Uodima

Uodima Uodima stands for "Universe Of Digital Marketers’". Uodima is specialized digital marketing agency

10/08/2022

টাকার বর্তমান মূল্যমান বুঝার সবচেয়ে সহজ উপায়:
১০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে।
২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়) অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।
আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ৮৪০০০ টাকা (প্রায়)
অর্থাৎ আজকে আপনাকে ৮৪ টি ১০০০ টাকার লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।
এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত।
২৬০০০ ÷ ২৬ = ১০০০
২৬০০০÷৮৪ = ৩০৯
আপনার ২০০৮ সালের ১০০০ হাজার টাকার নোট টির আজকের মূল্য ৩০৯ টাকা।
এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আপনিও সেটা ধরে নেন। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আপনার পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে, যা আপনাকে বুঝতে দেওয়া হয় না।
সংগৃহীত

04/08/2022

💯💯✔️✔️
প্যান্ডেমিকের ধাক্কা সামলে ওঠার আগেই রাশিয়া-ইউক্রেনের হঠকারী যুদ্ধ আমাদেরকে একটা কঠিন সময়ের সামনে ঠেলে দিয়েছে। আগামী দুই-তিন বছর একটা global recession প্রায় অবশ্যম্ভাবী বলেই মনে হচ্ছে।
এই পরিস্থিতিতে আপনার সামনে দুইটা রাস্তা খোলা আছে -
Path A - ‘কপালে যা আছে খন্ডানো যাবে না’ এই টাইপ মহান বাণী দান করে চুপচাপ বসে থাকা
Path B - নিজের ভবিষ্যতে রক্ষা করতে এখনই সুচিন্তিত এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা
সম্ভাব্য অর্থনৈতিক মন্দার হাত থেকে ক্যারিয়ার, ইনকাম এবং পরিবারকে রক্ষার জন্য আপনি নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন।
1. Cut Your Expenses, Save the Difference
অনেক বেশি বাইরের খাবার খাওয়া, অপ্রয়োজনীয় গেজেট কিংবা জামাকাপড় কেনা, না হলেও চলে এমন খাতে অতিরিক্ত খরচ বাদ দিয়ে সাশ্রয় করার দিকে মনোযোগী হোন। যে বাড়তি অর্থটুকু বাঁচবে সেগুলো নিরাপদ খাতে (যেমন - সঞ্চয়পত্র) বিনিয়োগ করুন।
2. Create Multiple Income Sources
মাত্র একটা ইনকাম সোর্সের উপর নির্ভর করাটা অত্যন্ত রিস্কি। আপনার এক্সপেরিয়েন্স এবং নলেজ কাজে লাগিয়ে তাই মাল্টিপল ইনকাম সোর্স করুন।
রেগুলার জব বা বিজনেসের পাশাপাশি পার্টটাইম সেকেন্ড জব, সহজে করা যায় এমন অপেক্ষাকৃত সেইফ বিজনেস, কনসাল্টেন্সি সার্ভিস, ইনফরমেশন প্রোডাক্ট তৈরি, ট্রেইনিং, ফ্রিল্যান্সিং ইত্যাদি অনেক হোয়াইট কলার ইনকাম স্কোপ রয়েছে এই আল্ট্রা-ডিজিটাল দুনিয়াতে। আপনার জাস্ট রিসার্চ করার, ইফোর্ট দেবার, পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।
3. Develop Rare and Valuable Skill
অনলাইনে কোটি কোটি সস্তা ভ্যালুলেস কোর্স, রাতারাতি এক্সপার্ট বনে যাওয়া লাখ লাখ মেন্টর, মাথা নষ্ট করা সব ডিসকাউন্ড এসব দেখে বিভ্রান্ত হবেন না।
প্রথমে আপনার ক্যারিয়ার গ্রোথের সাথে সামঞ্জস্যপূর্ণ স্কিলসেট খুজে বের করুন। মাথায় রাখবেন যে আপনাকে এই স্কিলগুলোকে monetize করতে হবে। তারপর সময় নিয়ে স্ট্র্যাটেজিক্যালি একটা একটা করে স্কিল ডেভেলপ করুন।
এজন্য সস্তা রিসোর্সের পিছনে না ছুটে বিশ্বের সবচেয়ে কোয়ালিটি রিসোর্স খুজে বের করুন।
আপনার টার্গেট - স্পেসিফিক এরিয়া বা niche এ বিশ্বসেরা হওয়া। একের পর এক নামকাওয়াস্তে কোর্স সার্টিফিকেট ডাউনলোড করা আপনার লক্ষ্য না।
4. Become a Linchpin
Linchpin হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি অর্গানাইজেশনের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার অর্গানাইজেশনে আপনি Indispensable (অপরিহার্য) হন।
5. Provide Massive Value
আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা শুধুমাত্র নিজের মধ্যে না রেখে পাবলিকলি শেয়ার করতে শুরু করুন।
প্রথম প্রথম লজ্জা লাগবে, ভয় লাগবে, অনেক ভুল হবে। কিন্তু ধীরে ধীরে আপনি নিজেকে আবিষ্কার করা শুরু করবেন। সঠিক রাস্তাটা আপনার সামনে ধরা দেবে। আজকে যা অসম্ভব মনে হচ্ছে সেগুলোই একদিন খুব সহজ হয়ে যাবে। জীবিকার প্রয়োজনে আড়ষ্টতা ভেঙ্গে বাইরে বের হয়ে আসুন।
শেষ করার আগে summerise করি, নিচের পাঁচটি পদক্ষেপ আপনার ক্যারিয়ারকে recession-proof করতে সাহায্য করবে -
1. Cut Your Expenses, Save the Difference
2. Create Multiple Income Sources
3. Develop Rare and Valuable Skill
4. Become a Linchpin
5. Provide Massive Value
©Anupom_mollick

