18/06/2023
ফরিদগঞ্জ প্রতিনিধি:এ কেমন সূত্রতা জার জন্য একটা মানুষকে তার জীবনের সর্বশেষ সম্পদ নষ্ঠ করে পথের সামিয়ে দেওয়া হয়। জীবনের অর্জিত সকল সম্পদ বিনিয়োগ করে মাছ চাষ করে আসছিল আজগর গাজী। সেই ইজাড়াকৃত চরের পাড় কেটে দেয় একদল দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লক্ষ টাকার মাছ নদীর পানিতে চলে যায় বলে অভিযোগ করেন তিনি। কোন উপায় না পেয়ে উক্ত ঘটনায় ৩ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিটি। থানায় অভিযোগ করায় উল্টো সন্ত্রাসী কায়দা মারধর করে তারা। এতে ৪জন গুরুত্বও আহত হন। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার সেকদী গ্রামে।...