
24/08/2024
আক্কেলপুরে শহীদ শিক্ষার্থীদের পরিবারের পাশে
জিয়াউর রহমান ফাউন্ডেশন
————
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্য দের হাতে আর্থিক অনুদান প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন সুজন, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সহ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা অধীনস্থ তিলকপুর ও সোনামুখী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে আক্কেলপুর উপজেলাধীন সোনামূখী ইউনিয়নের রামশালা গ্রামের নিবাসী শিক্ষার্থী মিনহাজুল ইসলাম এবং তিলকপুর ইউনিয়নের অধীনস্থ শিয়ালাপাড়া গ্রামের নিবাসী শিক্ষার্থী রেজওয়ান শরীফ রিয়াদ শহীদ হন।
© BNP Media Cell