BdNews26 ll বিডিনিউজ২৬

BdNews26 ll বিডিনিউজ২৬ BdNews26 ll We working for freedom Bdnews26.com একটি স্বাধীন সংবাদ মাধ্যম পেইজ। এই পেইজ এ লাইক দিয়ে দেশ বিদেশের খবর এক মুহুত্রে জানতে পারবেন।

11/12/2023
বাবার ডেড বডি নিয়ে অপেক্ষা করছে সবাই। একমাত্র রত্ন ছেলে আমেরিকায়। মস্ত ইঞ্জিনিয়ার। যেকোনো মুহূর্তে হয়তো এসে যাবেন।খালার ...
30/11/2023

বাবার ডেড বডি নিয়ে অপেক্ষা করছে সবাই। একমাত্র রত্ন ছেলে আমেরিকায়। মস্ত ইঞ্জিনিয়ার। যেকোনো মুহূর্তে হয়তো এসে যাবেন।

খালার কাছে ফোন এল, 'কোম্পানি গতকালই আমাকে অনেক উঁচু পদে প্রমোশন দিয়েছে। আসতে অক্ষম। যত টাকা দরকার পাশ বই থেকে মা তুলে নিক। খুব ঘটা করে যেন চল্লিশার ভোজন হয়। পরে আসব। দুঃখিত।'

মা কান্নায় ফেটে পড়েন। বলেন, 'খোকা। তোর কাছে বস-ই সব, বাবা কিচ্ছু না? পাড়াতে ছিঃ ছিঃ পড়ে যাবে। সবাই মুখ লুকিয়ে হাসবে। তোর অন্ধ গোলামী দেখে। যে করে হোক বাবা অন্তত চল্লিশার আগের দিন আয়।'

ছেলে বলে 'কিছু মনে কোরো না মা। দাদু যেদিন মা’রা গেলেন সেদিনও তুমি আমাকে স্কুলে পাঠিয়েছিলে জোর করে। বলেছিলে, অন্যের দিকে, কারোর দিকে না তাকিয়ে নিজের কাজ করো। এটাই উন্নতির চাবিকাঠি। তোমার শিক্ষাই তো.....।

পারিবারিকশিক্ষা

দোকানে গিয়ে দুস্টুমি করে বললাম “৭৪২ টা মুসুর ডাল দিন তো।”দোকানদার কোন কথা না বলে আমাকে ২০০ গ্রাম ডাল ওজন করে দিয়ে দিল।অব...
12/09/2023

দোকানে গিয়ে দুস্টুমি করে বললাম “৭৪২ টা মুসুর ডাল দিন তো।”
দোকানদার কোন কথা না বলে আমাকে ২০০ গ্রাম ডাল ওজন করে দিয়ে দিল।
অবাক হয়ে বললাম “এখানে ৭৪২ টা আছে?”
দোকানদার বলল “বাড়ি গিয়ে গুনে নেবেন। আমার ছেলে গুনে দেখেছে কেজিতে ৩৭১০ টা হয়। সেই হিসাবে ২০০ গ্ৰামে ৭৪২ টা হবে।"
আপ্লুত হয়ে আমি জিজ্ঞেস করলাম, “কী করেন আপনার ছেলে?”
দোকানদার বলল “আপনার মতোই আকাইম্মা , কলেজ বন্ধ, পাড়ার আড্ডা বন্ধ তাই বাড়িতেই এই সব করে। মুসুর ডাল শেষ করে এখন কালোজিরে ধরেছে!" 🙂

08/07/2023

এমন একজনকে ম্যানশন দিন- যার ব্যবহার, কথার ধরণ, এবং মনমানসিকতা আপনার ভালো লাগে!'🖤🌸

ওমান থেকে ৮৫ লক্ষ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭ টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।সকলকে ধৈর্য ধারণ করার...
07/06/2023

ওমান থেকে ৮৫ লক্ষ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭ টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।
সকলকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ রইলো। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে খুব অল্প সময়ে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে।
বানীতঃমাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 🙏

ছেলে শোধরাতে চায় - বাবা'র ঋণ !!!ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না।ইতালী প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বে...
03/06/2023

