17/06/2023
Assalamu alikum Everyone
*ডিজিটাল মার্কেটিং কী?
➡️ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং পরিকল্পনা যার মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন পন্য ক্রয়- বিক্রয় করা হয়।ডিজিটাল ডিভাইস এবং প্রযুক্তি ব্যবহার করে কোনো পন্য বা সার্ভিসের প্রচারনাই হলো ডিজিটাল মার্কেটিং।
*ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব?
➡️বর্তমান বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অপরসীম।যেহেতু,এর মাধ্যমে ঘরে বসে ক্রয়-বিক্রয় করা যায়।তাই এটা বেকারত্ব দূরীকরনে সহায়ক ভুমিকা পালন করে।
ডিজিটাল মার্কেটিং এর সুবিধাগুলো হলো:-
✅খরচ কমায়(Decreases cost)
✅অনলাইনে বিক্রয় চালায়(Drive Online sels)
✅আয় বৃদ্ধি করে(Increases Revenue)
✅ প্রসার প্রসারিত করে(Expands reac)
✅ব্রান্ড সুনাম তৈরি করে(Builds brand reputation)
*ডিজিটাল মার্কেটিং এর প্রয়জনীয়তা?
➡️ডিজিটাল মার্কেটিং এর কৌশল ব্যবহার করে ক্রেতাদের অনলাইন উপস্থিতিকে কাজে লাগিয়ে ব্যবসায় খুব তাড়াতাড়ি প্রচার করা যায়।
এতে কম সময়ের মধ্যে আপনার ব্যবসার বিষয়ে অধিক লোকেরা জেনে নিতে পারেন।এবং ব্যবসায় উন্নতি হতে বেশি সময় লাগবেনা।
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ।কারন,মানুষ এখন যেকোনো পন্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পন্য সম্পর্কে জেনে বুঝে ক্রয় করে।তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে অনলাইন থেকেই বেশিরভাগ কেনাকাটা করে থাকে।👈