয়ে পোস্ট হবে কালকে ঠিক সকাল ৭:০০

30/04/2024



কিভাবে আপনার লিংকডইন প্রোফাইল কাজ পাবার জন্য উপযুক্ত করবেন?

আমি যেভাবে আমার লিংকডইনকে কাজ পাবার জন্য ব্যবহার করছি তার অভিজ্ঞতা থেকে কিছু টিপস শেয়ার করছি।

১. প্রথমে আমার সব প্রফেশনাল ছবি দিয়েছি।

২. আমার ব্যাপারে সমস্ত তথ্য দিয়েছি, বাড়তি কিছু দেইনি।

৩. আমি যে নিশে কাজ করি তার সব কাজের একটি প্রেজেন্টেশন ও আমার সিভি সেভ করে রেখেছি।

৪. আমার টার্গেট যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি তাদের সাথে কানেক্টেড হবার চেষ্টা করি।

৫. যারা বড় ইনফ্লুয়েন্সার আছেন আমার নিশে, তাদের পোস্টে রেগুলার তার পোস্ট অনুযায়ী মতামত দিই, একজনের সব পোস্টে রেগুলার কমেন্ট করলে আমি তার নজরে আসতে বাধ্য। বেশিরভাগ ক্ষেত্রে তিনিই আমাকে একটি ধন্যবাদ জানিয়ে ম্যাসেজ দেন, তখন আমিও তাকে ভালো পোস্ট করার জন্য অভিনন্দন জানাই। এভাবে আমি কথা শুরু করি, যারা ম্যাসেজ দেয় না তাদের পেছনে ১ মাস লেগে থাকার পর কিছু না বললে আমিই ম্যাসেজ দিই। যদি পজেটিভ রেসপন্স পাই তাহলে ভালো, নাহলে দেখি তার পোস্টে কমেন্ট করায় আমার অন্য কোন কানেকশন বাড়ছে কিনা, যদি আমার লাভ হয় তাহলে কমেন্ট চালিয়ে যাই। কাজে না লাগলে আরেকজনের পেছনে সময় দিই।

৬. আমি সপ্তাহে ২ দিন পোস্ট করি। প্রতি শুক্রবার আমি এই সপ্তাহে যে কাজ করলাম তার প্রিভিউ ও ক্লায়েন্ট রিভিউ সহ কিছু ছবি ও কাজের প্রমান শেয়ার করি। আরেকদিন সোমবার নিশ রিলেটেড একটি টপিকে আমার মতামত জানাই।

৭. যারা প্রফেশনাল, আমার কাজে লাগবে বা আমি তাদের কাজে লাগতে পারি এমন মানুষদের সাথেই কানেক্টেড হই। আত্মীয়, বন্ধু, ফেসবুকে পরিচিত হলাম কিন্তু কাজের না এদের জায়গা লিংকডইন না।

৮. রেগুলার আপডেট থাকি। কোন জব অফার থাকলে সেখানে চেষ্টা করতে থাকি৷ তবে আমার বেশিরভাগ ক্লায়েন্টই ৫ নাম্বার পয়েন্ট অনুযায়ী কথাবার্তা বলে পেয়ে যাই।

৯. আমি সব ফ্রি ইউজ করি, লিংকডইনে টাকা দিয়ে কোন সার্ভিস এখনো নিইনি। ফ্রি যা পাই তাতেই আমার হয়ে যায়। কেউ চাইলে পেইড সার্ভিস নিতে পারেন, নিলে ভালো৷ তবে আমার যা দরকার তা আমি ফ্রিতেই পেয়ে যাই তাই লাগেনা।

আমার অভিজ্ঞতা থেকে কিছু তথ্যসহ পরামর্শ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কারও কোন পরামর্শ থাকলে আমার অন্যদের জন্য কমেন্টে শেয়ার করে উপকৃত করতে পারেন। সবাইকে শুভকামনা ❤️

