মসনবী শরীফ/Musnabi Sharif

মসনবী শরীফ/Musnabi Sharif মসনবী শরীফ With Jalal Uddin Rumi (Rh.)

07/07/2024
19/06/2024

পর্ব : ৭
স্থূল জ্ঞান আমলনামার বড় বড় খাতা গোনাহের কালিমায় কালো করে দেয়, পক্ষান্তরে জ্ঞানের জ্ঞান তথা আধ্যাতিক জ্ঞান মানুষের ভাগ্যাকাশ চাঁদের মতো আলোকিত করে ।
তাই তিনি স্থূল জ্ঞান-বিজ্ঞানের সীমায় আবদ্ধ না থেকে আধ্যাতিক জ্ঞান আহরণের আহবান জানিয়ে বলেন -
"গ্রীক জ্ঞান-বিজ্ঞান তো তুমি অনেকই পড়াশুনা করলে, অনেক সময় এ জ্ঞান বিজ্ঞান আহরণে ব্যয় করলে, এখন ঈমানী বিজ্ঞান পড়াশুনা কর" ।
আধ্যাতিক জ্ঞানের আরম্ভ হয় কোরআন হাদিস এবং শরীয়তচর্চা ও তার গবেষণা থেকে; আর আল্লাহ্ তে আত্মনিবেদনের সংযম-সাধনায় তার উন্নতি হয়ে যোগসূত্র সৃস্টি হয় আল্লাহ তাআলার কুদরত-ভান্ডারের জ্ঞান সমুদ্রের সাথে ।
দার্শনিক রুমি(র:) দোয়া প্রার্থনার সূরে তার খোঁজ দিয়েছেন ।
-হে প্রভু, যে জ্ঞানবিন্দু তুমি সৃষ্টিগতভাবে বা চর্চা ও অধ্যবসায়ের মাধ্যমে দান করেছ, তোমার কুদরতি জ্ঞানের সাগর মহাসাগরের সাথে তার যোগসূত্র সৃষ্টি করে দাও।
কুদরতি জ্ঞানের সাথে যোগসূত্র দ্বারা মানুষের অভ্যন্তরে আধ্যাতিক জ্ঞানের প্রবাহ সৃষ্টি হওয়ার জন্য কি প্রয়োজন তাও মাওলানা রুমি (রহঃ) বর্ণনা করেছেন ।
তিনি বলেছেন, এর জন্য প্রয়োজন আত্মশুদ্ধির ।
শুদ্ধি ও শোধনে আত্মার শুচিতা সাধিত হলে তার মাঝে আধ্যাতিক ও ঈমানী জ্ঞানের ঝর্ণা সৃষ্টি হবে । যার উথিত প্রবাহ ঊর্ধজগতের রত্নমালা উদ্ভাসিত করে তুলবে ।
-অন্তরের দুয়ার যদি প্রশস্ত ও পরিষ্কার হয়, তবে কোন মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ তাআলার নূর তাতে পৌঁছাবে ।
-কিতাব, সাহায্যকারী এবং শিক্ষক ব্যতিরেকেই তুমি নিজের অন্তর মাঝে নবীগণের জ্ঞান বিদ্যা দেখতে পাবে ।
মানুষ স্বভাবের দাস, অভ্যাসের দাস, প্রবৃত্তির দাস । স্বভাব, অভ্যাস, প্রবৃত্তি শুচি শুদ্ধ করার পূর্বে এগুলো সাধারণতঃ নানা রকম আবর্জনায় কলুষিত এবং কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদির আবেষ্টনে থাকে । সুতরাং আত্মশুদ্ধির চেষ্টা সাধনা মানুষের কাছে অত্যন্ত কঠিন ও তিক্ত অনুভূত হবে । এ কঠিনকে সহজ এবং তিক্তকে মধুর করে দিতে পারে, এমন বিষয়ের খোঁজদান এবং তার প্রতি আহ্বানেই মহাগ্রন্থ মছনবীর বেশির ভাগ অংশ ব্যয়িত হয়েছে । সে বস্তু হল এশ্ক-আল্লাহ প্রেম, আল্লাহর মহব্বত । "এশ্ক" সম্পর্কে দার্শনিক রুমী (রহঃ) অনেক কিছুই বলেছেন ।
আত্মশুদ্ধির সাধনায় এশ্ক দ্বারা কত সাহায্য-সহায়তা লাভ হয় তার ইঙ্গিতদানে তিনি বলেন-
-প্রেম মহব্বতে তিক্ত বস্তু মধু হয়ে যায়, প্রেম মহব্বতে পিতলও সোনা হয় ।
-প্রেম মহব্বতে ব্যথা, কষ্টক্লেশ দূর হয়, প্রেম মহব্বতে অসুখ হয় ।
-প্রেম মহব্বতে জেলখানা ফুল বাগান মনে হয়; মহব্বতের অভাবে ফুল বাগানও কণ্টকময় জঙ্গল মনে হয় ।
-প্রেম মহব্বতে পাথর মোম হয়ে যায়, মহব্বতের অভাবে মোম লোহা হয়ে যায় ।
-প্রেম মহব্বতে মৃত জীবিত হয়ে যায়, প্রেম মহব্বতে বাদশাহ দাস হয়ে যায় ।
প্রেম, মহব্বত ভালবাসা মানুষের একটা স্বভাবগত বিষয়, ক্ষেত্র ও পাত্র হিসাবে তার মূল্যায়ন হয় ।
নির্বোধ মানুষ এ অমূল্য মহারত্ন নগণ্য পাত্রে প্রয়োগ করে নিষ্ফল বিড়ম্বনা ভোগ করে । মানুষের কর্তব্য এ মহারত্ন যোগ্য পাত্রে ব্যয় করা ।
সে সম্পর্কে মাওলানা রুমী (রহঃ) বলেন-
-অস্থায়ী বস্তুর সাথে প্রেম ভালবাসা হতে পারে না(তাই বিড়ম্বনা ছাড়া তার কোন সুফল লাভ হয় না), অতএব চিরস্থায়ী চিরঞ্জীব (আল্লাহ তাআলা)-এর সাথে মহব্বত ভালবাসা স্থাপন কর (তার সুফল ভোগ করতে পারবে) ।
চলবে.....
Episode: 7
