Joypurhatnews24.com

Joypurhatnews24.com জয়পুরহাট জেলার গনমানুষের আস্থার প্রতীক
জয়পুরহাট নিউজ টুয়েন্টিফোর
জয়পুরহাটের হৃদয় হতে জয়পুরহাটের ২৪ ঘণ্টার নিউজ প্রকাশে বদ্ধ পরিকর
(86)

23/06/2024

খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেস মেকার বসানোর কাজ চলছে: আইনমন্ত্রী

***জয়পুরহাটের সাবেক পুলিশ সুপার আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।
23/06/2024

***জয়পুরহাটের সাবেক পুলিশ সুপার আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

22/06/2024

৫০ রানে হেরে সেমির স্বপ্ন শেষ টাইগারদের

22/06/2024

তানজিম সাকিবের জোড়া আঘাত

ভারত : 77/3

বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ১০ বরযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার (২২ জুন) দুপুরে...
22/06/2024

বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ১০ বরযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার হলদিয়া হাট সংলগ্ন একটি লোহার সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

22/06/2024

৮ দিনের ছুটি শেষে হিলিতে আমদানি-রপ্তানি শুরু

***জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাটে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাটে দর্শনার্থীদে...
22/06/2024

***জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাটে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাটে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। একইসঙ্গে পাঁচবিবি উপজেলার পৌর পার্ক, আক্কেলপুর উপজেলার হলহলি ব্রিজ ও কালাই উপজেলার নান্দাইল দীঘিতেও দর্শনার্থীর সরগম ছিল চোখে পড়ার মতো। স্থানীয়দের দাবি জয়পুরহাটে সরকারিভাবে একটি বিনোদন কেন্দ্র বা পার্ক বাননোর দাবি। এদিকে বিনোদন কেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তার দেওয়ার কথা জানালেন পুলিশ সুপার।

ঈদের আনন্দটা খুব ভালোয় কাটছে সবার। এই আনন্দকে রাঙিয়ে দিতে স্থানীয় বিনোদন কেন্দ্র গুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। জয়পুরহাট সদরে তেমন কোনো বিনোদনকেন্দ্র না থাকায় চরম বিপাকে পড়ছেন দর্শনার্থীরা। তাদের দাবি সরকারিভাবে জয়পুরহাটে যেন একটি পার্ক নির্মাণ করা হয়। এতে করে শিশুদের যেমন মানষিক বিকাশ ঘটবে তেমনি বিনোদনের একটা স্থায়ী ব্যবস্থা হবে

বগুড়ার সোনাতলা থেকে পরিবার নিয়ে এসেছেন বেসরকারি কোম্পানির চাকরিজীবি মোঃ আতিক হোসেন বলেন ‘ঈদের ছুটিতে আনন্দ উপভোগ করতে ও খানিকটা স্বস্তি পেতে আজ শুক্রবার নাদাইল দীঘিতে এসেছি। দীঘির পরিবেশ আমাদের নিকট খুব ভালা লেগেছে। কোনো ঝুট-ঝামলা নেই।’পরিবেশটা অত্যন্ত লাগছে ।

নওগাঁ পৌর এলাকার বাসিন্দা মোঃ ফারমান হোসেন বলেন, ‘আমরা বন্ধুরা তিন মোটরসাইকেল নিয়ে এই তুলসী গঙ্গা নদীর বিলের ঘাট সৌন্দর্যরুপ দেখতে এসেছি। বিভিন্ন সামাজিক মাধ্যমে ও লোকজনের মুখে এই ক্ষেতলাল উপজেলার তুলসী গঙ্গা নদীর বিলের ঘাটের কথা জেনে ও শুনে ঘুরতে এসেছি। নওগাঁ থেকে যদিও এই তুলসী গঙ্গা নদীর বিলের ঘাট রাস্তার দূরত্ব বেশ দূর তবুও ঈদের আনন্দ উপভোগ করার জন্য এই দুরত্বও আমাদের ভাল লেগেছে। আবার এইদিকের যোগাযোগ ব্যবস্থাও অনেক ভালা। এখানে এসে আমরা সবাই খুবই আনন্দ পেয়েছি।