29/04/2024

linkdin থেকে কীভাবে কাজ পাবেন তা নিয়ে পোস্ট হবে কালকে ঠিক সকাল ৭:০০

28/04/2024

ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব

ইন্টারনেট এর এই যুগে মানুষ অনেক সময় সচেতন, আগের মতো কোনো কিছু কেনার জন্য কেউ আর দোকানে দোকানে ঘুরে বেড়ায় না, হাতে থাকা ফোনটির মাধ্যমে এক ক্লিকে জেনে নিতে চায় তার প্রত্যাশিত জিনিসটি সম্পর্কে। ইন্টারনেটে পাল্টে দিয়েছে আমাদের জীবন যাত্রার মান, তাই ঘরে বসেই কেনাকাটা করতে আগ্রহী সবাই। অন্যদিকে ব্যবসায়ীরা digital marketing এর মাধ্যমে তাদের প্রোডাক্ট ও সার্ভিস নিয়ে খুব সহজেই ক্রেতা ভোক্তার দৃষ্টি আকর্ষণ করতে পারেন। ডিজিটাল চ্যানেল ব্যবহার করে বাজারজাতকারী সহজেই তার নির্দিষ্ট কাস্টমারের নিকট পৌচাতে পারে। Digital Marketing কৌশল ব্যবহার করে খরচ অনেক কমানো সম্ভব। একটি সার্ভেতে দেখা গেছে যে বিশ্বে ২ মিলিয়ন এর বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে এবং এর মধ্যে প্রায় ৫৫% মানুষ এখান থেকে ক্রয় করে থাকে, আর যত বেশি মানুষ এটি ব্যবহার করবে, এর দ্বার ততোবেশি খুলে যাবে। আপনি আরো জেনে অবাক হবেন যে ৭০ % কাস্টমার অনলাইন এ প্রোডাক্ট যাচাই বাছাই করেন, ৪৩% ক্রেতা গুগল সার্চ করে তাদের পছন্দের ই-কমার্স সাইটে এসে ক্রয় করেন। অন্য একটি জরিপে দেখা গেছে , সারা বিশ্বে ৫.১১ বিলিয়ন মানুষ মোবাইলে ফোন ব্যবহার করেন এর মধ্যে প্রায় ৪৩% মানুষ তাদের প্রয়োজনীয় কেনাকাটা ফোনের মাধ্যমে করে থাকেন। সুতরাং বুঝতেই পেরেছেন কেন ২০২৪ সালে এসে এই প্লাটফর্মের বাহিরে ভাবার কোনো সুযোগ নেই। ডিজিটাল যুগে এসে, প্রতিযোগিতামূলক মার্কেটে টিকে থেকে ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্যে Digital মার্কেটিং এর গুরুত্ব দিনে দিনে আরো বাড়ছে। একইসঙ্গে বাড়ছে Digital Marketing এ ক্যারিয়ার গড়ার সুযোগ।

27/04/2024

Digital marketing এর গুরুত্ব কী তা নিয়ে পোস্ট হবে কালকে ঠিক সকাল ৭:০০

26/04/2024

ফ্রিল্যান্সার হওয়ার পূর্বশর্ত

১. ফ্রিল্যান্সিং করার আগে আপনি কোন বিষয়ে (গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, ওয়েব ডিজাইন ইত্যাদি) দক্ষ, তা ভালোভাবে জানতে হবে। কারণ, নির্দিষ্ট বিষয়ে দক্ষতা না থাকলে ফ্রিল্যান্সিং কাজ করা বেশ কঠিন।

২. আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। কোনো কাজ নেওয়ার সময় অবশ্যই ভেবে দেখতে হবে আপনি কাজটি নির্দিষ্ট সময়ে ভালোভাবে শেষ করতে পারবেন কি না। এ জন্য অনলাইন মার্কেটপ্লেসে নিজের দক্ষতা ভালোভাবে উপস্থাপন করতে হবে। ক্লায়েন্টকে জানাতে হবে যে আপনি তার কাজের জন্য উপযুক্ত।

