Akash vai OfficiaL

Akash vai OfficiaL আমি এক অভিনেতা ��
কিন্তু অভিনয় করা আম আমি এক অভিনেতা ��
কিন্তু অভিনয় করা আমার পেশা না ���
এটা আমার নেশা���

15/10/2024

- এখন সবাই ৫ টা'কার চা খেতে, ৩০০ টা'কা ভাড়া দিয়ে উত্তরা যাবে।🤍

15/10/2024

💔🥀

28/03/2024
19/03/2024
12/02/2024

এই জন্যই বাংলাদেশে পুলিশ ম/রলে "আলহামদুলিল্লাহ" বলে!😊💔

12/02/2024

~Hey Happy Hug Day-🤗🥀

06/02/2024
🔴~তেহারি ভাইয়ের দিন শেষ, তেহারি ভাবীর বাংলাদেশ 🤣
30/01/2024

🔴~তেহারি ভাইয়ের দিন শেষ, তেহারি ভাবীর বাংলাদেশ 🤣

রায়হানের মধ্যে মেয়েলি স্বভাব আছে! ছোটোবেলা থেকেই সে মেয়েদের সাথে মিশে!  ওর কোনো ছেলে বন্ধু নেই!এইচএসসি পাশ করার পর রায়হা...
29/01/2024

রায়হানের মধ্যে মেয়েলি স্বভাব আছে! ছোটোবেলা থেকেই সে মেয়েদের সাথে মিশে! ওর কোনো ছেলে বন্ধু নেই!

এইচএসসি পাশ করার পর রায়হান একটা মহিলা কলেজে ভর্তি পরীক্ষা দিলো। পরীক্ষায় পাশ করে ভর্তি হয়ে গেল!

প্রথমদিন ক্লাস করার সময় ম্যাডাম রায়হানকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, "এই ছেলে তুমি এখানে কেন!"

রায়হনা বলল," আমি দেখতে ছেলে হলেও একজন মেয়ে!"

ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডামের কাছে অভিযোগ করলেন। অধ্যক্ষ ম্যাডাম রায়হানকে ডেকে পাঠালেন।

রায়হান অধ্যক্ষ ম্যাডাক কে বলল, "ম্যাডাম আমি একজন মেয়ে!"

ম্যাডাম ভাবলেন দেশে এ সব নিয়ে খুব মাতামাতি হচ্ছে! এখন নিজের কলেজকে এ সবের মধ্যে ফেলা ঠিক হবে না! এই ছেলেটা মনে হয় হিজড়া!

তিনি রায়হান কে বললেন, " শোন ছেলে! স্যরি মেয়ে তোমাকে দেখতে অনেকটা ছেলে মনে হয়! তাই আমার কলেজে পরতে হলে একটু মেয়ে সেজে আসতে হবে! বুঝতে পারছ আমার কথা?"

রায়হান মাথা নেড়ে সায় দিলো। এবং ম্যাডামের রুম থেকে বের হয়ে আসল।

রায়হান মেয়েদের পোশাক পরে ক্লাসে যায়। এ নিয়ে এখন খুব একটা সমস্যা হয় না!

আবার সমস্যা হলো রায়হান হলে সিটের জন্য আবেদন করেছে! অধ্যক্ষ ম্যাডাম বললেন, "তোমকে সিট দেয়া হবে না!"

রায়হান বলল," কেন ম্যাডাম! আমি এই কলেজে ছাত্রী! আমার সিট পাওয়ার অধিকার নাই?"

ম্যাডাম ভেবে দেখলেন হিজড়াটাকে সিট না দিলে আবার না জানি কী হাঙ্গামা শুরু হয় কে জানে! তাই শেষমেশ সিট দেয়ার সিদ্ধান্ত নিলেন!

রায়হান হলে উঠে আসল। প্রথম প্রথম মেয়েরা ওর সাথে খুব একটা মিশে না। কিন্তু রায়হান ছোটবেলা থেকেই মেয়েদের সাথে মিশে অভ্যাস। কাজেই কিছুদিনের মধ্যে মেয়েরা ওর সাথে মিশতে শুরু করল।

এখন রায়হান হলের সবার ভালো বান্ধবী!

বছরখানেক পরে হলের দায়িত্ব থাকা ম্যাডাম অধ্যক্ষ ম্যাডের রুমে এসে বললেন," ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে!"

