31/12/2024
স্বাধীন হয়েছিলাম ৩৬শে জুলাই। সত্যিই কি স্বাধীন হয়েছিলাম? হ্যাঁ হয়েছিলাম ঠিকই কিন্তু একশ্রেণীর মানুষের প্রকাশ্যে অপ্রকাশ্যে ভারতীয় দালালীর কারণে, এই জয়যাত্রা কিছুটা হলেও পিছিয়ে পরেছে।
ওরা এসেছে, তবে সাধারণভাবে নয়। এসেছে কখনো হেলমেট বাহিনী হয়ে, কখনো রিক্সাওয়ালা, ডাক্তার, অটোচালক। আবার কখনো আনসার বাহিনী হয়ে। ওরা যতবারই এসেছে ততবারই এই বাংলার মানুষ আরও শক্তিশালী হয়েছে।
প্রথম আলো, ডেইলি স্টার গত ১৬ বছর ধরে আওয়ামী সরকারের পা চাটা দালাল ছিলো। শুধু কি তারাই ছিলো? প্রশাসন বিভাগের একটা বিশাল ক্ষেত্র এই চক্রান্তের শামিল ছিলো গত ১৬ বছর ধরে। যে সরষে দিয়ে ভূত তাড়াবো সেই সরষের মাঝেই ভূত এখনো আছে।
যোগ্য স্থানে যখন অযোগ্য ব্যক্তিকে বসানে হবে সেখানে সফল হওয়ার চান্স জিরো পারসেন্ট হবে এটাই স্বাভাবিক।
শুধুমাত্র একটি সুষ্ঠ নির্বাচনের জন্য এদেশের রাজপথে হাজারো ছাত্রছাত্রীদের বলিদান হয়নি। শুধুমাত্র একদল থেকে আরেক দলের কাছে ক্ষমতা হস্তান্তরের কারণে এই আন্দোলন হয়নি। শুধুমাত্র নতুন করে পাড়ায় মহল্লায় সভাপতি সহ-সভাপতির কমিটি গঠনের জন্য এই আন্দোলন হয়নি।
জুলাই অভূথ্যানের মূল লক্ষ্য ছিলো এই দেশের মানুষকে তাদের সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়া। ভারতীয় দালালী আগ্রাসন থেকে দেশের মানুষকে মুক্ত করা।
দলমত নির্বিশেষে এইদেশকে পরাধীনমুক্ত, ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করায় ছিলো এই আন্দোলনের মূল লক্ষ্য।
আজ আবারও একত্রিত হতে হবে। আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হতে হবে। নিপাত যাক স্বৈরাচারী ষড়যন্ত্র।
৩৬ জুলাই পূর্ণতা পাক ৩১ ডিসেম্বরে✊