Faridul Islam

Faridul Islam Don't lose personality

আসসালামু আলাইকুম। রোগী নিয়ে  কম বেশি সবাই চিন্তা করে,  কোন ডাক্তারকে দেখাবো, কোন ডাক্তারের পরামর্শ নিবো।এই চিন্তাটি আমা...
17/01/2024

আসসালামু আলাইকুম।
রোগী নিয়ে কম বেশি সবাই চিন্তা করে, কোন ডাক্তারকে দেখাবো, কোন ডাক্তারের পরামর্শ নিবো।
এই চিন্তাটি আমাদের রয়েই যায়,,
যারা ( হার্ট স্পেশালিস্ট ও সার্জন ) ডাক্তার খুঁজতেছেন তাদের জন্য এই পোস্টটি,,, আশা করি একটুর জন্য হলে অনেকের উপকারে আসবে ইনশাল্লাহ।
কনসালটেন্ট কার্ডিয়াক সার্জান
ডা: মোঃ শাখাওয়াত হোসেন (শাকিল)
এমবিবিএস, এম. এস ( কার্ডিওথেোরাসিক)
তিনি ওপেন হার্ট সার্জারিতে ( হার্টের বাইপাস, হার্টের টিউমার, ভাল্ব রিপ্লেসমেন্ট ছিদ্রসহ জন্মগত ত্রুটি, ভেরিকোস ভেইনসহ রক্তনালীর ) সার্জারিতে অভিজ্ঞ।
শনি থেকে বৃহস্পতিবার রোগী দেখা হয়।
স্যারের চেম্বার ( ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার ) মিরপুর ৭, পল্লবী, ঢাকা- ১২১৬ ।
[ আমি এই হাসপাতালে চাকরি করি ]
সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার: 01754786276, 01963012626
** স্যার অনেক অভিজ্ঞ মানুষ। তাই যারা যারা স্যারের পরামর্শ এবং ওপেন হার্ট সার্জারিতে( হার্টের বাইপাস, হার্টের টিউমার, ভাল্ব রিপ্লেসমেন্ট ছিদ্রসহ জন্মগত ত্রুটি, ভেরিকোস ভেইনসহ রক্তনালীর ) সার্জারি করাতে চান উপরে নাম্বারে যোগাযোগ করবেন।
বি:দ্র: নিজের জেলার মানুষ নির্ভয়ে এবং টেনশন মুক্ত ভাবে সেবা গ্রহণ করতে পারে তারই চেষ্টা মাত্র।

শচীন টেন্ডুলকারকে পিছনে ফেলে, ওপেনার হিসেবে সর্বোচ্চ (৪৬) টি সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন ওয়ার্নার!BOSS(31)💥
17/09/2023

শচীন টেন্ডুলকারকে পিছনে ফেলে, ওপেনার হিসেবে সর্বোচ্চ (৪৬) টি সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন ওয়ার্নার!

BOSS(31)💥

আগামী একশো বছরে বাংলাদেশ এশিয়া কাপ পেলেও সাকিবের মতো প্লেয়ার পাবে না💪
12/09/2023

আগামী একশো বছরে বাংলাদেশ এশিয়া কাপ পেলেও সাকিবের মতো প্লেয়ার পাবে না💪

09/09/2023

Bangladesh cricket team is a মাদারবোর্ড

শুধু লিজেন্ডরাই বুঝতে পারবে🤣🤣
08/09/2023

শুধু লিজেন্ডরাই বুঝতে পারবে🤣🤣

তুমি থাকবে ১৬ কোটি মানুষের মাঝে💝😥Sorry Mahmudullah
13/08/2023

তুমি থাকবে ১৬ কোটি মানুষের মাঝে💝😥

Sorry Mahmudullah

16/07/2023

Song Name: ঈশ্বর
20k like please 🙏

হাহা দিয়ে বলটির দিকে তাকান আর👉 ম্যাজিক দেখুন 😱
10/07/2023

হাহা দিয়ে বলটির দিকে তাকান আর👉 ম্যাজিক দেখুন 😱

07/07/2023

সময়টা খারাপ যাচ্ছে,,, দলে আর সার্ভিস দিতে পারতেছি না।।তাই নিজেকে সরিয়ে নিলাম 🥺

তবে ভুলে যাইও না আমার অবদান 🙂💔

আবেগ সবসময় খুব খারাপ জিনিস। হাইয়েস্ট লেভেলের ক্রিকেটে আরো অনেক বেশি খারাপ। ওখানে ফিট শুধু ফিজিক্যালি হওয়া প্রয়োজন তা না,...
06/07/2023

আবেগ সবসময় খুব খারাপ জিনিস। হাইয়েস্ট লেভেলের ক্রিকেটে আরো অনেক বেশি খারাপ। ওখানে ফিট শুধু ফিজিক্যালি হওয়া প্রয়োজন তা না, সাইকোলজিকালিও হওয়া দরকার।