অধ্যক্ষ বললেন, "এই সকাল বেলা কে আপনার সর্বনাশ করল!"

একটু হাসলেন!

হলের ম্যাডাম বললেন, "আমার না হলের মেয়েদের করেছে! "

"হোয়াট! কী বলছেন আপনি?"

হলের ম্যাডাম একটু বাঁকা হাসি দিয়ে বললেন, " জী ম্যাডাম! হলের সব মেয়ে প্রেগন্যান্ট! "

ম্যাডামের চেহেরাটা কালো হয়ে গেল! "কী বলেন এ সব!"

"জি ম্যাডাম!"

"ডাকুন সব গাধীদের! "

সব কয়টা মেয়ে ম্যাডামের রুমে দাঁড়িয়ে আছে! ম্যাডাম কঠিন স্বরে বললেন, "কী করে হলো এ সব?"

নুসরাত নামের মেয়েটা বলল, "ওই শয়তান রায়হানটার জন্য ম্যাডাম! আমরা ওকে মেয়ে মনে করেছিলাম! ও যে একটা ছেলে বুঝতে পারিনি!"

"দেখে না হয় বুঝতে পারোনি! কিন্তু সেই সময়ই কী বুঝতে পারোনি?"

"স্বপ্ন ভেবেছিলাম ম্যাডাম! সুইটি বলল, ওর সাথে ঘুমালে সুন্দর স্বপ্ন দেখা যায়! তাই আমরা সবাই ওর ঘুমিয়েছিলাম! আপনি স্বপ্ন দেখেন না ম্যাডাম?"

ম্যাডাম বিরক্ত হয়ে বললেন," বের হও আমার রুম থেকে বলদ কোথাকার! "

এবার রায়হান কে ডেকে আনলেন। রায়হান ম্যাডামের সামনে দাঁড়িয়ে আছে!

ম্যাডাম বললেন, "এই ছেলে তুমি না মেয়ে?"

জি ম্যাডাম আমি তো নিজেকে মেয়েই মনে করি! কিন্তু ওরা আমাকে ছেলে মনে করলে আমার কী করার আছে বলেন!

বের হয় আমার কলেজ থেকে! বেয়াদব কোথাকার!



যারা আইডি ফলো না দিয়ে গল্প পড়ছেন,পেজটা ফলো করুন 👉

ভাইয়া তোর ফোনে একটা মেয়ে ফোনকরছিলো!- তুই আমার ফোন ধরছিলি ক্যান?- টাকার জন্য!- মানে?- মানে, এখন তুই আমাকে ৫শ টাকা দিবি!না...
29/01/2024

