SM News 24 Satkhira

SM News 24 Satkhira এস এম নিউজ ২৪ কথা বলি গণমানুষের কণ্ঠে। আমরা সব সময় সত্য ও সঠিক খবর প্রচার করি. আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ �
(2)

20/11/2023

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।বিস্তারিত ভিডিওতে,,,,,,,,,

20/11/2023

#সাহায্যের_আবেদন
কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের বাসিন্দা সাবিনা খাতুন(৪০) গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।তার চিকিৎসা অনেক ব্যয়বহুল। এজন্য তিনি সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
বিকাশ পার্সোনাল:+880 1977-251547

আসন্ন  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪,সাতক্ষীরা ০১ তালা- কলারোয়া সংসদীয় আসন ১০৫ আওয়ামীগের দলীয় মনোনয়নপত্র  আজ সকা...
20/11/2023

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪,সাতক্ষীরা ০১ তালা- কলারোয়া সংসদীয় আসন ১০৫ আওয়ামীগের দলীয় মনোনয়নপত্র আজ সকালে জমা দিলেন তালা-কলারোয়ার জননন্দিতনেতা জনাব, আমিনুল ইসলাম লাল্টু ।

19/11/2023

ওয়ার্ল্ড কাপ ফাইনালের মধ্যবিরোধীতে টকশো চলছে .

কলারোয়ায় ১-আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ফিরোজ আহমেদ স্বপনবিএনপি ও সমমনা দলগুলোর সরকারবিরোধী অবস্থানের মধ্যেই শনিবার থেকে ...
19/11/2023

কলারোয়ায় ১-আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ফিরোজ আহমেদ স্বপন

বিএনপি ও সমমনা দলগুলোর সরকারবিরোধী অবস্থানের মধ্যেই শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ।দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য তালা -কলারোয়া একটি আসন থেকে ফরম কিনেছেন বাংলাদেশের আওয়ামীলীগ কলারোয়া উপজেলা শাখার বার বার নির্বাচিত সভাপতি জনাব ফিরোজ আহমেদ (স্বপন)।রবিবার (১৯ নভেম্বর) দুপুরের সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের সহকারী সদস্য (ইউএনও) মহোদয়ের নিকট থেকে সহধর্মিণী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন (রত্না)

একটি আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।আওয়ামী লীগের সাতক্ষীরা জেলার মনোনয়ন ফরম বিক্রি কমিটির সদস্য (ইউএনও)কৃষ্ণা রায় সাংবাদিকদের বলেন,সাতক্ষীরা,সংসদীয়-১০৫ আসন অংশ বিশেষ তালা -কলারোয়া-১থেকে ফিরোজ আহমেদ স্বপনের একজন প্রতিনিধি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।এসময় উপস্থিত ছিলেন,মেয়র, মাস্টার মনিরুজ্জামান (বুলবুল),চেয়ারম্যান বেনজীর হোসেন (হেলাল),চেয়ারম্যান আফজাল হোসেন (হাবিল),চেয়ারম্যান সোহেল,চেয়ারম্যান নিশান, চেয়ারম্যান, মাহবুবুর রহমান (মফে) যুবলীগ নেতা মোস্তাক, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়া ফিরোজ আহমেদ স্বপনের সহধর্মিনী ও তার দলীয় নেতাকর্মীরা বলেন,‘’মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।স্বপন বর্তমানে ঢাকাতে আছেন।এলাকায় ফিরে তিনি মনোনয়নপত্র জমা দেবেন।’’সাতক্ষীরা সংসদীয় -১০৫ আসন অংশ বিশেষ তালা-কলারোয়া-১ আসন নিয়ে গঠিত।বর্তমান এই আসনে সংসদ সদস্য জাতীয় ওয়ার্কার্স পার্টির দুই বারের (এমপি) এডঃ মুস্তফা লুৎফুল্লাহ।

আসন্ন  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাতক্ষীরা তালা- কলারোয়া -১ সংসদীয় আসন ১০৫ আওয়ামীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন ...
19/11/2023

