BdNews26 ll বিডিনিউজ২৬

BdNews26 ll বিডিনিউজ২৬ BdNews26 ll We working for freedom Bdnews26.com একটি স্বাধীন সংবাদ মাধ্যম পেইজ। এই পেইজ এ লাইক দিয়ে দেশ বিদেশের খবর এক মুহুত্রে জানতে পারবেন।

" বিসমিল্লাহ ডিজিটাল প্রযুক্তি " এই পেজ হইতে সাবধান। এরা পুরোপুরি স্কামের সাথে জড়িত। এরা আপনার আইডি ব্লু- ভেরিফাই করে দি...
25/06/2024

" বিসমিল্লাহ ডিজিটাল প্রযুক্তি " এই পেজ হইতে সাবধান। এরা পুরোপুরি স্কামের সাথে জড়িত। এরা আপনার আইডি ব্লু- ভেরিফাই করে দিবে বলে টাকা নিবে এবং পরক্ষণেই ব্লক করে দিবে।
বর্তমানে নতুন একটা পদ্ধতি মার্চেন্ট পেমেন্ট, যেটাতে আপনি বিকাশে ক্লেম ও করতে পারছেন না। "কেননা পন্য না পেয়ে কেন মানুষ মার্চেন্ট পেমেন্ট করবে তাই না"??

১৫০০ টাকা করে যদি এরা ৫০০০ হাজার মানুষের কাছেও টাকা নিয়ে থাকে তাহলে অংকটা দাড়াই ৭৫,০০,০০০/-, ☹️
পঁচাত্তর লক্ষ্য টাকা।
বুঝেছেন ব্যাপারটা???
🚫স্ক্যামার এর মার্চেন্ট বিকাশ নম্বর - 01632682567 ⚠️


#স্ক্যাম

Page link:
https://www.facebook.com/Islamicshop7868

বি:দ্র: তারা আবার বুষ্ট ও করে।

20/04/2024

ইন্টারভিউ শেষে OWNER আর চাকরিপ্রার্থীর মধ্য কথোপকথন -
Owner - আপনার সেলারি এক্সপেকটেশন কত?
'চাকরিপ্রার্থী'- ৩০,০০০।
Owner - দুঃখিত। আমাদের কোম্পানি ছোট। তাই আপাতত এতো স্যালারি অ্যাফোর্ড করতে পারছি না।
'চাকরিপ্রার্থী' - ২৫,০০০?
Owner - ঠিক আছে। আপনি তাহলে কবে থেকে জয়েন করতে পারবেন?
প্রকৃতপক্ষে সেই চাকরিটার জন্য ঐ কোম্পানির বাজেট ছিল ৩৫,০০০। কিন্তু Owner এর বুদ্ধিমত্তার কারনে কোম্পানির অনেকগুলো টাকা বেঁচে যায়। আর কোম্পানি পেয়ে যায় কম টাকায় একজন ভালো কর্মী। কোম্পানির জন্য সেটা বেশ প্রফিটেবল একটা ডিল ছিল।
কিন্তু আসলেই কী তাই?
অবশ্যই না!
কারন দু'মাস পরেই সেই কর্মীটির মাঝে শুরু হয় অসন্তোষ, বিরক্তি আর ঝামেলা। সে তার মেধা আর শ্রমের প্রাপ্য মূল্যায়নের জন্য খুঁজতে থাকে অন্য প্রতিষ্ঠান।এবং একসময় পেয়েও যায়। এবং চলে যায় উক্ত কোম্পানিটিকে ছেড়ে।
কোম্পানি একটু বেকায়দায় পড়ে। শুরু হয় আবার কর্মী নিয়োগের প্রক্রিয়া। সেখানেও চলতে থাকে নেগোসিয়েশন। এবং অতঃপর চক্রাকারে একই কাজ চলতেই থাকে!
যোগ্যতার তুলনায় কম সেলারি দিয়ে কর্মীদের দিনের পর দিন ঠকিয়ে কিছু কিছু কোম্পানি যে লাভবান হবার চেষ্টা করে, তারা কী আদৌ বেশিদূর আগাতে পারে?
কখনোই না! একসময় তারা ঠিকই মুখ থুবড়ে পড়ে। এবং আর কখনোই উঠে দাঁড়াতে পারে না। কিংবা নির্দিষ্ট একটা জায়গায় থমকে যায় চিরতরে।
তাই আপনি যদি কোন প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকেন, কিংবা কারও সেলারি নির্ধারিত করার ক্ষমতা যদি আপনার হাতে থাকে, তাহলে অনুরোধ থাকবে কর্মীদের পরিশ্রম, সততা আর যোগ্যতাকে সম্মান করতে শিখুন। তাদের না ঠকিয়ে যথাযথ পারিশ্রমিক দিন। ট্রাস্ট মি দিনশেষে লাভটা কিন্তু আপনারই হবে। আপনি একটা বিশ্বস্ত এবং যোগ্য কর্মী পাবেন আপনার প্রতিষ্ঠানের জন্য। যে কিনা আপনার প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত থাকবে সব সময় !!

