![গায়ে যোর ও ক্ষমতার দাম্ভিকতা দেখিও না! এমন সময় আসবে গায়ের যোর ও ক্ষমতা কোন কাজে আসবে না। সাবেক বিচারপতির মানিক মিয়াসাবেক...](https://img3.medioq.com/111/744/514571161117446.jpg)
24/08/2024
গায়ে যোর ও ক্ষমতার দাম্ভিকতা দেখিও না!
এমন সময় আসবে গায়ের যোর ও ক্ষমতা কোন কাজে আসবে না।
সাবেক বিচারপতির মানিক মিয়া
সাবেক প্রধান মন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান
এবং মন্ত্রী পরিশোধ এর নেতা
যারা ক্ষমতা দেখায়নি তারা ঠিকি এলাকায় নিজ বাড়ী অবস্থান করছে।
যারা ক্ষমতার অপব্যাবহার করছে তারা বিভিন্ন যায়গায় পালাচ্ছে ও লাঞ্চিতো হচ্ছে।
সময় আজকে আপনার কালকে অন্য কারো
ঘড়ীর তিনটা কাটা কিন্তু একি স্থানে থাকে না সময়ের সাথে সাথে পরিবর্তন হয়
তাই সময়কে সময়ের মতোই ব্যাবহার করেন।