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাতক্ষীরা তালা- কলারোয়া -১ সংসদীয় আসন ১০৫ আওয়ামীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তালা-কলারোয়ার গন মানুষের প্রান প্রিয় নেতা জননন্দিত জননেতা জনাব, আমিনুল ইসলাম (লাল্টু)।

19/11/2023

ওয়ার্ল্ড কাপ ফাইনালের মধ্যবিরোধীতে টকশো চলছে। অতিথি হিসেবে উপস্থিত আছেন ক্রীড়া বিশ্লেষক ও ধারাভাষ্যকার শেখ শাহাজাহান আলী শাহীন ও সাবেক খেলোয়াড় জাহাঙ্গীর হোসেন। versus India cricket match

দেখতে চোখ রাখুন এস এম নিউজ টোয়েন্টিফোর এর ফেসবুক পেজে,,
19/11/2023

দেখতে চোখ রাখুন এস এম নিউজ টোয়েন্টিফোর এর ফেসবুক পেজে,,

19/11/2023

সাতক্ষীরা ১ আসনের মনোনয়ন কিনলেন ফিরোজ আহমেদ স্বপনের পক্ষে তার স্ত্রী।বিস্তারিত ভিডিওতে,,,,,,,,

কলারোয়ায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী পরিবেশ বান্ধব গরুর গাড়িদেলোয়ার হোসেন সাতক্ষীরা কলারোয়া‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে...
18/11/2023

কলারোয়ায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী পরিবেশ বান্ধব গরুর গাড়ি

