Abu Sufian Faisal স্যার Chimbuk Ceramics এর ডিরেক্টর, প্রতিদিনের কাজে গাড়ি তার অন্যতম সহযোগী। অফিসে যাওয়া-আসা, অফিসিয়াল মিটিং, বাচ্চাদের স্কুলে আনা-নেয়া ছাড়াও বিভিন্ন প্রয়োজনে গাড়ি ব্যাবহার করেন তিনি। স্বাভাবিক ভাবেই সবসময় গাড়ির মেইন্টেইনেন্স ও নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতেন।
তারপর কাছের মানুষজন এবং বন্ধু-বান্ধবের সাজেশনে, গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে তিনি M2M জিপিএস ট্র্যাকিং সার্ভিস ব্যবহার করা শুরু করেন। এবং দীর্ঘদিন সার্ভিস ব্যবহার করার পর শেয়ার করলেন তার অভিজ্ঞতা।
গাড়ির নিরাপত্তা নিশ্চিত হোক M2M Communications Ltd. এর সাথে।
📞যোগাযোগ করুনঃ
01841-323328
01833-101454
🌐www.m2mbd.com
#fleetmanagement #vehicletracking #gpstracking #bikeride #carowners #clientappreciation #m2mcommunicationsltd #clientreview #VTS
Client Appreciation IWM
আমাদের গ্রাহকরা আমাদের কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাদের মধ্যে একজন, Ashraf A. Khan, Head of HR | Institute of Water Modelling (IWM)
আপনাদের সেবা প্রদান করে আমরা গর্বিত। এই দীর্ঘমেয়াদী সমর্থন এবং বিশ্বস্ততার জন্য ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা এবং ভবিষ্যতে আমরা আরও ভাল সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ ।
#m2mcommunicationsltd #vehicletracking #biketracking #clientes #review #automotive #clientsatisfaction #clienttestimonial
এই কালবৈশাখী ঝড়ে আপনার গাড়ির নিরাপত্তায় কিছু সতর্কীকরণ
◘আগে থেকে গাড়ির - ব্রেক, ব্রেক ফ্লুয়িড, হেডলাইট, ব্রেকলাইট, উইন্ডশীল্ড ইত্যাদির এই কন্ডিশনগুলো চেক করে রাখুন যাতে ঝড়ের সময় বিপদে না পরতে হয়
◘হাইরোডে ভিজা রাস্তায় সাবধানে গাড়ি চালান এবং খেয়াল রাখবেন টায়ার ট্রেড ৪/৩২ ইঞ্ছি হয়ে গেলে রিপ্লেস করে ফেলতে হবে।
◘লম্বা গাছ, বৈদ্যুতিক খাম্বা থেকে অন্তত ৪ মিটার দূরে গাড়ি পার্ক করুন কারন এসব স্থানে বজ্র বেশি পরে
◘হঠাৎ ঝড় শুরু হলে তাড়াহুড়া করে গাড়ি চালালে জ্যাম বা দুর্ঘটনা ঘোটতে পারে । ধীরেসুস্থে ড্রাইভ করুন কিংবা নিরাপদ যায়গায় অবস্থান নিন
◘বৃষ্টি পড়াকালীন সময় লো বিম হেডলাইট ব্যবহার করুন কারন এই নিম্নমুখী আলো আপনার দৃশ্যমানতা এবং নিরাপত্তা নিশ্চিত করবে
◘পানি জমে থাকা রাস্তা এড়িয়ে চলবেন যাতে ইঞ্জিনে পানি না ঢুকে এবং বৃষ্টিতে অনেক সময় ধরে গাড়ি ভিজতে দেওয়া য
Join us at the Bangabandhu Bangladesh-China Friendship Exhibition Center. Stay tuned!
Date- 23rd May to 25th May
Time - 10.30 AM to 8.30 PM
Our Stall Number - C38 , Hall - B
Contact - 01833101454
Location - https://maps.app.goo.gl/FeAQG49Ti94M74Mw5
আপনার গাড়ি দেশের যেকোনো প্রান্তেই থাকুক না কেন, আপনার মোবাইলে ট্র্যাক করতে পারবেন যেকোনো সময় , সবসময় !
M2M Communications GPS Tracking System এর সাথে যোগাযোগ করে ডিভাইসটি ইনস্টল করুন খুব কম সময়ে।
যোগাযোগ করুন 01833101454 অথবা ভিসিট করুন www.m2mbd.com
আপনার গাড়ির বিজনেসের সমস্ত ম্যানেজমেন্ট এবং নিরাপত্তার নিয়ে চিন্তিত?
আপনার গাড়ির ব্যবস্থাপনা আরও সহজ করতে ব্যবহার করুন, M2M Vehicle Management System এবং সুরক্ষিত রাখুন আপনার Transportation এবং Logistics বিজনেস।
M2M Vehicle Management System দিচ্ছে,
- Website Personal Panel: একটি প্যানেলে সব যানবাহন ট্র্যাকিং সুবিধা
- Fuel Management: গাড়ির জ্বালানী খরচ এবং ব্যয় নিরীক্ষণ
- Driver Management: ড্রাইভারের প্রতিদিনের সময়সূচী, লাইসেন্স, সার্টিফিকেশন এবং কর্মক্ষমতা রেকর্ডিং
- Vehicle Management: গাড়ির মাইলেজ ট্র্যাকিং, কাজের ঘন্টা এবং খরচ পর্যালোচনা
- Reporting & Analysis: সামগ্রিক ফ্লিট পারফরম্যান্সের রিপোর্টিং এবং বিশ্লেষণ
দেরী না করে আজই যোগাযোগ করুন, 01833-101454
রমজান মুবারক!
পবিত্র রমজান মাস, আত্মসংযমের মাস। এই রমজানে সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টির মাধ্যমে সকলের মাঝে শান্তি বর্ষিত হোক।
M2M Communications Ltd. পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা।
Why GPS Tracking? M2M Communication Ltd.
Why GPS Tracking? M2M Communications GPS Tracking Solution for Every Vehicle
যোগাযোগ করুন +8801833101454
ভিসিট করুন www.m2mbd.com
বরকতময় শবে-বরাত নিয়ে আসছে রমজানের আগমনী বার্তা, রহমতের সুবাতাস ধুয়ে- মুছে নিয়ে যাক আমাদের সমস্ত গুনাহ।
আমিন
অমর একুশে ফেব্রুয়ারী
যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
Valuable and Happy Client
Valuable and Happy Client
আমাদের কাছে প্রতিটি ক্লায়েন্ট এবং তার মতামত মহামূল্যবান। আমরা জিপিএস ট্র্যাকিং ই শুধু প্রদান করি না সাথে সার্বক্ষনিক সেবাদানে প্রস্তুত থাকি এবং যেকোন মূল্যেই সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করে যাচ্ছি। আমাদের সাথে সানলাইফ ইন্সিওরেন্স আছে গত ২ বছর ধরে। আমাদের শ্রদ্ধেয় জনাব এ কে এম শরিফুল ইসলাম স্যার, যিনি সানলাইফ ইন্সিওরেন্স এর সিইও হিসেবে আছেন, তিনি আমাদের জিপিএস ট্র্যাকিং ও আমাদের সেবা সম্পর্কে গুরুত্বপুর্ন মতামত প্রদান করেছেন। নীচের ভিডিওতে আমরা জনাব এ কে এম শরিফুল ইসলাম স্যার এর M2M GPS Tracking System ব্যবহারের অভিজ্ঞতা বিশদ ভাবে জানতে পারব।