Nafiya 's vlog

Nafiya 's vlog Short summery this Page
(48)

24/05/2024

পৃথিবীতে অদ্ভুত কিছু মানুষ আছে যারা নিজেরাই সব সুখ ভোক করতে চায় এ জন্য যত কাছে র লোক ই হোক না কেন তাঁদের উপস্থিতি ভালো লাগে না শুধু ভালো মানুষ এর অভিনয় করে যায় ভাবে আমাদের অভিনয় গুলো বুজি কেউ বুঝতে পারে না আবার এরাই বড় কথা র স্টেটাস দেয় একবার ভাবে না আপন জনের থেকে দূরে থাকলে সব সুখ পাওয়া যায় না সুখ দুঃখ তো আল্লাহ র হাতে পুরা পাঁচ জন বাবা মা নানা নানী যাদের আছে তারা আর যাই হোক এতিম একা থাকা মানুষ কষ্ট কখনো ই বুজবে না তারা স্বার্থ পর হয় যাদের আছে তারা কখনো বুজবে না মা বাবা বোন না থাকা মানুষ গুলো জীবনে কতো কষ্ট থাকে আসলে চাইলে ও কখনো হুট করে আশা মানুষ গুলো আপন করতে চাইলে ও আপন হয় না এরা ভাবে ফেমিলি মানুষ গুলো আলাদা করতে পারলেই সুখ না এতিম মানুষ এর মন এর কষ্ট হাহাকার আল্লাহ রাব্বুল আলামিন কাছে আগে পৌছাবে মানুষ যাকে বেশি ভালো বাসে তাকে তো কলিজা কেটে খা ওয়াতে চায় পৃথিবীর সামান্য কাজ তো কোনো বেপার না আর এটাই বড় প্রমান বলে বুজাতে হয় না কাজে বুজা যায় আর লোক দেখানো ওটা কে ভালোবাসা বলে না ভালোবাসা থাকলে মানুষ এমনি জেনে যায় কাজের মাধ্যমে 🥹🥹

19/05/2024

I gained 714 followers, created 255 posts and received 6,150 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

30/04/2024

মানুষ এতটাই স্বার্থ পর যে নিজের সামান্য সুখের চিন্তা করে আসে পাশের মানুষের আসল ভালোবাসা গুলো তুচ্ছ মনে করে একা সুখে থাকা কে সুখ বলে না চার পাশের মানুষ গুলো কে নিয়ে সুখে থাকা কে সুখ বলে যে সবাই কে নিয়ে সুখে থাকতে চায় তার সুখ নষ্ট করার জন্য দূরের মানুষ এর প্রয়োজন হয় না 🥹

26/04/2024

এই পৃথিবীতে অশংখ্য মানুষ আছে যারা মনের কথা গুলো ভাষা গুলো অন্য কে বুজাতে পারে না মনের জমানো ভাষা গুলো মনেই জমা রয়ে যায় 🥹

আমাদের গ্রাম 🥰🥰 উপরে পদ্দা সেতু রাস্তা থেকে তুলা ছবি টা
25/04/2024

আমাদের গ্রাম 🥰🥰 উপরে পদ্দা সেতু রাস্তা থেকে তুলা ছবি টা

23/04/2024

স্বার্থ পর মানুষ কখনো মানুষ কে মন থেকে মায়া করতে পারে না তাঁদের স্বার্থের জন্য শুধু তারা অভিনয় করে লোক দেখানো মায়া করে

09/04/2024

জীবনে প্রভাতে মনের মেলাতে ঘেথে ছিলাম যত ফুল আজ দেখি ফুল সেতো নয় সবই মনের ভুল

09/04/2024

স্বপ্ন মানুষ কে জাগায় স্মৃতি মানুষ কে কাদায় ভুল মানুষ শিখায় প্রেম মানুষ কে ভাষায় কিন্তূ বন্ধুত্ব মানুষ পাল্টায়

08/04/2024

যে তোমাকে প্রকৃত ভালোবাসে সে তোমাকে কখনো ভুলে যাবেনা যদি তোমাকে ভুলে যাবার জন্য ১০০ টা কারণ ও থাকে তারপর ও তার থেকে সে 1টা কারণ ও খুঁজে বের করবে না শুধু তোমাকে পাবার জন্য coz true love never end❤️❤️

08/04/2024

পাষান পৃথিবী র পাষান মানুষ স্বার্থে র বিনিময়ে সবাই বেহুঁশ দূরে গেলে অভিমান কাছে এলে অভিনয় মানুষ এতো নিষ্ঠুর এটাই তার পরিচয়

06/04/2024

অ প্রকাশিত ভালোবাসা গুলোই সুন্দর কিছু কথা নাহয় না বলাই থাক

06/04/2024

কাউকে অবহেলা করা ঠিক না হয়তো জীবনে এমন একদিন আসতে পারে আজ যাকে অবহেলা করছো তাকেই জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে

04/04/2024

কিছু মানুষ তোমাকে মূল্য দিবে না তাই বলে তুমি নিজে কে মূল্যহীন মনে করো না

04/04/2024

বেশি প্রত্যাশা হতাশার কারণ তাই করো কাছে বেশি কিছু আশা করা উচিত না

02/04/2024

ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষ গুলো অনুভতি হারায় না হারিয়ে যায় সময় গুলো

Address

Jurain

Telephone

+8801877301906

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nafiya 's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category