A.R. Mukul 82

A.R. Mukul 82 Think well, do well. Positive thinking will make you positive & refresh your mind.

03/12/2024
Happy Anniversary my dear better half & soulmate.তোমার সাথে ১৯ বছর আগে যখন দেখা হেয়েছিল তখন আমি কিছুই ছিলাম না। এই দীর্ঘ...
29/11/2024

Happy Anniversary my dear better half & soulmate.

তোমার সাথে ১৯ বছর আগে যখন দেখা হেয়েছিল তখন আমি কিছুই ছিলাম না। এই দীর্ঘ সময় ও বিয়ের ১৫ বছর পার করে আজকে তোমাকে ছাড়া আমি কিছুই না।

সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা এভাবেই ইহজনম ও পরজনমে তোমাকে যেন পাশে পাই।

দর্শক সমর্থক supporter যে কোন খেলায় একটি বড় factor তার প্রমান আজকের world cup qualifier আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ের ম...
15/11/2024

দর্শক সমর্থক supporter যে কোন খেলায় একটি বড় factor তার প্রমান আজকের world cup qualifier আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ের ম্যাচ। তাদের নিজেদের মাঠে আর্জেন্টিনার সমর্থক বিহীন লালে লাল গ্যালারী, আর তাতেই যেন প্যারাগুয়ের খেলোয়াড় হাজার হাজার সমর্থকদের শক্তি নিয়ে মাত্র এগারো জন আর্জেন্টিনার, অবশ্যই বিশ্ববিখ্যাত মেসিসহ তার একঝাক Star খেলোয়ারদের চেঁপে ধরে রেখেছে। এতে সহায়ক ভূমিকা রেখেছে রেফারি। মেসিকে একের পর এক ফাউল করে, অতিরিক্ত সময় ক্ষেপন করে, একরকম কেন জানি চেপে ধরেই হারিয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়নদের। মনে হচ্ছে মায়ের কোলে শিশুর মাতামাতি। মেসিকে হাফ টাইমে রেফারির দিকে রেগে যেতেও দেখেছই এই শান্ত বিশ্বের এখন নম্বর খেলোয়ারকে। এ যেন গত বারের পূনরাবৃত্তি। যে বারে ব্রাজিলকেও একই ভাবে হারিয়েছিল প্যারাগুয়ে।

গত রাতে ঘুমাবার আগে একাধিক নিউজে জানতে পেরেছি আবহাওয়ার পূর্বাভাসের মতো এর পূর্বাভাস। প্যারাগুয়ের মাঠে ছিল না কোন আর্জেন্টিনার সাপোর্টার। আগে থেকেই তাদের নিষিদ্ধ করা হয়, থাকবে না মেসি‘র ১০ নম্বর জার্সি। লালে লাল পুরো গ্যালারী। এটা ছিল এক নীল নকশা। এর মানে এই নয় আর্জেন্টিনা ভালো খেলে নাই বরং এর মানে হলো প্যারাগুয়ে অতিরিক্ত শক্তি ও সুযোগ পেয়েছে। আমরা জানি Home & away এটা খেলারই অংশ কিন্তু প্যারাগুয়ে যা করেছে তা মোটেই কাম্য নয়। যেখানে আর্জেন্টিনা খেলেছে দৃষ্টিনন্দন grammatical খেলা, সেখানে ওরা ছিল পুরোই আক্রমনাত্মক।

হয়তো অনেকে বলবেন যে পারে সে সব যায়গায় পারে। না বিষয়টি মোটেই এরকম না। আর্জেন্টিনা বা ব্রাজিল এরকম পরীক্ষা বহুবার দিয়েছে। তারা তাদের যোগ্যতা প্রমান করেই স্ব স্ব অবস্থানে শ্রেষ্ঠ। আর যাই হোক আপনাদের তো ছোট বেলার স্মৃতি অবশ্যই মনে আছে। এক পাড়ার বন্ধুরা অন্য পাড়ায় খেলতে গেলে অথবা অন্য কোন কারনে লাগালাগি হলে না পেরে এভাবেই হেরে আসার সময় বলতাম ‘ আমগো এলাকায় যাইস তহন বুঝামু আনে‘. ...Just fun.