আমি শিউর যে

সাকিব যে পরিমান ক্রিটিসিজম হ্যান্ডেল করতে পেরেছে, যে পরিমান পাপন সাহেবের বকা বাদ্য শুনেছে, বোর্ডের আরো কর্মকর্তার শাসন পেয়েছে, গণমাধ্যম ও বিভিন্ন বড় বড় সেলিব্রিটির ক্রিটিসিজম হজম করেছে; (ভ্যালিড-ইনভ্যালিড সব মিলিয়ে) ওই পরিমান যদি তামিম ইকবালকে হ্যান্ডেল করতে হতো, তাহলে আরো ১০ বছর আগেই হয়তো তিনি রিটায়ারমেন্ট নিয়ে ফেলতেন।

কোন সন্দেহ নাই যে, একেক জন মানুষের ব্যক্তিত্ব ও নেয়ার সামর্থ্য একেক রকম। আল্লাহ সবাইকে সবকিছু দেয় না। কিন্তু প্রত্যেকটা ঘটনা থেকে শেখার এবং পথ বেছে নেওয়ার একটা সুযোগ সবসময়ই উন্মুক্ত থাকে; হোক সে ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর এমন কেউ, অথবা জীবনের মাঠে খেলছে এমন অনেক অন্য কেউ।

বাংলাদেশে টিকে থাকতে হলে আপনাকে ইগনোর করার ক্ষমতা থাকতে হবে, গায়ে না লাগানোর দৃষ্টিভঙ্গি থাকতে হবে। কখনো কখনো আবেগ প্রকাশ হয়ে যেতে পারে, কিন্তু আবেগের আতিশয্য ক্যারিয়ারকে আত্বহত্যার দিকে ঘাড় ধরে ঠেলে দিতে পারে না। এখানে টিকে থাকার নিয়ম, বেচে থাকতে হবে, লড়াই করতে হবে।

It's should never get over untill It's over...

সমালোচনা ছিল-থাকতো...

সমালোচনার জবাব হতে পারতো ব্যাটের ভাষায়, স্ট্রাইক রেটের ভাষায়, বিশ্বকাপে হাইয়েস্ট রান গেটারের ভাষায়, বিশ্বকাপ জেতার ভাষায়...

লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানোর ইশারা, সেঞ্চুরি করে হাথুরুকে তালিতে বাধ্য করার খানদানি...সেসমস্ত চ্যালেঞ্জ নেওয়ার গাটস...এতো দ্রুত কেন ফুরোবে?

আমি তো ভেবেছি, এই শেষ বেলায় তামিম ইকবাল শেষ একটা জবাব দিবেন। আমি হেরে যাবো, তামিম ইকবাল জিতবেন, ক্যারিয়ারের শুরু আর মাঝখানের ঘোরলাগা সময়ের মতো হবে এবারও।

অশ্রুসিক্ত এমন চিরস্থায়ী বিদায়, সত্যি অত্যন্ত বেদনাদায়ক, অপ্রত্যাশিত।

চট্টগ্রামে ভরদুপুরে শুধু যে তামিম ইকবাল হেরেছেন তা নয় কেবল, যারা লড়াই করতে ভালোবাসেন এমন লক্ষ কোটি তরুণ হেরে গেছে ওই মূহুর্তে।

কে জানে আমরা হয়তো কখনো কখনো জেতার খুব কাছাকাছি অবস্থান করে হার মেনে নেই, অজস্র!

নাকি বলবো এর নাম নিয়তি?

যার পায়ের তলায় ছিল গোটা দুনিয়া, সর্বজয়ি চেঙ্গিস খানের জীবনের অবসান হয়েছিল সামান্য একটা ঘোড়া দেখে পড়ে গিয়ে; তামিম ইকবাল খানের ক্যারিয়ারের বিএমডব্লিউ, যেটার শেষটা অসম্ভব আলোকিত হওয়ার 'সম্ভাবনা' টিকে ছিল, সেটা যে ৪ রাস্তার মোড়ে পথ হারালো তার নাম 'বেসামাল আবেগ।'

যে দিনকাল পড়ছে,, কাঁচা মরিচ ব্যাপসিক এর  মেয়েকে বিয়ে করা ছাড়া উপায় নাই😓
01/07/2023

যে দিনকাল পড়ছে,,
কাঁচা মরিচ ব্যাপসিক এর মেয়েকে বিয়ে করা ছাড়া উপায় নাই😓

29/06/2023

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ❤️
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

ঈদ মোবারক 🌙

22/06/2023

এক নারীর কারণে,, বেস্ট ফ্রেন্ডরাও পাল্টি খায় 💔😅

08/06/2023
13/05/2023

- আমাকে পেয়ে গেলে তুমিও এইভাবেই নাচবা বুজছো!!🫣🤭

11/05/2023

এমন একটা মাইয়্যা তো আমি ডিজার্ভ করি!!🤭

05/05/2023

পরিস্থিতি যেমনই হোক
যে তোমাকে মন থেকে ভালোবাসে
সে সব সময় তোমার পাশে থাকবে আগলে রাখতে চাইবে 😊❤️

29/04/2023

বন্ধু এটা তুই ছাড়া আর কেউ হতে পারে না😝🤣

28/04/2023

মানুষ কথা দেয় শুধু মুহূর্ত সুন্দর করার জন‍্য 🙂💔

26/04/2023

পুরাই কট রে ভাই😭😭😭।

21/04/2023

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

17/04/2023

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
অভিযোগ বাক্স.....

Address

Joypurhat
Joypur
5900

Telephone

+8801863604005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faridul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faridul Islam:

Videos

Share

Category