Gross knowledge darkens the large ledger of deeds with the ink of sins, on the other hand, the knowledge of knowledge and spiritual knowledge illuminates the fate of people like the moon.
Therefore, he called for the acquisition of spiritual knowledge without being confined to the limits of gross knowledge and science and said -
"If you have studied Greek science a lot, if you have spent a lot of time in acquiring this knowledge, now study the science of faith."
Spiritual knowledge begins with the study of the Qur'an, Hadith and Shari'ah and its research; And in the self-sacrifice of self-sacrifice in God, he improves and becomes connected with the ocean of knowledge of God's power.
Philosopher Rumi (R.A.) found it in the Surah of Prayer.
- O Lord, link the point of knowledge which You have endowed by creation or through practice and perseverance with the ocean of Your natural knowledge.
Maulana Rumi (RA) has also described what is required to create a flow of spiritual knowledge within man through connection with natural knowledge.
He said that this requires self-purification.
If the purity of the soul is achieved through purification and purification, a fountain of spiritual and religious knowledge will be created in it. The rising flow of which will reveal the jewels of the upper world.
- If the door of the heart is wide and clear, then the light of Allah will reach it directly without any medium.
- Without books, helpers and teachers, you will see the wisdom of the prophets in your heart.
Man is a slave of nature, a slave of habit, a slave of instinct. Before the nature, habits, and instincts are purified, they are usually contaminated with various kinds of garbage and are under the influence of lust, anger, lust, alcohol, greed, etc. So the pursuit of self-purification will be very difficult and bitter for people. Much of the Mahagrantha Masnabi is devoted to the search for and appeal to that which can make the difficult easy and the bitter sweet. That object is Eshq-Allah love, God's love. Philosopher Rumi (RA) has said many things about "Eshq".
In the pursuit of self-purification, he says how much help is obtained by love.
Bitter things turn to honey in love, brass turns to gold in love.
- In love, pain and suffering are removed, in love there is sickness.
- In love, the prison seems like a flower garden; In the absence of love, even the flower garden seems like a thorny forest.
- In love, stones become wax, in the absence of love, wax becomes iron.
- In love, the dead become alive, in love, the king becomes a slave.
Love, love is a natural thing of man, it is evaluated as a field and container.
Foolish people spend this priceless gem on insignificant vessels and suffer fruitless irony. Man's duty is to spend this precious jewel in a worthy way.
Maulana Rumi (RA) said about that-
-Love cannot be love with a temporary object (therefore it has no benefits without irony), so establish love with the Eternal (Allah Taala) (can enjoy its benefits).
To be continued...

