সবাই কে বৃষ্টিস্নাত রাতের শুভেচ্ছা।
#reelschallengereelschallenge
আসসালামু আলাইকুম, অনেক দিন পর পেজ থেকে লাইভে আসলাম।
আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬.৩০ মিনিটে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ এর বাংলাদেশের তাদের প্রথম ম্যাচে Australia এর বিপক্ষে খেলবে। পারবে কি বাংলাদেশ জয়লাভ করতে কমেন্ট করে জানান?
আজ ঢাকার তেজগাঁও গরুর হাট পরিদর্শন করলাম। গরুর হাটে আসা সবচেয়ে বড় গরু এটা,গরু টার নাম ইমরাজ।
আলহামদুলিল্লাহ,যমুনা টেলিভিশন এর পর্দায় আমি।সবাই কে ভিডিও টা দেখার জন্য অনুরোধ করছি।
৩ দিন ব্যাপী পানিয়ালা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট এর প্রথম দিনে Md Imran Hossain ভাই এবং Abul Kalam Miron ভাই সহ আলোচনা করলাম উক্ত ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ।
আলহামদুলিল্লাহ,ভাস্কপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করলাম।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার জাফর নগর স্মার্ট ভিলেজ কতৃক আয়োজিত সারাদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছি।সবাই কে আমার ধারাভাষ্যর ভিডিও টা দেখার জন্য অনুরোধ করছি।
দুই হাত জোর করে অনুরোধ করছি সবাই কে ভিডিও টা শেয়ার করুন।মহাখালীর টিএন্ডটি মাঠের পাশের বস্তিতে আগু*নে পুড়িয়ে যাওয়া ঘরের কয়েকজন মালিক এর সাক্ষাৎকার নিলাম।
আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন?
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বনানী টু বিমানবন্দর।রাতে দৃশ্য
রাতের মহাখালী। #হযরত_মাওলানা_লুৎফুর_রহমান