ছেলে শোধরাতে চায় - বাবা'র ঋণ !!!
ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না।
ইতালী প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো -
হ্যালো আব্বু?
- হ্যা,
বাবু কেমন আছিস?
বাবা আমি ভাল আছি। তুমি ভাল আছো তো?
- শরীর ভাল, তবে তোকে খুব মনে পড়ে।
বাদ দে তোর কি খবর বল?
আমিও ভাল আছি। একটা নাম্বার দিচ্ছি লেখ। (মানিগ্রাম)
- কিসের নাম্বার খোকা?
আমি সেলারী পেয়েছি বাবা। পুরা এক লাখ
- আলহামদুলিল্লাহ্‌।
বাবা একটা কথা বলি? ( কিছুটা দুষ্টামির ছলে )
- এতদিন পর ফোন করেছিস মাত্র একটা কথাই বলবি?
বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোন দিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী পাঁচ বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো। আমার এখানে এক টাকা তোমার ওখানে একশ টাকা বাবা'।
- বাবা : ( কিছুটা মুচকি হেসে) বাবা একটা গল্প শুনবি?
ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-
বলো বাবা শুনবো......
- বাবা : তোর বয়স যখন চার আমার বেতন তখন তিন হাজার টাকা। ১,২০০ টাকা ঘর ভাড়া দিয়ে ১,৮০০ টাকায় চলে সংসার। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর 'মা কে 'সুখী করতে। তোকে যেই বার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা আমাদের ম্যারিজডে টা পালন করিনি। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি।
তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন আমার ট্রান্সফার নারায়ণগঞ্জ হয়। রোজ রোজ উত্তরা থেকে নারায়ণগঞ্জ বাসে করে, পায়ে হেটে, ঘামে ভিজে খুব দুর্বিষহ লাগছিল। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিস যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি উত্তরা থেকে বনানী ভার্সিটি করতে তোর কষ্ট হয়। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে বাইক টা কিনে দিয়েছিলাম।
আমার এক টাকা তোর ওখানে এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্রান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতন।
আর তোর একশ টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই ডায়াবেটিক মাপাই । জানিস বাবা আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে চাঁদনী পসরে সেন্ট মার্টিনের বালুচরে হেঁটে বেড়াই।
- ছেলে : বাবা চুপ করো প্লীজ! আমি তোমার কাছে চলে আসব। টাকা না তোমার ভালবাসা তোমায় ফিরিয়ে দিব।
- বাবা : হাহাহা বোঁকা ছেলে! বাবাদের ভালবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না। ছোট্ট শিশুর মল মুত্রও মোছা যায় আর বুড়োদের ঘরেও ঢোকা যায় না।
তোকে একটা প্রশ্ন করি বাবা। ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকা টা ডুবতে শুরু করলো ..... যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই। কাকে বাঁচাবি বল?
ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা!
- বাবা : উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!
আমি শুধু জায়নামাজে বসে একটা জিনিস চাই। আমার কবরের ঘরটায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেয়ার ঋণ।

#বাবা

আপনারা যারা আমার পেজে ফলো না দিয়ে গল্প পড়েন তাো দয়া করে পেজে ফলো দিয়ে রাখুন ।

আর কিছু চাইনা, এইকটা ফ্যান হলেই চলবে 🙂🫠🫠🫠🫠🫠
03/06/2023

আর কিছু চাইনা, এইকটা ফ্যান হলেই চলবে 🙂🫠🫠🫠🫠🫠

13/05/2023

নারীকে বিয়ে করুন।পুরুষের মত হতে চাওয়া নারী থেকে দূরে থাকুন
একটু সময় নিয়ে হলেও সংসারী নারী খুঁজে বিয়ে করুন।
সুখি হবেন। ইনশাআল্লাহ

অনেকদিন পর যখন দুই বন্ধুর দেখা  🤣🙂
11/05/2023

অনেকদিন পর যখন দুই বন্ধুর দেখা 🤣🙂

মেনশন করো...
30/04/2023

মেনশন করো...