HAPPY NEW HIJRI YEAR 1444Assalamu Alaikum! If you want to get any FreePik Premium elements or Mockups as a Gift for New ...
01/08/2022

HAPPY NEW HIJRI YEAR 1444
Assalamu Alaikum! If you want to get any FreePik Premium elements or Mockups as a Gift for New Hijri Year, feel free to inbox me.
N.B: First 10 Will get the Gift.

জানি না এতো দামি কথা গুলোএত সহজে কে লিখেছেন ......তবে আমার খুবই ভালো লেগেছে । খুব স্পীডি …….১।"আমি পারবো না"-> আপনি কতব...
31/07/2022

জানি না এতো দামি কথা গুলো
এত সহজে কে লিখেছেন ......
তবে আমার খুবই ভালো লেগেছে । খুব স্পীডি …….
১।"আমি পারবো না"-> আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না?
২।"আমার দ্বারা সম্ভব নয়"-> কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা সম্ভব নয়?
৩।"সব শেষ হয়ে গেছে"-> আপনি শুরুটা কোথাই দেখলেন যে শেষ বলছেন?।
৪।"অনেক সময় চলে গেছে"-> কোন ঘড়ির কাটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে?
৫।"আমার কোনও সাহায্যকারী নেই"-> সবাই নিজেকে নিয়ে ব্যস্ত,কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে?
৬।"আমি অনেক কষ্টে আছি"-> একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল হয়েছি!
৭।"অনেক টাকার দরকার"-> টাকা হাতেই জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন ! নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়- পরের টাকাই সাহায্য হতে পারে,কিন্তু বড় হওয়া যাই না!
৮।"আমার চেহারা খারাপ"-> চেহারা না হলে বড় হওয়া যাবে না- এমন নিশ্চয়তা কোথাই পেলেন?
৯।"আমার কপালই খারাপ"-> কোন আয়নাই দেখেছেন? সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন?
১০। "আমি হতাশাই ভুগছি"->হতাশা থেকে কতবার বেরোতে চেয়েছেন?
নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই বলছেন "কেন এমন হল !"
কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি তা কি কখনও ভেবেছেন? যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন "নিজের হাতেই নিজেকেই আবার গড়তে হবে- নতুন করে- নতুন ভাবে।
তাহলে আবার শুরু থেকেই শুরু করুন।
বিগত দিনের ভুলগুলোকে শুধরিয়ে!!!