Copy

11/12/2023
বাবার ডেড বডি নিয়ে অপেক্ষা করছে সবাই। একমাত্র রত্ন ছেলে আমেরিকায়। মস্ত ইঞ্জিনিয়ার। যেকোনো মুহূর্তে হয়তো এসে যাবেন।খালার ...
30/11/2023

বাবার ডেড বডি নিয়ে অপেক্ষা করছে সবাই। একমাত্র রত্ন ছেলে আমেরিকায়। মস্ত ইঞ্জিনিয়ার। যেকোনো মুহূর্তে হয়তো এসে যাবেন।

খালার কাছে ফোন এল, 'কোম্পানি গতকালই আমাকে অনেক উঁচু পদে প্রমোশন দিয়েছে। আসতে অক্ষম। যত টাকা দরকার পাশ বই থেকে মা তুলে নিক। খুব ঘটা করে যেন চল্লিশার ভোজন হয়। পরে আসব। দুঃখিত।'

মা কান্নায় ফেটে পড়েন। বলেন, 'খোকা। তোর কাছে বস-ই সব, বাবা কিচ্ছু না? পাড়াতে ছিঃ ছিঃ পড়ে যাবে। সবাই মুখ লুকিয়ে হাসবে। তোর অন্ধ গোলামী দেখে। যে করে হোক বাবা অন্তত চল্লিশার আগের দিন আয়।'

ছেলে বলে 'কিছু মনে কোরো না মা। দাদু যেদিন মা’রা গেলেন সেদিনও তুমি আমাকে স্কুলে পাঠিয়েছিলে জোর করে। বলেছিলে, অন্যের দিকে, কারোর দিকে না তাকিয়ে নিজের কাজ করো। এটাই উন্নতির চাবিকাঠি। তোমার শিক্ষাই তো.....।

পারিবারিকশিক্ষা

দোকানে গিয়ে দুস্টুমি করে বললাম “৭৪২ টা মুসুর ডাল দিন তো।”দোকানদার কোন কথা না বলে আমাকে ২০০ গ্রাম ডাল ওজন করে দিয়ে দিল।অব...
12/09/2023

দোকানে গিয়ে দুস্টুমি করে বললাম “৭৪২ টা মুসুর ডাল দিন তো।”
দোকানদার কোন কথা না বলে আমাকে ২০০ গ্রাম ডাল ওজন করে দিয়ে দিল।
অবাক হয়ে বললাম “এখানে ৭৪২ টা আছে?”
দোকানদার বলল “বাড়ি গিয়ে গুনে নেবেন। আমার ছেলে গুনে দেখেছে কেজিতে ৩৭১০ টা হয়। সেই হিসাবে ২০০ গ্ৰামে ৭৪২ টা হবে।"
আপ্লুত হয়ে আমি জিজ্ঞেস করলাম, “কী করেন আপনার ছেলে?”
দোকানদার বলল “আপনার মতোই আকাইম্মা , কলেজ বন্ধ, পাড়ার আড্ডা বন্ধ তাই বাড়িতেই এই সব করে। মুসুর ডাল শেষ করে এখন কালোজিরে ধরেছে!" 🙂

08/07/2023

এমন একজনকে ম্যানশন দিন- যার ব্যবহার, কথার ধরণ, এবং মনমানসিকতা আপনার ভালো লাগে!'🖤🌸

ওমান থেকে ৮৫ লক্ষ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭ টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।সকলকে ধৈর্য ধারণ করার...
07/06/2023

ওমান থেকে ৮৫ লক্ষ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭ টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।
সকলকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ রইলো। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে খুব অল্প সময়ে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে।
বানীতঃমাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 🙏

ছেলে শোধরাতে চায় - বাবা'র ঋণ !!!ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না।ইতালী প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বে...
03/06/2023