14/04/2023

পবিত্র রমজান,
মাস পেয়ে যারা খুশি
তাঁরাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ.

13/04/2023

_ছেলেদের সৌন্দর্য কিসে ???
Ans’টা মেয়েরা দিবে ওকে __???

-
_-
_আর মেয়ের সৌন্দর্য কিসে???
Ans’টা ছেলেরা দিবে!_____???

কথা সত্য
12/04/2023

কথা সত্য

ফাইজলামির একটা লিমিট আছে 😡, এইটা কেমন ডিজাইন? তোদের বিচার আল্লাহ করবো মনে রাখিস...Photo : Collected
12/04/2023

ফাইজলামির একটা লিমিট আছে 😡, এইটা কেমন ডিজাইন? তোদের বিচার আল্লাহ করবো মনে রাখিস...

Photo : Collected

বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া...
11/04/2023

বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ ১১ মার্চ বুধবার রাত এগারোটায় মৃত্যুবরণ করেন।

10/04/2023

কোটি টাকা থাকলে কি কিনবেন প্রথমে? ☺️

 আজকে আপনাদের একটা মজার গল্প শোনাই তবে বাস্তবে এর সাথে মিল অনেকটা......পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্...
10/04/2023


আজকে আপনাদের একটা মজার গল্প শোনাই তবে বাস্তবে এর সাথে মিল অনেকটা......
পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বললেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে এখন বই সংকট। ১ মাসও লাগতে পারে।
মন খারাপ করে বাইরে চলে এলাম। অমনি এক দরবেশ বাবা ডাক দিলো- হে বৎস, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কি লাগবে আমাকে বল। বললাম, বাবা আমার জরুরী পাসপোর্ট দরকার। কিন্তু উনারা বলছে ১ মাসও লাগতে পারে।
হক মাওলা, দেখি তোর কাগজপত্র গুলো। তারপর দরবেশ বাবা আমার কাগজ গুলো নিয়ে ফচাৎ করে ছিড়ে ফেললেন। তারপর নতুন ফরম দিয়ে বললেন এটা পুরণ কর। বললাম, বাবা আমিতো অরজিনাল কুমিল্লার রসমালাইয়ের মতো খাঁটি ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম। এখন আবার গেজেটেড কর্মকর্তা পাবো কোথায়?
বাবা বললেন, আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছে রে এই জগতে? তুই পূরণ কর। সত্যায়িত আমি করবো। ফরম পূরণ করে বাবার হাতে দিলাম। বাবা বললেন হাদিয়া দিয়ে ছবি তুলে তুই যাগা। ঠিক ৪ দিন পর তোকে স্বপ্নে কল দেবো। এসে বই নিয়ে যাবি।
বলেন কি বাবা, মাত্র ৪ দিন! এ কি করে সম্ভব! সত্যি করে বলেন বাবা, আপনি মানুষ নাকি জীবন্ত ওলি? পাসপোর্ট অফিসের লোকজন বলে ১ মাস লাগবে। আর সরকারি নিয়মে ১২ দিনের নিচে কোন ভাবেই বই পাওয়া যায় না, কিন্তু আপনি ৪ দিনে কিভাবে দেবেন?
এসব তুই বুঝবি নারে, সব উপরওয়ালার লীলা খেলা। তারাতারি টাকাটা দে, উপরওয়ালাকে দিয়ে আসি।
৬.৫ হাজার সরকারি ফি। আর বাবার হাদিয়া ৮ হাজার। মোট ১৪.৫ হাজার টাকা দিলাম। বাবা কাগজগুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন। এই টাকার ভাগ বাবা একা নেবেন না। ভাগ পাবেন বাবা, তার বাবা, তার বাবা পর্যন্ত। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশ বাড়িতে যাবে না ভেরীফিকেশন করতে?
বাবা বললেন তুইতো ভারী বোকা লোকরে। পুলিশের দুই চোখে দুইটা কচকচে নোট নিয়ে চাপ দিয়ে একটা ফু দেবো, অমনি তোর বাড়ি ঘর সব স্বপ্নে ভেরীফিকেশন করে ফেলবে। সব উপরওয়ালার লীলা খেলা রে... হক মাওলা।
ঠিক চার ওয়ার্কিং ডে এর পর আজকে বাবা কল দিলেন। আয় বৎস পাসপোর্ট নিয়ে যা। আজকে ২৩ শে মার্চ, অথচ ডেলিভারী স্লিপে লিখা ডেলিভারী ডেট ২৭ শে মার্চ
সত্যি দরবেশ বাবার হেকমত বড় কড়া, আমি বাবার চরন দুটিতে লুটিয়ে পড়লাম। বাবা আপনিই সেরা, আপনার পদধুলি দেন।
হাসপাতাল, বিআরটিএ, পাসপোর্ট অফিস,ভূমি অফিস সহ সরকারী সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিকির আসগারে মত্ত আছেন। উপরওয়ালার সাথে উনাদের ডাইরেক্ট কানেকশন।

