Mahmud Masum

Mahmud Masum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahmud Masum, Video Creator, Kalaran Chandipur.

মুস্তাফিজকে জাতীয় দলে অফ ফর্মে থাকলেও আইপিএলে কেনো নেয় তার প্রমাণ তার আইপিএল রেকর্ড। মুস্তাফিজ ডেথ ওভার স্পেশালিষ্ট হিসে...
31/03/2024

মুস্তাফিজকে জাতীয় দলে অফ ফর্মে থাকলেও আইপিএলে কেনো নেয় তার প্রমাণ তার আইপিএল রেকর্ড।

মুস্তাফিজ ডেথ ওভার স্পেশালিষ্ট হিসেবেই খ্যাত। আইপিএলের দল গুলোও তাকে ওইভাবে ব্যাবহার করেছে। প্রায় ৯৫% ম্যাচেই দেখা গেছে ডেথ ওভারে মিনিমাম ২ ওভার বরাদ্দ থাকে ফিজের জন্য।

পরিসংখ্যানে দেখা যায় আইপিএলে ফিজ টোটাল ম্যাচ খেলেছে ৪৯টি এবং ওভার করেছে ১৮৬। তার মধ্যে ধরে নিলাম ১০০ ওভার সে (পাওয়ারপ্লে + ডেথ) ওভারে করেছে। ৮০ ওভার শুধুই ডেথ ওভারে করেছে।

ব্যাটসম্যানরা কিন্তু দ্রুত রান তুলে পাওয়ারপ্লে এবং ডেথ ওভারেই। যেখানে ফিজ পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে বোলিং করেই ইকোনমি মাত্র ৭.৯২ সেখানে মুস্তাফিজকে আইপিলে কেনো নিবেনা দল। ডেথ ওভারে স্পেল করে ইকোনমি ৮ এর নিচে রাখা যেকোনো বোলারের জন্যই ঈর্ষনীয়।

মুস্তাফিজ জাতীয় দলে টি-টোয়েন্টি তে খারাপ করার পিছনে ক্যাপ্টেনের দুর্বলতাটাই বেশী৷ তাকে প্রোপার ইউজ করতে পারছেনা। ম্যাশ ক্যাপ্টেন থাকাকালীন ফিজ ঠিকই ভালো করতো।

WE.ARE.READY 💥  |   |   |
31/03/2024

WE.ARE.READY 💥

| | |

'স্পিডস্টার' যাদব! 🔥উমরান মালিকের পর আরও একজন ভারতীয় পেসার 155 KMPH+ স্পিডে বোলিং করলেন! লাইন-লেন্থে ধারাবাহিকতার অভাবে ...
31/03/2024

'স্পিডস্টার' যাদব! 🔥

উমরান মালিকের পর আরও একজন ভারতীয় পেসার 155 KMPH+ স্পিডে বোলিং করলেন! লাইন-লেন্থে ধারাবাহিকতার অভাবে উমরান খুব একটা সুবিধা করে উঠতে পারেননি, আশা করি ময়ঙ্ক সেদিকে নজর দেবেন! 😊

21/03/2024
সুপারশপে দেখলাম দেশী তরমুজ ৯২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে! রাস্তায় ভেবেছিলাম কম হবে; দেখি রাস্তাতেও ৮০! মানে একটা বড় তরমুজে...
19/03/2024

সুপারশপে দেখলাম দেশী তরমুজ ৯২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে! রাস্তায় ভেবেছিলাম কম হবে; দেখি রাস্তাতেও ৮০! মানে একটা বড় তরমুজের দাম ৮০০-১২০০ টাকা! মানা যায় এগুলো? বাজারে মালের সাপ্লাই ভালো এবং অনেক মাল আসছে। রাঙ্গাবালীর মালও এই সপ্তাহেই মার্কেটে চলে আসবে। আপাতত সবাই তরমুজ বয়কট করলে ভালো হবে! আমিও ৩০ টাকায় দাম না নামলে এ বছর আর তরমুজ কিনছিনা! 🥱
অনেকর জন্য পোস্টটা গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করছি শেয়ার দিবেন।

ইংল্যান্ডের আছে বেন স্টক ! নিউজিল্যান্ডের আছে জিমি নিসাম ! ইন্ডিয়ার আছে হার্দিক পানডিয়া !আমাদের আছে মোহাম্মদ সাইফুদ্দিন ...
16/02/2024

ইংল্যান্ডের আছে বেন স্টক ! নিউজিল্যান্ডের আছে জিমি নিসাম ! ইন্ডিয়ার আছে হার্দিক পানডিয়া !
আমাদের আছে মোহাম্মদ সাইফুদ্দিন ❤️😍

03/02/2024

This version of Facebook uses less data and works in all network conditions.

