মা-বাবা আদর করে খাইয়ে দিয়েছিল। তাই সে জানে কোন কষ্ট ছাড়া, হা করলেই খাদ্য মুখে ঢুকে পড়ে। পাখির ছানা কোন কারণে, তার মা-বাবাকে হারিয়ে ফেলেছে। তবে সে নিজের খাদ্য চিনে, যখনই খাদ্যের কাছে পৌঁছে তখনই সে হা করে থাকে। তার ধারণা খাদ্য দেখার পর হা করলেই তা নিজে নিজে মুখে ঢুকে পড়বে। যেভাবে পিতা-মাতা থেকে তৈরিকৃত খাদ্য নেবার ক্ষেত্রে করত!
মানব সন্তানদের মধ্যে যারা আদরে বড় হয়েছে, কখনও কাজ কর্ম শেখে নি, দুঃখ কষ্টের ধারণা পায়নি, এমন চরিত্রের মানব সন্তানও এই পাখির বাচ্চার মত হয়ে যায়। পাখির বাচ্চা একদিন পরে হয়ত ধাতস্থ হয়ে যাবে, সে জানবে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে কিন্তু মানব সন্তানকে অতটুকু জানতেই সর্বস্ব হারাতে হয়।
সুতরাং সন্তানের জন্যে উচ্চ শিক্ষা যত জরুরি, তার চেয়ে বেশী জরুরী তাকে কর্মক্ষম করা। কষ্ট সহিষ্ণু করা, বাস্তবতার সাথে পরিচিত করা।
বায়ু দূষণ রোধে ইটের বিকল্প, ব্লক ব্যবহার ও ভাটা বন্ধের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। দুপুরে মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে সিপিডি এক সেমিনারে একথা বলেন তারা। সেমিনারে ঢাকা শহরের বায়ু দূষণ ও প্লাস্টিক দূষণ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে সিপিডি।
গরুর ফুটবল খেলার ভিডিও ভাইরাল।
শেষে কি হয় দেখুন 😄
প্রবাসী ভাইদের জন্য,
প্রবাসী ভাইদের জন্য,
আমি নিজের হাতে ঘুষ নেই না...
আমি নিজের হাতে ঘুষ নেই না...
শিক্ষণীয় একটি ভিডিও.......
শিক্ষণীয় একটি ভিডিও
না হেসে যদি থাকতে পারেন তবে এড়িয়ে যান
চট্টগ্রামের সীতাকুণ্ড কন্টেইনার ডিপো তে বিস্ফোরণের ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত।
চট্টগ্রামের সীতাকুণ্ড কন্টেইনার ডিপো তে বিস্ফোরণের ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত।
এই ঘটনায় আহতদের জন্য দোয়া এবং নিহতদের জন্য তাদের রুহের মাগফেরাত কামনা করছি।😢😢😢
অকৃতজ্ঞদের সাথে এমনই হওয়া উচিৎ! 😑
২০২৫ সালের মধ্যে ইটের ব্যবহার পুরোপুরি বন্ধ করা হবে। আগামীতে সরকারী সব স্থাপনা ব্লক দিয়ে তৈরী হবে। জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে পরিবেশ ও বন মন্ত্রনালয়ের এক আলোচনা সভায় এমনটি জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান। সব মন্ত্রনালয়কে সাথে নিয়ে অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের কথাও জানান তিনি।
#Collected
শেয়ার করে আপনার টাইমলাইনে রাখুন।
শেয়ার করে আপনার টাইমলাইনে রাখুন।