10/04/2023

হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত
হিসাবে একবার শুকরিয়া আদায় করি

আলহামদুলিল্লাহ 🤲🕋️

08/04/2023

প্রেমের উপর PHD করা এমন একটা ফ্রেন্ড দেখাও!🤧

ভাই বড় ধন রক্তের বাঁধন! যদি হয় পৃথক ত নারীর ও কারণ! এমন ভাই পৃথিবীতে না থাকুক, এমন কোন নারী না জন্মাক যে রক্তের বাঁধন পৃ...
05/03/2023

ভাই বড় ধন রক্তের বাঁধন!
যদি হয় পৃথক ত নারীর ও কারণ!
এমন ভাই পৃথিবীতে না থাকুক, এমন কোন নারী না জন্মাক যে রক্তের বাঁধন পৃথক করবে।

04/03/2023
04/03/2023

ধাঁধাঁ
ছোট কালে লেজ হয়,
বড় কালে খসে,
বা'ঘের মত লাফ দেয়, কু'কু'রে'র মত বসে!

মূর্খ যখন বিত্তবান হয়!একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে, কোন খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে...
04/03/2023

মূর্খ যখন বিত্তবান হয়!
একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে, কোন খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে। হীরের টুকরো চুরি যাওয়ার কারণে রাজ-প্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায়। রাজা মশাই জ্যোতিষী কে ডেকে পাঠায়, জ্যোতিষী বলে হীরের টুকরো ইদুরে খেয়ে ফেলেছে। সেনাপতি, রাজার হীরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে।
একজন শিকারীকে খোঁজ করে, ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়।
শিকারি যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছোয়, সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সংগে দলবেঁধে শুয়ে আছে, আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে।
শিকারি তখন ওই ইঁদুরটাকে ধরে, আর তার পেট চিরে হীরে বের করে, রাজার হাতে সেটা তুলে দিলেন, রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন,
এবং তাকে জিজ্ঞেস করেন,
-হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে, ওই ইঁদুরটাই হীরে চুরি করেছে..?
শিকারি জবাবে বলে,
-খুবই সহজ ! মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়।
মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল, হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা দিয়েছিল।
বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরন পরিলক্ষিত হচ্ছে!!!
বড় বড় নেতাদের সাথে সেলফি কিংবা ছবি তোলার যোগ্যতা থাকলেই মানুষ কখনো বড় মনের হয় না...। আজকাল দেখছি অনেকেই নেতা নেত্রী সহ বিভিন্ন শিল্পীদের সাথে ছবি তুলে প্রোফাইল ছবিতে যোগ দিয়েছেন ; তারা কি বুঝাতে চায় বোধগম্য হয় না। এটাও ঐ মূর্খতা ছাড়া আর কিছুই নয়।
সংগৃহীত

03/03/2023

সংসদ ভবনের সামনে যে মানববন্ধন হয়েছে সেটা নিয়ে কিছু কথা:

এরকম মানববন্ধন হলে সেখানে বিভিন্ন মিডিয়ার লোক আসবে এটা খুবই স্বাভাবিক৷ তাই যারা সামনে থাকবেন বা থাকেন তাদের নীতিমালার বিষয় গুলো স্টাডি করে যাওয়াকে শ্রেয় মনে করি নিজের যুক্তি তুলে ধরার জন্য৷ কারন সংসদভবনের মানববন্ধনে অনেকেই কথা বলেছেন বিভিন্ন মিডিয়ায় কিন্তু নিজেদের যুক্তি তুলে ধরতে পারেননি সাথে নীতিমালার শর্তগুলো কেন অযুক্তিক সেটাও বলতে পারেননি৷ ভবিষ্যতেও আরো অনেক যায়গায় কথা বলতে হবে৷

তাই একটু চেষ্টা:

১. ৩০কিমি গতিসীমা- বুয়েটের যে তথ্য নিয়ে নীতিমালা করা হয়েছে সেটা একদমই অযৌক্তিক৷ পৃথিবীর কোন দেশে শহরব্যাপি ৩০কিমি গতিসীমা কার্যকর আছে? নেই৷ এই গতিসীমা নির্দিষ্ট কোন রোডে হতে পারে যেমন-আবাসিক এলাকা, রিজার্ভ কোন এলাকা৷
সাথে আরেকটা কথা৷ যেখানে ৩০কিমি গতি আছে মানে আবাসিক বা রিজার্ভ এলাকা সেখানে সব যানেরই গতিসীমা ৩০৷ নির্দিষ্ট কোন যানের জন্য নয়৷
ঢাকা শহরের রাস্তায় কিভাবে এটা কার্যকর করবেন৷ যেখানে একই রোডে বাস-ট্রাক, কার ৬০-৮০গতিতে চলে৷ সেখানে একটা যান ৩০কিমিতে কেমনে চলবে?? দুর্ঘটনার হার অনেক বেড়ে যাবে নিশ্চিত৷

ঢাকার রাস্তায় বেশিরভাগই গতিসীমা লেখা থাকে৷ ধরেন সেখানে ৫০গতিসীমা লেখা আছে৷ এখন আমি কোনটা মানব৷ ৫০ নাকি ৩০৷ নিয়মটা কন্ট্রাডিকটরি হয়ে গেলনা??

তাই নিয়ম হওয়া উচিত সবযানের জন্য সমান গতিসীমা৷

২. হাইওয়েতে সিসি লিমিট- কম সিসি মানে ১২৬সিসির নিচে চলতে দিবেনা৷ কেন এই নিয়ম৷ কিসের ভিত্তিতে করা হয়েছে৷ অনেকে বলে থাকেন হাইওয়ে হচ্ছে উচ্চগতির যানের জন্য মানে উচ্চ গতিতে চলবে৷ অথচ আমাদের দেশের হাইওয়ের সর্বোচ্চ গতি ৭০কিমি৷ তাহলে আপনি কি অন্যযান মানে বাস-কারকে বেপরোয়া গতিকে প্রমোট করছেন৷
১২৫সিসি বাইক হরহামেশাই ৮০-৯০কিমিতে চলতে পারে৷ যদিও তারা চলেনা অথচ বলা হয় এসব নিম্নগতির বাইক৷ যেটা সম্পুর্ন ভুল ধারনা৷

৩. দুর্ঘটনা বেশি বাইকে-একটা রিপোর্ট দেখিয়ে বলা হয় বাইকে দুর্ঘটনায় মৃত্যু সবচেয়ে বেশি৷ কিন্তু আইওয়াশ টা ওখানেই করা হচ্ছে৷ মানে ৩৯% মৃত্যু বাইকে৷ কিন্তু এটা বলা হয়না বাইকের সংখ্যা কত৷ মোট যানের ৭৫-৮০ শতাংশ হচ্ছে বাইক৷ সেখানে দুর্ঘটনার সংখ্যাও বেশি হবে এটাই স্বাভাবিক৷