11 Free SEO Tools for Digital Marketers✅Google Search Console- All in One SEO Tool.✅Google Analytics- Great For Traffic ...
21/07/2022

11 Free SEO Tools for Digital Marketers
✅Google Search Console- All in One SEO Tool.
✅Google Analytics- Great For Traffic Statistics.
✅ Google Trends- Find Trending Niche
✅ Google Keyword Planner- Free Keyword Research
✅ SEO Quake- For Domain Metrics.
✅ SEMrush- For Audit and Competitive Analysis
✅ UberSuggest- Free KeyWord Analysis
✅ Ahrefs Backlink Checker- For Backlink Data
✅ MOZBar- Website Analysis
✅ Keyword Everywhere- Find Keywords for Free
✅ Longtail Pro- Find Longtail Keywords

01/10/2021

কোকাকোলা আছে তাই বলে পেপসি থেমে নেই,
এদুটো জায়ান্ট মাঠে আছে কিন্তু প্রাণ কোলা, আরসি, মোজো এরাও আছে,
সবাই যার যার জায়গা থেকে বেস্ট দেয়, আমার আপনার কাছে পার্সেপশন অনুযায়ী একটা বেস্ট একটা ক্ষ্যাত মনে হতে পারে,
এতে কোন যায় আসে না,
দিন শেষে আপনি কোকাকোলা না পাইলে মোজো কিনে বাড়ি ফেরেন অথবা অন্য কিছু,
তেমনি আরেকটা বিষয়, কোকাকোলার প্রতি বছর লাখ টাকা খরচ করে মার্কেটিং না করে এটা জমাতে পারতো,
কিন্তু এটা তারা করে না, তারা যখন একটা বিজ্ঞাপণ দেয় তখন দুইটা পসিবিলিটি থাকে,
এই যে এত টাকা দিয়ে বিজ্ঞাপন বানালো, আগামীকাল কি হবে কেউ জানে না,
একটা ক্যালকুলেশন থাকে জাস্ট, কিন্তু রেজাল্টের গ্যারান্টি নেই,
আর আপনি আমি ৫-১০ ডলার বুস্ট শিখছি আর রেজাল্ট না আসলে মাথায় হাত,
একটা ব্যবসা, একটা ব্যবসার বিজ্ঞাপন ইনভেস্ট হিসেবে নেয়,
আর যারা হুজুগে তারা এসে ঝাপিয়ে পড়ে, ভাব এমন যে আমরা তার টাকা মেরে খাই,
ইউটিউব আছে, গুগল আছে, মাস্টারকার্ড নিয়ে নিজের বেবি মার্কেটিং আই মিন বুস্টিং নিজেই করেন,
আপনার কাছে কেউ যায় নি, আপনি আসছেন প্রয়োজনে,
ডাক্তার রোগ ঠিক করতে পারবে কি না সেটা জানেন না কিন্তু ঠিকই ভিসিট দিয়ে দেখান,
আর আমরা এত কষ্ট করে একটা সেটাপ রেডি করি, টুল ও লার্নিং এর পিছনে টাকা ও শ্রম ব্যায় করি,
এরপর আপনাকে একটা পরামর্শ দেই, সেটাকে মনে করেন মাগনা খেলনা,
সম্মান দিলে সম্মান পাবেন, নইলে
আস-সালামু আলাইকুম 🙂
ফি আমানিল্লাহ।
Copied From: S M Aqib Murshed ভাই।

Trending Post📌ফ্রিল্যান্সার হওয়ার কয়েকটি শর্ত-১.আপনার একটি কম্পিউটার ( ডেস্কটপ অথবা ল্যাপটপ ) থাকতে হবে।২.কম্পিউটার এর ...
25/09/2021

