Ashia Islam Oishe

Ashia Islam Oishe Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ashia Islam Oishe, Digital creator, Jurain.

Udemy !!!! What is Udemy?Udemy is a platform that allows instructors to build online courses on their preferred topics. ...
09/04/2024

Udemy !!!!

What is Udemy?
Udemy is a platform that allows instructors to build online courses on their preferred topics. Using Udemy's course development tools, instructors can upload videos, source code for developers, PowerPoint presentations, PDFs, audio, ZIP files and any other content that learners might find helpful..

Udemy কি ?Udemy একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যে...
09/04/2024

Udemy কি ?
Udemy একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোন ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। যারা এই প্রযুক্তির দুনিয়ায় আইটি সেক্টরে ভালো কিছু করতে চাই তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন কাজ শিখার । Udemy তে রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল ভিত্তিক কোর্স যেমন-Web Design And Development, Programming,Graphics Design, Networking,Digital Marketing , Life Style ইত্যাদি উপর ।

যারা বর্তমান আইটি সেক্টরি নিজেদের ক্যারিয়ার গড়তে সেটা হতে চাকুরি তে অথবা ফ্রিল্যান্সিং জগতে তারা বিভিন্ন আইটি তে কোর্স করেন আবার অনেকেই অর্থ না থাকার কারণে এসব কোর্স ভর্তি হতে পারেন না এবং যারা ভর্তি হয়েছে তারা মন এর ফলে ফল পাওয়া যায় না। বর্তমানে প্রযুক্তির এই দুনিয়ায় টাকা ইনকামের চেয়ে ইনকামের পথ দেখিয়ে জীবন গড়া সহজ হয়ে গেছে । আমাদের দেশে বিভিন্ন আইটির লোভনীয় অফার দেখিয়ে ভর্তি করে নিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রচুর টাকা , যেমন কিছু অফার- অনলাইন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান ছয় মাসে কাজ শিখে আর্ন করুন , ছয় ওয়েব ডিজাইন শিখে এত টাকা ইনকাম করুন মাসে , ফ্রিল্যান্সিং আয় করুন লাখ লাখ টাকা ।
# কি বিশ্বাস হচ্ছে না কি বলছি এই সব ? হ্যাঁ সত্যিই এমন হয়ে থাকে শিক্ষার্থীদের টাকার লোভ দেখিয়ে ভর্তি করে নেই কিন্তু তাদের ঘটনা গুলো প্রায় আইটি তে কোন কিছু শিখার জন্য যায় তারা প্রায়ই এরকম ধোঁকা বাজির শিখার হয়ে থাকে কিন্তু আবার সব আইটি তে এমন ঘটে তাও না । বর্তমানে আইটি গুলো তে দেখা যায় কাজ ও ভালো মতো শিখায় না তাদের কথার সাথে তেমন মিল পাওয়া যায় না , হাতেগুণা কিছু ভালো আইটি ছাড়া । আইটি ইনস্টিটিউট গুলো বা অনলাইনের বাংলাদেশী বিভিন্ন মাধ্যম গুলো যারা বিভিন্ন কাজ শিখানোর অফার করে তারা সত্য কথা কম ই বলেন ।তাই সাবধান কোন আইটি ভর্তি হওয়ার আগে সেটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখবেন আর মনে রাখবেন আইটি ইনস্টিটিউট গুলো সব কিছু শিখাবে না আর শিখার কোন শেষ নাই এজন্য নিজে নিজে শিখার ও চর্চা করা জরুরি ।

এখন আসি আসল কথা এতক্ষণ অনেক বকবক করলাম যা বাস্তবতা আপনি টের পাবেন এবং এটা বলা নিজের দায়িত্ব মনে করে বললাম । যেখানে চারিদিকে আপনি ধোঁকা বাজির শিকার সেখানে Udemy আপনাকে দিচ্ছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট সুযোগ । এখানে বিভিন্ন প্রফেশনাল লোক গুলো বিভিন্ন ভিডিও কোর্স তৈরী করে থাকেন এবং এখানে আপনাকে টাকা ইনকামের লোভ দেওয়া হবে না , তারা আপনাকে শুরুতে লোভ দিবে কি কি শিখব তার কোর্সে কারণ তারা আপনাকে সত্যি শিখাতে এসেছে এবং এর ফলে কিছু ডলার নিয়ে থাকে ।

