Freelancer Emon

Freelancer Emon I am Md Showkat Emon .I am freelancer in Digital Marketing .

24/09/2023

দেশের যে, যে জায়গায় আছেন, যারা একদম শুরু থেকে ফ্রিল্যান্সিং শিখে ক্যারিয়ার গঠন করতে চান।কিন্তু সঠিক গাইডলাইন এর অভাবে শুরু করতে পারছেন না।
ইনশাআল্লাহ তাদের সর্বোচ্চ হেল্প করবো।

24/09/2023

/ মুক্ত পেশা নিয়ে কিছু কথা 😮

What is freelancing?
#ফ্রিল্যান্সিং_কি❓ →ফ্রিল্যান্সিং হলো, স্বাধীন বা মুক্ত পেশা, কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে না থেকে, স্বাধীন ভাবে চুক্তিভিত্তিক কাজ করে ইনকাম করাকে Freelancing বলে।

Why you should start freelancing?
#কেন_আপনি_ফ্রিল্যান্সিং_শুরু_করবেন❓ → Freedom & money স্বাধীন ভাবে কাজ করা ও টাকা উপার্জন করার জন্য।

❓→একটা Question সবার থেকেই যায়, আমি ৩ মাস ফ্রিল্যান্সিং লিখব তাহলে কি আমি এই ৩ মাস আয় করতে পারবনা ❓😮

এই দুশ্চিন্তার কথা ভেবেই আমরা দিচ্ছি ফ্রিল্যান্সিং শিখার পাশাপাশি ইনকামের সুবর্ণ সুযোগ, এবং কোর্স শেষে থাকছে জবের সুব্যবস্থা।

এছাড়া ও আকর্ষণীয় অফার হিসেবে থাকছে Scholarship এ freelancing শিখার সুযোগ। পাশাপাশি পাচ্ছেন ১০০% লাইফ টাইম সাপোর্ট ।

🎊🎉বিস্তারিত তথ্য:
📲
Contact: Inbox me
Institute: Future IT Institute
Location: মগবাজার মোড়ে, রাজ্জাক প্লাজা ৩য় তলায়, সিটি ব্যাংকের উপর তলায়।


21/07/2023

বর্তমান সময়ের কথা সঠিক ভাবে তুলে ধরেছেন 🥰
আন্তরিক ভাবে ধন্যবাদ ফ্রিল্যান্সারদের পাশে এসে দাঁড়ানোর জন্য 😇
কাজ টা নিয়া মানুষ এর নেগেটিভ কথার শেষ নেই।
দিন শেষে সরকার আমাদের পক্ষে 🥰😍

ধন্যবাদ,,(মাননীয় প্রধানমন্ত্রী কে 🥰)

26/06/2023

ফ্রিল্যান্সিং করার জন্য কিছু কারণ বিবেচনা করা হয়। বাংলাদেশে ফ্রিল্যান্সিং করার কিছু প্রধান কারণগুলো নিম্নরূপ:

1. স্বাধীনতা: ফ্রিল্যান্সিং আপনাকে স্বাধীনতা দেয় সময়ের প্রবাল ব্যবহারে। আপনি নিজের সময় পরিচালনা করতে পারবেন এবং নিজের পছন্দের প্রকল্পগুলো নির্বাচন করতে পারবেন।

2. নিরাপত্তা ও কর্মক্ষমতা: ফ্রিল্যান্সিং করে আপনি একটি স্থায়ী অফিসের প্রতিষ্ঠানে করার চেয়ে বেশি নিরাপত্তা এবং কর্মক্ষমতা অর্জন করতে পারেন। আপনি নিজের কাজের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেন এবং প্রয়োজনে কাজ করার জন্য সময় নিতে পারেন।

3. বিশ্বব্যাপী অবসরপ্রাপ্তি: ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো বিশ্বব্যাপী আরোগ্য এবং কাজের সুযোগ প্রদান করে। আপনি বিভিন্ন দেশের ক্লা

য়েন্টদের সাথে কাজ করতে পারেন এবং বিশ্বব্যাপী বাজারে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা প্রদর্শন করতে পারেন।

4. আয়: ফ্রিল্যান্সিং থেকে আপনি স্বাধীনতা এবং আর্থিক স্বাধীনতা উভয়ই অর্জন করতে পারেন। বিশ্বব্যাপী মার্কেটপ্লেসে আপনি আপনার মানদণ্ড অনুযায়ী কাজের মূল্য নির্ধারণ করতে পারেন এবং বেশি আয় উপার্জন করতে পারেন।

ফ্রিল্যান্সিং একটি সম্পূর্ণ পেশা হিসাবে কাজ করার জন্য ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সময় পরিচালনা, প্রোজেক্ট ম্যানেজমেন্ট ক্ষমতা, সঠিক দক্ষতা ও বিপণন ক্ষমতা এবং গুণমানের উপর ভিত্তি করে ফ্রিল্যান্সিং করার সফলতা বিশ্বস্ত করতে পারেন।

অনেক ভাই ও বন্ধুরা আমাকে এ প্রশ্নটি করে থাকেন🤦‍♀️আমি কি ফ্রিল্যান্সিং পারবো?👨‍👩‍👧আমার ফ্যামিলি তো রাজি হবে না।আমার কাছে ...
06/06/2023

অনেক ভাই ও বন্ধুরা আমাকে এ প্রশ্নটি করে থাকেন
🤦‍♀️আমি কি ফ্রিল্যান্সিং পারবো?

👨‍👩‍👧আমার ফ্যামিলি তো রাজি হবে না।আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমি কিভাবে ফ্রিল্যান্সিং করব ???
ফ্রিল্যান্সিং করতে লাগে শুধু ধৈর্য আর কাজ করার প্রবল ইচ্ছা💪
। যদি আপনার এই ২টা জিনিস থাকে তাহলে আপনি ফ্রিলান্সার হতে পারবেন👩‍💻

✨আর ফ্যামিলি মানবে না এটাই স্বাভাবিক। কারণ,তাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। তাদেরকে ভালো করে বুঝাতে হবে। তাহলে তারা অবশ্যই বুঝবে

আর টাকা নেই। না থাকাটা স্বাভাবিক। কারণ,টাকা থাকলে তো আর কাজ করতেন না।কষ্ট, শ্রম আর ধৈর্য ছাড়া ভালো কিছু করা সম্ভব না। জীবনে Risk নিতে শিখুন। দেখবেন জীবন আপনাকে অনেক ভালো কিছু Feedback দিবে।



#হ্যাপি_ফ্রিল্যান্সিং_ক্যারিয়ার

04/06/2023

প্রিয় স্যার 💝💝

25/05/2023

Insha-allah !! 🙂

Address

Joypurhat
Joypur
5910

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Emon:

Videos

Share

Nearby media companies