২০২১ এর রিপোর্ট অনুসারে ২২১৪জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেলে৷ যেখানে মোটরসাইকেলের সংখ্যা ছিল ৩৭লাখ৷ মানে প্রতি হাজারে ০.৬জন৷
অথচ বাসে মৃত্যু ১৭০০জনের মত যেখানে বাসের সংখ্যা ছিল ২লাখ ২০হাজার৷ মানে প্রতি হাজারে প্রায় ৮জনের মত৷ প্রতি হাজারে ৮জন মারা যাচ্ছে তাদের নিয়ে কোন মাথা ব্যথা নেই অথচ হাজারে ০.৬জন মারা যাচ্ছে তাদের সীমিত করা হচ্ছে৷
তারচেয়ে বড় বিপদ হল- বিশ্বব্যাংকের জরিপে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে বিপদজনক বাস হল বাংলাদেশের৷ তাদের আগে নীতিমালার মধ্যে আনা দরকার৷

৪. ঈদ/পুজায় বাইক বন্ধ- কোন যুক্তিতে, কাদের সুবিধা দিতে এই নীতিমালা৷ পৃথিবীতে কোন দেশ আছে যেখানে কোন উৎসবে বাইক বন্ধ থাকে৷
আমাদের দেশে ঈদে মোটামুটি ৬০লাখ বা তারও বেশি মানুষ মোভ করে৷ দেশের সকল পরিবহন মিলিয়ে ৪০লাখ মানুষের সেবা দিতে পারে৷ তাহলে বাকি ২০লাখ মানুষ কিভাবে যাবে৷ সে দায়িত্ব কে নিবে৷ বাইক সে চাহিদা পুরন করে আসছে৷

৫. পিলিয়ন নেয়া যাবেনা- মোটরসাইকেল বানানো এবং রেজিষ্ট্রেশন দেয়া হয় ২জন(চালক+পিলিয়ন) নিয়ে চলাচলের জন্য৷ আপন২জন নেয়ার পারমিশন দিয়ে রোড ট্যাক্স, রেজিষ্ট্রেশন ফি নিচ্ছেন অথচ রাস্তায় চলতে দিবেন না৷ কোন আইনের ভিত্তিতে৷

৬. মোটরসাইকেল শিল্প- দেশে হাজার হাজার কোটি টাকার শিল্পে পরিনত হয়েছে মোটরসাইকেল শিল্প৷ সেটাকে উৎসাহিক করে, আপনাদের অব্যবস্থাপনার কারনে আমরা কেন সাফারার হব৷ উদ্দোক্তারা কেন সাফারার হবে৷ আশে পাশের দেশে যেকানে এটাকে উৎসাহিত করা হচ্ছে সেখানে আমাদের দেশে পারলে গলে টিপে হত্যা করতে চাইছে৷

সবশেষে কথা হচ্ছে যেকোন নীতিমালা হওয়া প্রয়োজন জনবান্ধব, কোন মহলকে ফায়দা করার জন্য যেন না হয়৷
© BikeBD

20/02/2023

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম

মাসিক খরচের তালিকা?
দেখেনতো ঠিক আছে কিনা।।


১। চাউল ১ বস্তা = ৩৫০০/-
২। তৈল ৫ লিটার = ১০০০/-
৩। বাসা ভাড়া = ১৫০০০/-
৪। তরকারী =৩৫০০/-
৫। মাছ =৫০০০/-
৬।গ্যাস সিলিন্ডার = ১৮০০/-
৭।প্রসাধনী = ১০০০/-
৮।মুদি বাজার =৫০০০/-
৮। বিদ্যুৎ বিল = ২০০০/-
৯।মোবাইল খরচ = ১০০০/-
------------------------------------------------
সর্বমোট = ৩৮,৮০০/-

সাথে বাচ্চাদের পড়াশুনা,, চিকিৎসা খরচ,, যাতায়াত একটা খরচ আরও কিছু নাই বা বললাম।।

যাদের বেতন ১৫০০০
যাদের বেতন ২০০০০
যাদের বেতন ২৫০০০
যাদের বেতন ৩০০০০
যাদের বেতন ৩৫০০০

কি করবে তারা???

যাদের নিজের বাসা আছে তাদের বাসা ভাড়া বাবদ খরচ বাদ দিলে ও ২৩৮০০ টাকা খরচ হয়।।

হাত খরচ,, যাতায়াত খরচ বাদ দিলাম।। 🥲

দাবি আমাদের একটাই
""নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমান""
দেশ বাচাঁন,,, দেশের মানুষ বাচাঁন....!!""