আমরা অনেকেই জানি , Udemy একটি পেইড অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম , এখানে দুঃখের সাথে আমার বলতে হচ্ছে যে Udemy যেহেতু ইন্টারন্যাশনাল একটি সাইট এবং
এখানে ডলারে বিভিন্ন কোর্স কিনতে হয় আর যা আমাদের দেশের মর্ধবৃত্তদের জন্য কষ্টের ।

কিন্তু চিন্তা নেই আমি আজকে দেখাব কিভাবে Udemy বিভিন্ন কোর্স গুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন । এটি শুধু তাদের জন্য তারা কোর্স গুলো কিনার সার্ম্থ্য রাখে না কিন্তু দয়া করে যাদের সার্ম্থ্য আছে তারা কোর্স গুলো নিবেন অবশ্যই আপনার শিক্ষকের দাম দেওয়া উচিত সম্মানি দেওয়া উচিত । আগেই বলছি এই ইন্টারন্যাশনাল একটি সাইট তাই প্রায়ই কোর্স গুলোই ইংরেজি তে হয়ে থাকে কিন্তু এতে কোন ভয়া পাবার কারণ নাই যারা মোটামুটি ইংলিশ জানে বুঝে তারা সহজেই ভিডিও গুলো বুঝতে পারবেন আর যদি ইংলিশ এইটুকু ও না বুঝেন তাহলে আগে এটা বজবুত করে তারপর এখানে আসেন।আর যদি ইংলিশ ভিডিও দেখে শিখতে না পারেন তাহলে ইউটিউবে প্রায়ই বিষয় গুলোর উপর ভিডিও আছে সেগুলো দেখে শিখতে থাকুন ইংলিশ যখন বুঝতে শিখবেন তখন এই কোর্স গুলো করতে পারেন ।

সংক্ষিপ্ত বিবরণ Udemy এমন একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে যা প্রশিক্ষকদের তাদের পছন্দের বিষয়গুলিতে অনলাইন কোর্স তৈরি করতে দেয়। ইউডেমির কোর্স বিকাশের সরঞ্জামগুলি ব্যবহার করে তারা ভিডিও, পাওয়ারপয়েন্ট উপস্থাপনা, পিডিএফ, অডিও, জিপ ফাইল এবং কোর্স তৈরি করতে লাইভ ক্লাস আপলোড করতে পারে।

Digital Marketing!!!!!  🤔😌ডিজিটাল মার্কেটিং এবং অন্তর্মুখী বিপণন সহজে বিভ্রান্ত হয়, এবং সঙ্গত কারণে। ডিজিটাল মার্কেটিং ...
07/04/2024

Digital Marketing!!!!! 🤔

😌ডিজিটাল মার্কেটিং এবং অন্তর্মুখী বিপণন সহজে বিভ্রান্ত হয়, এবং সঙ্গত কারণে। ডিজিটাল মার্কেটিং ইনবাউন্ড মার্কেটিং - ইমেল এবং অনলাইন সামগ্রীর মতো একই সরঞ্জামগুলির মধ্যে কয়েকটি ব্যবহার করে। উভয়ই ক্রেতার যাত্রার মাধ্যমে সম্ভাবনার দৃষ্টি আকর্ষণ করতে এবং তাদের গ্রাহকে পরিণত করার জন্য বিদ্যমান। কিন্তু 2টি পন্থা টুল এবং লক্ষ্যের মধ্যে সম্পর্কের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে।

=>...ডিজিটাল মার্কেটিং কী??🤔

ডিজিটাল মার্কেটিং, যাকে অনলাইন মার্কেটিং বলা হয়, ইন্টারনেট এবং ডিজিটাল যোগাযোগের অন্যান্য রূপ ব্যবহার করে সম্ভাব্য গ্রাহকদের সাথে সংযোগ স্থাপনের জন্য ব্র্যান্ডের প্রচার। এর মধ্যে শুধুমাত্র ইমেল, সোশ্যাল মিডিয়া, এবং ওয়েব-ভিত্তিক বিজ্ঞাপন নয়, বিপণন চ্যানেল হিসাবে পাঠ্য এবং মাল্টিমিডিয়া বার্তাগুলিও অন্তর্ভুক্ত।মূলত, যদি একটি মার্কেটিং প্রচারাভিযানে ডিজিটাল যোগাযোগ জড়িত থাকে, তবে তা ডিজিটাল মার্কেটিং।
মূলত, যদি একটি মার্কেটিং প্রচারাভিযানে ডিজিটাল যোগাযোগ জড়িত থাকে, তবে তা ডিজিটাল বিপণন। 😊

