24/05/2024
পৃথিবীতে অদ্ভুত কিছু মানুষ আছে যারা নিজেরাই সব সুখ ভোক করতে চায় এ জন্য যত কাছে র লোক ই হোক না কেন তাঁদের উপস্থিতি ভালো লাগে না শুধু ভালো মানুষ এর অভিনয় করে যায় ভাবে আমাদের অভিনয় গুলো বুজি কেউ বুঝতে পারে না আবার এরাই বড় কথা র স্টেটাস দেয় একবার ভাবে না আপন জনের থেকে দূরে থাকলে সব সুখ পাওয়া যায় না সুখ দুঃখ তো আল্লাহ র হাতে পুরা পাঁচ জন বাবা মা নানা নানী যাদের আছে তারা আর যাই হোক এতিম একা থাকা মানুষ কষ্ট কখনো ই বুজবে না তারা স্বার্থ পর হয় যাদের আছে তারা কখনো বুজবে না মা বাবা বোন না থাকা মানুষ গুলো জীবনে কতো কষ্ট থাকে আসলে চাইলে ও কখনো হুট করে আশা মানুষ গুলো আপন করতে চাইলে ও আপন হয় না এরা ভাবে ফেমিলি মানুষ গুলো আলাদা করতে পারলেই সুখ না এতিম মানুষ এর মন এর কষ্ট হাহাকার আল্লাহ রাব্বুল আলামিন কাছে আগে পৌছাবে মানুষ যাকে বেশি ভালো বাসে তাকে তো কলিজা কেটে খা ওয়াতে চায় পৃথিবীর সামান্য কাজ তো কোনো বেপার না আর এটাই বড় প্রমান বলে বুজাতে হয় না কাজে বুজা যায় আর লোক দেখানো ওটা কে ভালোবাসা বলে না ভালোবাসা থাকলে মানুষ এমনি জেনে যায় কাজের মাধ্যমে 🥹🥹