মোহাম্মদ নূরে আলম পুলিশ সুপার জয়পুরহাট
আমরা বিনোদন কেন্দ্র গুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করেছি ঈদের দিন ও ঈদের পরের দিন থেকে । দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে ঈদের আনন্দ করতে পারে এই জন্য জয়পুরহাট জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। দূর্ঘটনা এড়াতে মোটরসাইকেল বা ফুল স্পিডে কোন যানবাহন চলাচল না করতে পারে সেজন্য আমরা চেকপোস্ট বসিয়েছি।
ঈদ মানে আনন্দ এই আনন্দ ভাগাভাগির মাধ্যমে সুন্দর হয়ে উঠুক মানুষের প্রাত্যহিক জীবন। যেখানে ভেদাভেদ ভুলে মিলেমিশে বাস করবে প্রতিটি মানুষ এমনি প্রত্যাশা সকলের।

-মিলন রহমান

22/06/2024

Emergency ab- blood need
Location : joypurhat
Date: 26-06-2024
Contact : +880 1403-969697

22/06/2024

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এর সকল গ্রাহক সদস্যগনের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যুৎ বিল বকেয়ার কারনে বিদ্যুৎ এর জন্য সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে, সংযোগ বিচ্ছিন্ন এড়াতে পরিশোধিত বিলের কপি সংরক্ষণ করার জন্য অনুরোধ করা হলো।

প্রচারেঃ জয়পুরহাট পবিস কর্তৃপক্ষ।

***রাসেল ভাইপার কামড়ালে কী করবেন, গুরুত্বপূর্ণ তথ্য জানালেন চিকিৎসকসারাদেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার আতঙ্ক। এটি একট...
21/06/2024

***রাসেল ভাইপার কামড়ালে কী করবেন, গুরুত্বপূর্ণ তথ্য জানালেন চিকিৎসক

সারাদেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার আতঙ্ক। এটি একটি বিষধর সাপ। দীর্ঘদিন বাংলাদেশে দেখা না গেলেও নতুন করে বেশ কয়েকটি জেলায় এ সাপের আবির্ভাব ঘটেছে। সম্প্রতি পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে, গত কিছুদিন যাবত বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত।

চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার জানিয়েছে, সম্প্রতি দেশের ২৭টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার। সবচেয়ে বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে।

প্রচলিত আছে এ সাপ কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আসলেই কি এতটা ভয়‌ঙ্কর রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপ?

বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রায় ৪০০০ এর বেশি সর্প দংশনের রোগীর চিকিৎসা দেওয়া ডা. ফরহাদ উদ্দীন হাসান চৌধুরী।

তিনি তার পোস্টে লেখেন-

বাংলাদেশের প্রধান ৩ টি বিষাক্ত সাপ হলো গোখরা (কোবরা), কেউটে (ক্রেইট) এবং রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। রাসেলস ভাইপার অপেক্ষাকৃত বেশি বিষধর। অতিসম্প্রতি এই সাপটির প্রকোপ বেড়ে গেছে। তবে এই সাপটি নিজ থেকে তাঁড়া করে কাউকে দংশন করে না। মূলত অসাবধানতাবশত কেউ এই সাপের গায়ে পারা দিলে এই সাপটি ছোবল দেয়।

তিনি বলেন, এই সাপের বিষ শরীরে প্রবেশ করলে মূলত শরীরের রক্ত পাতলা হয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ হতে পারে, কিডনি বিকল হতে পারে, স্নায়ু অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। বাংলাদেশে সর্প দংশন প্রতিরোধী যে অ্যান্টিভেনম রয়েছে সেগুলো কোবরা এবং ক্রেইটের বিপরীতে ভালোভাবে কাজ করলেও রাসেলস ভাইপারের বিরুদ্ধে ভালোমতো কাজ করে না। এই এন্টিভেনমটিতে ভারতীয় রাসেলস ভাইপারের বিরুদ্ধে উপাদান রয়েছে। ভারতীয় রাসেলস ভাইপারের বিষ এবং বাংলাদেশের রাসেলস ভাইপারের বিষের ভিতরে উপাদানগত বৈসাদৃশ্য বেশি হওয়ায় এটি পুরাপুরি কাজ করে না।