07/11/2023

▁▂▃▅▆◤࿇◥▆▅▃▂▁
⸎ ┈┈┈𝕀 ♡𝕃𝕆𝕍𝔼┈┈┈ ⸎
⸎ ┈┈┈┈┈▉┈┈┈◢┈ ⸎
⸎ ┈◢▀▉┈▉┈▉┈▉┈ ⸎
⸎ ┈▀▀▉┈▉┈▉┈▉┈ ⸎
⸎ ┈┈┈▉▄▉▄▉┈◤┈ ⸎

শুধুমাত্র স্টিকার পালটে মুশির ব্যাট দিয়ে খেলছেন তাওহীদ হৃদয়,  আবার শেখ মাহেদী ও আজ মুশির ব্যাট দিয়ে খেললেন🥰🫣।জাকের হোসেন...
13/10/2023

শুধুমাত্র স্টিকার পালটে মুশির ব্যাট দিয়ে খেলছেন তাওহীদ হৃদয়, আবার শেখ মাহেদী ও আজ মুশির ব্যাট দিয়ে খেললেন🥰🫣।
জাকের হোসেন, জাকের আলী অনিক থেকে শুরু করে সবার আইডল মিঃ ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।
এভাবেই জুনিয়রদের অনুপ্রেরণা দিয়ে যান তিনি গোপনে
ভালোবাসা রইলো প্রিয়।

FollowMushfiqur Rahim's Fansns

Khandakar Burhan Uddin Rafi

লিটন দাসকে নিয়ে ভাবতেই হবেশেষ ১৮ ইনিংসে লিটন দাসের রান মোটে ৩৭৪ রান। গড় ১৯+।  তার মধ্যে আবার আয়ারল্যান্ড সাথে করেছেন ২০২...
10/10/2023

লিটন দাসকে নিয়ে ভাবতেই হবে

শেষ ১৮ ইনিংসে লিটন দাসের রান মোটে ৩৭৪ রান। গড় ১৯+। তার মধ্যে আবার আয়ারল্যান্ড সাথে করেছেন ২০২ রান। যার অর্থ হলো আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ বাদ দিলে ১৫ ম্যাচে ১৭২ রান!! কি ভয়ংকর!! গড় ১৪+

সিরিজের পর সিরিজ অফফর্মে থাকার পরও দলে খেলতেছে কার চয়েসে?? বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টে এরকম একজন প্লেয়ারকে ক্যারি করা হচ্ছে কিসের জন্য?

এই মূহুর্তে তাঁকে দল থেকে বাদ দিয়ে মেহেদী হাসান মিরাজকে ওপেনিংয়ে আর শান্তকে তার ফ্যাবারিট পজিশন ৩ এ খেলানো যায়। ফলশ্রুতিতে একজন স্পেশালিষ্ট স্পিনার নেওয়া যাবে। ইভেন নাসুমও তার চেয়ে বেশি রান করবে।

বাংলাদেশে এই টিমটা খুবই সম্ভাবনীময়। এখন ভালো না খেললে আর কখন? সেই সুযোগ কাজে লাগানোর জন্য লিটনের মতো অফফর্মের প্লেয়ারকে পরের ম্যাচ থেকে বাদ দেওয়া হবে স্মার্ট ডিসিশন।

যে কারণগুলোর জন্য লিটন দাসকে ড্রপ করা উচিৎ

★ অফফর্মে আছেন
★ তাকে বাদ দিলে একজন স্পেশালিষ্ট স্পিনার খেলানো যাবে সেটা নাসুম কিংবা শেখ মেহেদী। যেটা আবার বাংলাদেশকে সিক্সথ বোলিং অপশন দেবে।

★ ৮ বছর ক্রিকেট খেলার পরও টপ ৯ দেশের বিপক্ষে যার গড় ১৮ সে কিভাবে নিজেকে দেশসেরা ওপেনার মনে করেন?

★ এক্সট্রিম ওভার এক্সপোজারে ধ্বংস হচ্ছে। কার্যত ইমরুল কায়েসের স্ট্যাটও তার চেয়ে বেটার।

★ ক্রিকেট শুধু ছোট দলগুলোর বিপক্ষে রান করলেই হয় না। বড় দলগুলোর বিপক্ষেও রান করতে হয়। তার সেই সামর্থ্য নেই। ১০ ম্যাচে ১ ম্যাচ ভালো খেলে এখন আর বাংলাদেশ দলে টেকা যাবে না।

★ বাংলাদেশের এই দলের একাদশে লিটন দাস কোনভাবেই চলে না। তার মত অফফর্মের কারও জন্য ইনফর্ম নাসুম, শেখ মেহেদীরা একাদশের বাইরে!!