৩. ইংরেজি ভাষা ভালোভাবে জানতে হবে। ক্লায়েন্টদের সঙ্গে কথা বলা এবং কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে।

৪. কাজ করার সময় বিভিন্ন সমস্যা সমাধানের কৌশল জানতে অনলাইনে দ্রুত এবং সঠিকভাবে তথ্য খোঁজার কৌশল জানতে হবে। কারণ, ফ্রিল্যান্স কাজ করতে গেলে মাঝেমধ্যেই বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়, যা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে সমাধান করা সম্ভব।

৫. ক্লায়েন্টের সমস্যা সমাধানের মনমানসিকতা থাকতে হবে। কোনোভাবে জোড়াতালি দিয়ে কাজ জমা দেওয়া যাবে না। শুধু তা–ই নয়, ক্লায়েন্টের চাহিদামতো একাধিকবার জমা দেওয়া কাজে পরিবর্তন আনার মানসিকতাও থাকতে হবে।

25/04/2024

কিভাবে আপনাদের ইউটিউব এর ভিডিও rank করাবেন?

আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও rank করাতে চাইলে আপনার চ্যানেল টি অপটিমাইজ করতে হবে। আপনার ইউটিউব এর ভিডিও rank অপটিমাইজ এর উপর নির্ভর করে। এই অপটিমাইজ হলো: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

মনে করুন তো আপনি যখন আপনার চ্যানেল টি ক্রিয়েট করেছিলেন তখন আপনার সামনে একটি অপশন এসেছিল ডিসক্রিপশন নামক। মনে পড়ছে কি? যাইহোক এই ডেসক্রিপশন আপনি কি লিখেছিলেন? আপনার ভিডিও সার্চ এর অনুযায়ী রয়েছে কিন্তু সেগুলো দর্শকদের সামনে আসবে না। কেননা শুরুতে যে ডেসক্রিপশন সেখানে যদি আপনি কিছু না লেখেন তাহলে ইউটিউব বুঝবে না আপনার ভিডিও তার কাছে উপযোগী।

এই ডেসক্রিপশনে আপনি কি ধরনের ভিডিও পাবলিশ করবেন সেটা লিখতে হবে। তাহলেই তো ইউটিউব বুঝবে আপনার ভিডিও তাদের উপযোগী। এখনই ইউটিউব এর সেটিং অপশনে যেয়ে এ কাজটি সম্পন্ন করে ফেলুন। দ্বিতীয় বিষয় আর একটা সেটা হলো: আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় আরও একটা অপশন এসেছিল সেটা হল: ইনপুট ইওর কিওয়ার্ড।

বলুনতো এই অপশনে আপনার কি লেখা উচিত ছিল? আপনি কোন টপিক এর উপরে আপনার ভিডিওগুলো আপলোড করবেন সে ধরনের কিওয়ার্ড লেখা উচিত। তাহলে তো ইউটিউব বুঝতে পারবে এই ধরনের ভিডিও কাদের উপযোগী। যদি কেউ সার্চ করে আপনার টপিকের উপর তাহলে আপনার ভিডিওগুলো তাদের সামনে দেওয়া হবে।

এইধরনের ভুল যদি আপনারা করে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলের সেটিং এ যে এগুলো ভালোভাবে সেটআপ করে নিবেন। আপনার ইউটিউব এর ভিডিও rank করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো।

সঠিকভাবে ট্যাগ ব্যবহার করুন ইউটিউব ভিডিওতে?