ডা. ফরহাদ বলেন, আমাদের দেশের এই সাপটির বিরুদ্ধে একটি কার্যকরী অ্যান্টিভেনম তৈরি করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক অনিরুদ্ধ ঘোষের নেতৃত্বে একদল গবেষক বিগত প্রায় ৪-৫ বছর নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আশা করি আমরা অদূর ভবিষ্যতে রাসেলস ভাইপারের বিরুদ্ধে কার্যকরী দেশীয় একটি অ্যান্টিভেনম পেতে পারি। বিষাক্ত আর অবিষাক্ত মিলিয়ে আমি জীবনে ৩০০০-৪০০০ এর বেশী সর্প দংশনের রোগী নিজেই চিকিৎসা করেছি। কোবরা, ক্রেইট, রাসেলস ভাইপার সব ধরনের সাপের কামড়ের চিকিৎসা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত রাসেলস ভাইপারের ক্ষেত্রে ৫০% এর বেশি রোগীকে বাঁচাতে পারিনি। তবে আক্রান্ত হওয়ার পরপরই দ্রুততম সময়ে হাসপাতালে আসলে, অতিদ্রুত অ্যান্টিভেনম শুরু করলে ও সাপোর্টিভ চিকিৎসা যেমন ডায়ালাইসি, ভেন্টিলেশন ইত্যাদি দিলে রোগী বাঁচানো সম্ভব বলে মনে করি।

আমরা সাধারণত সাপ কামড় দিলে বাঁধ দেই কিন্তু রাসেলস ভাইপারের কামড় নিশ্চিত হলে আক্রান্ত অংশে গিঁট বা বাঁধ দিতে নিষেধ করা হয় কারণ বাঁধের কারণে মাংসপেশির ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে অঙ্গহানি হতে পারে। সাপ মেরে ফেলে সাপের বংশ শেষ করা যাবেনা। ব্রিটিশ আমলে সরকারি উদ্যোগে সাপ মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছিল এবং যথারীতি ঘটা করে সাপও মারা হয়েছিলো কিন্তু সর্পদংশনের সংখ্যা বা সাপের বংশ কোনটিই কমেনি।

তিনি বলেন, সাপে কামড়ের চেয়েও বাংলাদেশে আরও বড় স্বাস্থ্য সমস্যা আছে। সেপসিস নামক একটি রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষ মারা যায়, ইনফেকশনে অ্যান্টিবায়োটিক কাজ না করার কারণে হাজার হাজার মানুষ মারা যায়, গতবছর ডেঙ্গুতে মারা গিয়েছে ১৭০০ মানুষ। দেশে সাপের কামড়ে মারা যায় প্রতিবছর ৬০০০ এর অধিক মানুষ। এর বেশিরভাগই প্রান্তিক জনগণ। সচেতনতার অভাবে হাসপাতালে না গিয়ে ওঝার কাছে গিয়ে বেশিরভাগ মানুষের অপমৃত্যু হয়। সচেতনতা বৃদ্ধি, দ্রুত হাসপাতালে যাওয়া এবং যথাসময়ে অ্যান্টিভেনম প্রয়োগ করাই ভরসা। বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে সাপের কামড় বৃদ্ধি পায় তাই এখন সাবধান থাকাটা বেশি জরুরি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রিপা আক্তার (২০) নামে চিকিৎসক পরিচয় দেওয়া এক তরুণীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাস...
21/06/2024

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রিপা আক্তার (২০) নামে চিকিৎসক পরিচয় দেওয়া এক তরুণীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চিকিৎসক নন বলে স্বীকার করেছেন।