Alhamdulila Todays Best Photo ❤❤❤❤❤❤
26/09/2023

Alhamdulila
Todays Best Photo
❤❤❤❤❤❤













2018 সালের বিপিএলে পত্যেকটা দলের জন্য আতংকের একটা দল ছিলো রংপুর রাইর্ডাস এবারো আমরা  পত্যকেটা টিমের জন্য  আতংকের টিম চাই...
25/09/2023

2018 সালের বিপিএলে পত্যেকটা দলের জন্য আতংকের একটা দল ছিলো রংপুর রাইর্ডাস এবারো আমরা পত্যকেটা টিমের জন্য আতংকের টিম চাই রংপুর রাঃ

রবিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের প্লেয়ার্স ড্রাফ...
24/09/2023

রবিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন ৪৪৮ জন বিদেশি ক্রিকেটার।

ক্যাটেগরি 'ডি' : এই ক্যাটেগরির উল্লেখযোগ্য কয়েকজন ক্রিকেটার হলেন- ইমাম উল হক (পাকিস্তান), রবিন দাস (ইংল্যান্ড), কার্লোস ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) , কেন্নার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), হেইডেন ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ), শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ), ক্যামেরন ডেলপোর্ট (ইংল্যান্ড), উসমান গনি (আফগানিস্তান), সালমান ইরশাদ (পাকিস্তান), সালমান আলি আগা (পাকিস্তান), লরকান টাকার (আয়ারল্যান্ড), ম্যাট পার্কিংসন (আয়ারল্যান্ড), ইহসান আদিল (পাকিস্তান), বেন কাটিং (অস্ট্রেলিয়া), প্রবাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা), অ্যান্ড্রু বালবির্নি (আয়ারল্যান্ড), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), ম্যাক্স ও'ডাউড (নেদারল্যান্ডস), মার্ক ওয়াট (স্কটল্যান্ড), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), হাম্মাদ আজম (যুক্তরাষ্ট্র), উমর আকমল (পাকিস্তান), রুম্মান রইস (পাকিস্তান), জাহিদ মেহমুদ (পাকিস্তান), শ্যানন গ্যাব্রিয়েল (ওয়েস্ট ইন্ডিজ)।

Big shout out to my newest top fans! 💎Shehab Vai
23/09/2023

Big shout out to my newest top fans! 💎

Shehab Vai

এইবারের বিপিএলে যেন তারকাদের হাট বসিয়েছে রংপুর রাইডার্স!প্লেয়ার ড্রাফটের আগেই দলে ভিড়িয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাঘা...
23/09/2023

এইবারের বিপিএলে যেন তারকাদের হাট বসিয়েছে রংপুর রাইডার্স!
প্লেয়ার ড্রাফটের আগেই দলে ভিড়িয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাঘা বাঘা খেলোয়াড়দের!!
দেখে নিন লাইনআপ:

| | #জাগো_বাহে

বৃষ্টি-বাগড়ায় ভেস্তে গেছে 🇧🇩🇳🇿 সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। 💔 চলুন, ছবিতে দেখে আসি ম্যাচের কিছু মুহূর্ত...               ...
22/09/2023

বৃষ্টি-বাগড়ায় ভেস্তে গেছে 🇧🇩🇳🇿 সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। 💔

চলুন, ছবিতে দেখে আসি ম্যাচের কিছু মুহূর্ত...

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️                            •    
22/09/2023

Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️























উপজাতিরা কখনো বন্ধু  হতে পারে না 😪ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাযিউন দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়েও বাচানো যায়নি সন্তান ...
15/09/2023

উপজাতিরা কখনো বন্ধু হতে পারে না 😪
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাযিউন
দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়েও বাচানো যায়নি সন্তান কে, হত্যা করে মাংস রান্না করে খেয়ে ফেলেছে ৫ চাকমা বন্ধু।
১৩ দিন আগে হৃদয় নামে ছেলেটিকে অপহরণ
করেছিল। তাদের দাবি অনুযায়ী হতভাগা হৃদয়ের পরিবার মুক্তিপণ হিসেবে দুই লক্ষ টাকা তাদেরকে দিয়েও হৃদয়ের মুক্তি মিলাতে পারেনি। অবশেষে হৃদয়ের হাড় কদলপুর আশরাফ শাহ মাজারের পূর্ব পাশ থেকে উদ্ধার করা হয়।
এর সাথে জড়িত ৫ চাকমাকে গতকাল র‍্যাব ৭ এর একটি টিম চাঁদগাও থেকে গ্রেফতার করে।তাদের স্বীকারোক্তি অনুযায়ী আজকে সকালে পাওয়া যায় হৃদয়ের হাড় এবং তারা স্বীকার করেছে হত্যার পরে তারা মাংস রান্না করে খেয়ে ফেলেছে ,মাথার খুলি আর পায়ের হাড় শুধু বাকি ছিল, সেখান থেকেও মাংস তুলে খেয়েছে, হাড় সেটি পাহাড়ে মাঝারের পাশে রেখে দিছে😪
সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা উগ্র উপজাতি জনগোষ্ঠী সম্পর্কে সচেতন থাকা উচিত সবার, কারণ এরা পোকা মাকড় থেকে শুরু করে পৃথিবীর সব প্রাণীই খেয়ে ফেলতে পারে নিমিষে।।
পরিশেষে পাহাড়ী, উপজাতি কিংবা ভিন্নধর্মী বন্ধু বুঝেশুনে বানাবেন

Address

Kalaran Chandipur

Telephone

+8801310219029

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud Masum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmud Masum:

Videos

Share

Category