এক মধ্যবিত্ত পরিবারের (নিজ)বাস্তব জীবনের সত্য কথা।

চাকরি পাওয়ার পরের দিনই গার্লফ্রেন্ডকে দেখতে গিয়েছিলাম তার বাসায় বাবা মা কে নিয়ে,তাকে না জানিয়ে...আমাদের রিলেশনের কথা ওর ...
16/02/2023

চাকরি পাওয়ার পরের দিনই গার্লফ্রেন্ডকে দেখতে গিয়েছিলাম তার বাসায় বাবা মা কে নিয়ে,তাকে না জানিয়ে...

আমাদের রিলেশনের কথা ওর মা জানতো।ওর আম্মুকে বলেছিলাম, আমরা যে ওকে দেখতে আসছি এটা ওরে বলবেন না।
প্রায় ৩০ মিনিট ধরে বসে আছি ও সামনে আসছে না।ওর মা কে বললাম পাত্রী কই..! মা বলল ও সামনে আসবে না রুমে কান্নাকাটি করছে। ও তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না।

ওরে জানিয়ে দিই তুমি আসছো?
আমি বললাম নাহ এখন কিছু বলার দরকার নেই, জোর করে ধরে নিয়ে আসেন। রুম থেকে বের হয়ে আমাকে দেখার সাথে সাথে ওর আম্মুর সামনে আমারে জড়িয়ে ধরে হাউ!মাউ করে কান্না শুরু করে দিয়েছিলো।

ঐ দিনই ওর হাতে রিং পরিয়ে দিয়ে আসছিলাম। পরশু আমাদের বিয়ে।সবাই আমাদের জন্য দোয়া করবেন...

©: Sajib Bin Saif.

14/02/2023

সে গেল তো গেল
এমন যাওয়া গেল আর ফিরে এলো না, এটার ইংরেজি ট্রান্সলেশন কি হবে?🙄

ওঠার সময় রিকশাওয়ালা কে খেয়াল করিনি, সে রাস্তা চিনছিল না একটু পরপরই জিজ্ঞেস করছিল আপু কোন দিকে যাব আমি বলে দিচ্ছিলাম ড...
14/02/2023

ওঠার সময় রিকশাওয়ালা কে খেয়াল করিনি, সে রাস্তা চিনছিল না একটু পরপরই জিজ্ঞেস করছিল আপু কোন দিকে যাব আমি বলে দিচ্ছিলাম ডানে বামে এদিকে ওদিকে । কথা শুরু করার পরে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে কতক্ষণ দেখলাম কথাবার্তা শুনে মনে হচ্ছিল ছেলেটা পড়াশোনা জানে খুব সুন্দর উচ্চারণ এবং সাবলীল কথাবার্তা ।
সারা রাস্তা চুপচাপ দেখছিলাম , বাসার কাছে এসে নেমে জিজ্ঞেস করলাম কিসে পড়ো? উত্তর এলো এবার ক্লাস টেনে।
জিজ্ঞেস করলাম ক্লাস কখন করো রিকশা চালাচ্ছো যে ? উত্তর দিল চালাই না তো আমার বাবা সব সময় চালান আজ বাবা অসুস্থ তাই আমি বের হয়েছি যখন বাবা অসুস্থ থাকেন তখন আমি রিক্সা নিয়ে বের হই।
কৌতূহল বসত মুখ দিয়ে বের হয়ে গেল রিক্সা চালাতে খারাপ লাগে না ? খুব সাবলীলভাবে বড় একটা হাসি দিয়ে উত্তর দিল আমার বাবাও তো চালান ।
ছেলেটারে এক কথাতেই সবকিছুর উত্তর পেয়ে গেলাম , বড় হয়েও যেন ছেলের এই মনোভাব থাকে দোয়া করি।
©️

Happy Falgun & Valentine!

