SM News 24 Satkhira

SM News 24 Satkhira এস এম নিউজ ২৪ কথা বলি গণমানুষের কণ্ঠে।
(4)

আমরা সব সময় সত্য ও সঠিক খবর প্রচার করি. আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ �গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত।

১২ নং যুগীখালী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল হাসান এরছোট ছেলে (কল্প), একটু আগে ইন্তেকাল করছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহ...
24/12/2024

১২ নং যুগীখালী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল হাসান এর
ছোট ছেলে (কল্প), একটু আগে ইন্তেকাল করছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন...

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কলারোয়া পশ্চিম আদর্শ থানা শাখা কতৃককর্মী শিক্ষা বৈঠক (TS), সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বি...
24/12/2024

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কলারোয়া পশ্চিম আদর্শ থানা শাখা কতৃককর্মী শিক্ষা বৈঠক (TS), সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন -
আবু বক্কর সিদ্দিক।
সভাপতি কলারোয়া পশ্চিম থানা শাখা)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিবিরের
সাহিত্য সম্পাদক মো: মতিউর রহমান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সম্মানিত সভাপতি মো: রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শাখার সাবেক অফিস সম্পাদক ইয়াছিন আরাফাত ভাই। আরও উপস্থিত ছিলেন সাবেক কলারোয়া থানা ছাত্রশিবির সভাপতি ও কেন্দ্রীয় সহকারী ছাত্র কল্যান সম্পদক মো: শামছুল আলম বুলবুল।

24/12/2024

আসসালামুয়ালাইকুম
সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আন্ডার ফ্রিকোয়েন্সি জনিত কারণে জাতীয় গ্রীড(সাতক্ষীরা) হতে কাজিরহাট ৩৩ কেভি(কলারোয়া) ফিডার বন্ধ আছে।
সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় আমরা সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ আন্তরিকভাবে দুঃখিত!

22/12/2024

আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল....

22/12/2024
বিজ্ঞাপন:M/S H.N Motors এর বাইক এক্সচেঞ্জ শোরুম এখন কলারোয়া -তে ।এক্সচেঞ্জ সুবিধায় কিনুন নতুন ইয়ামাহা বাইক ।আমাদের শো...
22/12/2024

বিজ্ঞাপন:
M/S H.N Motors এর বাইক এক্সচেঞ্জ শোরুম এখন কলারোয়া -তে ।
এক্সচেঞ্জ সুবিধায় কিনুন নতুন ইয়ামাহা বাইক ।
আমাদের শোরুমের ঠিকানা :
পলাশ সিনেমা হল মোড়, পুরাতন বিদ্যুৎ অফিস, মির্জাপুর ,কলারোয়া ,সাতক্ষীরা।
যোগাযোগ নাম্বার : 01770710567

21/12/2024

আসসালামুয়ালাইকুম
সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলারোয়া জোনাল অফিসের সোর্স লাইন(কাজিরহাট ৩৩ কেভি) দেবহাটা অংশে ফল্ট হওয়ায় ট্রিপ করেছে।
সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় আমরা কলারোয়া পল্লী বিদ্যুৎ আন্তরিকভাবে দুঃখিত!

ঝিকরগাছা গাজিরদরগাহ তেল পাম্পের সামনে আজ দুপুর ১২টা নাগাদ এসপি গোল্ডেন লাইন এসি বাস (সাতক্ষীরা-ঢাকা) নিয়ন্ত্রণ হারিয়ে  এ...
21/12/2024

ঝিকরগাছা গাজিরদরগাহ তেল পাম্পের সামনে আজ দুপুর ১২টা নাগাদ এসপি গোল্ডেন লাইন এসি বাস (সাতক্ষীরা-ঢাকা) নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল চাপা দিয়ে পাশে গাছের সাথে মেরে দিয়েছে। এখন পর্যন্ত মোটরসাইকেল চালক নিহতের খবর পাওয়া গেছে। আহত যাত্রীদের উদ্ধার চলছে। বাসের অর্ধেক দুমড়ে মুচড়ে গেছে

কলারোয়া ঝাপাঘাট খাল থেকে সিন্দুক উদ্ধার।
21/12/2024

কলারোয়া ঝাপাঘাট খাল থেকে সিন্দুক উদ্ধার।

কলারোয়া পৌরসভার অডিটরিয়ামে সকাল ৮ট থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত ...
21/12/2024

কলারোয়া পৌরসভার অডিটরিয়ামে সকাল ৮ট থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

21/12/2024

কলারোয়ার ঝাঁপাঘাটের খাল থেকে লোহার সিন্দুক উদ্ধার

19/12/2024

সাতক্ষীরা বিনেরপোতায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

ফিফার অনুমতিতে লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী এখন থেকে বাংলাদেশের জার্সিতে খেলবেন।
19/12/2024

ফিফার অনুমতিতে লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী এখন থেকে বাংলাদেশের জার্সিতে খেলবেন।

কলারোয়া মা'হাদ আল বানাত আস সালাফী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের ...
19/12/2024

কলারোয়া মা'হাদ আল বানাত আস সালাফী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান:- আজ বৃহস্পতিবার সকাল দশটায় কলারোয়া কলাগাছি মোড়ে অবস্থিত মা'হাদ আল বানাত আস সালাফী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসা কমিটির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংকার আলহাজ্ব আব্দুর রহিম বাবুর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা যশোর এম,এম কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুহাঃ নজরুল ইসলাম। প্রতিষ্ঠানের মুদির (প্রধান শিক্ষক) শায়খ বারাকাতুল্লাহ,মোঃ ফারুক হোসেন,কমিটির অন্যতম সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, মাসউদুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন সহ অভিভাবক বৃন্দ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোহা: মহসিন। অনুষ্ঠানের শুরুতে ছাত্রীরা বাংলা, ইংরেজি ও আরবী তে বক্তব্য প্রদান, হাদীস পাঠ করে অতিথিদের মুগ্ধ করেন। ছাত্রীদের নিয়ে বিভিন্ন মাঠ ও ইনডোর খেলা এবং হামদ ও নাত,তেলোওয়াত, ইসলামি সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বক্তব্যের পরে সকল বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। মাদ্রাসার সভাপতি মহোদয় সকল কে আহবান জানান আগামী ২০২৫ সাল থেকে ছাত্রী বিভাগের সাথে (মাহাদ আল আবনা আস সালাফী) ছাত্র বিভাগ চালু হবে, সাথে সাথে তিনি ছাত্র ভর্তি করার আহবান করেন।

19/12/2024

সাংবাদিক আক্তারুলের উপর হামলার মানববন্ধন

Address

Kalaroa
9410

Alerts

Be the first to know and let us send you an email when SM News 24 Satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM News 24 Satkhira:

Videos

Share