পর্ব : ৬দার্শনিক রুমী (রহঃ) প্রথম জীবনে স্থুল জ্ঞানের অতি বড় বিজ্ঞানী ছিলেন ।এ জ্ঞানচর্চায় তাঁর অসাধারণ সাধনা ছিল । এ জ্...
31/07/2023

পর্ব : ৬

দার্শনিক রুমী (রহঃ) প্রথম জীবনে স্থুল জ্ঞানের অতি বড় বিজ্ঞানী ছিলেন ।
এ জ্ঞানচর্চায় তাঁর অসাধারণ সাধনা ছিল । এ জ্ঞানে তাঁর বিশ্ব খ্যাতি ছিল, এ জ্ঞানে তিনি সুপন্ডিত ছিলেন । দীর্ঘকাল থেকে তিনি এ জ্ঞানেরই অধ্যাপনা করেছেন। এ স্থুল জ্ঞান সম্পর্কে তাঁর অভিজ্ঞতা অনেক এবং এর দোষগুন্ সম্পর্কে তিনি পূর্ণ বিদিত । এ সম্পর্কে তিনি যা কিছু বলেছেন, সব দেখে শুনে পূর্ণ অভিজ্ঞতার আলোকেই বলেছেন।

সে অভিজ্ঞতা প্রকাশে তিনি বলেন-
-যে স্থুল জ্ঞানকে তোমরা দূরদর্শিতা মনে করে থাক, তাকে আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, তার অভিজ্ঞতাই আমার কোনো অভাব ছিল না, কিন্তু পরে বুঝার উপলব্ধি করার সুযোগ পেয়েছি, সে জ্ঞান দ্বারা আমি প্রকৃত জ্ঞানী ছিলাম না; বরং আস্ত একটা পাগল ছিলাম মাত্র ।

স্থূল জ্ঞানের চতুঃসীমায় আবদ্ধ ব্যক্তিদের যুক্তি-প্রমাণের অসারতা ও দুর্বলতা ব্যক্ত করতে গিয়ে দার্শনিক রুমী (রহঃ) বলেন-
-স্থুল জ্ঞানের সীমায় আবদ্ধ ব্যক্তিদের যুক্তি-প্রমান কাঠের তৈরি কৃত্রিম পায়ের মত; কাঠের কৃত্রিম পা কতই না দূর্বল, তা দ্বারা বেশি দূর চলা বা দৌড়ানো কি সম্ভব ?

স্থুল জ্ঞান দ্বারা জাগতিক অভিজ্ঞতা অনেকেই লাভ হয়; এ জগতের অনেক কিছু আবিষ্কার করা যায়, কিন্তু শুধু এ অসুম্পূর্ণ জ্ঞান দ্বারা আত্মার অবস্থা সম্পর্কে জানা যায় না, নিজের সম্পর্কে জ্ঞান লাভ করা যায় না। অথচ মানুষ নিজেকে চিনতে পারে, নিজের আদি অন্তের খোঁজ পেতে পারে- সে জ্ঞান অপেক্ষা বড় আর কোন জ্ঞান নেই ।
স্থুল জ্ঞানের এ দুর্বলতা ও নিষ্ক্রিয়তার বিবরণ দিয়ে দার্শনিক রুমি (রহঃ)
বলেন-
-স্থুল জ্ঞানের অধিকারীরা হাজারো রকম প্রতিভা রাখে, কিন্তু পায়ে কুঠারাঘাতকারী আত্মা সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না ।

-প্রতিটি মৌলিক পদার্থের গুনাগুন সম্পর্কে সে খোঁজ খবর রাখে বটে, কিন্তু নিজের মৌলিক পদার্থের বর্ণনাদানে সে গাধার ন্যায় বোকা ।

-সব জিনিসের মান-মূল্য তুমি জান, অথচ নিজের মান-মূল্য তুমি জান না, তুমি তো আহমক-নির্বোধদের দলভুক্ত।

-সকল জ্ঞানের সেরা জ্ঞান, সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান হচ্ছে চিরস্থায়ী জীবনে তোমার নিজের অবস্থা সম্পর্কে জ্ঞাত হওয়া।