***পাঁচবিবি রামচন্দ্রপুর হিন্দুরপাড়া রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের রামচনদ্র...
21/06/2024

***পাঁচবিবি রামচন্দ্রপুর হিন্দুরপাড়া রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের রামচনদ্রপুর মল্লিকপাড়া মোড় থেকে রামচন্দ্রপুর হিন্দুপাড়া পর্যন্ত রাস্তাটি কয়েক দিনের বৃষ্টিতে কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আটাপাড়া থেকে মল্লিকপাড়া পর্যন্ত রাস্তাটি এইচবি করা। কিন্তু মল্লিকপাড়া মোড় থেকে দক্ষিণ দিকে রামচন্দ্রপুর হিন্দুপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা সম্পূর্ণ কাঁচা। গত ৫-৬ দিনের টানা বৃষ্টিতে মাটির কাঁচা রাস্তাটি কাদা হয়ে গেছে। সেই সাথে ট্রলিবাহী ট্রাক্টর চলাচলের ফলে রাস্তা দিয়ে যানবাহন চলাচল এমনকি পায়ে চলাও অসম্ভব হয়ে পড়েছে।

ওই রাস্তা দিয়ে চলাচলকারী গ্রামবাসী ফনি মন্ডল বলেনস, এবার ইরি-বোরো ধান কাটামাড়াই করে রাস্তার এই দুর্দশার কারণে ফসল ঘরে তুলতে খুব কষ্ট হয়েছে। বিকল্প রাস্তাও নেই ফলে কৃষকরা উল্টো দিকে চকসমশের হয়ে শেকটা পেড়িয়ে প্রায় ৩ কিলোমিটার পথ পেড়িয়ে গিয়ে ধান বিক্রি করেছেন।

স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য নওশাদ আলী মন্ডল জানান, রাস্তাটি এমপি’র বরাদ্দকৃত রাস্তা। তিনিই পাকা রাস্তা তৈরির পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

বাগজানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মন্ডল বলেন, রাস্তাটি পাকা করার জন্য এড. সামছুল আলম দুদু এমপি’র কাছে আবেদন করা হয়েছে।

© করতোয়া

20/06/2024

বগুড়ায় সিজারের রোগীর জন্য জরুরি ভিত্তিতে এবি নেগেটিভ (Ab-) রক্তের প্রয়োজন।
মোবাইল: 01716095850

20/06/2024

মাধ্যমিক পর্যায়ে স্কুল খুলবে ২৬ জুন

শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে

20/06/2024

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমতে পারে ৭ দিন, সিদ্ধান্ত আজ

দেড় বছরে এ সাপের কামড়ে শুধু রাজশাহী মেডিকেলেই ভর্তি হয়েছেন ৬৮ জন। আর মৃত্যু হয়েছে ১৮ জনের।
20/06/2024

দেড় বছরে এ সাপের কামড়ে শুধু রাজশাহী মেডিকেলেই ভর্তি হয়েছেন ৬৮ জন। আর মৃত্যু হয়েছে ১৮ জনের।

জয়পুরহাট নিউজ ২৪

পাঁচবিবির মাহিন দেশসেরা দ্বিতীয় ক্ষুদে বিজ্ঞানী
19/06/2024

পাঁচবিবির মাহিন দেশসেরা দ্বিতীয় ক্ষুদে বিজ্ঞানী

19/06/2024

২০২১

***কালাইয়ে ইউসাকের শিক্ষা মেলা ও ১৫০০ কৃতি শিক্ষার্থী সংবর্ধনাজয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা মেলা ও কৃতি শিক্ষ...
19/06/2024

***কালাইয়ে ইউসাকের শিক্ষা মেলা ও ১৫০০ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। বুধবার বিকেল সাড়ে চার টার দিকে কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে 'ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েসন অব কালাই' (ইউসাক) এ অনুষ্ঠানের আয়োজন করে।উক্ত অনুষ্ঠানে 'এসএসসি' ও 'এইচএসসি'তে 'এ প্লাস' প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থী, ৪১তম 'বিসিএস' এর মাধ্যমে নিয়োগ পাওয়া ৯ জন ক্যাডারসহ মোট ১ হাজার ৫০০ জন মেধাবীদের এ সংবর্ধনা দেয়া হয়েছে।শিক্ষা মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 'ইউসাকে'র সভাপতি আল মোন্তাকিম মাহদী নোমান। 'ইউসাকে'র সাধারণ সম্পাদক জিন্নাত আরা জেবিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো.খায়রল আলম। এছাড়াও বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেরিনা পারাভীন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ারের সহকারী অধ্যাপক ড. স্বজন রহমান, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, 'ইউসাকে'র সাবেক সভাপতি রবিউল ইসলাম রিমন,রুহুল আমিন,আব্দুল্লাহ আস সাফি সোহান,রাজিব হোসাইন,তাওহীদুল ইসলাম,তানভীর আহমেদ,প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মি...
19/06/2024