দেলোয়ার হোসেন সাতক্ষীরা কলারোয়া

‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে,ধুতুর,ধুতুর,ধুতুর ধুর সানাই বাজিয়ে,যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে’ সাতক্ষীরা কলারোয়াতে এক সময়ের গ্রামীণ জনপদে চলাচলের মাধ্যম হিসেবে ব্যবহৃত ঐতিহ্য‘গরুর গাড়ি’নিয়ে রচিত গানে প্রমাণ মিলে জনপ্রিয়তার।সভ্যতার প্রায় উন্মেষকাল থেকেই বাংলাদেশের সবর্ত্রই যাতায়াত ও পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ যান হিসেবে পরিচিত ছিল‘গরুর গাড়ি’।কিন্তু আধুনিক সভ্যতার বিবর্তনের মেশিনারি যন্ত্রচালিত লাঙল বা পাওয়ার টিলার এবং নানা যন্ত্রযানের তৈরির ফলে বিলুপ্ত ‘গরুর গাড়ি’।তবে এখনও গরুর গাড়ির ঐতিহ্য টিকে রয়েছে নানারকম লোকসংস্কৃতি ও তাকে ভিত্তি করে নানা মেলা-অনুষ্ঠানের আয়োজন চলে।দুই চাকা বিশিষ্ট গরু বা বলদে টানা এক প্রকার বিশেষ যান গরুর গাড়ি।এ যানে সাধারণত একটি মাত্র অক্ষের সঙ্গে চাকা দুটি যুক্ত থাকে।গাড়ির সামনের দিকে একটি জোয়ালের সঙ্গে দুটি গরু বা বলদ জুটি মিলে গাড়ি টেনে নিয়ে চলে।দুটি গরু দিয়ে দৈনিক এক থেকে দুই বিঘা জমি চাষ করা যেতে পারে।সূত্রে জানা যায়,গরুর গাড়ির ইতিহাস সুপ্রাচীন। খ্রিস্টজন্মের প্রায়(১৬০০)বছর আগেই সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে গরুর গাড়ির প্রচলন প্রভাব ছিল,যা সেখান থেকে ক্রমে ক্রমে দক্ষিণেও ছড়িয়ে পড়ে,গ্রাম বাংলায় এ ঐতিহ্য,আজ তা প্রায় বিলুপ্তির মুহূর্তে।কালের পরিক্রমায় আধুনিকতার স্পর্শে সাতক্ষীরা কলারোয়ায় ঐতিহ্যবাহী গরুর গাড়ি এখন শুধুই অতীতের প্রতি ছবির মতন।গ্রামগঞ্জের আঁকাবাঁকা মেঠো পথে ধীরে ধীরে বয়ে চলা গরুর গাড়ি এখন আর চোখে পড়ে না। তাই শনিবার (১৮ নভেম্বর) সকালে এমন এক দৃশ্য দেখা গেছে,অতীত সেই বাহন।সোনাবাড়িয়া গ্রামের মৃত ইছাক মোড়লের পুত্র মজিবর মোড়ল(৬৫) দেশের কণ্ঠ প্রতিবেদনে তিনি বলেন,মাত্র প্রায় দুই থেকে আড়াই যুগ আগেও পণ্য পরিবহন হাল চাষ ছাড়াও বিয়ের অনুষ্ঠানে বর-কনে বহনের বিকল্প কোনও বাহন কল্পনাই করা যেত না।সময় অতিবাহিত হবার সঙ্গে সঙ্গে গ্রামবাংলার ঐতিহ্যের ধারক-বাহক অনেক বাহনেরই আমূল পরিবর্তন-আধুনিকায়ন হয়েছে।আজ শহরের ছেলেমেয়ে দূরে থাক,গ্রামের ছেলেমেয়েরাও গরুর গাড়ির সঙ্গে খুব একটা পরিচিত না।তিনি আরো বলেন বর্তমানে আমার পরিবারের তিন সদস্য আছে, আমরা দুজন আর আমার মৃত ছেলের রেখে যাওয়া মেয়ে,তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য আমার এই বয়েসে এই গরুর গাড়ি বহন করে আমার সংসার চালাতে হয়,এবং আমার পরিবারে আর কেউ ইনকামের লোক নাই,যদি এটা বিলুপ্তির পথে যায় তাহলে আমি এই বয়েসে কি করে চলবো।এটা দিয়ে দৈনিক ৫০০/৬০০ টাকা রোজগার হয়,আবার কোন দিন ১৫০০/২০০০ টাকা আয় হয় তাতে করে আমার সুন্দর ভাবে সংসার চলে যায়।বছরে দুই থেকে তিন মাস বাদ দিয়ে বাকি সব সময় চলে এবাহন।আর বর্তমানে আমার এলাকায় এই বাহনটি আর কারোও নাই।স্থানীয় জমি-জমা অর্থবিদ মতে সরদার বলেন,দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রকৃতিবান্ধব গরুর গাড়ি বহুবিধ কারণে বর্তমানে হারিয়ে যাচ্ছে।কয়েক বছর আগেও কালেভদ্রে দু-একটি গরুর গাড়ির দেখা মিললেও বর্তমানে তা ডুমুরের ফুলের মতন হয়ে যাচ্ছে দিন দিন।ঐতিহ্যের স্বার্থেই এ বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া দরকার আছে বলে মনে করি।

18/11/2023
18/11/2023

খুলনা বিভাগে বিখ্যাত ঝালমুড়ি ত্রিমোহনী থেকে সরাসরি

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি নিয়ে রহিত ও কামিন্সের ফটোসেশান।
18/11/2023

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি নিয়ে রহিত ও কামিন্সের ফটোসেশান।

18/11/2023

ঐতিহ্যবাহী বিলুপ্তির পথে গ্রাম বাংলার পরিবেশ বান্ধব গরুর গাড়ি,অতীত ধরে রেখেছেন কলারোয়ার মুজিবর মোড়ল কথা বলব তার সাথে..

17/11/2023

কলারোয়া বাটরা থেকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী (গাদন)দরিয়াবান্ধা খেলা সরাসরি লাইভ সম্প্রচার..

17/11/2023

কলারোয়ায় জুতার দোকানির সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগের পিছনের ঘটনা জানালেন চায়না বাংলা বিউটি পার্লারের মালিক সাফিয়া সুলতানা।

  12:40pm৭ নং বিপদ সংকেত নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি | Cyclone Midhili
17/11/2023

12:40pm
৭ নং বিপদ সংকেত নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি | Cyclone Midhili

17/11/2023

16/11/2023

জাতীয় খেলা হাডুডু পাঁচপোতা কলারোয়া থেকে সরাসরি......