যাই হোক ঘুম নষ্ট করে পুরো খেলাটা দেখলাম তাই এ উপলব্দিটা লিখলাম। এটা একান্তই আমার নিজস্ব opinion & realisation. অনেকে আমার সাথে দ্বিমত পোষন করতে পারেন। তাও Hd streamz এর বদান্যতায় অনেক কষ্টে খেলাটা দেখতে পেরেছি। হেরেছে তাতে কি, আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন। Messi is the best.
ফলাফল: ১-২

Thanks to Mirazul Islam Nishan for suggesting me Hd streamz.

তুমি নিজে একা ভালো থাকবে তা তোমাকে কখনো ভাবতে দেখিনি। কার কি পছন্দ, কার কি লাগবে, কে কি খেতে পছন্দ করে সব তোমার মনে থাকে...
11/11/2024

তুমি নিজে একা ভালো থাকবে তা তোমাকে কখনো ভাবতে দেখিনি। কার কি পছন্দ, কার কি লাগবে, কে কি খেতে পছন্দ করে সব তোমার মনে থাকে। তুমি কখনো একা ভালো থাকতে চাও নি, সবাইকে নিয়ে বাঁচতে চেয়েছ। সবার প্রয়োজনীয়তা তুমি মিটিয়েছ হাসি মুখে। অন্যের উপকারে তুমি দিয়েছ শতভাগ, তাতে তোমাকে কাছ থেকে অনেক ত্যাগ স্বীকার করতে আমি দেখেছি। কিভাবে স্বামীর দুর্দিনে পাশে থেকে morally & mentally support করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত তুমি। ভেঙ্গে পরা স্বামীকে তুমি বারে বারে আগলে রেখেছ। খাদের কিনার থেকে টেনে তুলেছ।

অসীম সাহসিকতায় তোমাকে যেকোন পরিস্থিতি সফলতার সাথে overcome করতে দেখেছি । প্রিয়জনের প্রয়োজনে কঠিন সময়ে দুঃসাহস দেখিয়েছ বারবার। কে কি বললো, কি ভাবলো তা তোমাকে পিছু টানতে পরেনি। তোমার দৃঢ়তা, আত্মসম্মানবোধ, integrity, leniency , মনের সরলতা তোমাকে করেছে আরো মজবুত সাহসী। অন্যের ভালো থাকা তোমাকে দেয় সীমাহীন আনন্দ।

তোমার সদা হাস্যোজ্জ্বল মুখ যেন দেখতে পারি শত শত বছর। সুস্থ থাকো শারিরীক মানসিক ভাবে তোমার প্রিয় মানুষগুলোকে নিয়ে। আনন্দে ভরে উঠুক তোমার জীবন।
শুভ জন্মদিন গুন্নু।

হুমায়ূন আহমেদ এর ‘'বাদশাহ নামদার‘'শেষের লাইন দিয়েই শুরু করি----------                   -প্রদীপের নিচেই থাকে অন্ধকার-  ...
01/11/2024

হুমায়ূন আহমেদ এর ‘'বাদশাহ নামদার‘'
শেষের লাইন দিয়েই শুরু করি----------
-প্রদীপের নিচেই থাকে অন্ধকার-

মুঘল সাম্রাজ্যের যে ক‘জন শাসনকর্তা রাজ করেছেন তাদের পিছনে যাদের অবদান তাদের পরিনতি ভয়াবহ, ইতিহাসও তাদের মনে রাখেনি।
বৈরাম খাঁ এদের অন্যতম। তিনি সম্রাট হুমায়ুনের জীবনাবসান পর্যন্ত একজন হার না মানা আনুগত্য ও বিশ্বাসের প্রতীক। দিল্লীর অধীশ্বর হুমায়ুন যখন শের শাহের মিষ্টি কথায়, বিভিন্ন মন মাতানো উপহারে, আপন সহোদর ভাই কামরান মির্জার ষড়যন্ত্রে রাজ্যহারা হয়ে পথে প্রান্তে দিন কাটাতেন, (এমনকি তার স্ত্রী হামিদা বানুর কোলজুরে জন্ম নেয়া শিশু আকবরকে ফেলে পালিয়েও যান) সেখান থেকে সর্বশেষ পারস্যের সম্রাট শাহ তমাম্প এর সহযোগিতায় হমায়ুনের এই প্রধান বিশ্বস্থ সেনাপতি বৈরাম খাঁ নিজ যুদ্ধ কৌশল, বিচক্ষনতা, সাহসিকতা ও আনুগত্য দিয়ে হমায়ুনকে হারিয়ে ফেলা দিল্লীর মসনদে আসীন করতে অগ্রনী ভূমিকা পালন করেন। বৈরাম খাঁ এর স্বীকৃতি স্বরূপ হুমায়ুন তাকে সর্বোচ্চ সম্মান ‘খান-খানান‘( রাজাদের রাজা) উপাধি দেন। বৈরাম খাঁ,র নিষ্ঠা ও দায়িত্বে মুগ্ধ হয়ে হুমায়ুন তার মৃত্যুর পূর্বে শিশু আকবর এর দায়িত্বভার অর্পণ করেন।
যদিও হুমায়ূন পুত্র আকবর তার উপর বাবার মতো আস্থা রাখতে পারেননি। শেষমেষ বৈরাম খাঁ কে মক্কা পাঠিয়ে গুপ্তঘাতক দ্বারা হত্যা করে তার এমন করুন পরিনতি দেখতে হয়। আকবর এজন্যও হয়তো সে ইতিসের পাতায় ‘আকবর দ্যা গ্রেট‘।