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।

জয়পুরহাট নিউজ ২৪

19/06/2024

ইউসাক কর্তৃক আয়োজিত "শিক্ষা মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪"

19/06/2024

ছাগল কিনে আলোচিত ছেলেটি আমার নয়: রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান

***প্রেমের টানে ইন্দোনেশীয় তরুণী ক্ষেতলালেইন্টারন্যাশনাল ফোরাম স্পিকিং২৪ ডটকম ওয়েব সাইটের মাধ্যমে ইন্দোনেশীয় তরুণীর সঙ্গ...
18/06/2024

***প্রেমের টানে ইন্দোনেশীয় তরুণী ক্ষেতলালে

ইন্টারন্যাশনাল ফোরাম স্পিকিং২৪ ডটকম ওয়েব সাইটের মাধ্যমে ইন্দোনেশীয় তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইন্দোনেশীয়ায় গিয়ে ওই তরুণীকে বিয়ের করে দেশে ফিরলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুমশহর গ্রামের আমিনুর ইসলামের ছেলে শাকিউল ইসলাম(২৯)। শাকিউলের স্ত্রী তারাডা বার্লিয়াম মেগানন্দ(২৭) ইন্দোনেশীয়ার জাম্বী প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

জানাগেছে, মধ্যবৃত্ত পরিবারের সন্তান শাকিউল ইসলাম লেখাপড়া শেষে চাকুরীর উদ্দেশ্যে ঢাকা শহরে যায়। সেখানে প্রাইভেট কোম্পানির চাকরির পাশাপাশি ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং ডটকম নামের একটি ওয়েব সাইটের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত দুইমাস পূর্বে শাকিউল ইসলাম ঢাকা থেকে ইন্দোনেশীয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ১০ জুন ওই দেশের মুসলিম রীতি অনুযায়ী পারিবারিক ভাবে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। এরপর ১৮ জুন মঙ্গলবার বিকেল ৫ টায় নব দম্পতি উপজেলার কুশুমশহর গ্রামে নিজ বাড়ীতে আসেন। নব দম্পতিকে দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় জমায়।

এবিষয়ে শাকিউল ইসলাম বলেন, ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং২৪ ডটকম ওয়েব সাইটের মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর যাবৎ তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে বিয়ে করেছি। আগামী বৃহস্পতিবার এদেশের রেওয়াজ অনুসারে বউভাত অনুষ্ঠান হবে।

_mizanur rahman

18/06/2024

আবারও প্রেমের টানে ইন্দোনেশিয়ার মেয়ে ক্ষেতলালের কুসুমশহর গ্রামে

কালাইয়ের ইউসাক কর্তৃক আয়োজিত শিক্ষা মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ এর অনুষ্ঠানসূচী।
18/06/2024

কালাইয়ের ইউসাক কর্তৃক আয়োজিত শিক্ষা মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ এর অনুষ্ঠানসূচী।

নান্দাইল দীঘি পুনট, কালাই, জয়পুরহাট।
18/06/2024

নান্দাইল দীঘি পুনট, কালাই, জয়পুরহাট।

17/06/2024

কোরবানির চামড়া কত দামে বিক্রি করলেন❓

জয়পুরহাটের নাজমা সিনেমায় চলছে ঈদের ছবি 'ডার্ক ওয়ার্ল্ড'
17/06/2024

জয়পুরহাটের নাজমা সিনেমায় চলছে ঈদের ছবি 'ডার্ক ওয়ার্ল্ড'

Address

জয়পুরহাট
Joypur

Alerts

Be the first to know and let us send you an email when Joypurhatnews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joypurhatnews24.com:

Videos

Share


Other Media/News Companies in Joypur

Show All

You may also like