ভাইয়া তোর ফোনে একটা মেয়ে ফোন
করছিলো!
- তুই আমার ফোন ধরছিলি ক্যান?
- টাকার জন্য!
- মানে?
- মানে, এখন তুই আমাকে ৫শ টাকা দিবি!
নাহলে আব্বুর কাছে সব বলে দিব!
আমি রাগে বললাম, "যাহ্ যাহ্... যা বলার বলে
দে.."
--- আব্বুওও......!
- এইইই দাঁড়া বোন।
- তাহলে টাকা দাও....!
- তিন'শ দিই?
- ভাইয়া...!
- কি?
- তুমি এতো কিপটা কেন? নিজের বোনকেই
তো দিচ্ছো, তাই না?
- ওরে আমার আদরিরে। :D
বৃষ্টিকে টাকা দিয়ে বাসা থেকে বের হচ্ছি!
এমন সময় জেরিন ফোন দিয়ে বলে উঠলো, -
"রিফাত তোমার বোন এমন কেন?"
আমি অবাক হয়ে বললাম, - কেমন?
--- "সরকার গরিবের ব্যবসাতেও ট্যাক্স বসায়
আর তোমার বোন আমাদের প্রেমে!"
আমি পুনরায় অবাক হলাম!!!
জেরিন বললো, - "বৃষ্টি বলেছে, প্রেম করতে
হলে প্রতিমাসে তাকে ২হাজার টাকা করে
ভ্যাট দিতে হবে!"
-
-
আমার বোন 'বৃষ্টি' অত্যান্ত ভালো একটি
মেয়ে। তাকে আমি কোনোদিন কোনো
ছেলের সাথে কথা বলতে দেখেনি। তার
লেখাপড়া, টিউশন ফি সব আমরাই দিই। কিন্তু ও
অতিরিক্ত এতো টাকা দিয়ে কি করে...!
প্রতিমাসে ও আমার থেকেই প্রায় ৩/৪হাজার
টাকা চেয়ে নেয়।
ভাবনার পরিশেষে সিদ্ধান্ত নিলাম,
আগামীকাল বৃষ্টি কলেজের ক্লাস শেষে
টাকা নিয়ে কোথায় যায় সেটা আমি লক্ষ
করবো অর্থাৎ লুকিয়ে লুকিয়ে তাকে ফলো
করবো।
দুপুর ১টা ৩০মিনিট। আমি এক ফ্রেন্ডের মোটর
বাইক নিয়ে বৃষ্টির কলেজ গেটের সামনে চলে
গেলাম। দেখি আমার বোন একটা অটুতে উঠে
কোথায় জানি যাচ্ছে। পিছন পিছন আমিও
গেলাম।
কিছুক্ষন যাওয়ার পর দেখলাম, বৃষ্টি অটু থেকে
নেমে একটা স্কুলগেটের ভিতরে ডুকলো।
১০মিনিট পর সেই স্কুলগেট থেকে বের হয়ে
৮বৎসর বয়সী ২টা পিচ্চি বৃষ্টিকে বিদায়
জানাচ্ছে। তারা দুইজনেই আমার বোনটিকে
জড়িয়ে ধরেছিলো।
বৃষ্টি চলে যাওয়ার পর আমি তড়িঘড়ি করে
পিচ্চি দুটির সামনে গেলাম। গিয়ে জিজ্ঞেস
করলাম, - "এইমাত্র যে মেয়েটি তোমাদের
কাছ থেকে বিদায় নিয়েছে, সে তোমাদের
কি হয়?"
মেয়েটি বললো, - বোন!
আরেকজনকে জিজ্ঞেস করলাম, - "তাকে
কিভাবে চিনো?"
ছেলেটি বলতে লাগলো, - "আমাদের মা মরে
যাওয়ার পর আমরা কিছু খেতে পাইতাম না। দুই
ভাইবোন মিলে স্টেশনে, বাজারে মানুষের
কাছ থেকে ভিক্ষা করে খাইতাম। একদিন
বৃষ্টি আপুর কাছে খাবার চাওয়ার পর উনি
আমাদের সম্পর্কে সব জানলেন এবং এই স্কুলে
(হাতে দেখিয়ে) ভর্তি করিয়ে দিলেন! এখন
আমরা এই স্কুলের হোস্টেলেই থাকি আর
পড়াশোনা করি। বৃষ্টি আপু প্রতিমাসে এসে
আমাদের আদর করে, স্কুলের বেতন আর খাওয়ার
বিল দিয়ে যায়।
এই আপুই আমাদের মা বাবা। আমাদের সব।
কিন্তু আপনি কে?
- আমি তোমাদের এই আপুটির হতভাগা ভাই।
বাসায় এসে বৃষ্টিকে ডাক দিলাম।
- বৃষ্টি.......!
- বল ভাইয়া।
- তোর পালিত পিচ্চি দুটির মতো আমাকে একটু
জড়িয়ে ধরবি বোন?
আমার চোখে জল আর আমার বোনের মুখে
অশ্রুসিক্ত মৃদ্যুহাসি।

্পটা_ভাইবোনের

29/01/2024

আহারে ভালোবাসা😌🥲🥀

🔴 কাচ্চি ভাইয়ের দিন শেষ, কাচ্চি ভাবীর বাংলাদেশ 🤣
29/01/2024

🔴 কাচ্চি ভাইয়ের দিন শেষ, কাচ্চি ভাবীর বাংলাদেশ 🤣

27/01/2024

~ বিএনপির কালো পতাকা মিছিল !

27/01/2024

সত্যিকার পুরুষের ভালোবাসা মারাত্মক সুন্দর!🖤

26/01/2024

কতোটা নির্লজ্জ হলে, রাস্তার মাঝে ভালোবাসার মানুষটির পা ধরে কান্না করতে পারে। হ্যা এটাই বেডা মানুষ 💔🥀

26/01/2024

Address

Kalabaga

Alerts

Be the first to know and let us send you an email when Akash vai OfficiaL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akash vai OfficiaL:

Videos

Share

Category