ভিডিওতে ট্যাগ ব্যবহার করা এটা সবাই জানে। তবে অনেকেই সঠিকভাবে ট্যাগ ব্যবহার করতে পারে না বা সঠিক নিয়ম জানে না। আপনার ভিডিওটি rank করানোর জন্য ট্যাগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনার ভিডিওতে অবশ্যই ট্যাগ ব্যবহার করবেন।

আপনার ভিডিও অনুযায়ী আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে। আপনি যখন ইউটিউবে কোন কিছু একটা সার্চ দিবেন। তখন দেখবেন কিছু একটা লেখার সাথে সাথে অনেকগুলো সাজেস্ট করা হয় টপিক। বুঝতে পারেননি? আচ্ছা আপনি যদি ইউটিউবে লেখেন কিভাবে আমি মোটা ,,,,,, এটুকু লিখলেই দেখবেন অনেকগুলো বাক্য আপনার সামনে উপস্থাপন করা হবে।

যেমন:
আমি কিভাবে মোটা হব?
আমি কিভাবে প্রাকৃতিক ভাবে মোটা হতে পারি?
মোটা হওয়ার জন্য কোন ঔষধ সেবন করা উচিত বা ভালো হবে?
কোন ঔষধে প্রাকৃতিক ভাবে মোটা হওয়া যায়?
30 দিনে কিভাবে আমি মোটা হতে পারি?

আমি উদাহরণ হিসেবে উপরে কিছু বাক্য লিখেছি। আপনারা যখন ইউটিউবে কিছু লিখবেন দেখবেন অনেকগুলো শব্দ আপনার সামনে উপস্থাপন করা হবে। কারণ এই ধরনের শব্দ গুলো বেশি ব্যবহার করা হচ্ছে। এখন আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন? সেখানে যদি ইউটিউব এর সাজেস্ট কৃত শব্দগুলো ট্যাগ হিসেবে ব্যবহার করেন।

আপনার ডেসক্রিপশনে ইউটিউব এর সাজেস্ট কৃত শব্দগুলো এক হিসেবে ব্যবহার করা হলে, এবং কেউ যদি ওই রিলেটেড সার্চ করে ইউটিউবে তাহলে। ইউটিউব খুব সহজে বুঝে যাবে নিশ্চয় এই রিলেটেড ভিডিও সে টার্গেট করেছে। এবং সাথে সাথে আপনার ভিডিওটি তাদের কাছে সবার আগে চলে আসবে।

তাই আপনারা অবশ্যই আপনার ভিডিও rank করানোর জন্য ডেসক্রিপশনে ট্যাগ ব্যবহার করবেন। তবে ইচ্ছামত ট্যাগ ব্যবহার করলেই হবে না। আপনার ট্যাগটি যদি একের অধিক শব্দ হয় তাহলে, প্রতিটা শব্দে আন্ডার স্কোর ব্যবহার করবেন। ( _ )
যেমন: # আমি_কিভাবে_মোটা_হব।

আশাকরি উপরের নিয়মগুলো মানলে আপনার ভিডিও কম করে হলেও rank করাতে পারবেন। তবে সম্পূর্ণ এটা নির্ভর করবে আপনার ভিডিও কনটেন্ট এর উপর। ধরুন আপনার ভিডিও কারোর সামনে আসলো এবং সে ক্লিক করে ভিডিওটি দেখতে লাগলো।

তবে আপনার ভিডিওতে সে তার চাহিদা অনুযায়ী তথ্যগুলো পাচ্ছেনা বিরক্তি লাগছে। তাই আপনার ভিডিওটি দুই মিনিট কন্টিনিউ না করেই চলে গেল।তাই অবশ্যই ভিডিওর কোয়ালিটি তথ্যবহুল দেওয়ার চেষ্টা করবেন সবসময়। আশা করি বোঝাতে পেরেছি।

পরিশেষে বন্ধুরা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।

25/04/2024

ফ্রিল্যান্সার হওয়ার পূর্ব শর্ত কি কি তা নিয়ে পোস্ট হবে কালকে ঠিক সকাল ৭:০০

24/04/2024

You tube video কীভাবে রেন্ক করবেন তা নিয়ে পোস্ট হবে কালকে ঠিক সকাল ৭:০০

Address

Madaripur
Kalkini

Telephone

+8801933421490

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Nabil 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Nabil 2.0:

Videos

Share


Other Digital creator in Kalkini

Show All