16/11/2023

এস এম নিউজ২৪ সাতক্ষীরা এর অফিসে উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।

16/11/2023

SM NEWS 24 SATKHIRA অফিস উদ্বোধন

16/11/2023

সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

15/11/2023

কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটুর নেতৃত্বে তফসিল ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিল

15/11/2023

নির্বাচনী তফসিল ঘোষণা উপলক্ষে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল লাল্টুর নেতৃত্বে আনন্দ মিছিল...

14/11/2023

সাতক্ষীরার কালিগঞ্জ বসন্তপুরে নদীবন্দর এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণা উপকুল এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার আহবানে উজ্জীবিত হয়ে অনুষ্ঠান শেষে বিনা মূল্যে আম গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক এবং নদীবন্দর কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন।

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।

13/11/2023

খুলনায় মহাসমাবেশের কিছু খন্ড ভিডিও চিত্র ও (এমপি)ওবায়দুল কাদের বক্তব্য..

13/11/2023

খুলনায় মহাসমাবেশ সার্কিট হাউস মঞ্চে থেকে সরাসরি,

13/11/2023

খুলনায় মহাসমাবেশ থেকে প্রকাশিত...

13/11/2023

কলারোয়ায় কাল্পনিক প্রেসক্লাবের দেয়া বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কলারোয়া প্রেসক্লাবের সভাপতির।

13/11/2023

চলো চলো খুলনায় চলো,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করো।
চলো চলো খুলনায় চলো আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে খুলনায় চলো।

কলারোয়া প্রেসক্লাবের কমিটি গঠন বিস্তারিত কমেন্টে.....
12/11/2023

কলারোয়া প্রেসক্লাবের কমিটি গঠন বিস্তারিত কমেন্টে.....

12/11/2023

কলারোয়া প্রেসক্লাবের কমিটি গঠন পুনরায় সভাপতি শেখ মোসলেম আহমেদ ও আবারো সাধারণ সম্পাদক আব্দুর রহমান..

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাংলাদেশের জাতীয় খেলা হাডুডুঅংশগ্রহণের টিকিট বিক্রি চলছে
11/11/2023

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু
অংশগ্রহণের টিকিট বিক্রি চলছে

11/11/2023

কাঠুরিয়ার বয়স ৭০ প্লাস এখনো থেমে নেই,গাছ কাটা কাজ. #যুবক

10/11/2023

কলারোয়ায় বেপরোয়া মোটরসাইকেলে দুর্ঘটনা ঘটছে প্রতিদিন।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ মানুষ।

বাংলাদেশ ক্রিকেট থেকে কারো বিদায়ই সুখের হবে না! কারো বলতে আমি বুঝিয়েছি ক্রিকেটার, কোচ, কর্মকর্তা...কারোরই! (দর্শকও ?...
10/11/2023

বাংলাদেশ ক্রিকেট থেকে কারো বিদায়ই সুখের হবে না! কারো বলতে আমি বুঝিয়েছি ক্রিকেটার, কোচ, কর্মকর্তা...কারোরই! (দর্শকও ?)

বাংলাদেশ সেরা পেস বোলিং কোচ তিনিই কি-না সে নিয়ে হয়তো ভবিষ্যতে আলোচনা হবে। তবে আপাতত অ্যালান ডোনাল্ড আর ঢাকায় ফিরছেন না বলে খবর! এমনিতেও বিশ্বকাপ পর্যন্তই ছিল চুক্তি, তবে শেষটা যথারিতি সুখের হল না মোটেও।

শ্রীনিবাসনও বিদায় বলে দিয়েছেন ফেসবুকে। এ মাস পর্যন্ত চুক্তি হেরাথ, ম্যাকডরমট ও ট্রেনার নিকের।

বড়সড় পরিবর্তন আসছে, কিন্তু ঘুরে ফিরে শেষ পর্যন্ত পরিবর্তনটা শুধু কোচ আর ক্রিকেটারেই! আর বাকি সব কিছুতে বালিতে মুখ গুজে থাকা উটপাখি আমরা!

Address

Kalaroa
9410

Alerts

Be the first to know and let us send you an email when SM News 24 Satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM News 24 Satkhira:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Kalaroa

Show All