সম্রাট বাবরের পিতৃস্নেহ মুঘল সাম্রাজ্যের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। সম্রাট বাবর তার নীজ জীবনের বিনিময়ে মহান আল্লাহর নিকট সন্তান হুমায়ুনের জীবন ভীক্ষা প্রার্থনা করেন। হুমায়ুন সুস্থ হয় বাবর একই রোগে ভুগে সন্তানের জন্য জীবন উৎসর্গ করেন।
যে হরিশংকরকে বিশ্বাস করে হুমায়ূন রাজসভায় স্থান দিল সে-ই কিনা সম্রাটের পরাজয়ের সময় তার পাশে না থেকে তার কন্যা আকিকা ও সতীদাহ প্রথা থেকে বাচিঁয়ে আনা অম্বা কে জ্বলন্ত আগুনে পুড়ে মারলেন।

সম্রাট হুমায়ুন শের(কবিতা) অনেক পছন্দ করতেন। তাই তো শের শাহ কতৃক আক্রমনে কোনমতে নদীতে ঝাঁপ দিয়ে লছমি বাই এর কুরেঘরেতে আশ্রয়। পরবর্তীতে আবার আটকের ভয়ে নৌকায় পলায়নকালে বিপদের সময়ও নদীর দু‘ধারের সৌন্দর্য দেখে তার শের-
‘‘আমরা বাস করি সুন্দরের মধ্যে
সুন্দরকে ঘিরে থাকে অসুন্দর।
যেমন পুন্যের চারিদিকে থাকে
পাপের শক্ত খোলস।
ভাগ্যবান সেইজন যে অসুন্দরের পর্দা ছিঁড়ে সুন্দর দেখে। পুন্যের কাছে যায় পাপের শক্ত খোলস ভেঙ্গে।‘‘

ভাইয়ের প্রতি বোনদের ভালবাসার চিত্রও আমরা দেখতে পাই হুমায়ূন ভগ্নি গুলবদন ও গুল চ্যা দ্বয়ের চরিত্রে।
আবার মির্জা কামরান, মির্জা আসকরির মতো বিশ্বাসঘাতক ভাইদের কয়েকবার প্রান ভিক্ষা দেয়ার পরেও কিভাবে ভাইয়ের বিরুদ্ধে শত্রু শের শাহের সাথে হাত মেলায়। এমনকি আপন ভাই মির্জা হিন্দালকে মারতেও পিছপা হয়নি।--------------

‘‘রাজ্য হলো এমন এক রুপবতী তরুনী
যার ঠোঁটে চুমু খেতে হলে
সুতীক্ষ্ন তরবারীর প্রয়োজন হয়।‘‘- মির্জা কামরান।

কামরান মির্জার পরিনতি ও সুখকর হয়নি। হুমায়ুন তার ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চৌসা, কনৌজ জয় করে পূনরায় দিল্লীশ্বর হয়ে কামরান মির্জা কে অন্ধ করে মক্কায় পাঠিয়ে দেন। মুঘল সম্রাট হুমায়ূন শাসনামলের উল্থান-পতন- উল্থানের মধ্য দিয়ে আমাদের হুমায়ূন আহমেদ এর ‘বাদশাহ নামদার‘ ।

Address

Kalapara

Telephone

+8801712435102

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.R. Mukul 82 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A.R. Mukul 82:

Videos

Share


Other Digital creator in Kalapara

Show All