=>.ডিজিটাল মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ? 🤔

যেকোনো ধরনের বিপণন আপনার ব্যবসার উন্নতি করতে সাহায্য করতে পারে। যাইহোক, ডিজিটাল মার্কেটিং ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ ডিজিটাল চ্যানেলগুলি কীভাবে অ্যাক্সেসযোগ্য। প্রকৃতপক্ষে, শুধুমাত্র এপ্রিল 2022 সালে বিশ্বব্যাপী 5 বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী ছিল।

সামাজিক মিডিয়া থেকে পাঠ্য বার্তা, আপনার লক্ষ্য দর্শকদের সাথে যোগাযোগ করার জন্য ডিজিটাল বিপণন কৌশল ব্যবহার করার অনেক উপায় রয়েছে। উপরন্তু, ডিজিটাল বিপণনের ন্যূনতম অগ্রিম খরচ রয়েছে, এটি ছোট ব্যবসার জন্য একটি সাশ্রয়ী বিপণন কৌশল তৈরি করে।

#নিরাপত্তাগত দিক✅

অনলাইন ব্যবসার ক্ষেত্রে কোম্পানি এবং গ্রাহক উভয়ের তথ্য নিরাপত্তার বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ৷ অনলাইনে দেওয়া ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত থাকবে কিনা সে বিষয়ে অনেকেই সংকোচ প্রকাশ করে ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটা এড়িয়ে চলেন।

অতিসাম্প্রতিককালে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বাইরে পাচার করার মতো ঘটনাও ঘটতে দেখা গেছে। ই-বাণিজ্যের অপর এক অসুবিধার দিক হল কেনাকাটা করা সামগ্রীর গুণগত মানের ব্যাপারে সংকোচ প্রকাশ।

#সুবিধা ✅

অনলাইনে দেওয়া বিজ্ঞাপনের সাহায্যে কোন সামগ্রী গ্রাহকদের মধ্যে কি পরিমাণ জনপ্রিয় হয়ে উঠছে তা সম্বন্ধে পরিষ্কারভাবে অবগত হওয়া যায়৷

#সীমাবদ্ধতা ✅

ইন্টারনেট বিপণনের ক্ষেত্রে গ্রাহকদের চিরাচরিত পদ্ধতি ভুলে নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে হবে৷ মন্থর গতির ইন্টারনেট সংযোগও এর একটি কালো দিক৷ অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ক্রেতারা তাদের কিছু কেনার আগে হাতে নিয়ে দেখার সুবিধা থেকে বঞ্চিত হন৷
#.......

ডিজিটাল মার্কেটিং কিভাবে করবেন? 😌

১) আপনার লক্ষ্য সংজ্ঞায়িত করুন।

২) আপনার লক্ষ্য শ্রোতা সনাক্ত করুন।

৩) প্রতিটি ডিজিটাল চ্যানেলের জন্য একটি বাজেট স্থাপন করুন।

৪) আকর্ষক বিষয়বস্তু তৈরি করুন।

৫) মোবাইলের জন্য আপনার ডিজিটাল সম্পদ অপ্টিমাইজ করুন।

৬) কীওয়ার্ড গবেষণা পরিচালনা করুন।

৭) আপনি পরিমাপ করা বিশ্লেষণের উপর ভিত্তি করে পুনরাবৃত্তি করুন।
আপনি কী ডিজিটাল মার্কেটিং চেষ্টা করার জন্য প্রস্তুত ?

27/03/2024

Welcome. 🥀

Address

Jurain

Opening Hours

12:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashia Islam Oishe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashia Islam Oishe:

Share

Nearby media companies


Other Digital creator in Jurain

Show All