ছেলে শোধরাতে চায় - বাবা'র ঋণ !!!
ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না।
ইতালী প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো -
হ্যালো আব্বু?
- হ্যা,
বাবু কেমন আছিস?
বাবা আমি ভাল আছি। তুমি ভাল আছো তো?
- শরীর ভাল, তবে তোকে খুব মনে পড়ে।
বাদ দে তোর কি খবর বল?
আমিও ভাল আছি। একটা নাম্বার দিচ্ছি লেখ। (মানিগ্রাম)
- কিসের নাম্বার খোকা?
আমি সেলারী পেয়েছি বাবা। পুরা এক লাখ
- আলহামদুলিল্লাহ্‌।
বাবা একটা কথা বলি? ( কিছুটা দুষ্টামির ছলে )
- এতদিন পর ফোন করেছিস মাত্র একটা কথাই বলবি?
বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোন দিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী পাঁচ বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো। আমার এখানে এক টাকা তোমার ওখানে একশ টাকা বাবা'।
- বাবা : ( কিছুটা মুচকি হেসে) বাবা একটা গল্প শুনবি?
ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-
বলো বাবা শুনবো......
- বাবা : তোর বয়স যখন চার আমার বেতন তখন তিন হাজার টাকা। ১,২০০ টাকা ঘর ভাড়া দিয়ে ১,৮০০ টাকায় চলে সংসার। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর 'মা কে 'সুখী করতে। তোকে যেই বার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা আমাদের ম্যারিজডে টা পালন করিনি। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি।
তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন আমার ট্রান্সফার নারায়ণগঞ্জ হয়। রোজ রোজ উত্তরা থেকে নারায়ণগঞ্জ বাসে করে, পায়ে হেটে, ঘামে ভিজে খুব দুর্বিষহ লাগছিল। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিস যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি উত্তরা থেকে বনানী ভার্সিটি করতে তোর কষ্ট হয়। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে বাইক টা কিনে দিয়েছিলাম।
আমার এক টাকা তোর ওখানে এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্রান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতন।
আর তোর একশ টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই ডায়াবেটিক মাপাই । জানিস বাবা আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে চাঁদনী পসরে সেন্ট মার্টিনের বালুচরে হেঁটে বেড়াই।
- ছেলে : বাবা চুপ করো প্লীজ! আমি তোমার কাছে চলে আসব। টাকা না তোমার ভালবাসা তোমায় ফিরিয়ে দিব।
- বাবা : হাহাহা বোঁকা ছেলে! বাবাদের ভালবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না। ছোট্ট শিশুর মল মুত্রও মোছা যায় আর বুড়োদের ঘরেও ঢোকা যায় না।
তোকে একটা প্রশ্ন করি বাবা। ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকা টা ডুবতে শুরু করলো ..... যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই। কাকে বাঁচাবি বল?
ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা!
- বাবা : উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!
আমি শুধু জায়নামাজে বসে একটা জিনিস চাই। আমার কবরের ঘরটায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেয়ার ঋণ।

#বাবা

আপনারা যারা আমার পেজে ফলো না দিয়ে গল্প পড়েন তাো দয়া করে পেজে ফলো দিয়ে রাখুন ।

আর কিছু চাইনা, এইকটা ফ্যান হলেই চলবে 🙂🫠🫠🫠🫠🫠
03/06/2023

আর কিছু চাইনা, এইকটা ফ্যান হলেই চলবে 🙂🫠🫠🫠🫠🫠

13/05/2023

নারীকে বিয়ে করুন।পুরুষের মত হতে চাওয়া নারী থেকে দূরে থাকুন
একটু সময় নিয়ে হলেও সংসারী নারী খুঁজে বিয়ে করুন।
সুখি হবেন। ইনশাআল্লাহ

অনেকদিন পর যখন দুই বন্ধুর দেখা  🤣🙂
11/05/2023

অনেকদিন পর যখন দুই বন্ধুর দেখা 🤣🙂

মেনশন করো...
30/04/2023

মেনশন করো...

14/04/2023

পবিত্র রমজান,
মাস পেয়ে যারা খুশি
তাঁরাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ.

13/04/2023

_ছেলেদের সৌন্দর্য কিসে ???
Ans’টা মেয়েরা দিবে ওকে __???

-
_-
_আর মেয়ের সৌন্দর্য কিসে???
Ans’টা ছেলেরা দিবে!_____???

কথা সত্য
12/04/2023

কথা সত্য

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when BdNews26 ll বিডিনিউজ২৬ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BdNews26 ll বিডিনিউজ২৬:

Videos

Share

Category