31/03/2024
মুস্তাফিজকে জাতীয় দলে অফ ফর্মে থাকলেও আইপিএলে কেনো নেয় তার প্রমাণ তার আইপিএল রেকর্ড।
মুস্তাফিজ ডেথ ওভার স্পেশালিষ্ট হিসেবেই খ্যাত। আইপিএলের দল গুলোও তাকে ওইভাবে ব্যাবহার করেছে। প্রায় ৯৫% ম্যাচেই দেখা গেছে ডেথ ওভারে মিনিমাম ২ ওভার বরাদ্দ থাকে ফিজের জন্য।
পরিসংখ্যানে দেখা যায় আইপিএলে ফিজ টোটাল ম্যাচ খেলেছে ৪৯টি এবং ওভার করেছে ১৮৬। তার মধ্যে ধরে নিলাম ১০০ ওভার সে (পাওয়ারপ্লে + ডেথ) ওভারে করেছে। ৮০ ওভার শুধুই ডেথ ওভারে করেছে।
ব্যাটসম্যানরা কিন্তু দ্রুত রান তুলে পাওয়ারপ্লে এবং ডেথ ওভারেই। যেখানে ফিজ পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে বোলিং করেই ইকোনমি মাত্র ৭.৯২ সেখানে মুস্তাফিজকে আইপিলে কেনো নিবেনা দল। ডেথ ওভারে স্পেল করে ইকোনমি ৮ এর নিচে রাখা যেকোনো বোলারের জন্যই ঈর্ষনীয়।
মুস্তাফিজ জাতীয় দলে টি-টোয়েন্টি তে খারাপ করার পিছনে ক্যাপ্টেনের দুর্বলতাটাই বেশী৷ তাকে প্রোপার ইউজ করতে পারছেনা। ম্যাশ ক্যাপ্টেন থাকাকালীন ফিজ ঠিকই ভালো করতো।