28/01/2023

বাংলাদেশে বর্তমানে কোন পেশায় চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি❓

বুদ্ধি খাটান এখানে কে কাকে দিচ্ছে সবুজ না লাল 🤔দেখি আপনারা পারেন কি না 🤨
25/01/2023

বুদ্ধি খাটান এখানে কে কাকে দিচ্ছে সবুজ না লাল 🤔

দেখি আপনারা পারেন কি না 🤨

সারাদেশে বিদ্যমান অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর...
25/01/2023

সারাদেশে বিদ্যমান অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন। তিনি বলেন, সারাদেশে অবৈধ ইটভাটায় ভরে গেছে। আমরা এগুলো রোধে কঠোর অবস্থানে রয়েছি। আমরা সাধারণ মানুষকেও পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারে উৎসাহিত করছি।
বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যারা পরিবেশবান্ধব ব্লক ইট তৈরি করতে চায় তাদেরকে সহজ শর্তে আমরা ঋণ দেব। তাদের জন্য প্রয়োজনে বাজেটে আরও বরাদ্দ রাখার চেষ্টা করবো। তবুও আমরা চাই আমাদের পরিবেশ ভালো থাকুক।
তিনি বলেন, আমাদের বনাঞ্চল কমে যাচ্ছে, জেলা প্রশাসক সম্মেলনে আমরা এবিষয়েও ডিসিদের নির্দেশনা দিয়েছি। আমাদের বনগুলো এরইমধ্যে অনেক সংকুচিত হয়ে আসছে। যেগুলো আছে সেগুলো আমাদের ধরে রাখতে হবে।
এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ বিভাগীয় কমিশনারদের পক্ষে এবং নরসিংদীর জেলা প্রশাসক আবু নাঈম মোহাম্মদ মারুফ খান ও বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজি জেলা প্রশাসকদের পক্ষে বক্তব্য রাখেন।

নৌকোয় দাঁড়িয়ে থাকা ব্যক্তি টি ইচ্ছে করলেই এই লোকটিকে হিম শীতল সমুদ্রের থেকে হাত বাড়িয়ে টেনে তুলতে পারতেন, কিন্তু তিনি ত...
22/01/2023

নৌকোয় দাঁড়িয়ে থাকা ব্যক্তি টি ইচ্ছে করলেই এই লোকটিকে হিম শীতল সমুদ্রের থেকে হাত বাড়িয়ে টেনে তুলতে পারতেন, কিন্তু তিনি তা না করে সমুদ্রের ঠান্ডা জলে সামান্য গরম জল ঢেলে দিয়ে সাহায্য করার কেবল “ভান” করছেন।
ঠিক এমনই এই সমাজে কিছু মানুষ আছে যারা প্রয়োজনের সময় আমাদের সাথে থাকার “ভান” করে।আসলে সে আপনাকে ডুবতে দেখে আনন্দ পায়।

ভল্লুক‌টি বল‌ছে, আ‌মি রাস্তা পার হই‌নি, রাস্তায়ই আমা‌দের আবাসস্থল ব‌নজঙ্গল দখল ক‌রে‌ নি‌য়ে‌ছে। দশ বছর আ‌গে এখা‌নেই আ‌মি ...
21/01/2023

ভল্লুক‌টি বল‌ছে, আ‌মি রাস্তা পার হই‌নি, রাস্তায়ই আমা‌দের আবাসস্থল ব‌নজঙ্গল দখল ক‌রে‌ নি‌য়ে‌ছে। দশ বছর আ‌গে এখা‌নেই আ‌মি জ‌ন্মে‌ছিলাম। তখন এখা‌নে জঙ্গল ছিল, এখন মানু‌ষের তৈ‌রি রাস্তা। আ‌মি নি‌র্দোষ, আ‌মি নি‌র্দোষ।
ছ‌বি~সংগৃহীত।

20/01/2023

জন্ম বা বেড়ে ওঠা কোথায়?
আর জীবন জীবিকার তাগিদে এখন
কোথায় আছেন?

টাইম লাইন এ রাখতে পারেন।
17/01/2023

টাইম লাইন এ রাখতে পারেন।

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when BdNews26 ll বিডিনিউজ২৬ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BdNews26 ll বিডিনিউজ২৬:

Videos

Share

Nearby media companies


Other Kalabaga media companies

Show All