04/08/2022
💯💯✔️✔️
প্যান্ডেমিকের ধাক্কা সামলে ওঠার আগেই রাশিয়া-ইউক্রেনের হঠকারী যুদ্ধ আমাদেরকে একটা কঠিন সময়ের সামনে ঠেলে দিয়েছে। আগামী দুই-তিন বছর একটা global recession প্রায় অবশ্যম্ভাবী বলেই মনে হচ্ছে।
এই পরিস্থিতিতে আপনার সামনে দুইটা রাস্তা খোলা আছে -
Path A - ‘কপালে যা আছে খন্ডানো যাবে না’ এই টাইপ মহান বাণী দান করে চুপচাপ বসে থাকা
Path B - নিজের ভবিষ্যতে রক্ষা করতে এখনই সুচিন্তিত এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা
সম্ভাব্য অর্থনৈতিক মন্দার হাত থেকে ক্যারিয়ার, ইনকাম এবং পরিবারকে রক্ষার জন্য আপনি নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন।
1. Cut Your Expenses, Save the Difference
অনেক বেশি বাইরের খাবার খাওয়া, অপ্রয়োজনীয় গেজেট কিংবা জামাকাপড় কেনা, না হলেও চলে এমন খাতে অতিরিক্ত খরচ বাদ দিয়ে সাশ্রয় করার দিকে মনোযোগী হোন। যে বাড়তি অর্থটুকু বাঁচবে সেগুলো নিরাপদ খাতে (যেমন - সঞ্চয়পত্র) বিনিয়োগ করুন।
2. Create Multiple Income Sources
মাত্র একটা ইনকাম সোর্সের উপর নির্ভর করাটা অত্যন্ত রিস্কি। আপনার এক্সপেরিয়েন্স এবং নলেজ কাজে লাগিয়ে তাই মাল্টিপল ইনকাম সোর্স করুন।
রেগুলার জব বা বিজনেসের পাশাপাশি পার্টটাইম সেকেন্ড জব, সহজে করা যায় এমন অপেক্ষাকৃত সেইফ বিজনেস, কনসাল্টেন্সি সার্ভিস, ইনফরমেশন প্রোডাক্ট তৈরি, ট্রেইনিং, ফ্রিল্যান্সিং ইত্যাদি অনেক হোয়াইট কলার ইনকাম স্কোপ রয়েছে এই আল্ট্রা-ডিজিটাল দুনিয়াতে। আপনার জাস্ট রিসার্চ করার, ইফোর্ট দেবার, পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।
3. Develop Rare and Valuable Skill
অনলাইনে কোটি কোটি সস্তা ভ্যালুলেস কোর্স, রাতারাতি এক্সপার্ট বনে যাওয়া লাখ লাখ মেন্টর, মাথা নষ্ট করা সব ডিসকাউন্ড এসব দেখে বিভ্রান্ত হবেন না।
প্রথমে আপনার ক্যারিয়ার গ্রোথের সাথে সামঞ্জস্যপূর্ণ স্কিলসেট খুজে বের করুন। মাথায় রাখবেন যে আপনাকে এই স্কিলগুলোকে monetize করতে হবে। তারপর সময় নিয়ে স্ট্র্যাটেজিক্যালি একটা একটা করে স্কিল ডেভেলপ করুন।
এজন্য সস্তা রিসোর্সের পিছনে না ছুটে বিশ্বের সবচেয়ে কোয়ালিটি রিসোর্স খুজে বের করুন।
আপনার টার্গেট - স্পেসিফিক এরিয়া বা niche এ বিশ্বসেরা হওয়া। একের পর এক নামকাওয়াস্তে কোর্স সার্টিফিকেট ডাউনলোড করা আপনার লক্ষ্য না।
4. Become a Linchpin
Linchpin হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি অর্গানাইজেশনের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার অর্গানাইজেশনে আপনি Indispensable (অপরিহার্য) হন।
5. Provide Massive Value
আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা শুধুমাত্র নিজের মধ্যে না রেখে পাবলিকলি শেয়ার করতে শুরু করুন।
প্রথম প্রথম লজ্জা লাগবে, ভয় লাগবে, অনেক ভুল হবে। কিন্তু ধীরে ধীরে আপনি নিজেকে আবিষ্কার করা শুরু করবেন। সঠিক রাস্তাটা আপনার সামনে ধরা দেবে। আজকে যা অসম্ভব মনে হচ্ছে সেগুলোই একদিন খুব সহজ হয়ে যাবে। জীবিকার প্রয়োজনে আড়ষ্টতা ভেঙ্গে বাইরে বের হয়ে আসুন।
শেষ করার আগে summerise করি, নিচের পাঁচটি পদক্ষেপ আপনার ক্যারিয়ারকে recession-proof করতে সাহায্য করবে -
1. Cut Your Expenses, Save the Difference
2. Create Multiple Income Sources
3. Develop Rare and Valuable Skill
4. Become a Linchpin
5. Provide Massive Value
©Anupom_mollick