বাহ্যিক পঞ্চ ইন্দ্রিয় ছাড়া আধ্যাতিক ইন্দ্রিয়ও আছে, তার খোঁজ দেয়ার পর বলেন, স্থুল জ্ঞান তো খণ্ডিত আংশিক জ্ঞান, তা ছাড়া রয়েছে আধ্যাতিক জ্ঞানও তা হল ঈমান ও ইসলামলব্ধ জ্ঞান । এ জ্ঞান রাসূল (সাঃ) এবং আসমানী কিতাব মারফত আল্লাহ তাআলার তরফ থেকে অবতাড়িত । এ জ্ঞান ছাড়া স্থূল জ্ঞান, যা আংশিক এবং খণ্ডিত জ্ঞান, তা একেবারে অসুম্পূর্ণ অকেজো । যেমন দেখার জন্য সৃষ্টিগতভাবে চোখের জ্যোতি রয়েছে, কিন্তু তার সম্মুখে যদি সূর্য বা প্রদীপের আলো না থাকে তবে ওই জ্যোতি অকেজো অকর্মন্য । তেমনি আধ্যাতিক জ্ঞান ছাড়া স্থুল জ্ঞান মানবের কল্যাণ মঙ্গল সাধনে এবং প্রকৃত সত্য আবিষ্কারে একেবারেই অকেজো । এ জন্য দার্শনিক রুমি (রহঃ) আধ্যাতিক জ্ঞানকে "আকলে আকল" জ্ঞানের জ্ঞান নাম দিয়েছেন ।
এ জ্ঞানের শক্তি ও সুফল বর্ণনায় তিনি বলেন-
-জাগতিক জ্ঞান বিজ্ঞান শুধু দ্বিধা সংশয়ই বর্ধিত করে, পক্ষান্তরে দ্বীন ইসলাম ও ঈমানের জ্ঞান উর্ধজগতে পৌঁছে দেয় ।

চলবে...

Episode: 6
Philosopher Rumi (RA) was a great scientist of gross knowledge in his early life.
He had extraordinary efforts in this knowledge practice. He had world fame in this knowledge, he was well-versed in this knowledge. He has taught this knowledge for a long time. He has a lot of experience about this gross knowledge and he is fully aware of its faults. Whatever he said about it, he said it in the light of full experience.

Expressing that experience, he said-
-That gross knowledge which you call foresight, I have made many experiments, I had no lack of experience, but afterwards I had an opportunity of perceiving, by that knowledge I was not really wise; Rather, I was just completely crazy.

While expressing the futility and weakness of the arguments of people confined to the four limits of gross knowledge, the philosopher Rumi (RA) said:
-The arguments of those bound by gross knowledge are like artificial legs made of wood; How weak is the artificial leg of wood, is it possible to walk or run for a long distance?

Worldly experience is gained by many through gross knowledge; Many things in this world can be discovered, but only with this incomplete knowledge one cannot know about the state of the soul, one cannot gain knowledge about oneself. But man can know himself, can find his original end - there is no greater knowledge than that knowledge.
Philosopher Rumi (RA) describes this weakness and inactivity of gross knowledge.
said-
- Those possessing gross knowledge possess a thousand talents, but have no knowledge of the soul that axes the feet.

-He inquires about the properties of each element, but he is as stupid as a donkey in describing his element.

- You know the value of all things, but you don't know your own value, you belong to the group of fools.

- The best knowledge of all knowledge, the best science of all sciences is to know your own condition in eternal life.

Apart from the five external senses, there are also spiritual senses, after looking for them, he said, gross knowledge is fragmented partial knowledge, apart from that, there is also spiritual knowledge, which is faith and Islamic knowledge. This knowledge was revealed by Allah Ta'ala through the Messenger (PBUH) and the Heavenly Book. Without this knowledge, gross knowledge, which is partial and fragmentary knowledge, is completely incomplete and useless. For example, eyes are naturally endowed with light to see, but if there is no light from the sun or a lamp in front of it, that light is useless and ineffective. Similarly, gross knowledge without spiritual knowledge is absolutely useless in achieving human welfare and discovering the real truth. This is why the philosopher Rumi (RA) called spiritual knowledge "Akle Akal" the knowledge of wisdom.
Describing the power and benefits of this knowledge, he said-
-Worldly knowledge science only increases doubts, on the other hand religion Islam and knowledge of faith reaches the upper world.
To be continued...

Address

Dhaka
Joypur

Telephone

+8801755706077

Website

Alerts

Be the first to know and let us send you an email when মসনবী শরীফ/Musnabi Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মসনবী শরীফ/Musnabi Sharif:

Share

Category