Trending Post
📌ফ্রিল্যান্সার হওয়ার কয়েকটি শর্ত-
১.আপনার একটি কম্পিউটার ( ডেস্কটপ অথবা ল্যাপটপ ) থাকতে হবে।
২.কম্পিউটার এর সাথে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
৩.রাত জেগে কাজ করার ধৈর্য থাকতে হবে।
৪.ইংরেজি পড়তে, বুঝাতে, এবং বলতে পারতে হবে।
৫.প্রযুক্তিগত কোন সমস্যায় পড়লে ইন্টারনেটে সার্চ করে সমাধান বের করার এবিলিটি থাকতে হবে।
৬.অবশ্যই আমি যে সেবাটি প্রদান করতে যাচ্ছেন সেটি সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা রাখতে হবে বা ভালোভাবে কাজ জানতে হবে।
৭.সোশ্যাল মিডিয়ায় এক্টিভ থাকতে হবে।
📌কেন ফাইভার অন্যান্য মার্কেটপ্লেস থেকে ভালো?
১. নতুনদের জন্য কাজ শুরু করার জন্য সব থেকে ভালো প্ল্যাটফর্ম । সহজ অপশন এবং ইউজার ইন্টারফেস অনেক সহজ ।
২. নিজে থেকে বিড কর‍তে হয় না । বিডিং ফ্রিল্যান্সিং এর অন্যতম কঠিন একটা পার্ট । সুতরাং একটা কঠিন পার্ট থেকে বাঁচলেন ।
৩. সহজেই গিগ ক্রিয়েট করা যায় । যদিও একটা ভালো মানের গিগ ক্রিয়েট করা যথেষ্ট রিসার্চ এবং সময় সাপেক্ষ ব্যাপার ।
৪. শুধুমাত্র অনলাইন থেকে অর্ডার পাওয়া সম্ভব । গিগ সাজান, অনলাইন থাকুন, ক্লায়েন্ট এর মেসেজ এর অপেক্ষা করুন ।
৫. ইংরেজীতে তুলনামূলক কম দক্ষ হলেও কাজ করা সম্ভব।
📌ফাইবারে সাফল্য পেতে যা অবশ্যই করবেনঃ
১. গিগ তৈরী করার আগে প্রচুর রিসার্চ করুন । কিওয়ার্ড রিসার্চ এবং অপটিমাইজেশন এর প্রসেস সম্পর্কে জানুন ।
২. বেশী বেশী একটিভ থাকুন, ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়ে যেন কখনোই ফিরে না যায় ।
৩. আপনার ক্যাটাগরীর টপ লেভেল ফ্রিল্যান্সারদের একাউন্টগুলো চেক করুন, তাদের একাউন্ট এবং আপনার একাউন্ট এর পার্থক্য বের করুন । কোন তথ্য দেয়া বাকি থাকলে দিন । কাজ পেতে হলে অবশ্যই আপনার একাউন্ট কমপ্লিট থাকতে হবে ।
৪. মার্কেটপ্লেসে এবং বিভিন্ন পোর্টফোলিও সাইটে নিজেকে কাজগুলোকে সাজিয়ে রাখুন ।
৫. নিয়মিত বায়ার রিকোয়েষ্ট পাঠান ।
(Collected)

রোজ রোজ তো গল্প শোনেন। আজ শাশুড়ী ও তার হবু জামাই এর কথোপকথন শোনেন! 👇শাশুড়ি তার হবু জামাইকে বলছেন, "বাবা" বিয়েতে তুমি কি ...
24/09/2021

রোজ রোজ তো গল্প শোনেন। আজ শাশুড়ী ও তার হবু জামাই এর কথোপকথন শোনেন! 👇
শাশুড়ি তার হবু জামাইকে বলছেন, "বাবা" বিয়েতে তুমি কি কি উপহার চাও?
জামাইঃ কি যে বলেন মা ! আপনার মেয়ে তো নিজেই গুণবতী...আমার আর কি চাই!!
"আমাকে আপনি শুধু "টর" দিবেন, তাহলেই হবে"
শাশুড়ীঃ (খুব অবাক হয়ে) "টর" জিনিসটা কি বাবা? খুলে বলো কি তো? 🤔
জামাইঃ (কাচুমাচু করে) এই ধরুন মা... ""রেফ্রিজারে' টর,, জেনারে' টর,,স্কু' টর,,
কম্পিউ' টর,,ধরুন গিয়ে যেকোন ধরনের ""টর"".. শাশুড়ীঃ (মজা করে) ওলে আমার
আদরের জামাই,, It doesn't ম্যাটর। তুমি তো একজন মাষ্টর, আমিও তোমাকে পরাতে জানি সুয়ে'টর!
"তারপর তোমার হাতে তুলে দেবো আমার ড'টর,,,সে হবে তোমার মেন্টর। তার হাতে থাকবে একটা হান'টর,,
"সে তোমাকে দিয়ে রান্না করাবে
ম'টর + টমে'টর"
রান্না খারাপ হলে শরীরে ঢালবে হট ওয়া'টর,,
"তখন তোমাকে দেখতে লাগবে বে"টর
কি বুঝলে মিস্'টর !!..
"এই কথা শুনে জামাই দিলো এক দৌড় !
ঠিক যেনো হেলিকপ' টর"!! 😄
I am not এটার রাইটর, only কালেক'টর 😀

23/09/2021

Reality

17/09/2021
10/09/2021

Address

Jurain
1204

Alerts

Be the first to know and let us send you an email when Uodima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share